A B S Furfura

A B S Furfura Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A B S Furfura, TV Channel, Kaliachak.

03/12/2023
22/08/2023

ছেলে মেয়ে রা যদি কোথাই গিয়ে ভুল করে,মা বাবা যদি জানতে পারে তাহলে অবশ্শই মা বাবা তার ব্যাপারে ব্যবস্থা নেই
কিন্তু বাংলার প্রশাসন পীর মহলে এত জগন্ন ব্যবহার করেছে তার মা বাংলার মুক্ষমুন্ত্রী তার ব্যাবস্তা নেই না কেন ?
আজ আমি একজন বাংলার ছাত্র হিসেবে জবাব চাইছি ?

13/08/2023

Nawada Jadupur Gram Panchayat Prodhan Ghothon 10/08/2023

05/08/2023

নয়াগ্রামে ISF এর তরফ থেকে কোনো মিটিং মিছিল ডাকা হয় নি এই সমস্ত খবর ভুল রোটিয়ে বেড়াচ্ছে কংগ্রেস পাটির নেতৃত্বরা আপনারা বিব্রান্ত হবেন না

14/07/2023

ভাঙড় ঢোকার মুখে ব্যারিকেড দিয়ে আটকাল নওশাদ সিদ্দিকীকে। ভাঙড়ে যেতে অনড় নওশাদ।

02/06/2023

নদীয়া, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় 3-5 জুন 2023-এর মধ্যে তাপপ্রবাহের সম্ভাবনা আছে। দিনেরবেলা দীর্ঘক্ষণ রোদে থাকা এড়িয়ে চলুন। বাড়িতে থাকুন সুস্থ থাকুন।

আজ বর্ধমান থেকে হাওড়া ফেরার পথে আমাদের নেত্রী মীনাক্ষী মুখার্জি
02/06/2023

আজ বর্ধমান থেকে হাওড়া ফেরার পথে আমাদের নেত্রী মীনাক্ষী মুখার্জি

পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ অভিবাসী শ্রমিক এবং চিকিৎসার জন্য রোগী সহ এই ট্রেনটি ব্যবহার করে।  হাওড়া থেকে চেন্নাইগামী...
02/06/2023

পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ অভিবাসী শ্রমিক এবং চিকিৎসার জন্য রোগী সহ এই ট্রেনটি ব্যবহার করে। হাওড়া থেকে চেন্নাইগামী করমন্ডেল এক্সপ্রেসের বালাসরে মর্মান্তিক দুর্ঘটনার খবর হৃদয়বিদারক।
আল্লাহ্ পাক সকলকে হেফাজত করুন।🤲🤲

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা,অত্যন্ত দুঃখিত,দ্রুত সবার সুস্থতা কামনা করি, সৃষ্টি কর্তা সবাইকে হেফাজত করুন🤲
02/06/2023

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা,অত্যন্ত দুঃখিত,দ্রুত সবার সুস্থতা কামনা করি, সৃষ্টি কর্তা সবাইকে হেফাজত করুন🤲

07/05/2023

সকল NEET পরিক্ষারর্থি দের জানাই আন্তরিক শুভেচ্ছা

04/05/2023

মালদায় মুখ্যমন্ত্রীর সফরের মধ্যেই অভিষেক ব্যানার্জীর কনভয় আটকে বিক্ষোভ।

মুর্শিদাবাদের ডোমকল ব্লক পাইকমারিতে জনসমাবেশে যাওয়ার পথিমধ্যে সাধারণ মানুষের সাথে ।
25/04/2023

মুর্শিদাবাদের ডোমকল ব্লক পাইকমারিতে জনসমাবেশে যাওয়ার পথিমধ্যে সাধারণ মানুষের সাথে ।

আগামী ২২ এপ্রিল ঈদ। তবে চান্দ্র মাসের হিসাবে রমজান মাস ৩০দিনে হলে এবারের ঈদ আগামী ২৩ এপ্রিলেও উদযাপিত হতে পারে।  সমাজের ...
18/04/2023

আগামী ২২ এপ্রিল ঈদ। তবে চান্দ্র মাসের হিসাবে রমজান মাস ৩০দিনে হলে এবারের ঈদ আগামী ২৩ এপ্রিলেও উদযাপিত হতে পারে। সমাজের বিভিন্ন স্তর থেকে সরকারের নিকট ঈদ উপলক্ষে পর্যাপ্ত তিনদিনের ছুটির জন্য আবেদনে সাড়া মেলেনি। এর পূর্বে আমিও একাধিকবার আবেদন করেছি তিনদিনের ছুটির জন্য এবং এর পাশাপাশি ঈদের আগেরদিন বা পরেরদিন কোনও শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা অথবা শিক্ষা কর্মসূচি না রাখতে আবেদনও করেছি। অথচ দূর্ভাগ্যজনকভাবে এবারেও কলকাতা ন্যাশানাল মেডিকেল কলেজে আগামী ২৩ এপ্রিল পরীক্ষা সূচী ঘোষণা করা হয়েছে। অথচ সম্ভাব্য ঈদের দিন হিসাবে ২২ এপ্রিলের সাথে ২৩ তারিখকেও মনে করা হচ্ছে।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা কলকাতা বা ভিন্ন স্থানে শিক্ষামুখী হন। যদি রাজ্যের এক প্রান্ত থেকে অপরপ্রান্তে গিয়ে পরীক্ষা দিতে হয় তাহলে পরব কালে কি প্রকারের সমস্যা ভোগ করতে হবে সে বিষয়ে সরকার এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলির উদাসীনতা বুঝতে বাকি থাকেনা। রাজ্যে এবং দেশে সর্বদাই সরকারকে এবং প্রতিষ্ঠানগুলিকে একথা মনে করিয়ে দিতে হয় যে এদেশে বিভিন্ন ধর্ম, গোত্র, সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। এবারের কলকাতা ন্যাশানাল মেডিকেলের পরীক্ষার সূচী আমার নজরে এলে তা নতুন করে বিবেচনা করতে আবেদন জানালাম।

 #কর্মি_সম্মেলনইন্ডিয়ান সেকুলার ফন্ট অশোকনগর বিধানসভা কমিটির উদ্যোগে কর্মী সম্মেলন।মাটিয়াগাছা, শ্রীকৃষ্ণপুর, অশোকনগর উ...
01/04/2023

#কর্মি_সম্মেলন

ইন্ডিয়ান সেকুলার ফন্ট অশোকনগর বিধানসভা কমিটির উদ্যোগে কর্মী সম্মেলন।

মাটিয়াগাছা, শ্রীকৃষ্ণপুর, অশোকনগর উ: ২৪ পরগনা।

০১/০৪/২০২৩

নিজে ঘুরে ঘুরে  ফলের বাজার পরিদর্শন করলেন এবং ফলের  দাম সংক্রান্ত বিষয় বিক্রেতাদের সাথে কথাবার্তা বললেন. ভাঙ্গরের বিধায...
27/03/2023

নিজে ঘুরে ঘুরে ফলের বাজার পরিদর্শন করলেন এবং ফলের দাম সংক্রান্ত বিষয় বিক্রেতাদের সাথে কথাবার্তা বললেন.

ভাঙ্গরের বিধায়ক
পীরজাদা নওশাদ সিদ্দিকী

আমি সনিয়া,  সরকারী চাকরী করি। কিছুদিন আগে ডিভোর্স হয়েছে। একজন ভালো মানুষ চাই, গরিব হলেও চলবে, কিন্তু অনেক রোমান্টিক চাই...
25/03/2023

আমি সনিয়া, সরকারী চাকরী করি। কিছুদিন আগে ডিভোর্স হয়েছে। একজন ভালো মানুষ চাই, গরিব হলেও চলবে, কিন্তু অনেক রোমান্টিক চাই😌 আমি তাকে চাকরী দিয়ে দিবো আর একটা ফ্লাট দিয়ে দেবো। আগে বিয়ে থাকলেও সমস্যা নেই।
বয়স ২১ থেকে 35

18/03/2023

মানোনিয়া কী ভাবছেন ....

14/03/2023

সকল উচ্চমাধ্যমিক পরিক্ষার্থিদের জানাই আন্তরিক সুভেচ্ছা

এই কার্ড গুলো ঈশালে সওয়াবে পীরজাদা juniyed siddique ভাইজানের দরবারে পাওয়া গেছে। যদি কারোর হয়ে থাকে আপনারা juniyed siddiq...
12/03/2023

এই কার্ড গুলো ঈশালে সওয়াবে পীরজাদা juniyed siddique ভাইজানের দরবারে পাওয়া গেছে। যদি কারোর হয়ে থাকে আপনারা juniyed siddique ভাইজানের দরবার থেকে পেয়ে যাবেন।

22/02/2023

#ইন্ডিয়ান_সেকুলার_ফ্রন্ট, #পশ্চিমবঙ্গ_রাজ্য_কমিটির_বিবৃতি

যেভাবে রাজ্য সরকার মিথ্যা মামলা দিয়ে, হেনস্থা করে, এক থানা থেকে অন্য থানায় ভিত্তিহীন অভিযোগ দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ও বিধায়ক মহঃ নওসাদ সিদ্দিকী, দলের রাজ্য সম্পাদক বিশ্বজিত মাইতি সহ অন্যান্য নেতা-কর্মীদের আটক রাখার চেষ্টা করছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা প্রতিহিংসার রাজনীতি। যারা ন্যায়ের কথা বলছেন, সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব তাদের গারদের ভেতরে রেখে গণতন্ত্রেরই টুঁটি টিপে ধরছে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই জালিম সরকার।

আজ কলকাতা হাইকোর্টে বিধায়ক নওসাদ সিদ্দিকীর চারটে মামলার শুনানি ছিল। শুনানী চলাকালীন এই ঘটনায় ৮৮ জন ৩২ দিন ধরে আটক জেনে মাননীয় বিচারপতি শুনানি থামিয়ে দেন। প্রশাসনের অনুমতি নিয়ে পূর্বঘোষিত একটি প্রোগ্রাম থেকে কেন এতজনকে গ্রেপ্তার করা হয়েছে তার জবাবদিহি করতে বলেন পাবলিক প্রসিকিউটরকে এবং সমস্ত বন্দিদের একসাথে শুনানি করার নির্দেশ দেন। মাননীয় বিচারপতি ১লা মার্চ পরবর্তী শুনানির দিন ঘোষণা করেন। আমরা মহামান্য আদালতের ওপর আস্থাশীল। তাঁরা এই ঘটনার সঠিক বিচার করবেন বলে আশা রাখি।

আদালতের মধ‌্যে আইনী প্রক্রিয়া যেমন চলছে, তেমনই রাস্তাতেও বন্দীমুক্তি আন্দোলন সহ আপদমস্তক দুর্নীতিবাজ সরকারের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির বিরুদ্ধেও লড়াই চলবে।

২২/২/২৩

এই চিত্র বলে দিচ্ছে কিভাবে একসাথে লড়াই করতে হয়,,, আই এস এফের গায়ে কোনো ট্যাগ  লাগাতে পারবেন না। আমাদের সকলের প্রিয় ভাইজা...
28/01/2023

এই চিত্র বলে দিচ্ছে কিভাবে একসাথে লড়াই করতে হয়,,, আই এস এফের গায়ে কোনো ট্যাগ লাগাতে পারবেন না। আমাদের সকলের প্রিয় ভাইজান নওসাদ সিদ্দিকী ও প্রিয় দাদা বিশ্বজিৎ মাইতি এক অপরের হাত ধরে জানান দিচ্ছেন গনতন্ত্রকে এভাবেই রক্ষা করতে হবে।,,,,,

বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ সমস্ত আইএসএফ নেতৃত্বদের  নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে তৃণমূল আশ্রিত দু...
28/01/2023

বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ সমস্ত আইএসএফ নেতৃত্বদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
এই দাবিকে মাথায় রেখে সারা রাজ্য জুড়ে পোস্টারিং করছে স্টুডেন্টস ফ্রন্টের সৈনিকরা।

২১ শে জানুয়ারি ভাঙ্গরে জার নেত্রিত্তে ওসানন্তি হয়
28/01/2023

২১ শে জানুয়ারি ভাঙ্গরে জার নেত্রিত্তে ওসানন্তি হয়

নওশাদের নিঃশর্ত মুক্তির দাবিতে ভাঙড়ে মিছিল আইএসএফের, প্রশাসনের দিকে আঙুল আরাবুলের পুলিশের নির্দেশ ছিল ২৬ জানুয়ারি পর্যন...
26/01/2023

নওশাদের নিঃশর্ত মুক্তির দাবিতে ভাঙড়ে মিছিল আইএসএফের, প্রশাসনের দিকে আঙুল আরাবুলের পুলিশের নির্দেশ ছিল ২৬ জানুয়ারি পর্যন্ত ভাঙড়ে কোনও রাজনৈতিক দল জমায়েত করতে পারবে না। কিন্তু বৃহস্পতিবার কী ভাবে আইএসএফ মিছিল করল, এ নিয়ে প্রশাসনকে একহাত নিলেন শাসক দলের নেতা আরাবুল। তৃণমূল সভা এবং মিছিল করতে চেয়ে অনুমতি পায়নি। কিন্তু আইএসএফ কী ভাবে মিছিল করল? ভাঙড়ের পরিস্থিতি ভয়ানক হতে পারে, এই আশঙ্কা করে প্রশাসনের দিকে আঙুল তুললেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। অন্য দিকে, অবিলম্বে বিধায়ক নওশাদ সিদ্দিকির মুক্তি না হলে ভাঙড়ে ‘বৃহত্তর আন্দোলন’-এর হুঁশিয়ারি দিয়েছে আইএসএফ।বৃহস্পতিবার ভাঙড়ের হাতিশালায় আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষের পাঁচ দিন পর প্রতিবাদ মিছিল বের করে আব্বাস সিদ্দিকির দল। ভাঙড় থানার বড়ালি এলাকায় পাড়ায় পাড়ায় মিছিল করে আইএসএফ। দলের কর্মীসমর্থকরা কালো ব্যাজ পরে মিছিলে হাঁটেন। তাঁদের দাবি একটাই— বিধায়ক নওশাদ-সহ ধৃত আইএসএফ নেতাদের দ্রুত মুক্তি দিতে হবে। এই নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ।এই মিছিল থেকে আইএসএফ নেতাদের দাবি, গত ২১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে শান্তিপূর্ণ সমাবেশ হয়েছিল। কিন্তু সেখানে ‘ভাইজান’ নওশাদকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়ে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিল আইএসএফ। মহম্মদ সাদ্দাম নামে এক আইএসএফ নেতার কথায়, ‘‘কংগ্রেস, বাম জমানায় কোনও পিরজাদাকে গ্রেফতার করা হয়নি। তৃণমূল সরকারের কী ভাবে এই সাহস হল! আমরা নিঃশর্তে ভাইজান নওশাদের মুক্তি চাই। তাঁকে ছাড়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাব।’’অন্য দিকে, তৃণমূল নেতা আরাবুল ইসলামের অভিযোগ, আইএসএফের জন্যই ভাঙড়ের পরিস্থিতি খারাপ হচ্ছে। তাঁর কথায়, ‘‘সবাই জানেন ভাঙড়ের পরিস্থিতি উত্তপ্ত। যে কোনও কারণে প্রশাসন আমাদের মিছিল করতে অনুমতি দেয়নি। কলকাতা পুলিশ এবং জেলা পুলিশের নির্দেশে আমারা সভা বাতিল করেছি। তা হলে বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজোর দিন কী ভাবে মিছিল করা হল?’’ তাঁর সংযুক্তি, ‘‘যে কোনও সময় বড় কোনও দুর্ঘটনা হতে পারে। প্রশাসনের উচিত, এ নিয়ে কড়া পদক্ষেপ করা।’’গত এক সপ্তাহ ধরে ভাঙড়ে রাজনৈতিক অশান্তি চলছে। গত শনিবার বিদায়ক নওশাদের ধর্মতলা থেকে গ্রেফতারির পর এই চাপান-উতোর চরমে পৌঁছোয়। বিভিন্ন জায়গায় মিটিং-মিছিলের ডাক দিয়েছে আইএসএফ। বুধবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছে তারা। রাজ্যের পুলিশ অনৈতিক ভাবে বিরোধী দলের বিধায়ক এবং নেতাকর্মীদের গ্রেফতার করেছে বলে অভিযোগ আইএসএফ নেতাদের। দলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকির অভিযোগ, তাঁদের এক জন বিধায়ককেই ডরাচ্ছে শাসক দল। গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে তৃণমূল। তাঁর এ-ও অভিযোগ, সমাজের অনগ্রসর শ্রেণি-সহ সব সম্প্রদায়ের মানুষ আইএসএফের সমর্থনে এগিয়ে আসছেন। এটাই তৃণমূলকে ভয় পাইয়ে দিয়েছে। অন্য দিকে, আইএসএফের সমর্থনে এগিয়ে এসেছে সিপিএম।অন্য দিকে, বুধবার ভাঙড়ে সভা এবং মিছিল করতে গিয়েও শেষ পর্যন্ত পিছু হটে তৃণমূল। পুলিশের নির্দেশ ছিল ২৬ জানুয়ারি পর্যন্ত ভাঙড়ে কোনও রাজনৈতিক দল জমায়েত করতে পারবে না। পরিস্থিতি স্বাভাবিক করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার কী ভাবে আইএসএফ মিছিল করল, এ নিয়ে প্রশাসনকে একহাত নিলেন শাসক দলের নেতা আরাবুল।

আজ ২৬ শে জানুয়ারী ২০২৩ রোজ  বৃহস্পতিবার গ্রীন ওয়ার্ল্ড স্কুলের পক্ষ থেকে প্রজা তন্ত্র দিবস পালিত হয়
26/01/2023

আজ ২৬ শে জানুয়ারী ২০২৩ রোজ বৃহস্পতিবার
গ্রীন ওয়ার্ল্ড স্কুলের পক্ষ থেকে প্রজা তন্ত্র দিবস পালিত হয়

Address

Kaliachak
732206

Website

Alerts

Be the first to know and let us send you an email when A B S Furfura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category