Banglakal

Banglakal বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Fastest growing online news channel in Bengal. Online News Channel registered under West Bengal Govt regulations and MSME.

নিউ ইয়র্কে নতুন সূর্যোদয়: প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির কোরআন হাতে শপথগ্রহণNew York Attorney General Letitia James, ...
01/01/2026

নিউ ইয়র্কে নতুন সূর্যোদয়: প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির কোরআন হাতে শপথগ্রহণ

New York Attorney General Letitia James, left, administers the oath of office to mayor-elect Zohran Mamdani, center, as his wife Rama Duwaji looks on(AP) আন্তর্জাতিক ডেস্ক | নিউ ইয়র্ক ১ জানুয়ারি, ২০২৬নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এক অভাবনীয় ও নজিরবিহীন অধ্যায় রচিত হলো। ২০২৫ সালের ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জোসেফ ফ্লোরেসকে বিপুল ভোটে পরাজিত করে বিশ্বের অন্যতম প্রভাবশালী এই মহানগরের মেয়র নির্বাচিত হন …...

New York Attorney General Letitia James, left, administers the oath of office to mayor-elect Zohran Mamdani, center, as his wife Rama Duwaji looks on(AP) আন্তর্জাতিক ডেস্ক | নিউ ইয়র্ক ১ জানুয়ারি, ২…

01/01/2026

বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গড়বেতার গনগনিতে নতুন বছরের প্রথম দিনে পর্যটকদের ভীড়।

01/01/2026

ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গাঙ্গুলী সরাসরি

01/01/2026

পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ঐতিহ্যবাহী ৮মাইল দৌড় প্রতিযোগিতা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেইঢাকা: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০...
30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার ভোর ৬টা নাগাদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

* শারীরিক অবস্থা: তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
* রাজনৈতিক অবদান: বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে বাংলাদেশের রাজনীতিতে 'আপসহীন নেত্রী' হিসেবে অভিহিত করা হয়।
* রাষ্ট্রীয় শোক: তার মৃত্যুতে দেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
* শেষ বিদায়: দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে তাকে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে।
তার প্রয়াণে দেশি-বিদেশি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

29/12/2025

শালতোড়া আদর্শ যুব সংঘের মাঠে ফুটবল খেলার বিস্তারিত শুনুন সরাসরি

এখনও প্রাসঙ্গিক মহম্মদ রফি~হাফিজুর রহমান বেঁচে থাকলে কিংবদন্তি গায়ক রফি ১০২ বছরে পা দিতেন। মাত্র ৫৬ বছর বয়সে তিনি আমাদ...
27/12/2025

এখনও প্রাসঙ্গিক মহম্মদ রফি

~হাফিজুর রহমান বেঁচে থাকলে কিংবদন্তি গায়ক রফি ১০২ বছরে পা দিতেন। মাত্র ৫৬ বছর বয়সে তিনি আমাদের ছেড়ে গেছেন ১৯৮০ সালের ৩১শে জুলাই। ঠিক এক সপ্তাহ আগে চলে গেছেন উত্তম কুমার। একটি আঘাত সইবার আগেই দ্বিতীয় আঘাত চলচ্চিত্রপ্রেমীদের জন্য অপেক্ষা করছিল। দেখতে দেখতে ৪৫ বছর পার হলেও এখনও ফিল্ম ইন্ডাস্ট্রি রফির বিকল্প আনতে পারেনি, ভবিষ্যতেও পারবে কি না সন্দেহ আছে।...

~হাফিজুর রহমান বেঁচে থাকলে কিংবদন্তি গায়ক রফি ১০২ বছরে পা দিতেন। মাত্র ৫৬ বছর বয়সে তিনি আমাদের ছেড়ে গেছেন ১৯৮০ ...

27/12/2025

পথশ্রী প্রকল্পের রাস্তার শুভ উদ্বোধন
জয়পুর ব্লকের (৯)নয়টি পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরীর জন্য শুভ উদ্বোধন উত্তরবাড় গ্রাম পঞ্চায়েত এর ঝগড়াই মাড়ো মন্দির প্রাঙ্গনে।
উপস্থিত রয়েছেন জয়পুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও কোতুলপুর বিধানসভার বিধায়ক , জেলা পরিষদের পক্ষে শুভাশীষ বটব্যাল, জাকির খান, অনুপ চক্রবর্তী ও ব্লকের কর্মাধ্যক্ষ গন।

26/12/2025

জয়পুরের বনলতায় পর্যটকদের উপচেপড়া ভীড়

26/12/2025

১২ তম বিষ্ণুপুর মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

ওডিশায় ফের গণপিটুনিতে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের: স্বপ্ন ভাঙল মুর্শিদাবাদের জুয়েলেরআরও একটি নিথর দেহ, আরও একটি পরিব...
25/12/2025

ওডিশায় ফের গণপিটুনিতে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের: স্বপ্ন ভাঙল মুর্শিদাবাদের জুয়েলের

আরও একটি নিথর দেহ, আরও একটি পরিবারের হাহাকার। ওডিশার সম্বলপুরে কাজ করতে গিয়ে নৃশংস গণপিটুনির শিকার হলেন মুর্শিদাবাদের ১৯ বছর বয়সী তরুণ জুয়েল রানা। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এভাবে প্রাণ হারানোর ঘটনা আবারও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

মুর্শিদাবাদ জেলার সুতির চক বাহাদুরপুর এলাকার বাসিন্দা জুয়েল রানা। পরিবারের অভাব ঘোচাতে আর পাঁচজন শ্রমিকের মতোই ওডিশার সম্বলপুরে কাজে গিয়েছিলেন তিনি। সেখানে সুতি এলাকারই আরও এক সঙ্গীর সাথে একটি ভাড়া বাড়িতে থাকতেন জুয়েল।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সন্ধ্যায় হঠাৎই একদল দুষ্কৃতী তাঁদের সেই ভাড়া বাড়িতে চড়াও হয়। জুয়েলকে ঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে এনে বেধড়ক মারধর করা হয়। উন্মত্ত জনতার সেই নারকীয় হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণের।

"ছেলের অনেক স্বপ্ন ছিল": শোকাতুর মা
জুয়েলের মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছে তাঁর পরিবার। তিন সন্তানের মধ্যে জুয়েলই ছিল একমাত্র ছেলে, যাকে ঘিরে মা নাজিম বিবি ভবিষ্যতের স্বপ্ন বুনতেন।

সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন:
“আমার দুই মেয়ে আর এক ছেলে। ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমাদের। সব শেষ হয়ে গেল। ওডিশার মাটিতেই ওকে পিটিয়ে মেরে ফেলল ওরা।"

মুর্শিদাবাদের প্রান্তিক গ্রামের এই পরিবারের কাছে জুয়েল ছিল একমাত্র আশার আলো, যা সুদূর সম্বলপুরে নিভে গেল অকালে।

জুয়েল রানার এই মৃত্যু স্রেফ একটি দুর্ঘটনা নয়, বরং এক গভীর সংকটের প্রতিফলন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে বাঙালি সংখ্যালঘু শ্রমিকদের ওপর হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বেশ কিছু অস্বস্তিকর প্রশ্ন সামনে আসছে:

* নিরাপত্তার অভাব: দেশের নাগরিক হয়েও কি নিজের দেশে শ্রমিকরা নিরাপদ নন? কেন বারবার বাঙালি শ্রমিকদেরই লক্ষ্যবস্তু করা হচ্ছে?

* প্রশাসনের ব্যর্থতা: সাধারণ নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার কি তবে ব্যর্থ? অপরাধীরা কি তবে আইনের চেয়েও শক্তিশালী হয়ে উঠছে?

* সামাজিক উদাসীনতা: আমরা কি কেবল পরিসংখ্যান গুনে যাব, নাকি এই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াব? আমাদের বিবেক কি কেবল সংখ্যার হিসেবেই সীমাবদ্ধ থাকবে?

জুয়েলের মতো পরিযায়ী শ্রমিকরা পেটের টানে ঘর ছাড়েন, বিসর্জন দেন নিজের স্বাচ্ছন্দ্য। বিনিময়ে তাঁরা কি কেবল লাশ হয়ে ফেরার গ্যারান্টি পাবেন? পশ্চিমবঙ্গ ও ওডিশা উভয় সরকারের কাছেই এখন দাবি উঠছে দ্রুত তদন্তের এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির।

যদি আজ কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তবে আগামী দিনে আরও অনেক জুয়েলের স্বপ্ন এভাবেই ধুলোয় মিশে যাবে। কোনো শোকবার্তাই সেই শূন্যস্থান পূরণ করতে পারবে না।

বেঙ্গালুরুতে খ্রিস্টান প্রার্থনা সভায় হিন্দুত্ববাদী ব্যক্তির বাধা প্রদানের ভিডিও ভাইরাল, কেস ফাইলবেঙ্গালুরুতে একটি খ্রি...
25/12/2025

বেঙ্গালুরুতে খ্রিস্টান প্রার্থনা সভায় হিন্দুত্ববাদী ব্যক্তির বাধা প্রদানের ভিডিও ভাইরাল, কেস ফাইল

বেঙ্গালুরুতে একটি খ্রিস্টান প্রার্থনা অনুষ্ঠানে এক ব্যক্তিকে আক্রমণাত্মকভাবে বাধা দিতে দেখার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শহরের কোরামঙ্গলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনাটি ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে এবং পুলিশের কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।ভিডিওতে দেখা যায়, সত্যনিষ্ঠ আর্য নামে পরিচিত এক ব্যক্তি এবং তার কয়েকজন সহযোগী মিলে একজন খ্রিস্টান যাজক ও সেখানে উপস্থিত প্রার্থনাকারীদের হেনস্তা করছেন। কপালে তিলক পরা ওই ব্যক্তি বারবার অনুষ্ঠানে বাধা দেন এবং যাজককে জিজ্ঞাসা করেন, "যিশু খ্রিস্টের বই কোনটি?" যাজক যখন "জন-এর সুসমাচার এবং বাইবেল" বলে উত্তর দেন, তখন ওই ব্যক্তি বাইবেল এবং খ্রিস্টান ধর্মীয় বিশ্বাস নিয়ে উপহাস শুরু করেন।...

বেঙ্গালুরুতে একটি খ্রিস্টান প্রার্থনা অনুষ্ঠানে এক ব্যক্তিকে আক্রমণাত্মকভাবে বাধা দিতে দেখার একটি ভিডিও সোশ্.....

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Banglakal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Banglakal:

Share