FoodzLove & Explore

FoodzLove & Explore খাদ্য প্রেমী ও ভ্রমনপিপাসুদের মেলবন্ধন হয়ে থাকে এখানে।

হাওড়ার অন্যতম সেরা সরস্বতী প্রতিমা ♥️🙏পাত্র বাড়ীর বাণীবন্দনা ২০২৫চ্যাটার্জীহাট হাওড়া শিল্পী -পদ্মশ্রী ভাস্কর শ্রী সনা...
31/01/2025

হাওড়ার অন্যতম সেরা সরস্বতী প্রতিমা ♥️🙏
পাত্র বাড়ীর বাণীবন্দনা ২০২৫
চ্যাটার্জীহাট হাওড়া
শিল্পী -পদ্মশ্রী ভাস্কর শ্রী সনাতন রুদ্র পাল

আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৫ এ আমরা সবাই ❤️শেষে আমার এ বছর সংগ্রহ করা কিছু বইয়ের ছবি ♥️আরো একবার যাওয়ার ইচ্ছা রয়েছে...
30/01/2025

আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৫ এ আমরা সবাই ❤️
শেষে আমার এ বছর সংগ্রহ করা কিছু বইয়ের ছবি ♥️
আরো একবার যাওয়ার ইচ্ছা রয়েছে ❤️

প্রায় তিন মাস বাদে একসাথে দুটো সেলফি ❤️সাথে বাড়িতে বানানো Mac & Cheese 😋😋রেসিপি টা চাই নাকি ??😜
23/01/2025

প্রায় তিন মাস বাদে একসাথে দুটো সেলফি ❤️
সাথে বাড়িতে বানানো Mac & Cheese 😋😋
রেসিপি টা চাই নাকি ??😜

হাওড়াতে একদিনের Food journey 😍সারাবছর বহু জায়গায় আমরা অনেক নতুন পুরোনো সবমিলিয়ে বিভিন্ন জায়গায় ফুড এক্সপ্লোর করেছি আর ত...
13/01/2025

হাওড়াতে একদিনের Food journey 😍

সারাবছর বহু জায়গায় আমরা অনেক নতুন পুরোনো সবমিলিয়ে বিভিন্ন জায়গায় ফুড এক্সপ্লোর করেছি আর তোমাদের সামনে তুলে ধরেছি। তবে শেষ দুমাস সেভাবে কোথাও বেরোনো হয়নি। তাই বছরের শেষদিন ভাবলাম একটু রিফ্রেশমেন্টের জন্য কোথাও বেরোনো দরকার। এদিকে বাড়িতে বোন(মামার মেয়ে) এসেছে তাকে তো কোথাও নিয়ে যেতেই হবে। তাই চলে গিয়েছিলাম হাওড়াবাসীর একমাত্র প্রিয় জায়গা Avani Riverside Mall-এ। আর আমরা বেড়িয়েছি আর খাওয়া-দাওয়া কিছু হবেনা তাই কি হয়?

আমরা ট্রাই করেছিলাম:-
১) ফুচকা(Calcutta Street Food)
২) ট্রিপল চকলেট ওয়াফল(Belgian Waffle)
৩) পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইস্(Panchkaan Cafe Bistro)
৪) চকলেট কফি এবং ব্ল্যাক কফি(Panchkaan Cafe Bistro)
৫)ম্যাক এন্ড চীজ(Panchkaan Cafe Bistro)
এবারে বলি সেদিনের এক্সপেরিয়েন্স:-
সত্যি বলতে আমরা মানে নীল আর আমি স্ট্রিট সাইড্ ছাড়া ফুচকার কথা ভাবতেই পারিনা। এবার এখন যদি ডাক্তার জানতে পারে রাস্তার ধারে দাঁড়িয়ে আনহাইজেনিক খাবার খাচ্ছি তাহলে রক্ষে থাকবে না।দুমাসেরও বেশি সময় যে ফুচকাই খাইনি; এভাবে কি থাকা যায় বলুনতো। তাই নীলের কাছে বায়না করতে Culcutta Street Food থেকে ফুচকা খাওয়ালো। এখানে ৫০ টাকায় ১০ টা ফুচকা। প্রথমে একটু কস্টলি লাগলো তারপর যখন সামনে এলো দেখি মুদির দোকানের ফুচকা কিনে এনে ঘরে ভাজলে যেরকম হয় ঠিক সেরকম ফুচকা। আলুমাখাও সেই ঘরোয়া স্বাদ সাথে লেবু আর পুঁদিনা দিয়ে টকজল। সবমিলিয়ে আহামরি কিছু লাগলো না। আর আপনারাই স্ট্রিট সাইডের স্বাদ কি সোফিষ্টিকেটেড মলে পাওয়া যায়?
এরপর নীলের খুব মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিলো তাই ওকে খাওয়ালাম Belgian Waffle থেকে ২০০ টাকার Tripple Chocolate Waffle. এটা একদম সেরা খেতে; কুড়কুড়ে বিস্কুটের মধ্যে ভানিলা আইসক্রিমের সাথে চকলেটের কম্বিনেশন।😋
বোন বায়না করল এসব ভালোলাগছে না। অন্য কোথাও নিয়ে চলো অন্য কিছু খাবো। তাই ওকে নিয়ে চলে গেলাম Panchkaan Cafe Bistro. এখানের খাবার আমাদের বরাবরই ভালোলাগে। আর Chocolate coffee, Mac and cheese টার কোন তুলনা হয় না। সেদিনও এখানে গিয়ে নিরাশ হইনি। প্রত্যেকটা খাবারই সুন্দর খেতে। Panchkaan Cafe-র ডিটেলস্ রিভিউ কারা কারা চাও কমেন্ট বক্সে জানিও। পোস্ট আসবে তাড়াতাড়ি। আর এর মধ্যে তোমরা কোনটা ট্রাই করেছ সেটাও আমাদের জানিও

|একটা ছেলের গল্প |আজ প্রায় ২ মাসের ওপর আমি জ্বরে ভুগছি। মধ্যিখানে সাত দিনের জন্য নার্সিংহোমে কাটিয়েও এসেছি। চার রকম জ্...
03/01/2025

|একটা ছেলের গল্প |

আজ প্রায় ২ মাসের ওপর আমি জ্বরে ভুগছি। মধ্যিখানে সাত দিনের জন্য নার্সিংহোমে কাটিয়েও এসেছি। চার রকম জ্বরে আক্রান্ত হয়েছি আপাতত। এবং তার মধ্যে এমন একটি জ্বর রয়েছে যেটা ভারতে খুব একটা হয় না। প্রচন্ড কষ্ট পেয়েছি সেটা আর বিস্তারিত ভাবে জানাতে চাই না। এখনো পাচ্ছি তবে আগের থেকে ভালো আছি। কত ডাক্তার যে এল গেল। আমি কবে পুরোপুরি সুস্থ হবো সেটা কোন ডাক্তারই বলতে পারছেন না। এগুলো বলার উদ্দেশ্য একটাই কারণ‌ এর মধ্যে কিছু মানুষ মেসেজ করেছে তোদের আর পেজের কাজ দেখতে পাইনা। যারা কি হয়েছে জিজ্ঞাসা করেছে তাদের আজ উত্তর দিলাম। কিন্তু যারা বলেছে তোদের সম্পর্কটা কি শেষ তাই কাজ বন্ধ?তাদের একটা কথা বলি। আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে।

নার্সিংহোম থেকে শুরু করে এই মুহূর্তে প্রায় লাখ টাকার উপরে খরচা হয়ে গেছে। এবং সেটা আমার মামার বাড়ি তো অনেকটা সাহায্য করেছেই তারা বরাবর করে। কিন্তু এখনো কাঁধে কাঁধ রেখে আমার বাবার সাথে সেই নার্সিংহোম থেকে সমস্ত খরচা চালিয়ে যাচ্ছে আমার পার্টনার বলবো নাকি আমার জীবনের সেরা বন্ধু বলব জানিনা। এখনো পর্যন্ত প্রত্যেকটা ডাক্তারের কাছে আমাকে নিয়ে যাওয়া এবং আমার কাছে দুবেলা পড়ে থাকতে হচ্ছে তাকে। ডাক্তার থেকে মন্দির সব জায়গাতে গিয়েই পড়ে আছে সে ।আমার বাবার মত আমাকে কেউ ভালোবাসেনি। সে আমার বাবা-মার সাথে রাত জেগেছে সেই দিনগুলোতেও আর এখনো। আমি সবাইকে বলবো নীল কে নিয়ে কোনরকম মন্তব্য আমি শুনবো না। সে আমার জীবনে আশীর্বাদ এর মত। আমার গোটা পরিবার এবং সর্বোপরি আমার বাবা মা এবং নীলকে যুদ্ধ করতে হয়েছে আমাকে বাঁচিয়ে আনার জন্য। প্রায় ৭ থেকে ৮ টা করে ইনজেকশন পুশ করা হতো দিনে। হার্ট অ্যাটাকের সম্ভাবনা ছিল প্রচুর।তার সাথে আমার পড়াশোনার ব্যাপারটাও সে দেখছে। যদি কোন ভাবে আমার ইয়ার লস হয় আমার থেকে সে বোধহয় বেশি ভেঙে পড়বে। একবেলা আমার বাবা ওষুধ খাওয়ালে এক বেলা মা ওষুধ খাওয়ায় আর একবেলা সে ওষুধ খাইয়ে দেয়। সত্যিকারের ভালোবাসা আজ ও হয়। আজ এত চারিদিকে প্রতারণার মাঝে যে আমি একটা রত্ন কে পেয়েছি। সবার কাছে এটাই অনুরোধ সত্যিকারের ভালোবাসা গুলোকে বাঁচতে দিন।
‌ ---- মিঠি

31/12/2024

Happy New year 2025 🥰
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ❤️

কেমন আছো সবাই??আশা করছি আবার কাজ শুরু হবে কিন্তু ধীরে ধীরে☺️☺️
13/12/2024

কেমন আছো সবাই??
আশা করছি আবার কাজ শুরু হবে কিন্তু ধীরে ধীরে☺️☺️

হাওড়ার এই পুজো অতি জনপ্রিয় পুজো। 🙏🙏এ বছর তিব্বতী বাবা স্মৃতি মন্দিরের পূজার ৩৫ তম বর্ষ। এই পুজোটি হয় একদম ডুমুরজলা স্...
10/11/2024

হাওড়ার এই পুজো অতি জনপ্রিয় পুজো। 🙏🙏এ বছর তিব্বতী বাবা স্মৃতি মন্দিরের পূজার ৩৫ তম বর্ষ। এই পুজোটি হয় একদম ডুমুরজলা স্টেডিয়াম এর কাছে। আজ এখানে রয়েছে অন্নকূট মহোৎসব। তোমরা কে কে আসছো ? 😍😍

হাওড়া কদমতলার অন্যতম বড় একটি জগদ্ধাত্রী পূজা হল হাওড়া ইউথ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো ।😍😍🙏🙏 এই বছর ওনাদের পূজো ৬২ ত...
10/11/2024

হাওড়া কদমতলার অন্যতম বড় একটি জগদ্ধাত্রী পূজা হল হাওড়া ইউথ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো ।😍😍🙏🙏 এই বছর ওনাদের পূজো ৬২ তম বর্ষে পদার্পণ করল। গতকাল এই পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। উদ্বোধনে ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা।আজ থেকে পূজা শুরু । ১২ তারিখ সন্ধ্যেবেলা রয়েছে ইচ্ছে ব্যান্ডের অনুষ্ঠান।তবে তোমরা কে কে আসছো?? ♥️♥️

হাওড়ার আরো একটি অতি জনপ্রিয় জগদ্ধাত্রী পুজো যা আমি ছোট থেকে দেখে আসছি। 🥰🙏এটা ঘোষাল বাগান জগদ্ধাত্রী পূজা সেবা সমিতির প...
08/11/2024

হাওড়ার আরো একটি অতি জনপ্রিয় জগদ্ধাত্রী পুজো যা আমি ছোট থেকে দেখে আসছি। 🥰🙏এটা ঘোষাল বাগান জগদ্ধাত্রী পূজা সেবা সমিতির পূজা। বরাবর ই মাকে এরকম সাবেকি সাজে সাজানো হয়। মায়ের চোখ টানা টানা অপরূপ সুন্দর❤️। এখানকার ভোগ খাওয়ার জন্য বহু মানুষ ভিড় করে থাকেন। এ বছর এনাদের ২৯ তম বর্ষ। তোমরা কে কে এই পুজোতে প্রতিবছর আসো ??😍😍

আজ মহাষষ্ঠী ♥️🙏গতকাল উদ্বোধন হয়ে গেছে হাওড়ার অন্যতম সেরা একটি জগদ্ধাত্রী পুজো কাসুন্দিয়া মহিলা বৃন্দের পুজো এই বছর ওন...
07/11/2024

আজ মহাষষ্ঠী ♥️🙏
গতকাল উদ্বোধন হয়ে গেছে হাওড়ার অন্যতম সেরা একটি জগদ্ধাত্রী পুজো কাসুন্দিয়া মহিলা বৃন্দের পুজো
এই বছর ওনাদের পূজো পদার্পণ করলো ১৪ তম বছরে।
কি তোমরা আসছো তো ??

Fishfry  নাকি Fish batterfry 😋😋কোনটা বেশি পছন্দের ??😍😍
05/11/2024

Fishfry নাকি Fish batterfry 😋😋
কোনটা বেশি পছন্দের ??😍😍

হাওড়া কদমতলা অঞ্চলের কিছু জনপ্রিয় কালীপূজার ছবি একসাথে ❤️❤️🙏🙏
02/11/2024

হাওড়া কদমতলা অঞ্চলের কিছু জনপ্রিয় কালীপূজার ছবি একসাথে ❤️❤️🙏🙏

01/11/2024

ভাইফোঁটা স্পেশাল হাওড়া কদমতলা Mio Amore তে কি কি এলো দেখে নাও 😍😍😋😋

হাওড়ায় তারাপীঠের মহাশ্মশান 😲😲হাওড়া বন্ধু মিলন সংঘের কালীপুজো এই বছর 70 তম বর্ষে পদার্পন করল. তাদের  এই বছরের ভাবনা তার...
01/11/2024

হাওড়ায় তারাপীঠের মহাশ্মশান 😲😲

হাওড়া বন্ধু মিলন সংঘের কালীপুজো এই বছর 70 তম বর্ষে পদার্পন করল. তাদের এই বছরের ভাবনা তারাপীঠের মহাশশানের জীবন্ত মডেল প্রদর্শনী.
কি তোমরা আসছো তো??

শুভ দীপাবলি 🪔❤️সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন।ও হ্যাঁ আমি আজ সন্ধ্যে থেকে একটু সুস্থ আছিআজ পরিবারের মানুষদের সাথে কাটান...
31/10/2024

শুভ দীপাবলি 🪔❤️
সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন।
ও হ্যাঁ আমি আজ সন্ধ্যে থেকে একটু সুস্থ আছি
আজ পরিবারের মানুষদের সাথে কাটানো কিছু মুহূর্ত

" সেও আমার ঘরের মেয়ে " ❤️এই বছর হাওড়া শিশির সংঘ ক্লাবের ৫০তম বছর উপলক্ষে মা কালী কে আমরা নতুন রূপ এ দেখতে চেয়েছি । মা...
31/10/2024

" সেও আমার ঘরের মেয়ে " ❤️
এই বছর হাওড়া শিশির সংঘ ক্লাবের ৫০তম বছর উপলক্ষে মা কালী কে আমরা নতুন রূপ এ দেখতে চেয়েছি । মা কালী এখানে আমাদের ঘরের মেয়ে - আমাদের পরিবারের এক জন , যিনি প্রতিদিনের সুখ দুঃখের সঙ্গী । তাদের এই মণ্ডপে মা কালীর উপস্থিতি যেন নিজের বাড়ির মেয়ে এর মতো সে সকল অন্ধকার ও বিপদ এর বিরুদ্ধে সংগ্রাম করে বাঁচতে শেখায় ।
গতকাল তাদের পূজা মন্ডপে উপস্থিত ছিলাম আমরাও। এবং আমাদের এতটা সম্মান জানানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তবে তোমরাও আসছো তো ??

হাওড়াতে  ভুতুড়ে বেগুনকোদর স্টেশন 😲😲হ্যাঁ একদম ঠিক এ বছর হাওড়ার CTBS ক্লাবের চমক -"কদম তলায় ভূতের বহর CTBS এ বেগুনকোদ...
31/10/2024

হাওড়াতে ভুতুড়ে বেগুনকোদর স্টেশন 😲😲
হ্যাঁ একদম ঠিক এ বছর হাওড়ার CTBS ক্লাবের চমক -
"কদম তলায় ভূতের বহর
CTBS এ বেগুনকোদর " 👻👻
এবছর ওনাদের ৬৫ তম বর্ষ। আজকে থেকে শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। তুলে ধরা হবে বেগুনকোদরের সেই ঘটনা ‌। সেই অশরীরীদের আওয়াজ, সেই রহস্যময় মৃত্যুর ইতিহাস । কি তোমরা আসছো তো??

Address

Howrah

Website

Alerts

Be the first to know and let us send you an email when FoodzLove & Explore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FoodzLove & Explore:

Videos

Share

Category