Sohel Rana

Sohel Rana পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ ৩ টি:
যিকিরকারী জিহ্বা, কৃতজ্ঞ অন্তর, দ্বীনদার স্ত্রী (তিরমিজি ৩০৯৪)

21/07/2024

শক্তিগড়ের এই অবস্থা দেখে কোন মানুষের আর ল্যাংচা খাওয়ার ইচ্ছে করবে !

13/12/2023

এই ভাবে দুআ করলে, কবুল হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে।
🎙️ শাইখ আব্দুর রাকিব বুখারী আল মাদানী হাফেযাহুল্লাহ

আপনারা অবগত আছেন আমি ৭/১২/২০২৩ একটি পোস্ট করেছিলাম আজকে ৯/১২/২০২৩ আপনাদের দেওয়া আমানত পৌঁছে দিলাম ১৭১৫০ টাকা আল্লাহ আপন...
09/12/2023

আপনারা অবগত আছেন আমি ৭/১২/২০২৩ একটি পোস্ট করেছিলাম আজকে ৯/১২/২০২৩ আপনাদের দেওয়া আমানত পৌঁছে দিলাম ১৭১৫০ টাকা আল্লাহ আপনাদের দানকে কবুল করুন দুনিয়া ও আখেরাতে উত্তম প্রতিদান দান করুন আমীন!

পুরীর সীবিচে সাবুর পাঁপর বিক্রি করেন। বললাম, একটা ছবি তুলবো আপনার? ঘাড় নেড়ে বললেন, তুলুন। তারপর জিজ্ঞেস করলেন, কেমন হয়েছ...
05/12/2023

পুরীর সীবিচে সাবুর পাঁপর বিক্রি করেন।
বললাম, একটা ছবি তুলবো আপনার? ঘাড় নেড়ে বললেন, তুলুন। তারপর জিজ্ঞেস করলেন, কেমন হয়েছে ছবিটা? আমি বললাম, ভালো। জিজ্ঞাসা করলাম, ফেসবুকে পোস্ট করতে পারি?
উনি হেসে সায় দিলেন।
জন্মান্ধ মানুষ। ভিক্ষাবৃত্তি বেছে না নিয়ে পরিশ্রম করেই জীবিকা নির্বাহ করছেন।
পাঁপর আমি তেমন খাই না। তবুও কিনলাম এক প্যাকেট। দশটাকা দাম। ইচ্ছে করেই পঞ্চাশ টাকার একটা নোট দিলাম। ভেবেছিলাম বুঝতে পারবেন না। কিন্তু দুবার আঙুল ঘষে বাকিটা ফেরত দিতে উদ্যত হলেন। বললাম, ঠিক আছে.. ফেরত দিতে হবে না আপনাকে, বাকিটা রাখুন প্লিজ।
মানুষটা হেসে চল্লিশ টাকা রিটার্ন দিয়ে চলে গেলেন।
আমিই বোধহয় ওনাকে অপমান করে ফেলেছিলাম। উনি ভিক্ষা করছেন না। উনি রীতিমত পরিশ্রম করছেন, তাই এক্সট্রা টাকা নেওয়ার পক্ষপাতী নন। আমি ক্ষমা চাইতে বললেন, যদি কখনও দরকার হয় তখন চাইবো।
এক হাতে লাঠি, অন্য হাতে পাঁপরের বস্তা। জীবন সংগ্রামে নেমেছেন। থেমে গেলেই হেরে যাবেন....তাই এগিয়ে চলেছেন....
আজ প্রতিবন্ধী দিবসে আবার মনে পড়ে গেলো ওনাকে। যিনি দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও নিজেকে প্রতিবন্ধীর দলে ফেলতে নারাজ। আবার কত মানুষকে দেখি, সুন্দর চেহারা, কর্মক্ষম হয়েও বিভিন্ন ফিকির বের করে ভিক্ষাবৃত্তি করে চলেছেন। দিনরাত লোক ঠকিয়ে উপার্জন করে চলেছেন।
সত্যি বলতে কী প্রতিবন্ধী ঠিক কারা আমার আজও বোঝা হলো না। আমার তো মনে হয় প্রতিবন্ধী নন বরং এনারা বিশেষভাবে সক্ষম হন। এনাদের মনের জোর আমাদের মত সক্ষম মানুষদের থেকেও কয়েকগুণ বেশি থাকে। সামনে না দেখা গেলেও ভাঙা মেরুদণ্ডের মানুষরাও কিন্তু আদপে প্রতিবন্ধীর তালিকাভুক্ত।

জীবনের কত দিক দেখা বাকি আছে আমার। আরও কত জানা বাকি....এনাদের দেখলে মনেহয় 'লড়াই' শব্দটাই একমাত্র প্রতিশব্দ 'জীবনের'।
ভালো থাকুন আপনারা। আর আমাদের মত মানুষদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন, কারা প্রকৃত প্রতিবন্ধী!
যারা সচল অঙ্গপ্রত্যঙ্গের কারণে আপনাদের দিকে করুণার চোখে তাকাই তাদের বুঝিয়ে দিন, আপনারা করুণা চান না, কারণ আপনাদের লড়াইটা আপনাদেরই লড়তে হয়, অন্য কেউ লড়ে দেয় না।

কলমে-অর্পিতা সরকার
ছবি- অর্পিতা সরকার

10/11/2023
05/11/2023

ইসলামী কনফারেন্সঃ বাহরাইন 03-11-2023
🎙️শাইখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ
বিসয়ঃ দাওয়াহ্

05/11/2023

যাদু থেকে বাঁচার উপায়!

04/11/2023

প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যাথা থাকা উচিত!

🎙️ প্রিয় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ 💚

03/10/2023

সুবহানাল্লাহ,, সালাত আদায়ের সময় ভূমিকম্প!
তার পরেও সালাত ত্যাগ করেন নি আল্লাহু আকবার

সুবহানাল্লাহ! চিন্তে পারলেন!
30/09/2023

সুবহানাল্লাহ! চিন্তে পারলেন!

28/09/2023

♦️আমি হিদায়াত পাব কিভাবে? জলন্ত উদারণ!

🎙️শায়খ মতিউর রহমান মাদানী হাফিয্বাহুল্লাহ্

26/09/2023

কুরআন তাফসীর
সূরা আল তাগাবুন

আমাদের দেশে সৌদি পোশাক পরলে মানুষ অনেক বড় আলেম ভাবা শুরু করে। অনেকে এই পোশাকটাকে পরহেজগার হওয়ার লক্ষণ ভাবে। বাস্তবতা হলো...
23/09/2023

আমাদের দেশে সৌদি পোশাক পরলে মানুষ অনেক বড় আলেম ভাবা শুরু করে। অনেকে এই পোশাকটাকে পরহেজগার হওয়ার লক্ষণ ভাবে। বাস্তবতা হলো পোশাক দিয়ে তাকওয়া যাচাই হয় না। হালাল যেকোন পোশাক পরলেই হলো।

ছবিতে সৌদি বেশে কিরিসতিয়ানু রুনালদু। আল্লাহ উনাকে হেদায়েত দান করুন আমীন!

22/09/2023

পুরোটা শুনার পর মন্তব্য করবেন!!

🎙️ শাইখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ শ

Address


Telephone

+919641867368

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohel Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sohel Rana:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share