SK SOTTO

SK SOTTO আসসালামুয়ালাইকুম। আমাদের এরকম ভিডি?

আগে এলাকার ছেলেরা ভাবতো ভদ্র,ধার্মিক,চরিত্রবান হলে বিয়ের বাজারে তার কদর বেশি। বিত্তশালী অনেক পরিবার তার মেয়ের জন্য এমন ছ...
21/10/2024

আগে এলাকার ছেলেরা ভাবতো ভদ্র,ধার্মিক,চরিত্রবান হলে বিয়ের বাজারে তার কদর বেশি।

বিত্তশালী অনেক পরিবার তার মেয়ের জন্য এমন ছেলে খোজতো। সেটা যতই বেকার ও দরিদ্র হোক৷ তারা জানতো একটা ভালো ছেলের হাতে দিলেই মেয়ে সুখী হবে৷

আর এখন ছেলেরা জানে প্রতিষ্ঠিত হলে বিয়ের বাজারে তার কদর বেশি।
সে প্রতিষ্ঠিত হবার আগে প্রেম,জ্বিনা যাই করুক। সে টাকার জোরে ভালো মেয়ে পাবেই।

এজন্য আজ ছেলেরা ভালো হবার প্রতিযোগিতা করে না। চরিত্র রক্ষার চেষ্টাও করে না। সে ভালো করেই জানে বিয়ের আগে ফুর্তি করি,আবাসিক হোটেলে যাই। যাই করিনা ক্যান।

ক্যারিয়ার হলে বিয়ে দুই চোখ বন্ধ করে করা যায়।
তো এই সমাজে ডিভোর্স হবে না তো। ডিভোর্স কী হবে পশু পাখির মাঝে৷

হাজার বছর আগে বাঙ্গালি জাতির মুখের ভাষা ‘বাংলা’কে কেড়ে নিয়েছিল দক্ষিণ ভারত থেকে আগত সেন রাজারা। সেন রাজাদের হিন্দু পণ্ডি...
15/10/2024

হাজার বছর আগে বাঙ্গালি জাতির মুখের ভাষা ‘বাংলা’কে কেড়ে নিয়েছিল দক্ষিণ ভারত থেকে আগত সেন রাজারা। সেন রাজাদের হিন্দু পণ্ডিতরা নির্দেশ জারি করেছিল, 'যারা বাংলা ভাষা বলবে ও শুনবে তারা রৌরব নামক নরকে যাবে।' ওই সময় তুর্কি বংশোদ্ভূত ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি নির্যাতিত বাঙালিদের মুক্ত করতে এগিয়ে আসেন এবং ১২০৪ খ্রিষ্টাব্দে মাত্র ১৮ জন ঘোড়সওয়ারি নিয়ে সেন রাজাকে পরাজিত করে বাংলাকে স্বাধীন করেন। বক্তারা বলেন, ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের মাধ্যম সেই দিন শুধু ভূমির বিজয় হয়নি, সঙ্গে মুক্ত হয়েছিল বাঙ্গালিদের মুখের ভাষা ‘বাংলা’।

ভাষাবিদ দীনেশ চন্দ্র সেন বলেন, 'মুসলমান সম্রাটরা বর্তমান বঙ্গ-সাহিত্যের জন্মদাতা বললে অত্যুক্তি হয় না। বঙ্গ-সাহিত্য মুসলমানদেরই সৃষ্ট, বঙ্গ-ভাষা বাঙালি মুসলমানের মাতৃভাষা।' অধ্যাপক ও গবেষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 'যদি বাংলায় মুসলিম বিজয় ত্বরান্বিত না হতো এবং এ দেশে আরও কয়েক শতকের জন্য পূ্র্বের শাসন অব্যাহত থাকত, তবে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যেত এবং অবহেলিত ও বিস্মৃত-প্রায় হয়ে অতীতের গর্ভে নিমজ্জিত হতো।'

মধ্যযুগে মুসলিম শাসকদের রাজকীয় পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষার যে সাহিত্যচর্চা শুরু হয়, তার মাধ্যমে বাংলা ভাষা একটি পরিপূর্ণ ভাষা হিসেবে আত্মপ্রকাশের যোগ্যতা অর্জন করে।

বাংলা ভাষাকে কলুষিত করার চেষ্টা যুগে যুগে আরও হয়। ১৮শ’ সনে ব্রিটিশরা কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে বাংলা ভাষার আরবি ও ফারসি শব্দ বাদ দিয়ে সংস্কৃত শব্দ প্রবেশের উদ্দেশ্যে সাহিত্যচর্চা শুরু করে। তারা দেখাতে চায়—বাংলা ভাষার সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নেই।

মুসলিমদের হেয় প্রতিপন্ন করতে প্রচার করা হয়, বাংলা ভাষায় প্রথম কুরআন মাজিদ অনুবাদ নাকি গিরিশ চন্দ্র সেন করেছেন। অথচ ১৮৮৬ খ্রিষ্টাব্দে গিরিশ চন্দ্র সেনের অনুবাদের বহু আগে ১৮০৮ খ্রিষ্টাব্দে বাংলা ভাষায় কুরআন মাজিদের আংশিক অনুবাদ করেন মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া। এরপর ১৮৩৬ খ্রিষ্টাব্দে মৌলবি নাঈমুদ্দিন পূরো কুরআনের বাংলা অনুবাদ সম্পন্ন করেন। অথচ এ ইতিহাস প্রচার করা হয় না।

বাংলাপিডিয়া,,,,copy post

07/10/2024

প্রায় একমাস জুড়ে রাস্তায় জ্যাম হবে,রাস্তা জুড়ে প্যান্ডেল হবে।এদিক ওদিক NO Entry বোর্ড থাকবে।বাঁশের ব্যারিকেড থাকবে।২০ মিনিটের রাস্তা ২ ঘন্টা লাগবে।রোগীদের সমস্যা হবে।অ্যাম্বুলেন্স যাবার অসুবিধা হবে।প্যাচপ্যাচে গরমে ভীড় বাসে ঘামতে হবে...কারণ পুজো আসছে।পুজো হবে...

এসব তো হবারই।যে যার ধর্মীয় উৎসব পালন তো করবেই।সব দেশে সব ধর্মেরই নিজস্ব উৎসব আছে।আর উৎসব মানেই আনন্দ।আনন্দ মানেই বাড়ির বাইরে বেরিয়ে আসা।অর্থাৎ দোকানে বাজারে রাস্তায় সর্বত্র ভীড়...ভীড় মানেই খানিকটা বিশৃঙ্খলা...

কিন্তু সমস্যাটা তো হবে ঈদ এলেই।কয়েকটা রাস্তায় ১০ মিনিটের জন্য নামাজের জামাত হবে।আর তাতেই নেমে আসবে একের পর এক প্রশ্নবান,নেমে আসবে কটুক্তি,ব্যাঙ্গোক্তি।মাথায় কিলবিল করবে রোগী আর এম্বুল্যান্সের জন্য বিরাট উদ্বিগ্নতা।ধেয়ে আসবে ডিসিপ্লিনের পাঠ আর বুকফাটা হাহাকার ভরা প্রচুর মন্তব্য..."দেশটা পাকিস্তান হয়ে গেল!" এটা আফগানিস্থান নয়।" "রাস্তা নামাজ পড়ার জায়গা নয়"।" "এদের জন্য যোগীকে দরকার" "বাড়িতে ধর্মপালন করুন"।রাস্তা বন্ধ করে এ কেমন উৎসব?" ইত্যাদি ইত্যাদি...

যাকগে যাক ওসব কথা।এখন আপনার উৎসব এসেছে।আনন্দ করুন।ঘুরে বেড়ান।পশুপ্রেম ভুলে গিয়ে খানিকটা পাঁঠার মাংস খান।ঢেকুর তুলুন।ইনো খেয়ে অ্যাসিডিটি বার করে দিন।আর তার সাথে মন থেকে বার করে দিন ঘৃনা ও বিদ্বেষ।উৎসবের আমেজে সুস্থ হয়ে উঠুন..☺️👍

21/09/2024

I gained 88 followers, created 14 posts and received 80 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

01/09/2024

"মৃত ব্যক্তির জানাজা পড়ল, কবর দিল। অথচ পরের ওয়াক্তের ফরজ নামাজটা আর পড়ল না। বাসার দিকে হাঁটা দিয়েছে দেখে কবরস্থানের অনেকেই বলেছিল নামাজটা পড়ে যেতে। কিন্তু সে এসবের থোড়াই পরোয়া করে! এই মানুষগুলোর মন কতটা কঠিন হয়ে গেছে ভাবতেই অবাক লাগে। এদের অন্তরে কি তবে আল্লাহ মোহর মেরে দিয়েছেন? আল্লাহুম্মাগফিরলী।"
'ভাবনায় পরকাল' বই থেকে।

22/08/2024

সবাই আমার fecebook pege টি ফলো করুন। SOTTO

14/07/2024

বাবা মানে ভালোবাসা 🥰🥰

(1)  সূরা ওয়াক্বিয়া (মাগরিবের পর রিযিকের পেরেশানি দূর হয়ে যায়। অভাব থাকেনা।___ [ বাইহাকী- ২৪৯৭ ]___(2) সূরা মূলক (এশ...
10/07/2024

(1) সূরা ওয়াক্বিয়া (মাগরিবের পর রিযিকের পেরেশানি দূর হয়ে যায়। অভাব থাকেনা।
___ [ বাইহাকী- ২৪৯৭ ]___

(2) সূরা মূলক (এশার পর অথবা রাতে ঘুমানোর আগে) কবরের আযাব থেকে বাঁচা যাবে। পাঠকারীর জন্যে সুপারিশ করতে থাকবে যতক্ষণ তাকে মাফ না করা হয়। ___[ তিরমিযী- ২৮৯০]___

(3 )সূরা বাকারা (যে কোন সময়) যে ঘরে পাঠ করা হয় সেখানে শয়তান থাকেনা।
___[ তাফসির ইবনে কাসির ১ম খন্ড / পৃ: ১২৩-১২৪]___

(৩) সূরা ইখলাস, ফালাক্ব, নাস (প্রতি ফরয সালাতের পর একবার করে। আর ফজর আর মাগরিবের পর ৩ বার করে পড়া। রাতে ঘুমানোরর আগে পড়ে শরীর মাসেহ করা।)
শয়তান, জাদু টুনার প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়।
___ [তাফসিরে তাওযিহুল কোরআন ৩য় খণ্ড / ৭৬০ পূ আবু দাউদ ২/৮৬, নং ১৫২৩; তিরমিযী, নং ২৯০৩; নাসাঈ ৩/৬৮, নং ১৩৩৫] ___

(৫) আয়তুল কুরসি (প্রতি ফরজ সলাতের পর একবার। রাতে ঘুমানোর আগে।)
যে পড়ে তার আর জান্নাতের মাঝে শুধু মৃত্যু বাধা থাকে।
___[তাবরানী কাবীর ৭৪০৮]___

(৬) সূরা কাহাফ পারলে সবটা পড়া। আর নাহলে ১_ ১০ আয়াত ও শেষের ১০ আয়াত।
(বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে একবার পড়া।) দা-জ্জা-লের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়।
___[তাফসিরে তাওয়িহুল কোরআন ২য় খন্ড / ২৫০ পৃ. মুসলিম হাদীস নং ৮০৯; তাফসীরে ইবনে কাসীর ৩/৭৯]___

(৭) সূরা হাশরের শেষ তিন আয়াত। (ফজর আর মাগরিবের পর)
৭০ হাজার ফেরেশতা রহমত পাঠাতে থাকে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত। আর সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত। সে দিন মারা গেলে শ-হী-দি মর্যাদা পাবে।
___ [তিরমিযী- ২৯২২] ___

10/07/2024

🌻❤️💯🥀

সকল "ইয়াং জেনারেশন"এর কাছে অনুরোধ:আমরা এই ঈদে মেয়েদের পোশাকের মত পাঞ্জাবি কিনবো না। নিজের পুরুষত্বটাকে বজায় রাখবো ইনশ...
29/03/2024

সকল "ইয়াং জেনারেশন"এর কাছে অনুরোধ:আমরা এই ঈদে মেয়েদের পোশাকের মত পাঞ্জাবি কিনবো না। নিজের পুরুষত্বটাকে বজায় রাখবো ইনশাআল্লাহ ।

05/03/2024

📢📢ইমাম ছুটিতে গেলে বোঝা যায়
এলাকায় নামাজ পড়ানোর জন্য
যোগ্যতা ওয়ালা মুসুল্লী কয়টা আছে
কিন্তু মসজিদের মাতব্বরের অভাব নেই❓😔

04/03/2024

- ☬সেহেরীর সময়☬

♡মা নামক এলার্মটা যেন♡

দীর্ঘদিন বেঁচে থাকে"!
- .....আমিন"!🤲🏻

04/03/2024

তুমি যে প্রিয় নবী.....🥀❤️💯

Address

Islampur
742303

Alerts

Be the first to know and let us send you an email when SK SOTTO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SK SOTTO:

Videos

Share