'প্রতাবপুর দরবার শরীফের' ঐতিহাসিক ঈশালে সওয়াব, 24, 25ই জানুয়ারি 2025 শে।
তুচ্ছ নয় রক্ত দান, বাঁচতে পারে একটি প্রাণ
রক্ত দান করলে শুধু অন্যজনের উপকার হয় না, আপনি নিজেও উপকার পাবেন, সেটা হলো মানসিক প্রশান্তি!! তাই আগিয়ে আসুন l হাসপাতে রক্ত সংকট রুখতে, কাকদ্বীপ আইমা ইউনিটের প্রতি বছরের ন্যায় এ বছর ও রক্তদান শিবির পরিকল্পনা। -তারিখ - 17 ই -নভেম্বর
তুচ্ছ নয় রক্ত দান, বাঁচতে পারে একটি প্রাণ
রক্ত দান করলে শুধু অন্যজনের উপকার হয় না, আপনি নিজেও উপকার পাবেন, সেটা হলো মানসিক প্রশান্তি!! তাই আগিয়ে আসুন l হাসপাতে রক্ত সংকট রুখতে, কাকদ্বীপ আইমা ইউনিটের প্রতি বছরের ন্যায় এ বছর ও রক্তদান শিবির পরিকল্পনা। -তারিখ - 17 ই -নভেম্বর
#justice for R.G. Kar প্রতিবাদী গজল।
ইন্ডিয়ান গজল শিল্পী একসঙ্গে।
কাকদ্বীপ আইমা উনাইটের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন ও বিপ্লবী বীর শহীদের আত্মা শান্তির জন্য চারা গাছ বিতরন রোপন কর্ম সুচিতে -দেশাত্ববোধক একটি সঙ্গীত গাইলেন আইমা সদস্য-মৌলানা নুরআলম ভাই। #কাকদ্বীপ 🥰
কাকদ্বীপ, মোল্লারচক গ্রামের ঈমাম তথা মোজাদ্দেদিয়া সিদ্দিকিয়া কোরানিয়া" মাদ্রাসা'র শিক্ষক ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে মৌলানা আবুল হাশেম সাহেব কে সম্মোর্ধনা
- কাকদ্বীপ আইমা ইউনিট।🥰💕
ছায়াসুন্দরী বিদ্যানিকেতনে শিক্ষক দের - কাকদ্বীপ আইমা ইউনিটের সদস্যদের দ্বারা সম্মোর্ধনা!
ও প্রধান শিক্ষক শ্রদ্ধেয় বরুন বাবুর সমাজের প্রতি মেসেজ.....।
আইমা সংঘঠন কি দিলো সেটা আমার কাছে বড় কথা নয়..।
বড় কথা হলো আইমা সংগঠন কে আমি কী দিলাম.....।
লোভ নয়
আমি ছিলাম,আমি আছি, আমি থাকবো। আইমা করবো আইমার জন্য জীবন দিতে হলে দেবো..।
আইমা জিন্দাবাদ..
ভাইজান জিন্দাবাদ..
হুজুর কিবলা জিন্দাবাদ ❤️
দিল্লির জাহাঙ্গীর পুর নিয়ে কী বললেন পীরজাদা সৈয়দ রুহুল আমীন ভাইজান..।
আপনাদের জানিয়েছিলাম, গত সপ্তাহে নামখানা গনেশ নগর এলাকার মঞ্জুর আলমকে সিরিয়াস অবস্থায় কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করে আইমা কর্মীরা।
আর্থিক সমস্যার কারনে প্রায় বিনা চিকিৎসায় বছর দুই বাড়িতে শয্যাশায়ী ছিলো মঞ্জুর আলম। রক্তশুন্যহীন পেটে বড় টিউমার এবং জটিল রাজ রোগের বাসা নিয়ে। এলাকাবাসী ও বাচ্চাটির বাড়ির লোকের আবেদনে আইমা ইউনিটের কর্মীরা মাঝরাতে গুরুতর অসুস্থতার খবর পেয়ে তড়িৎ হসপিটালে ভর্তি করে ও ছয় বোতল রক্তের ডোনেটের ব্যাবস্থা করে দেয়।এক সপ্তাহে অনেকটা সুস্থ বাবুটি🥰। প্রতিদিন হাসপাতালে পালা করে নামখানা ও কাকদ্বীপের আইমা কর্মীরা খোঁজখবর নিয়ে যাতায়াত করে।
এখান থেকেই একটু এনার্জি করিয়ে আইমা কর্মীরা এক সপ্তাহের মধ্যে কলকাতায় অপারেশনের জন্য বাচ্চাটিকে পাঠাবে। প্রস্তুতি রেডি, শুধু সময়ের অপেক্ষা।
আপনারা দোয়া করবেন বাচ্চাটির সুস্থতার জন্য! 🤲
আসসালামু আলাইকুম! ❤️সমাজসেবী পরোপকারী ভাইয়েরা।গত দুইদিন আগে নামখানার এই বাচ্চা মঞ্জুর আলমের পেটে বিশাল টিউমারের ও দুরারোগ্য চিকিৎসার জন্য আপনাদের কাছে শেয়ার করেছিলাম।এতোটাই গরীব যে প্রায় বিনা চিকিৎসায় মৃতের মতো বাচ্চাটি কয়েক বছর পড়ে আছে।😭
আলহামদুলিল্লাহ! আমাদের দুদিন প্রচার করার কারণে আইমা কেন্দ্রীয় নেতৃত্বের সহজোগিতায় ডঃ সাজিদ গায়েন আজ বাচ্চাটির বিনা পয়সায় ক্যানসার হাসপাতালে চিকিৎসার ব্যাবস্থা নিয়েছেন। উনি পরামর্শ দিয়েছেন কাল পরশুর মধ্যে বাচ্চাটিকে কলকাতায় ওনার কাছে আনার।
কিন্তু সমস্যা হলো - অসুস্থ বাচ্চাটি একদম রক্তশুন্য। 😭শরীরে মাত্র ২ পয়েন্ট ব্লাড। তাই মোট "ছ প্যাক" (o+) "ও পজিটিভ" রক্ত ইমিডিয়েট প্রয়োজন।
আপনাদের কাছে সবিনয়ে নিবেদন - যদি (০+) 🩸"ও পজিটিভ" রক্ত আপনার বা আপনার পরিচিত কারো হয় কাল পরশুর মধ্যে রক্তদান করে বাচ্চাটিকে বাঁচতে সাহা