Pintú

Pintú Pm motivation

06/10/2023

19/08/2022

শুভ জন্মাষ্টমী

Happy fathers day
19/06/2022

Happy fathers day

29/11/2021
30/10/2021

প্রেরণাদায়ী বক্তারাও নিজের হতাশা কাটিয়ে সহজে উঠতে পারে না।
তার জন্য প্রয়োজন হয় এক বিশ্বস্ত বন্ধুর।

তুমি প্রতিনিয়ত মিথ্যা বলে যাচ্ছো আর মনে মনে বেজায় খুশি হচ্ছো , খুশি হওয়ার এই কথা আর হবেই না বা কেনো?  কাওকে মিথ্যে বল...
26/08/2021

তুমি প্রতিনিয়ত মিথ্যা বলে যাচ্ছো আর মনে মনে বেজায় খুশি হচ্ছো , খুশি হওয়ার এই কথা আর হবেই না বা কেনো? কাওকে মিথ্যে বলে বিশ্বাস করাতে পারলে আনন্দটায় তো আলাদা! সে ঠিক আছে ঠকিয়ে যাও কিন্তু যেদিন তুমি ঠকবে সেদিন বুঝতে পারবে জ্বালা টা কোথায় লাগে।
কাওকে মিথ্যে বলে পেরিয়ে গেলে ভেবোনা তুমি খুব বুদ্ধিমান ব্যাক্তি , সঠিক আর মিথ্যে জানার মত বুদ্ধি সব ব্যাক্তির মধ্যেই আছে , তুমি মিথ্যা বলছো এটা জানার পরেও অপর ব্যক্তির চুপ করে থাকে কারণ সে অপেক্ষা করে সঠিক সময়ের । সঠিক সময় এলে তোমার কার্যের ফল তুমি অবশ্যই ফিরেপাবে ।

কেও অপমান করলে অবশ্যই তাকেও সুযোগ বোঝে অপমান করো তাতে সেও বুঝতে পারবে এতে কতটা খারাপ লাগে।

কেও হিংসে করলে তাকে সাহায্য করা বন্দ করে দাও।

কেও তোমার নিয়ে মিথ্যে নিন্দা করলে তাকে সামনে এগোতে না দেওয়ার প্রতিজ্ঞা নাও।

কেও নিঃস্বার্থ একগুন উপকার করলে তাকে দ্বিগুণ ফেরত দাও

যে যেমন তার সাতে ঠিক তেমন ব্যাবহার করো । যেমন পাথর ভাঙতে হম্বার প্রজন হয় , গাছ কাটতে কুঠার ,

কি বা ভালোবাসা কি বা তার নামসার্থ ছাড়া নেই কোনো মায়া মমতা নেই কোনো গভীর অনুভূতির টান।
09/07/2021

কি বা ভালোবাসা কি বা তার নাম
সার্থ ছাড়া নেই কোনো মায়া মমতা
নেই কোনো গভীর অনুভূতির টান।

07/07/2021

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হোক বা লাইফের স্ট্যাটাস, এমন ভাবে বানাও যাতে লোক আপনার থেকে কপি করে

06/07/2021

পায়ে আঘাত লাগার থেকে বাঁচার জন্য যেমন জুতোর প্রয়োজন, ঠিক তেমনি পদে পদে না ঠকার জন্য ভালো সঙ্গের প্রয়োজন

05/07/2021

আমি পরিবর্তন কে ভয় পায় না , বরং গর্বের সাতে মেনে নিই।মানুষ হয়ে পরিবর্তন কে ভয় পাওয়া উচিৎ নয়।

10/06/2021

“পরিচয় দ্বারা পাওয়া কাজ
কিছু সময়ের জন্যই থাকে
কিন্তু কাজ থেকে প্রাপ্ত
পরিচয় সারাজীবন থাকে”

একটা ছেলে তার মা কে যেয়ে জিজ্ঞাসা করলো মা, আমি তো সবাইকে সন্মান করি , সবার কোথাও শুনি  আর প্রয়োজন মত বন্ধু থেকে অনেকের...
16/05/2021

একটা ছেলে তার মা কে যেয়ে জিজ্ঞাসা করলো মা, আমি তো সবাইকে সন্মান করি , সবার কোথাও শুনি আর প্রয়োজন মত বন্ধু থেকে অনেকের সাহায্যও করি, কিন্তু আমাকে কেও তেমন একটা গুরুত্ব দেয়নি কেনো ?

মা কিছুক্ষন চুপ থাকলো তারপর হাতের থেকে আংটি টা খুলে ছেলের হাতে দিলো আর বললো বাবা তুমি এই আংটি টা নিয়ে বাজারে যাও আর প্রত্যেক দোকানে জিজ্ঞাসা করে এসো এর কতো দাম ।
ছেলেটা বাজারে গিয়ে প্রত্যেক দোকানে জিজ্ঞাসা করতে লাগলো । সব দোকানে জিজ্ঞাসা করার পর তার মায়ের কাছে গিয়ে বসলো ,
ছেলেটার মা তাকে জিজ্ঞাসা করলো বাবা এবার বলো কোন দোকানে কত দাম বললো?
1)ছেলে বললো একটা লোহার দোকানে বললো 10 টাকা ।

2)আর একটা চায়ের দোকানে বললো এই আংটি টার তুমি দাম জিজ্ঞাসা করছো এটা পয়সা দিয়ে কে নিবে তোমার ? যাও আমার কাজ আছে ।

3) একটা পান দোকানে বললো 50 টাকা দাম হবে এটা তো পুরনো ক্ষয় হয়ে গেছে
4) অনেক গুলো দোকানে গেলাম সবাই আলাদা আলাদা দাম বলছে শেষে আমি একটা সোনার দোকানে গেলাম সেখানে 5000 টাকা দাম বললো তার পর আমি বাড়ি চলে এলাম।

এবার মা ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন বাবা আমাদের সমাজের মানুষ গুলো ঠিক দোকানদারদের মতো , তুমি যতক্ষণ না সঠিক দোকানে যাও সঠিক দাম পাবে না,
ঠিক তেমন তুমি যতক্ষণ না সঠিক মানুষ এর কাছে যাও ততক্ষন তুমি সন্মান পাবে না।

তায় তোমাকে কেও গুরুত্ব না দিলে চিন্তা করবে না কারণ সে হয়তো তোমার মূল্য জানে না , হয়তো বা সে অহংকারী ব্যক্তি কাওকে সন্মান দিতেই জানে না ।

সঠিক ব্যাক্তির কাছে গেলে অবশ্যই যোগ্য মর্যাদা পাবে।

আমাদের হাতের পাঁচটা আগুল যেমন সমান না ঠিক তেমনি সব মানুষ ও সমান না।

29/04/2021

👹👺👹😷

পরিস্থিতি সর্বদায় পরিবরতনশিল।
26/04/2021

পরিস্থিতি সর্বদায় পরিবরতনশিল।

18/04/2021

🔥🔥🔥

13/04/2021

একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারে ---জর্জ ম্যারাডিথ।

12/04/2021

ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা ।দেকার্তে

10/04/2021

দুঃখ-কষ্ট নিয়েই মানুষের জীবন, কিন্তু দুঃখের পর সুখ আসবে, এটাই ধ্রুব সত্য। ----এডওয়ার্ড ইয়ং

10/04/2021

আমি বলবনা আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারণ বের করেছি॥ ” --—টমাস আলভা এডিসন।

09/04/2021

পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান। বিজ্ঞানের ভাষায়-Conservation of আনন্দ। একজন কেউ চরম আনন্দ পেলে,অন্য জনকে চরম দুঃখ পেতে হবে।🔥

09/04/2021

মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অংক ।যতই দিন যাচ্ছে,ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি 👍

মানুষ কি আজব তায় না?হ্যা কিছু মানুষ খুব সার্থপর এই হয়।তাদের যতদিন সার্থ থাকে ততদিন তোমাকে মনে রাখবে , তারপর তুমি মরলে ...
25/03/2021

মানুষ কি আজব তায় না?
হ্যা কিছু মানুষ খুব সার্থপর এই হয়।
তাদের যতদিন সার্থ থাকে ততদিন তোমাকে মনে রাখবে , তারপর তুমি মরলে কি বাঁচলে ঘুরেও তাকাবে না। হ্যাঁ সত্যি কিছু মানুষ খুব সার্থপর। কে কেমন এটা জানার পরেও আমরা তার উপর কোনো আঘাত বা সার্থপর হতে পারিনা কেনো জানো ? কারণ আমাদের একটা সুন্দর মন আছে , একটা সুন্দর মানসিকতা আছে . খরাপ ব্যাবহার খারাপ আচরণে কতটা আঘাত লাগতে পারে সেটা জানার অনুমান আছে তায়।

পৃথিবীতে এক শ্রেণির মানুষ আছে যারা সব সময় প্রিয়জন দের খুশিতে দেখতে ভালোবাসে , বন্ধু, বান্ধব, আত্মীয় , সকলের সাতে ভালো ব্যাবহার করে , কখনো কাওকে ছোট করে না , সবাই কে ভালো রাখার চেষ্টা করে কিন্তু এই মানুষ গুলোই সব থেকে বেশি কষ্ট পায়।

হ্যা সত্যি কিছু মানুষ খুব সার্থপর।

ভালো ব্যাবহারকারী মানুষ গুলো কিন্তু জানে কে কেমন তা সত্বেও তারা নিজেকে পাল্টাতে পারে না কারণ তারা বংশগত ভাবে এইরকম।

তবে আমি কথা দিচ্ছি পৃথিবী থেকে এই ভালো মানুষ গুলো একদিন সত্যি সত্যি হারিয়ে যাবে ,আর তার কারণ হবে এই দুমুখো সার্থপর মানুষ গুলো

তোমাদের কাছে ছোট অনুরোধ একটা লাইক করবে . একটা লাইক পেলে একটু উৎসাহ পাওয়া যায়। ধন্যবাদ
25/03/2021

তোমাদের কাছে ছোট অনুরোধ একটা লাইক করবে . একটা লাইক পেলে একটু উৎসাহ পাওয়া যায়। ধন্যবাদ

12/01/2021

চেনা শহর আজ অচেনা লাগে
বলবো কাকে কি,
যেদিকে তাকাই দেখি আসল নকল এক হয়েছে সবেই জলছবি।

12/01/2021

যদি কেওকে খোঁজার থাকে তাহলে তোমার খেয়াল রাখার মতো কাওকে খোঁজো । তোমাকে ব্যাবহার করার মত লোকের অভাব হবেনা ,তারা তোমাকেই খোঁজে বেরকরবে

😂😀😀😂
02/01/2021

😂😀😀😂

Friend হোক বা love ,বিশ্বাস ও সত্যতা খবেই দরকার।
17/11/2020

Friend হোক বা love ,
বিশ্বাস ও সত্যতা খবেই দরকার।

আজ একটু love নিয়ে লিখলাম ...
17/11/2020

আজ একটু love নিয়ে লিখলাম ...

Address

Jalapahar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pintú posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Video Creators in Jalapahar

Show All