02/03/2024
ভারতীয় হিসেবে আজ আমাদের সকলের কাছে এক অত্যন্ত লজ্জার দিন। এই স্প্যানিশ দম্পতি বাইক নিয়ে পৃথিবীর নানা দেশ ঘুরে এসেছিলেন ভারতে। গত শুক্রবার রাতে এনারা ঝাড়খণ্ডের দুমকায় টেন্ট করে ছিলেন। রাতে সাতজন দুষ্কৃতী এনাদের ওপর আক্রমণ চালায়। এদের ভয়ঙ্করভাবে মারধর করা হয়, মহিলাকে গণধর্ষণ করা হয় এবং এদের সমস্ত জিনিসপত্র লুঠ করা হয়। স্থানীয় পুলিশ চারজন অপরাধীকে ধরেছে এবং বাকিদের সন্ধানে আছে। এই দম্পত্তি এই মুহূর্তে হাসপাতালে আছেন এবং এনাদের চিকিৎসা চলছে। আসার আগে পর্যন্ত এনাদের মনে আমার দেশ ভারতবর্ষ সম্পর্কে অনেক ভালো ধারণা ছিল, বিশ্বাস ছিল। আমরা ব্যর্থ। এনাদের বিশ্বাসের যোগ্য আমরা নই। সংবাদটি পাওয়া থেকেই মন বড় অস্থির। একটি লিঙ্ক দিলাম এই পোস্টের সঙ্গে। একটু দেখে নিন। বুঝবেন আমরা কী হারাচ্ছি। https://indianexpress.com/article/india/spanish-woman-gangraped-jharkands-dumka-3-detained-9191720/lite/