Tapu official

Tapu official ডিজিটাল নির্মাতা

এটাই শেষ  #প্রজন্ম যারা তাদের বড়দের কথা শুনে বড় হয়েছে আর এখন ছোটদের কথা শুনে  #বার্ধক্য কাটাচ্ছে....
08/12/2023

এটাই শেষ #প্রজন্ম যারা তাদের বড়দের কথা শুনে বড় হয়েছে আর এখন ছোটদের কথা শুনে #বার্ধক্য কাটাচ্ছে....

সুপ্রভাত
28/11/2023

সুপ্রভাত

" #লিডারশিপ মানে  #ক্ষমতা বা  #কর্তৃত্ব নয় লিডারশিপ মানে "দায়িত্বশীলতা "আমার প্রিয়
25/11/2023

" #লিডারশিপ মানে #ক্ষমতা বা #কর্তৃত্ব নয় লিডারশিপ মানে "দায়িত্বশীলতা "
আমার প্রিয়

 #না বলতে শিখুন! এই লোকটি একটি দোকান দিয়ে নতুন ব্যবসা শুরু করেছিল,,,  এবং তার সমস্ত পরিচিতজন বন্ধু_প্রতিবেশী এবং পরিবার ...
14/09/2023

#না বলতে শিখুন!

এই লোকটি একটি দোকান দিয়ে নতুন ব্যবসা শুরু করেছিল,,, এবং তার সমস্ত পরিচিতজন বন্ধু_প্রতিবেশী এবং পরিবার সেখানে কেনকাটা করতো এবং মাঝে মাঝে বাকী ও চাইতো
কয়েক বছর পরে, এই সব বাকী মিলে বড় আকার ধারন করে
কখনও কখনও আমরা হ্যাঁ বলি যখন আমাদের না বলা উচিত ছিল।
আপনি হ্যাঁ বলবেন ভাবছেন আপনি মানুষকে সাহায্য করছেন..
কিন্তু আসলে আপনি হেরে যাচ্ছেন
এবং আপনার কঠোর পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করছেন,
আপনার সময় খারাপ যাবে এবং বাকী টাকা চাইবেন তখন সবাই আপনার দিকে মুখ ফিরিয়ে নেয়।

সবসময় হ্যাঁ বলবেন না...

আপনার ব্যবসায় বিনিয়োগ করুন এবং সঞ্চয় করুন, স্মার্ট হন, সবকিছু হারিয়ে যেতে দেবেন না,,,,,

 #বেকারত্ব
19/06/2023

#বেকারত্ব

28/12/2022
 Egearly waiting for watch action Heroes of 80's in together👊👊👊👊
11/11/2022



Egearly waiting for watch action Heroes of 80's in together👊👊👊👊

প্রতিটি মৃত্যুই বেদনা দায়ক 😢😢 এতো এতো তরতাজা প্রান।  আজ সাধারন মানুষের কোনো নিরাপত্তা নেই--দেশটা রাজনীতি আর রাজনীতি নিয...
31/10/2022

প্রতিটি মৃত্যুই বেদনা দায়ক 😢😢
এতো এতো তরতাজা প্রান। আজ সাধারন মানুষের কোনো নিরাপত্তা নেই--
দেশটা রাজনীতি আর রাজনীতি নিয়েই শেষ--
#গুজরাট_ব্রিজ_বিপর্যয়--
দায় কার..? সরকার-তো ক্ষতিপূরণ
দিয়েই খালাস..!😢😢😢

কিছু কিছু সময় ৮২ রানের ইনিংসটা একটা সেঞ্চুরি থেকেও বড় হয়..।Well played   ❤️
23/10/2022

কিছু কিছু সময় ৮২ রানের ইনিংসটা
একটা সেঞ্চুরি থেকেও বড় হয়..।
Well played ❤️

প্রথার ঊর্ধ্বে প্রাণ...
19/10/2022

প্রথার ঊর্ধ্বে প্রাণ...

 #বাংলার  #মহারাজ আমাদের গর্ব  #দাদা❤️ক্রিকেটের ময়দানে সৌরভের প্রতিভা নিঃসন্দেহে ভালো ... কিন্তু সবসময় একরকম থাকে না, লা...
12/10/2022

#বাংলার #মহারাজ আমাদের গর্ব #দাদা❤️
ক্রিকেটের ময়দানে সৌরভের প্রতিভা নিঃসন্দেহে ভালো ... কিন্তু সবসময় একরকম থাকে না, লাগাতার দির্ঘ 18টা ম্যাচে ভালো প্রদর্শন করেনি তা সত্বেও টিমে ছিল - তারপর টিমের বাইরে করার পর সৌরভের প্রশংসক BCCI এর বিরুদ্ধে বাংলা জুড়ে আন্দোলন হয়েছিল শুধু এইজন্য সৌরভকে আরো খেলার সুযোগ দিতে হবে তারপরেও একটি ম‍্যাচে ও ভালো প্রদর্শন করতে পারেনি তারপরই টিম থেকে একেবারে অলবিদা --এতে বি সি সি আই এর কি দোষ ? সবসময় মানুষের প্রতিভা ,উত্তেজনা,উদ্দিপনা, একই রকম থাকে না ,এখানে রাজনীতি টেনে আনা নিরর্থক আর যারা রাজনীতি টেনে এনে পুরো ব্যাপারটাকে রাজনীতির মধ্যে ঘুলিয়ে ফেলছে তাদের চিন্তাধারা একেবারে ভুল। হয়তো আমার চিন্তাধারাও ভুল হতে পারে -

তোমার কর্মই তোমাকে মহিমান্বিত করবে   - লুই মরিস #বংশীকাকা_  #সেলিব্রিটি
10/10/2022

তোমার কর্মই তোমাকে মহিমান্বিত করবে - লুই মরিস
#বংশীকাকা_ #সেলিব্রিটি

13/09/2022

অন্যায়ের প্রতিবাদ করা এবং দূর্নীতির বিরুদ্ধে লড়াই করা এগুলি বিভিন্ন রাজনৈতিক দলের কূটনৈতিক উদ্যোগ ।
------------- আব্রাহাম লিংকন

 #হোক_আদর্শ_শিক্ষার_প্রসারপথশিশু আকাশ রাউতকে পড়ায়  দক্ষিণ-পূর্ব ট্রাফিক গার্ডের অনুসন্ধানকারী প্রকাশ ঘোষ...... ‌কর্তব্...
09/09/2022

#হোক_আদর্শ_শিক্ষার_প্রসার

পথশিশু আকাশ রাউতকে পড়ায় দক্ষিণ-পূর্ব ট্রাফিক গার্ডের অনুসন্ধানকারী প্রকাশ ঘোষ...... ‌
কর্তব্যরত অবস্থায় উনার এই মহৎ কাজ🙏🙏🙏
#পুলিশ_যখন_শিক্ষক ❤️
সংগৃহীত - Oh Kolkata

সবাইকে জানাই গণেশ চতুর্থী-র                       আন্তরিক শুভেচ্ছা------                                   #গণেশ_চতুর্থী
31/08/2022

সবাইকে জানাই গণেশ চতুর্থী-র
আন্তরিক শুভেচ্ছা------
#গণেশ_চতুর্থী

30/08/2022

এই পথ যদি না শেষ হয়....❤️

#বন্ধুত্বের_বন্ধন______ #

ভরসা থাকুক নিজের উপর ,লড়াই হোক একার - #------জিতে যাওয়ার মূহূর্তগুলো ফিরে আসুক জীবনে বারবার.................. #জীবনযুদ...
28/08/2022

ভরসা থাকুক নিজের উপর ,
লড়াই হোক একার -
#------জিতে যাওয়ার মূহূর্তগুলো ফিরে আসুক জীবনে বারবার.................. #জীবনযুদ্ধে_হার_না_মানা_এক_যোদ্ধা

সন্তানের চোখে বাবাই হচ্ছে সবচেয়ে কাছের পৃথিবী। সেই শৈশবে বাবার আঙুল ধরে শুরু হয় পথচলা, কৈশোরের দুরন্তপনার সঙ্গী, যৌবনে...
26/08/2022

সন্তানের চোখে বাবাই হচ্ছে সবচেয়ে কাছের পৃথিবী। সেই শৈশবে বাবার আঙুল ধরে শুরু হয় পথচলা, কৈশোরের দুরন্তপনার সঙ্গী, যৌবনে সাহসের জোগানদার আর সংসারজীবনে একজন দায়িত্ববান পুরুষের ভূমিকা। একজন আদর্শবান বাবার চোখেই তাঁর সন্তান দেখতে শেখে পৃথিবীর আলো আর অন্ধকারের মতো মানুষের জীবনের সুখ–দুঃখের ক্ষণস্থায়ী বিচরণ, একজন আদর্শবান বাবার মস্তিষ্কেই তাঁর সন্তান অনুভব করতে শেখে পৃথিবীর প্রতিটি মানুষেরই সম-অধিকারে বেঁচে থাকার প্রাপ্যতা আছে। অনুরূপভাবে একজন আদর্শবান বাবার কারণেই সন্তান শুনতে শেখে তার চারপাশের সৎ এবং সত্য মানুষগুলোর তৃপ্তির হাসি অপর দিকে অসততা ও মিথ্যাপুষিত জীবনের আহাজারি।

বাবার শরীর দিয়েই একটি সন্তান অনুভব করতে শেখে যে এই পৃথিবীটা বেঁচে থাকার তাগিদে কতটা শ্রম আর কতটা ঘাম ঝরাতে হয়।

 #জন্মদিনে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই🙏🙏🙏 মেরি টেরিজা বোজাঝিউ, যিনি মাদার টেরিজা বা তেরেসানামে অধিক পরিচিত, ছিলেন একজন...
26/08/2022

#জন্মদিনে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই🙏🙏🙏
মেরি টেরিজা বোজাঝিউ, যিনি মাদার টেরিজা বা তেরেসানামে অধিক পরিচিত, ছিলেন একজন আলবেনীয়-বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক। টেরিজার জন্মস্থান অটোমান সাম্রাজ্যের আলবেনিয়া রাজ্যের স্কপিয়ে। আঠারো বছর বয়স পর্যন্ত তিনি সেখানেই কাটান।

জন্ম: ২৬ আগস্ট, ১৯১০, স্কোপজে, ম্যাসাডোনিয়া

মারা গেছেন: ৫ সেপ্টেম্বর, ১৯৯৭, কলকাতা

পুরস্কার: শান্তিতে নোবেল পুরস্কার, ভারতরত্ন, অর্ডার অব দ্য স্মাইল, আরও বেশি

বাবা ও মা: দ্রানাফাইল বয়াজিউ, Nikollë Bojaxhiu

ভাইবোন: আগা বয়াজিউ, লাজার বয়াজিউ

তথ্য - উইকিপিডিয়া

 #ডাক্তারবাবু_আমাকে_বাঁচান.....বছর ৩০ এর বৌ, স্বামী বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে....মেয়েটির জীবন-যৌবন শেষ! কেন?তার কারণ, মেয়ে...
26/08/2022

#ডাক্তারবাবু_আমাকে_বাঁচান.....
বছর ৩০ এর বৌ, স্বামী বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে....
মেয়েটির জীবন-যৌবন শেষ! কেন?
তার কারণ, মেয়েটির যোনী মুখ থেকে বেরিয়ে এসেছে তার আভ্যন্তরীণ যৌনাঙ্গ-সমূহ.....
আর সেই সাথে আটকে যায় মূত্র।
দূর্বিষহ যন্ত্রণা আর ইনফেকশন......!
দু-বার আত্মহত্যার চেষ্টা.......!

জীবনে মেয়েটির আর কিছুই রইল না....
সন্তানহীন মেয়েটি, স্বামী পরিত্যক্তা ( যদিও অফিসিয়াল ডিভোর্স হয় নি).

স্বামী প্রথম দিকে অনেক চেষ্টা করেছেন।
এ-ডাক্তার, সে-ডাক্তার অনেক করেছেন।
কিন্তু সকলেই বলেছে, মেয়েটির যৌনাঙ্গ-সমূহ সম্পূর্ণ রূপে বাদ দিতে হবে।
মা হওয়া আর হবে না....
তাহলে উপায়....?

উপায় একটা আছে। এক বিশেষ অপারেশন।
নাম "ম্যানচেষ্টার-ফদারগিল অপারেশন"!

ম্যানচেষ্টার-ফদারগিল অপারেশন।

আমি মেডিসিন এর ডাক্তার। ছুরি-কাঁচি চালানোর যোগ্যতা আমার নেই....

পরিচিত নার্সিং হোম গুলিতে খোঁজ নিলাম। কোথাও হয় না এই জটিল-কঠিন অপারেশন, যেখানে জরায়ু বা যৌনাঙ্গ কিছুই বাদ যাবে না,
মেয়েটির যৌনজীবন ব্যহত হবে না,
মা হওয়ার সম্ভবনা বেঁচে থাকবে....!

একজন সিনিয়র ও.টি. সিষ্টার জানালেন,
বছর ২০ আগে তিনি একজন সার্জেন কে দেখেছিলেন এই অপারেশন করতে.... (যখন রোগী মারা গেলে, ডাক্তার পেটানোর কথা কেউ ভাবত না)!
কিন্তু তারপর ২০ বছরের ভিতরে এ তল্লাটে আর কেউ ওই জটিল অপারেশনের সাহস দেখান নি।

এক্ষেত্রে সার্জেনের হাত হতে হবে সূক্ষ্মতম, যাকে বলে একেবারে পেপার-কাটিং-হ্যাণ্ড...…!

কে আছে এই মফঃস্বল শহরে....?
কে-ই বা সাহস দেখাবে, এই ডাক্তার-পেটানো জনতার মাঝে...?

নাঃ এই বাজারে কোন আশা-ই নেই!!!!??!!
এরকম অপারেশন এই সব ছোট-খাটো জায়গায় আলীক-কল্পনা। একটুর থেকে একটু হলে, থানা-পুলিশ-আদালত-মারধোর-ভাংচুর....ক্ষতিপূরণ!

হঠাৎ একজনের কথা মাথায় এল।

একটা ছেলে-কে দেখেছিলাম,
পিজি হাসপাতালের MBBS হোষ্টেলে.....
গলায় তুলসীর মালা, কপালে চন্দনের ফোঁটা....!
চেহারায় ঈশ্বর-সুলভ জ্যোতি....!
সম্পূর্ণ নিরামিষ-ভোজী এক ছাত্র.....!
প্রথম দিনেই সকলের থেকে আলদা করে ধরা পড়ল সকলের চোখে.....!
হোষ্টেলে নাম হয় গেল তার "ঠাকুর-ডাক্তার"!

সেই ছেলে আজ ১৭ বছর পর, বড় গাইনোকলজিষ্ট!
যেমন মেধা, তেমন স্থিতধী.....!
যখন ও.টি. করেন,
তখন নার্সিং-হোম বা হাসপাতালে ও.টি. টেবিলের চারধারে ভীড় জমে যায়..... অপারেশন দেখতে আসেন ডাক্তার-সিস্টার-টেকনোলজিষ্টরা!!!!
ওর অপারেশনের হাত দিয়ে যেন শিল্প-রচনা হতে থাকে.....!
সিনিয়র ডাক্তারবাবুরাও অপেক্ষায় থাকেন,
"ঠাকুর-ডাক্তার"-এর ও.টি. দেখবেন বলে....

গোটা অপারেশনে,
একটুও এক্সট্রা রক্ত ক্ষরণ নেই....!
একটাও মপ ভেজে না ( মপ হল একধরণের কাপড়, যা অপারেশনের সময় রক্ত শুষে নেয়),
অতিরিক্ত সময় রোগীকে অজ্ঞান রাখার প্রয়োজন পড়ে না, তাই একটাও অতিরিক্ত অজ্ঞান-করার-ইঞ্জেকশন খরচ হয় না।
( তবুও বলে রাখি, অপারেশন করার সময় যেকোন সময়, যেকোন রোগী খারাপ হতে পারে, যেটা কারো হাতে থাকে না।)

আমাদের সেই ঠাকুর-ডাক্তার.....!
বর্তমানে আমার বাড়ীর কাছের হাসপাতালে পোষ্টেড।
আদ্যপান্ত প্রচার বিমুখ....
নিজের খেয়ালে থাকেন....
নিজেকে লুকিয়ে রেখে,
নিজের ভাবনার জগতেই বিচরণ করতে ভালোবাসেন।

অল্পদিনেই তার সাথে বন্ধুত্ব গাঢ় হয়ে উঠল....
তার স্বপ্ন,
একদিন একটা আশ্রম বানাবো.... গরীব বাচ্চাদের থাকা-খাওয়া-পড়াশোনার ব্যবস্থা করব....অনেক বাচ্চার দায়িত্ব নিয়ে তাদের মানুষ করব, ইত্যাদি ইত্যাদি...
দু-জন মিলে আমরা এখন, আশ্রম বানানোর জন্য পছন্দমতো জমি খুঁজে বেড়াই....!

ফিরে আসি ঘটনায়.....
বন্ধুকে বললাম,
ম্যানচেস্টার-ফদারগিল অপারেশন করতে পারবি?
রোগী পয়সা-কড়ি দিতে পারবে না, উলটে ওষুধ-পত্র, ব্যাণ্ডেজ-সুতো কিনে দিতে হবে......!

ঠাকুর-ডাক্তার বলল,
"হাসপাতালে পারব না, সঙ্গ দেওয়ার মতো সিনিয়র ও.টি. সিস্টার নেই।
অমুক নার্সিং হোমে "সিস্টার পারুল" আছেন, যে একমাত্র ফদার-গিল অপারেশনে সহযোগী হিসাবে ও.টি.-তে নামতে পারে।
ওই নার্সিং-হোমে চেষ্টা করতে পারি.....!
তুই পার্টি-কে শুধু নার্সিং-হোমের চার্জ টুকু দিতে বল।"

সেইমত ব্যবস্থা হল।
নার্সিং-হোম এর চার্জ-টুকু যোগাড় করল রোগীনীর ভাই।
ডাক্তার-সার্জেন,অজ্ঞান করার ডাক্তার - কেউ ফি নেয় নি, ওষুধ-সুতো-ব্যাণ্ডেজের ব্যবস্থা ঠাকুর-ডাক্তার (ডাঃ সুব্রত মণ্ডল) নিজেই করলেন।

ও.টি. হল।
রোগীর স্বামীও একবুক আশা নিয়ে ওটি-র দিন হাজির হল।

ও.টি. সাকসেসফুল।
বছর ৩০ এর মেয়েটির শরীরের কোন অংশ বাদ দিতে হয় নি।
যৌনতা ও মা হওয়ার সম্ভাবনা দু-টোই বেঁচে থাকল।
এক প্রবল মানসিক অবসাদ থেকে বাঁচল একটি পরিবার।

স্বামী-স্ত্রী কিছুদিন পর, ঘরে ফিরে গেল.....!

আর আমাদের ঠাকুর-ডাক্তার,
আবার নিজেকে
সমস্ত প্রচার থেকে দূরে সরিয়ে
আপন খেয়ালে নিজের আশ্রম গড়ার স্বপ্নে মশগুল হয়ে রইল.....!

ঠাকুর-ডাক্তারের বিরুদ্ধে আমার একটি অভিযোগ আছে। তা হলঃ
এই সার্জেন যদি,
এই বিরাট কোয়ালিটি নিয়ে নিজেকে আড়াল করে রাখেন, তবে লোকজন জানবেই না, ঘরের পাশে বনগাঁ-র মত ছোট শহরে, এত ভালো একজন সার্জেন (গাইনোকলজিষ্ট) আছেন। তার দক্ষতা সমাজের উপকারেই আসবে না।
মানুষ এত নির্লিপ্ত-নির্লোভ-প্রচারবিমুখ হতে পারে???

তাই একপ্রকার বাধ্য হয়েই, আমার আজকের এই পোষ্ট। এই ছবিটিও জোর করে তুলেছি।

এই ডাক্তারবাবু হলেন,
ডাঃ সুব্রত মণ্ডল, রেট-পাড়া মোড়, বনগাঁ, উত্তর ২৪ পরগণা।
মোবাইল নম্বর - 9593 988 988
সংগ্ৰহ - Dear Doctor

জেনে রাখা দরকার....
25/08/2022

জেনে রাখা দরকার....

জঙ্গলমহলে জঙ্গল প্রায় অবলুপ্তির মুখে....সেই জায়গায় হইতো সরকারি আবাসন,নতুবা জঙ্গল কেটে অনৈতিক শিল্প কারখানা স্থাপন। আব...
25/08/2022

জঙ্গলমহলে জঙ্গল প্রায় অবলুপ্তির মুখে....
সেই জায়গায় হইতো সরকারি আবাসন,
নতুবা জঙ্গল কেটে অনৈতিক শিল্প কারখানা স্থাপন। আবার কিছু কালোবাজারি রাতের অন্ধকারে করছে লুট....
আবার কিছু মানুষ পেটের দায়ে জঙ্গল কেটে জীবিকা নির্বাহ করছে... আরও বিবিধ কারনস্বরূপ জঙ্গলমহলের জঙ্গল প্রায় শেষের মুখে
তাই হাতি🐘🐘🐘 আজ পেটের দায়ে জঙ্গল ছেড়ে লোকালয়ে....
তারা অবুঝ ,তারা শান্ত, কিন্তু কিছু সচেতন মানুষ তথাপি উত্যক্ত করে চলেছে তাদের....
তাই তারা আজ খুনি........
জঙ্গলমহলের সবার প্রিয় শান্ত রামলালেরও
ধৈর্যচ্যুতি হয়েছে....
আজ চারিদিকে রব "খুনি রামলাল"
শুনতে খারাপ লাগে তবে সে বাধ্য হয়েছে আমাদের কার্যকলাপে.......
হাতি অধ্যুষিত অঞ্চলের মানুষ সচেতন হোন , ..সজাগ হোন , হাতিকে উত্যক্ত করবেন না তার খেসারত দিচ্ছে আজ বহু মানুষ।
#প্রকৃতি কারোর একার নয়---
প্রকৃতিতে বেঁচে থাকার অধিকার সবার আছে তা পশু পাখি বা মানুষ হোক....
হাতি সমস্যা সমাধানে বনদপ্তর দ্রুত পদক্ষেপ গ্ৰহন করুক................
#নির্বিকার_নয় .....
#চাই_হাতি_সমস্যার_সঠিক_সমাধান।

Address

Jhargram
721507

Alerts

Be the first to know and let us send you an email when Tapu official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tapu official:

Videos

Share


Other Digital creator in Jhargram

Show All