jalpaiguri india wants mamata di

jalpaiguri india wants mamata di the official page Jalpaiguri India wants mamata di'committee..✊☘️

ঈদ-উল-আযহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা।
17/06/2024

ঈদ-উল-আযহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা।

আজ Jalpaiguri social media India Wants Mamata Di   community ব্যবস্থাপনায় দশদরগা বাজারে আগামীকাল ঈদকে সামনে রেখে জাতি ধ...
16/06/2024

আজ Jalpaiguri social media India Wants Mamata Di community ব্যবস্থাপনায় দশদরগা বাজারে আগামীকাল ঈদকে সামনে রেখে জাতি ধর্ম নির্বিশেষে কিছু অসহায় বাচ্চাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো!🤗🙏❤️

চিত্তরঞ্জন দাশের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
16/06/2024

চিত্তরঞ্জন দাশের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

Trinamool MP Dev is determined to keep promises after winning the election third time . had already said that he will pl...
15/06/2024

Trinamool MP Dev is determined to keep promises after winning the election third time .

had already said that he will plant as many trees as he gets votes whether he wins or not. Dev got a total of 8 lakh 81 thousand 195 votes. He got 1 lakh 82 thousand 868 more votes than candidate .

Without wasting any time after become the third time MP from Ghatal constituency, he started tree plantation to complete his promise after wining this Lok Sabha elections.


ভোটযুদ্ধের এই লড়াইয়ে জনসাধারণ"ই ভগবান।বঙ্গ দেখেছে তোমার লড়াই, অদম্য এক জেদ,যুদ্ধে তুমি মোদের সেনা, তোমার তেজে'ই ওরা শ...
15/06/2024

ভোটযুদ্ধের এই লড়াইয়ে জনসাধারণ"ই ভগবান।

বঙ্গ দেখেছে তোমার লড়াই, অদম্য এক জেদ,
যুদ্ধে তুমি মোদের সেনা, তোমার তেজে'ই ওরা শেষ
মিথ্যা কতো অভিযোগে, সংস্থার ওই হয়রানিতে
বুক চিতিয়ে লড়াইয়ে তুমি, কাঁথি থেকে কোচবিহারে

ধন্য মোরা গর্ব তুমি, এগিয়ে চলো যুবরাজ।

All India Trinamool Congress  candidates for the upcoming assembly bypolls are:- Raiganj: Krishna Kalyani (incumbent)- B...
14/06/2024

All India Trinamool Congress candidates for the upcoming assembly bypolls are:

- Raiganj: Krishna Kalyani (incumbent)

- Bagdah: Madhuparna Thakur (daughter of Rajya Sabha-MP Mamatabala Thakur)

- Ranaghat Dakshin: Mukutmani Adhikari (incumbent)

- Maniktala: Supti Pandey (wife of the late Sadhan Pandey)

Introduction to Didi's promise work!The state government has taken the initiative to build 25 thousand rural roads in re...
12/06/2024

Introduction to Didi's promise work!
The state government has taken the initiative to build 25 thousand rural roads in response to the direct appeal to the Hon'ble Chief Minister Mamata Banerjee .
In the first phase, the state government will build 11 thousand 885 km of roads at a cost of 3475.41 crore rupees.
As a result, there will be a lot of convenience for the people of many rural areas.
Didi's promise is the solution to the problem.

দিদির প্রতিশ্রুতি কাজে পরিচয়!
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে সরাসরি আসা আবেদন এ সাড়া দিয়ে পঁচিশ হাজার গ্ৰামীণ সড়ক তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
প্রথম দফায় ৩৪৭৫.৪১ কোটি টাকা ব্যয়ে ১১ হাজার ৮৮৫ কিলোমিটার রাস্তা তৈরি করবে রাজ্য সরকার।
এর ফলে বহু গ্ৰামীণ এলাকার মানুষের যাতায়াতে অনেক সুবিধা হবে।
দিদির প্রতিশ্রুতি মানেই সমস্যার সমাধান।

Again a visionary step of Mamata Banerjee Govt.Chief Minister Mamata Banerjee  announced that the   scheme would include...
12/06/2024

Again a visionary step of Mamata Banerjee Govt.

Chief Minister Mamata Banerjee announced that the scheme would include OBC and general category students, as well as minority boys and girls. This initiative will provide them with free training for admission into medical and engi- neering courses, as well as for various competitive examinations.

The primary goal of this initiative is to empower individuals from economically disadvantaged backgrounds to realise their aspirations.

TMC MPs visited agitating farmers in Haryana, to convey All India Trinamool Congress Supremo Mamata Banerjee's message.T...
11/06/2024

TMC MPs visited agitating farmers in Haryana, to convey All India Trinamool Congress Supremo Mamata Banerjee's message.

The five-member team comprising TMC national spokesperson and Rajya Sabha MP Derek O'Brien - ডেরেক ও'ব্রায়েন, Md. Nadimul Haque, Dola Sen, Sagarika Ghose and Saket Gokhale visited the agitating farmers near Khanauri on the border of Haryana and Punjab to show their support and they said that "we are with you and the NDA govt led by Prime Minister Narendra Modi at the Centre must meet the demands" .



ाओं_देश_बचाओ

09/06/2024
সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারকে বিশেষমাত্রা দিতে আজই যুক্ত হন ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি সোশ্যাল মিডিয়া কমিউন...
08/06/2024

সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারকে বিশেষমাত্রা দিতে আজই যুক্ত হন ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি সোশ্যাল মিডিয়া কমিউনিটির সঙ্গে।

কমেন্ট বা ইনবক্সে লিখে জানান আপনার নাম, মোবাইল নাম্বার , জেলা । আমাদের প্রতিনিধি খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে আপনাদের সঙ্গে ।

যেন পরিবারের মানুষকে কাছে পেয়েছেন তাঁরা — ডায়মণ্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রী অভিষেক বন্দ্যোপাধ্...
28/05/2024

যেন পরিবারের মানুষকে কাছে পেয়েছেন তাঁরা — ডায়মণ্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো-কে কেন্দ্র করে মানুষের মধ্যে যে উন্মাদনা ধরা পড়েছিল, তাতে মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তাঁদের ঘরের লোক বলেই মনে হয়েছিল। আত্মীয়ের মতোই নিজেদের মনের কথা প্রিয় নেতার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বাসিন্দারা।
Abhishek Banerjee
India Wants Mamata Di

We are prepared to help you! Reach out to IWM helpline number in case of any emergency.
26/05/2024

We are prepared to help you! Reach out to IWM helpline number in case of any emergency.

কিছুদিন ধরে তাপপ্রবাহের কথা মাথায় রেখে আজ জলপাইগুড়ি India wants mamata di'committee social media community পক্ষ থেকে ক...
26/05/2024

কিছুদিন ধরে তাপপ্রবাহের কথা মাথায় রেখে আজ জলপাইগুড়ি India wants mamata di'committee social media community পক্ষ থেকে কমিটির সকল সদস্যদের সাথে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ের সাথে রাজগঞ্জের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে তৃষ্ণা মেটাতে পথ চলতি মানুষদের সাথে যারা জীবনযুদ্ধ লড়াই করছে এই তীব্র গরমে তাদের হাতে তুলে দেওয়া হলো ঠান্ডা শরবত!
Mamata Banerjee

India Wants Mamata Di
jalpaiguri india wants mamata di

25/05/2024
25/05/2024

jalpaiguri india wants mamata di
India Wants Mamata Di

জেনে গেছে দেশবাসীহিরক রাজা সর্বনাশী!!
23/05/2024

জেনে গেছে দেশবাসী
হিরক রাজা সর্বনাশী!!

23/05/2024

বাংলা বিরোধীরা করলো না প্রতিশ্রুতিপূরণ,
স্বাস্থ্য সাথী মেটাচ্ছে চিকিৎসার সব প্রয়োজন।

তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে হোক বাংলা বিরোধীদের বিসর্জন।

23/05/2024

পাঁচ লক্ষের বেশি OBC সার্টিফিকেট এক ধাক্কায় কলকাতা হাইকোর্টের এক বিশেষ এজলাস খারিজ করে দিল।
সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য এ এক নিদারুণ আঘাত। প্রশ্ন উঠছে "মানুষের জন্য আইন না আইনের জন্য মানুষ"।
মানবিক মুখ্যমন্ত্রী এই নির্দেশ মানতে রাজি নন - পিছিয়ে পড়া মানুষদের পাশেই তিনি দাঁড়াচ্ছেন।
অন্যদিকে বিজেপি এবং সিপিএম আনন্দে ফেটে পড়ছে যে গরিব লোকদের পেটে আর একটা লাথি মারা গেছে।
All India Trinamool Congress
India Wants Mamata Di

With India Wants Mamata Di – I just got recognized as one of their top fans! 🎉
22/05/2024

With India Wants Mamata Di – I just got recognized as one of their top fans! 🎉

আজ, নন্দীগ্রামের জনসভার মঞ্চ থেকে এই বাংলা-বিরোধীদের সমূলে উপড়ে ফেলার ডাক দিলেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আহ্বান...
22/05/2024

আজ, নন্দীগ্রামের জনসভার মঞ্চ থেকে এই বাংলা-বিরোধীদের সমূলে উপড়ে ফেলার ডাক দিলেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আহ্বান, এলাকার উন্নয়ন করতে হলে, গদ্দার ‘চাকরি খেকো’দের ছুড়ে ফেলে তৃণমূল কংগ্রেসই একমাত্র ভরসা।

নন্দীগ্রাম-সহ সমগ্র বাংলার মানুষের স্বার্থে আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন রাখলেন মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর আবেদনে সাড়া দিয়ে পাশে থাকার ভরসা দিলেন উপস্থিত জনতা।
India Wants Mamata Di

ছি ছি!!!ইনি নাকি প্রাক্তন বিচারপতি ছিলেন মানুষকে বিচার পাইয়ে দিতেন। এখন আবার সংসদে যাবার লোভে লোকসভা ভোটে দাঁড়িয়েছে ক...
21/05/2024

ছি ছি!!!
ইনি নাকি প্রাক্তন বিচারপতি ছিলেন মানুষকে বিচার পাইয়ে দিতেন। এখন আবার সংসদে যাবার লোভে লোকসভা ভোটে দাঁড়িয়েছে কিন্তু মুখের ভাষা শুনে মনে হচ্ছে এর জন্মের ঠিক নেই।

কপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু!হেলিকপ্টার দুর্ঘটনায় ৯ নেতা-মন্ত্রী সমেত প্রান হারালেন ইরানের...
20/05/2024

কপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু!
হেলিকপ্টার দুর্ঘটনায় ৯ নেতা-মন্ত্রী সমেত প্রান হারালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ধ্বংসস্তূপে কোনও প্রাণের চিহ্ন না পেয়ে সরকারি তরফে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু ঘোষণা করা হয়েছে।

রবিবার একটি অনুষ্ঠান সেরে ফেরার পথে মাঝ আকাশে হারিয়ে যায় রাইসির কপ্টার। পড়ে জানা যায় সেটি ভেঙ্গে পড়েছে দুর্গম জোলফার পার্বত্য এলাকায়। সারা রাত জুড়ে তল্লাশি অভিযান চলে। আজ সকালে ভেঙে পড়া হেলিকপ্টারের খোঁজ মিলেছে। আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছে সেটি। প্রাণের কোনও চিহ্ন নেই বলেই দাবি স্থানীয় সংবাদমাধ্যমের। এরপরই সরকারিভাবেও ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবর ঘোষণা করে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, বিদেশমন্ত্রী সহ হেলিকপ্টারে যে ৯ জন ছিলেন, সকলেরই মৃত্যু হয়েছে। এই ঘটনার পরই রাজনৈতিক রহস্যও যেন উকি দিচ্ছে।

20/05/2024

প্রথমবারের ভোট তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পক্ষে ✊☘️

*মোদিবাবুরা জিতছেন না শাহের কথায় স্পষ্ট : নেত্রী*          এবার কিন্তু মোদিবাবুরা জিতছেন না। ক’দিন আগে শেয়ারে ধস নামল। ত...
19/05/2024

*মোদিবাবুরা জিতছেন না শাহের কথায় স্পষ্ট : নেত্রী*

এবার কিন্তু মোদিবাবুরা জিতছেন না। ক’দিন আগে শেয়ারে ধস নামল। তারপর অমিত শাহ বলছেন, শেয়ারে ইনভেস্ট করুন। এবার যদি ওরা জিতবে, তবে কেন অমিত শাহ বলবেন, শেয়ারে টাকা জমাও। শনিবার আরামবাগের গোঘাট ও বিষ্ণুপুরের জোড়া সভা থেকেই *মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়* নিশানা করলেন বিজেপিকে। নরেন্দ্র মোদি ও অমিত শাহকে একহাত নিয়ে তিনি বলেন, ইলেকশন চলছে, তুমি শেয়ারে টাকা ইনভেস্টের কথা বলছ কেন? কেন বলছ, শেয়ারে টাকা জমাও? পরে লাভ পাবেন। আসলে শেয়ার সব ধসে গিয়েছিল। এখন নিজেদের টাকা দিয়ে শেয়ার ঠিক করছে। ওই শেয়ারে যারা টাকা জমাবে, তাদের সব ধসে যাবে। কেউ জমাবেন না।

*অঙ্কটা ক্লিয়ার :* মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লোকে টাকা তুলে নিচ্ছে শেয়ার বাজার থেকে, সারা বিশ্ব টাকা তুলে নিচ্ছে। চার দফা ইলেকশন হয়ে গিয়েছে, তাতে হারছে। ৫৪৩-এ ২০০-ও পাবে কি না সন্দেহ। বলেছিল না ইসবার ৪০০ পার। আমরা বলেছিলাম, ইসবার পগার পার? সিটটা কোথা থেকে পাবে? কর্নাটকে পাবে? ঘেঁচু। কেরালায় পাবে? কাঁচকলা। তামিলনাড়ুতে নো চান্স। উত্তর-পূর্ব ও হরিয়ানায় ঢুকতেই দেয়নি। দিল্লি পাবে? নো। রাজস্থান পাবে? অনেক কম। মধ্যপ্রদেশে যা পেয়েছিল, এবার অনেক কম। উত্তরপ্রদেশ আধা-আধি। পাঞ্জাব পাবে না। বিহার, ওড়িশাও পাবে না, বাংলাও পাবে না। তাহলে আসবে কোথা থেকে? অঙ্কটা ক্লিয়ার।

*আচরণবিধি লঙ্ঘন :* তৃণমূলনেত্রী এদিন অমিত শাহের শেয়ারে টাকা ইনভেস্ট করা প্রসঙ্গে বলেন, নির্বাচন চলাকালীন এ-কথা তিনি বলতে পারেন না। এটা পরিষ্কার আদর্শ আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। শেয়ারে টাকা ঢালবেন কি ঢালবেন না, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি বুঝি না। কিন্তু মোদি এবার আসছেন না।

*বাংলায় মহাঘোঁট :* তৃণমূল সুপ্রিমোর কথায়, বাংলায় কোনও জোট নেই। এখানে শুধু বিজেপি-কংগ্রেস-সিপিএমের মহাঘোঁট আছে। দিল্লিতে আমরা ইন্ডিয়ার সঙ্গে আছি। এবার ইন্ডিয়ার সরকার, আমরাই গড়ব। কিন্তু এখানে একটা ভোটও সিপিএম-কংগ্রেসকে দেবেন না। কেন্দ্রে ইন্ডিয়া সরকার গড়তে এখানে আমরা একাই একশো।

*ভোটের বাক্সে ভোকাট্টা :* তাঁর কথায়, এটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। দেশ স্বাধীন করেছিল বাংলা। এবারও দেশকে পথ দেখাবে বাংলা। মোদিকে সরাতে হবে। মনে রাখবেন, এই নির্বাচনে যদি ওরা জেতে আর সংবিধান থাকবে না। ভোট হবে না। আপনাদের অধিকার থাকবে না। তাই বুঝে-শুনে নিজের ভোট দেবেন। মোদিকে নিশানায় তিনি বলেন, বাঙালিরা তোমাদের পছন্দ করে না। তোমরা শুধু বিজ্ঞাপনে প্রচুর টাকা খরচ করো। অথচ গরিবদের দেওয়ার টাকা নেই। মনে রাখবেন, টাকা খরচ করে মন পাওয়া যায় না। এটা হৃদয় দিয়ে হয়। তাই এবার ভোকাট্টা। ভোটের বাক্সে পুরো কাট্টি করে দিন।

*এই তো হচ্ছে নেতা :* এদিন বিষ্ণুপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন বিজেপির প্রার্থীকে। বলেন, ওই ছেলেটাকে ভোট দিয়ে কী লাভ? আমি ওর নাম করতে চাই না। সুজাতা কীভাবে বিয়ে করেছিল, ও জানে। অবশ্য কেউ কাউকে ভালবাসলে সেটা তাদের ব্যাপার। আমি তাই নিয়ে মাথা ঘামাই না। আমার কাছে অনেক ফটো আছে। সুজাতাকে আমি যদি সেই ছবিগুলো দিয়ে দিই তাহলে ও ইলেকশন ছেড়ে আগে যাবে ঝগড়া করতে। এই তো হচ্ছে ওদের নেতা। এর থেকে ন্যাতার সম্মান অনেক বেশি। যে এখান থেকে ভোটে দাঁড়িয়েছে তার ছ’টা বাড়ি। পাঁচ বছরে কোথাও যায়নি। পাঁচ বছর পর আবার চলে এসেছে ভোটে দাঁড়াতে। এবার আর অত সস্তা না!

Address

Jalpaiguri
Jalpaiguri
735133

Website

Alerts

Be the first to know and let us send you an email when jalpaiguri india wants mamata di posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to jalpaiguri india wants mamata di:

Videos

Share


Other Social Media Agencies in Jalpaiguri

Show All