FoodzLove & Explore

FoodzLove & Explore খাদ্য প্রেমী ও ভ্রমনপিপাসুদের মেলবন্ধন হয়ে থাকে এখানে।
(1)

গত এক মাস ধরেই তোমাদের মধ্যে অনেকেই আমাদের মেসেজ করেছ আমাদের সম্বন্ধে বা আমাদের কাজ সম্বন্ধে কিছু বিষয় জানতে চেয়ে। আমা...
18/04/2024

গত এক মাস ধরেই তোমাদের মধ্যে অনেকেই আমাদের মেসেজ করেছ আমাদের সম্বন্ধে বা আমাদের কাজ সম্বন্ধে কিছু বিষয় জানতে চেয়ে। আমাদের ভীষণই ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে। তাই আজ ভাবলাম একটু আড্ডা হয়ে যাক। তোমরা আমাদের সম্বন্ধে যেকোন প্রশ্ন আজকে করতে পারো কমেন্ট বক্সে🥰🥰

17/04/2024

হাওড়ার অন্যতম সেরা একটি ক্যাফে Flambé Café & Resto ❤️😋

Contact No - 94770 49677

Today, our Neel's birthday 🥳🥳💝💝❣️❣️
13/04/2024

Today, our Neel's birthday 🥳🥳💝💝❣️❣️

Srishti Saaj ♥️ - কাস্টমাইজড গারমেন্টসের ঠিকানা হাওড়ার এক অপুর্ব অনলাইন বুটিক এই সৃষ্টিসাজ। সেদিন চলে গিয়েছিলাম সৃষ্টিস...
28/03/2024

Srishti Saaj ♥️ - কাস্টমাইজড গারমেন্টসের ঠিকানা

হাওড়ার এক অপুর্ব অনলাইন বুটিক এই সৃষ্টিসাজ। সেদিন চলে গিয়েছিলাম সৃষ্টিসাজের ঘরে যেখানে সমস্ত প্রোডাক্ট তৈরি করা হয়। এই গরমকালের জন্য সেরা টি-শার্ট কালেকশন খুঁজে পেয়ে গিয়েছিলাম আমরাও। প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি খুব ভালো খুবই নরম(180 GSM) কটন।

এবার আসি আমাদের চোখে ভালোলাগা এরকম কিছু ডিজাইনের কথায়:-
আমি যে ব্ল্যাক কালারের টি-শার্টটা পড়েছি এক্সক্লুসিভ ডিজাইনে ডিজিটাল প্রিন্ট টি-শার্ট। রবীন্দ্রনাথের অতি পরিচিত গানের লাইনের সাথে মেক্সিকান আর্টিস্ট ফ্রিডা কাহলো-এর সিগনেচার পিকচার টি-শার্টটি তে প্রাচ্য পাশ্চাত্যের এক অদ্ভুত মেলবন্ধন ঘটিয়েছে।
নীলের পড়া হলুদ রঙের টি-শার্টটা অতি পরিচিত ডাচ পেন্টার ভিন্সেন্ট ভ্যানগগ্-এর বিখ্যাত পেন্টিং দ্য স্টেয়ারি নাইট। এটা একটা দারুন ডিজিটাল প্রিন্টের মাধ্যমে সামার কুল টি-শার্ট।
সংযুক্তার ট্রাই করা হলুদ রঙের মাল্টি ট্যালেন্টেড লেখা টি-শার্ট বা হারেম প্যান্টের সাথে পড়া কাস্টমাইজড টি-শার্টটা এক অদ্ভুত সুন্দর লুকস্ ক্রিয়েট করেছে ওর মধ্যে।
এছাড়াও আমরা বানিয়ে নিয়েছি সৃষ্টিসাজ থেকে আমাদের পেজের লোগো দেওয়া টি-শার্ট। চাইলে তোমরাও নিজেদের পছন্দমত ছবি বা লোগো দিয়ে সিঙ্গেল পিস্ কিংবা বাল্ক অর্ডারে টি-শার্ট বানিয়ে নিতে পারো একদম রিজেনেবল দামে।

তোমরা ওনাদের ফেসবুক পেজ srishtisaj অথবা whatsapp নাম্বার এর মাধ্যমে ওনাদের প্রোডাক্ট কালেক্ট করতে পারো।

ফোন নম্বর - 8910580890/9231840761

🔷আর একটা খবর জানিয়ে রাখি সৃষ্টিসাজ প্রেসেন্ট নববর্ষের বিকি কিনি এক্সিবিশন হবে ৫ - ৭ই এপ্রিল অব্ধি শ্যামাস্রীর কাছে ভোলাগিরি কলা মন্দিরে। একই ছাদের নীচে বসছে আরও নানান ধরনের বুটিক আইটেম, জুয়েলারি আরো কত কি। সব চোখের সামনে দেখে, হাতে ছুঁয়ে পরখ করে কেনার জন্য এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তোমরাও এসো আমরাও থাকছি সৃষ্টিসাজের সাথে। দেখা হচ্ছে তাহলে।

আমাদের তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবাইকে ♥️
01/01/2024

আমাদের তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবাইকে ♥️

🍴Lunch N' Munch Soup's🍴শীতকালে ঠান্ডা বাড়তে থাকা আর তার সাথে সাথে মানুষের মনের মধ্যে soup খাওয়ার চাহিদা বাড়তে থাকা এই দু...
02/12/2023

🍴Lunch N' Munch Soup's🍴

শীতকালে ঠান্ডা বাড়তে থাকা আর তার সাথে সাথে মানুষের মনের মধ্যে soup খাওয়ার চাহিদা বাড়তে থাকা এই দুইয়ের সম্পর্ক যেন সরল সমানুপাতিক। আর এই soup এর চাহিদা মেটাতেই সদ্য কিছুদিন আগেই মানে ওই পুজোর আগেই খুলে গেল Lunch N' Munch Soup's নামের এই ছোট্টো cart-টা। এখানকার কোনও item তোমরা 60 টাকার ওপর পাবে না। অর্থাৎ, দুজনের খরচ soup আর bread মিলিয়ে মোটামুটিভাবে 100 টাকা।

আমরা এখান থেকে এখনও অবধি try করেছি -
1) Mutton Paya Soup(50/-)
2) Special Chicken Hot N Sour Soup(60/-)
3) Sweet Corn Soup(40/-)
4) Mutton Ghugni(30/-)
5) Butter Bread(20/-)

এবারে বলি আমাদের খেয়ে কেমন লেগেছে -
এখনও অবধি আমাদের এখানে খাওয়া সবরকমের soup-ই কমবেশি বেশ ভালোই। সবচেয়ে বড় কথা হল দামটা যতটা সম্ভব কম রেখে quality maintain করার চেষ্টা করা হয়েছে। উদাহরণ হিসাবে Mutton Paya Soup-টায় অন্য কোনও vegetables না থাকলেও 2 pcs. মটনের পায়া আমরা পেয়েছিলাম আর তাতে মাংসও ছিল বেশ ভালো পরিমানেই। আর soup-টা mutton stock দিয়ে তৈরি করে ওপরে ধনেপাতা কুচি ছড়ানোর জন্য বেশ সুন্দর খেতে লাগছিল। তবে Special Chicken Hot N Sour Soup-এর স্পেশালিটি হল এরমধ্যে গোটা একটা ডিমসেদ্ধ চারটুকরো করে দেওয়া থাকে। তবে চিকেনের টুকরো না দিয়ে একটা বড় piece দিলে আমাদের আরও better লাগতো। এই সবকিছুর সাথেই complementary হিসাবে আমরা butter bread-টাই বেশি prefer করি। Plain quarter size পাউরুটি বেশ ভালোমত butter দিয়ে দুভাগ অথবা চারভাগ করে দিয়েছিলেন।
এবারে এখানকার যেটা নিয়ে না বললেই নয় সেটা হলো এখানকার 30 টাকায় মটন দিয়ে ঘুঘনি। ওপরে আবার হাল্কা করে লেবু দিয়ে ঝুরিভাজা ছড়িয়ে serve করা। উফ্ সত্যি রিভিউটা লিখতে লিখতে আবারও জিভে জল এসে গেল। যাও দেরি না করে তোমরাও try করে এসো।

কোথায়?
হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে।

আর খুঁজে না পেলে call করো নীচের দেওয়া নম্বরে -
6369672145 /7003017163

আজ আর কোনো রিভিউ নয়। পুজোর শেষদিনে আমাদের কাটানো কিছু ভালো মুহুর্তের ছবি share করলাম তোমাদের সাথে। উৎসবের এই কয়েকদিনের আ...
25/10/2023

আজ আর কোনো রিভিউ নয়। পুজোর শেষদিনে আমাদের কাটানো কিছু ভালো মুহুর্তের ছবি share করলাম তোমাদের সাথে। উৎসবের এই কয়েকদিনের আনন্দগুলো আমাদের সারাবছর কাজের energy দেয়। তাই এবার আমাদের আবার যে যার কর্মস্থলে ফিরতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর FoodzLove & Explore পরিবারের সকল বন্ধুদের জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ♥️🌸🙏

শুভ বিজয়া 🙏♥️🌸বড়োদের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা ♥️
24/10/2023

শুভ বিজয়া 🙏♥️🌸
বড়োদের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা ♥️

আজকে তোমাদের হাওড়ার একটা নতুন Food cart-এর সন্ধান দিই। যার নাম-🍴Howrah এ Parkstreet🍴 প্রচুর কিছু items নিয়ে ওনারা শুরু...
16/10/2023

আজকে তোমাদের হাওড়ার একটা নতুন Food cart-এর সন্ধান দিই। যার নাম-
🍴Howrah এ Parkstreet🍴

প্রচুর কিছু items নিয়ে ওনারা শুরু করেননি কিন্তু item-গুলোর মধ্যে কিছু অভিনবত্ব আমরা পেয়েছি; তবে যে কটা ট্রাই করেছি প্রত্যেকটি যে ভালো লেগেছে এমনটা নয়। খারাপ ভালো মিশিয়ে যেমন লেগেছে তোমাদের সাথে সেটাই আজ শেয়ার করব।

প্রথমেই আমরা ট্রাই করেছিলাম Crispy Fried Chicken. প্রথমে আমরা ভেবেছিলাম এটা ওই KFC style হবে হয়তো। তারপর যখন ওনারা prepare করে দিলেন দেখি একদমই তা নয়। আমাদের যা মনে হয়েছে chicken গুলোকে কোনো একটা ব্যাটারে চুবিয়ে ফ্রাই করে তারপর সেটাকে সসে টস করা হয়েছে এবং এর মধ্যে আমরা বেশ ভালোমত গন্ধরাজ লেবুর flavour পেয়েছি। তবে এটা খেতে আমাদের কিন্তু ভীষণই ভালো লেগেছে।

এরপর ট্রাই করেছিলাম Chicken Continental Soup সাথে নিয়েছিলাম Authentic Chicken Sandwich. Soup-এ fresh milk দিয়ে যথেষ্ট ঘন করে বানানো সাথে chicken আর corn ভরপুর ছিল এবং খুব সুন্দর খেতে ছিল। কিন্তু complementary হিসাবে chicken sandwich-টা একদমই ভালো লাগেনি। আমরা এখানে ছবিও দিয়েছি sandwich-এর stuffing একদমই কম ছিল আর আমাদের crispy-ও লাগেনি। শুধুমাত্র চিকেন smash করে দেওয়া ছিল।

এবার আসি খরচের কথায়। আমাদের দামগুলো কোথাও একটু বেশি লেগেছে। তবে আমরা যেহেতু বেশ কিছুদিন আগে খেয়েছি আর এখন মেনুতে দামের পরিবর্তন হলেও হতে পারে তাই আর mention করলাম না। তবে এটুকু বলতে পারি দুজনের খরচ মোটামুটিভাবে Rs.200 থেকে Rs.250-এর মতো।

তবে এরকম ধরনের unique কিছু খাবারে ভরা food cart হাওড়াতে প্রথমবার বলেই আমাদের মনে হয়েছে। তোমরা অবশ্যই এখানে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে।

📍ঠিকানা এবং সময় - দু জায়গায় এই একই Food Cart আপনি পাবেন, তবে timing গুলো অবশ্যই খেয়াল রাখবেন।
👉 হাওড়া ময়দান (পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর একদম সামনেই) - দুপুর 1 টা থেকে সন্ধ্যে 6 টা।
👉 আর আমরা গিয়েছিলাম হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে যেটা সন্ধ্যে 6.30 থেকে রাত 11 টা অবধি বসে।

আমেরিকার এই বিখ্যাত রেসিপিটা আজ ধরতে গেলে বাংলার পাড়ার মোড়ে মোড়ে পাওয়া যায়। কুর্নিশ জানাই Colonel Sanders কে এরকম এ...
30/08/2023

আমেরিকার এই বিখ্যাত রেসিপিটা আজ ধরতে গেলে বাংলার পাড়ার মোড়ে মোড়ে পাওয়া যায়।
কুর্নিশ জানাই Colonel Sanders কে এরকম একটা অদ্ভুত সুন্দর রেসিপি মানুষকে উপহার দেওয়ার জন্য❤️

  আজ আপনাদের কাছে এমন একজনের জন্য সাহায্য প্রার্থনা করছি যার সাথে আমার আলাপ তিন বছর  আগে। আমি অর্থাৎ Abhisruti Rit কে সে...
23/08/2023



আজ আপনাদের কাছে এমন একজনের জন্য সাহায্য প্রার্থনা করছি যার সাথে আমার আলাপ তিন বছর আগে। আমি অর্থাৎ Abhisruti Rit কে সে সবসময় পড়াশোনার জন্য গাইড করেছে সে আমার এবং Sayantan Dey এর খুবই কাছের একজন মানুষ ও বন্ধু হয়ে উঠেছে। তাকে আমি রাহুল দা বলতেই অভ্যস্ত আজ সেই রাহুল দার বিপদে আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করছি।
নাম -রাহুল মন্ডল, বাড়ি -পলাশী মুর্শিদাবাদ জেলা সদ্য CU থেকে ইতিহাসে M.A last sem দিয়েছে এবং SET পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছে খুবই মেধাবী ছাত্র। বর্তমানে কিডনিতে একটা সমস্যার জন্য বেঙ্গালুরুতে চিকিৎসা করতে গিয়ে সে জানতে পারে তার কিডনির সমস্যার কথা। আগামী সপ্তাহে তাকে অপারেশন করতে হবে এবং তার জন্য 1.5 লক্ষ টাকা প্রয়োজন। বাড়ির অবস্থা ভালো না থাকার জন্য সে সকলের কাছে সাহায্যপ্রার্থী। আমরা FoodzLove & Explore টিম আপনাদের কাছে সাহায্য চাইছি যদি আপনারা প্রত্যেকে কিছু কিছু সাহায্য করেন হলে হয়তো এই অপারেশন টি সম্ভব।
রাহুল দার ph pay / Gpay / paytm no - 7001277469

আর কতদিন বাকি ?? ❤️
18/08/2023

আর কতদিন বাকি ?? ❤️

বর্ষার সন্ধ্যেতে যখন আমাদের যখন একটু fast food খেতে ইচ্ছা করে তখন আমরা খুঁজে পাই এরকম একটা জায়গা যেখানে পাওয়া যায় Roll, ...
12/08/2023

বর্ষার সন্ধ্যেতে যখন আমাদের যখন একটু fast food খেতে ইচ্ছা করে তখন আমরা খুঁজে পাই এরকম একটা জায়গা যেখানে পাওয়া যায় Roll, Chowmin, Momo, Mughlai Paratha, বিভিন্ন রকমের fried items এবং আরও অনেককিছু।

🍽️ New Friends Hotel & Restaurant🍽️ - এরা বহুবছর ধরে হাওড়া শিবপুরের কাসুন্দিয়া, ওলাবিবিতলা, তাঁতিপাড়া এলাকার বহু মানুষের জন্য দুপুরবেলা, সন্ধ্যে ও রাতের খাবার আয়োজন করে চলেছে এবং দাম অনুযায়ী খাবারের গুনগত মান ও পরিমাণ সত্যিই ভালোভাবে পেটপুরে খাওয়ার মতো।

🔷তবে আমরা খেয়েছিলাম -
1) Mughlai Paratha(Rs.60/-)
2) Chicken Momo(Rs.60/-)

🔷মুঘলাই পরোটাটা বেশ ভালো মুচমুচে করে ভাজা ছিল। আর সাথে দিয়েছিল মশালাদার শুকনো আলুর তরকারি, শশা-পিঁয়াজের স্যালাড্, চিলি সস্, টোমাটো সস্। টোটাল ককম্বিনেশনটা একদম জমে যাচ্ছিল।

🔷মোমোটার পুঁটুলিতে ছিলো বেশ ভালো পরিমান চিকেন। সার্ভ করেছিল স্যুপ ও ঝাল চাটনির সাথে। স্যুপে ছিল বেশ ভালো পরিমাণে চিকেন

📌 Address : 61/1, Kasundia Rd, Kasundia, Shibtala, Naora, Shibpur, Howrah, West Bengal 711104

Google Map link👇👇
https://maps.app.goo.gl/Nn8p39QdKvrLToRC6

তিব্বতি খাবারের নাম বলতে বললে যেকেউ সবার আগে বলবে মোমো। কিন্তু যখন এই মোমো তিব্বত থেকে নেপাল ও ভারতবর্ষে ছড়িয়ে পড়তে থাকে...
09/08/2023

তিব্বতি খাবারের নাম বলতে বললে যেকেউ সবার আগে বলবে মোমো। কিন্তু যখন এই মোমো তিব্বত থেকে নেপাল ও ভারতবর্ষে ছড়িয়ে পড়তে থাকে তখনই এর রুপ পরিবর্তন হতে থাকে। আপনারা ছবিতে যেটা দেখছেন সেটা মোমোর একটি রূপ যাকে বলে কোঠে(Kothay)। সতেরোশো শতাব্দীতে নেপালের লাসা(Lhasa) নামক একটি জায়গা থেকে এর উৎপত্তি।

স্টিম মোমো তৈরীর পর একদিক অল্প করে ভেজে গোল্ডেন ব্রাউন একটা টেক্সচার দেওয়ার জন্য মুখের মধ্যে অদ্ভুত সুন্দর স্বাদের সৃষ্টি করে। তবে এটা কোথাও soup-এর সাথে আবার কোথাও Tibetian authentic chutney-এর সাথে পরিবেশন করে থাকে।

তোমরা যারা এই কোঠে ট্রাই করেছো তারা জানাও তাদের কেমন লেগেছে আর যারা ট্রাই করোনি তারা অবশ্যই ট্রাই করো।

Ever tried Refreshing sunset Mocktail? ❤️
27/07/2023

Ever tried Refreshing sunset Mocktail? ❤️

সেদিন কলেজস্ট্রীটে বই কিনতে গরমে বেশ তেস্টা পেয়েছিল। তখন কলেজ স্কোয়ারের পিছনের রোডটা ধরে মানে ইউনিভার্সিটি ইন্সটিটিউট হল...
30/06/2023

সেদিন কলেজস্ট্রীটে বই কিনতে গরমে বেশ তেস্টা পেয়েছিল। তখন কলেজ স্কোয়ারের পিছনের রোডটা ধরে মানে ইউনিভার্সিটি ইন্সটিটিউট হলের সামনে দিয়ে হাটছিলাম। একটু এগিয়ে যেতে চখে পরলো প্যারামাউন্ট(Paramount)। প্রায় ১০০ বছরেরও বেশি পুরনো দোকান কত নামীদামী মানুষেরা আসতো এখানে। প্রতিটা দেওয়ালেই যেন নস্টালজিয়ায় ছাপ আর এদের মেনুতে স্পেশাল ড্রিন্কসগুলোর মধ্যে যেধরনের সরবত দেখলাম কলকাতায় আর অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। তো দেরি না করে দুজনে চটপট অর্ডার করে দিলাম একটা Green Mango(৬০/-) আর একটা Pineapple Malai(১১০/-) সরবত।

সত্যি কথা বলছি নাম আর দাম অনুপাতে টেস্ট এবং কোয়ালিটি আমাদের আহামরি কিছুই লাগেনি। আর Pineapple Malai-টা খেয়ে তো নীলের বেশ শরীরটা খারাপ করেছিল। খুব মাথা ঘুরছিল আর গা-গোলাচ্ছিল।

তোমরা যারা যারা এখানে ট্রাই করেছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে।

এখন হাওড়ার অলিগলিতেও হয়ে গেছে নানা সুন্দর সুন্দর ক্যাফে কিংবা ফুড কাউন্টার। আর যেখানকার খাবার গুলোও কিন্তু ভীষণই ভালো।...
09/06/2023

এখন হাওড়ার অলিগলিতেও হয়ে গেছে নানা সুন্দর সুন্দর ক্যাফে কিংবা ফুড কাউন্টার। আর যেখানকার খাবার গুলোও কিন্তু ভীষণই ভালো। তেমনই একটা ক্যাফে হল Coco's Cafe ❤️

জায়গাটা খুব বড় না হলেও ছোটর ওপর দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়েছে। আর ওদের ওখানে প্রত্যেকটা খাবারই আমাদের ভীষণ ভালো লেগেছে দাম অনুযায়ী। আরেকটা জিনিসও বলার মত ওরা কিন্তু নানা রকমের আইটেমস্ রাখার চেষ্টা করেছে তাও পকেট ফ্রেন্ডলি দামে।

📌 লোকেশন - ৬৩/১, কাসুন্দিয়া রোড ,শিবপুর ,হাওড়া ,৭১১ ১০৪
গুগল ম্যাপ-https://maps.app.goo.gl/GuRueCUBYGMKPNpK7

আমরা এখনো অবধি ট্রাই করেছি -
🔷চিকেন স্যান্ডউইচ্-৮০/-
🔷ডবল লেয়ার ক্লাব স্যান্ডউইচ্- ১১০/-
🔷ফিশ ফ্রাই -৭০/-
🔷চিকেন র‍্যাপ-১২০/-

🔴প্রথমে আসি স্যান্ডউইচের কথায় বিশেষ করে ডবল লেয়ার ক্লাব স্যান্ডউইচটা যেটা খেতে ছিল অসাধারণ যেটার একটা লেয়ার ছিল ভেজ আর পরের লেয়ারটা ছিল ননভেজ চিকেনের ভরপুর স্টাফিং। ৯.৫/১০

🔴ফিশ ফ্রাইটার ফিস ঠিকঠাক এবং বাইরের কোটিংটা ঠিকঠাকই খুব পাতলা ও নয় খুব মোটা নয় অল ওভার এটা বেশ ক্রিসপি আর ভালোই খেতে ছিল। ৯/১০

🔴এবারে চিকেন র‍্যাপটাকে নিয়ে বলি। রুটি, লেটুশ পাতায় স্টাফিংটাকে র‍্যাপ করে অল্প ফ্রাই করে ম্যায়োনিজ্ দিয়ে সার্ভ করা হয়েছিল। আর চিকেনের পরিমাণটাও একদম ঠিকঠাক।
৯/১০

আর কেউ যদি এখানে আগে গিয়ে থাকো আমাদের কিন্তু অবশ্যই জানিও তোমাদের এখানকার খাবার কেমন লেগেছে 😊

এই গরমের দিনে ছুটে ছুটে গিয়ে পাড়ার দোকান থেকে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা 😋❤️ আর সবাইকে বলবো নানা রকমের আইসক্রিম তো এই...
08/06/2023

এই গরমের দিনে ছুটে ছুটে গিয়ে পাড়ার দোকান থেকে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা 😋❤️
আর সবাইকে বলবো নানা রকমের আইসক্রিম তো এই গরমে দেখলাম এইটা একবার ট্রাই করে দেখতে পারো মন ভরে যাবে 🥰

Kamal's sundae ❤️

🔵Small cup - 30/-
Big cup -35/-

05/06/2023

মাত্র Rs.99 থেকে শুরু করে Rs.299-এর মধ্যে পেয়ে যাবে বিভিন্ন রকমের combo তাও আবার shareable।🤩 পেয়ে যাবে গন্ধরাজ Kulhad PizzaPizza VARG cafe-তে.😍🤤

📌Location:-
https://maps.app.goo.gl/MNHRYiWEsxPkW54A8

03/06/2023

One of the best veg cafe in Kolkata ♥️😍
Krishna’s Mishti Cafe - KMC ♥️

29/05/2023

Newly opened beautiful cafe in Kolkata ❤️😍

Indu Coffee-House ❤️

রবিবার মোমো ছাড়া চলে নাকি 😍😋Chicken Delight steam momo ❤️যারা spicy খেতে ভালোবাসো অবশ্যই try করো
21/05/2023

রবিবার মোমো ছাড়া চলে নাকি 😍😋

Chicken Delight steam momo ❤️

যারা spicy খেতে ভালোবাসো অবশ্যই try করো

International Museum Day ♥️Some famous Museums in Kolkata. ♥️Go and visit with your friends and family 😍♥️1.Indian Museu...
18/05/2023

International Museum Day ♥️

Some famous Museums in Kolkata. ♥️
Go and visit with your friends and family 😍♥️

1.Indian Museum Kolkata
2.Alipore Jail Museum
3.State Archeological Museum
4.Metcalfe Hall Museum
5.RBI Museum Kolkata
6.Rabindra Bharati Museum
7.Ghare Baire Museum
8.Science City Kolkata
9.Victoria Memorial

এরকম ক্রিসপি চিকেন লেগ কাদের কাদের ভালো লাগে?? 😋😋❤️❤️✅ Follow : FoodzLove & Explore ❤️Like,comment and share  if you lik...
17/05/2023

এরকম ক্রিসপি চিকেন লেগ কাদের কাদের ভালো লাগে?? 😋😋❤️❤️

✅ Follow : FoodzLove & Explore ❤️

Like,comment and share if you like our post & follow our page🙏

You can Dm us for collab

📌Our YouTube link - https://youtube.com/

Address

Howrah

Website

Alerts

Be the first to know and let us send you an email when FoodzLove & Explore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FoodzLove & Explore:

Videos

Share

Category