Jibon japon

Jibon japon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jibon japon, Digital creator, Hosur.
(1)

আমি মৈত্রেয়ী।আমি তামিলনাড়ুতে থাকি।আমি দর্শন শাস্ত্রে মাস্টার্স কমপ্লিট করেছি। আমার জীবন আমি কিভাবে যাপন করি সেটাই এখানে তুলে ধরি। আমার কাছে জীবন একটা বয়ে চলা নদীর মতো

কি হারালাম,কি যে পেলাম হিসাব মেলাই, দাঁড়িয়ে একা ঝুল বারান্দায়।।
27/03/2024

কি হারালাম,কি যে পেলাম হিসাব মেলাই, দাঁড়িয়ে একা ঝুল বারান্দায়।।

🎉 Facebook recognized me as a top rising creator this week!
25/03/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

আর খাবে ট্রেনের ঝালমুড়ি??
20/03/2024

আর খাবে ট্রেনের ঝালমুড়ি??

রান্না হল রঙ, গন্ধ এবং স্বাদের উৎসব।
20/03/2024

রান্না হল রঙ, গন্ধ এবং স্বাদের উৎসব।

দিন-রাত চুলোচুলি করা দুই সতীনের মাঝে মারা গেল ছোট সতীন একদিন।মারা যাবার আগে তার তিন বছরের ছেলেকে বড় সতীনের হাতে তুলে দিয়...
15/03/2024

দিন-রাত চুলোচুলি করা দুই সতীনের মাঝে মারা গেল ছোট সতীন একদিন।
মারা যাবার আগে তার তিন বছরের ছেলেকে বড় সতীনের হাতে তুলে দিয়ে বলল,'আমারে মাফ কইরা দিয়েন। আমার পোলাডারে আপনের হাতে দিয়া গেলাম। আইজ থেইক্কা আপনেই ওর মা।'
বড় সতীনের ঘরে দুই সন্তান। আড়াই বছরের এক ছেলে। পাঁচ বছরের এক মেয়ে।
এখন তার তিন সন্তান হল।
ছোট সতীন মারা যাবার পরে তার কোল থেকে নেমে গেল আড়াই বছরের ছেলে। সেখানে প্রতিস্থাপিত হল সতীনের তিন বছরের সন্তান।
সে এটাকে কোলে কোলে রাখে। মুখে তুলে খাওয়ায়। কোথাও গেলে নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে যায় কিন্তু সতীনের ছেলেকে নেয় কোলে তুলে।
এভাবেই আস্তে আস্তে বড় হল সে। কিন্তু সৎমা তাকে কোনও কাজ করতে দেয় না। নিজের ছেলেমেয়েদের দিয়ে কাজ করায়। কিন্তু তাকে দেয় মুখে তুলে খাইয়ে। এক গ্লাস পানিও ঢেলে খেতে দেয় না। পাড়া-প্রতিবেশী, আত্মীয় -স্বজন সবাই প্রশংসা করে সৎমায়ের।
'তুমি তো অনেক ভালা মানুষ। মা মরা পোলাডারে কত্ত আদর কর। এরেই তুমি আরও বেশি ভালবাস। কে কইব তুমি অরে প্যাডে ধরনাই।'
'ভুল ভাবতাছেন আপনেরা।' মুখ খুলল বড় বউ। 'আমি শোধ নিতাছি। অর মায়ে আমার স্বামী কাইড়া নিছিল। আমারে পাঁচটা বচ্ছর জ্বালাইছে। আমি সেই শোধ নিতাছি এই পোলারে দিয়া। আমার পোলা মাইয়া জীবনে চলতে শিখব। কিন্তু অরে আমি আদর দিয়া পঙ্গু বানাইয়া দিতাছি। অয় জীবনে চলতে গিয়া পদে পদে আছাড় খাইয়া পড়ব। উইঠ্যা দাঁড়াইতে পারব না।' বলে মুচকি হাসে বড় বউ।
যে মা কলেজ পড়ুয়া ছেলের জিন্সের প্যান্ট ধুয়ে দেন, বিছানা তুলে দেন ভার্সিটি পড়ুয়া মেয়ের। আমার ছেলে/মেয়ে আমাকে ছাড়া চলতেই পারে না বলে গল্প করেন যে মা। আপনি এক বেলা বাসায় না থাকলে আপনার ছেলেমেয়ে এক মুঠো চাল সেদ্ধ করে খেতে জানে না বলে গর্ব করেন যে মা। আপনারা আদতে কিন্তু মা না।
সৎমা।
আপনি নিজে খুব ক্ষতিকারক আপনার সন্তানের জন্য।
এটাও ব্যাড প্যারেন্টিং।
Collected from Facebook

13/03/2024

😁😁😁😁

13/03/2024

আজকের দুপুরের মেনু গরম গরম ভাতের সঙ্গে ভাপা চিংড়ি

বাঙালি রান্নার রেসিপি চিংড়ি মাছের ভাপা বাঙালীর খুবই পছন্দের ও বিখ্যাত একটি পদ। এই ভাপা চিংড়ি আর গরম ভাত দুপুরের খাবারের ...
12/03/2024

বাঙালি রান্নার রেসিপি চিংড়ি মাছের ভাপা বাঙালীর খুবই পছন্দের ও বিখ্যাত একটি পদ। এই ভাপা চিংড়ি আর গরম ভাত দুপুরের খাবারের জন্য বানালে ,একদম জমে যাবে।
প্রথমে চিংড়ি মাছে নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে।একটি মিক্সার জারে সর্ষে, পোস্ত, 2 টো কাঁচা লঙ্কা দিয়ে ভাল করে বেটে নিতে হবে।
এবার প্রেসার কুকারে এই মিশ্রণ নুন ও হলুদ দিয়ে ভাল করে মেখে নিতে হবে।
এর মধ্যেই চিংড়ি মাছ,আন্দাজ মত জল,সর্ষের তেল দিয়ে ভাল করে মেখে নিতে হবে।
প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে ঠান্ডা না হওয়া অবদি রেখে দিতে হবে।
এরপর ভাপা হয়ে গেলে,ঠাণ্ডা হলে, প্রেসার কুকারের ঢাকনা খুলে,গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

সত্যি আমি সবকিছু পারি না😁😁😁😁
11/03/2024

সত্যি আমি সবকিছু পারি না😁😁😁😁

বয়ঃসন্ধির মতো ৪০ এর পরের জীবনেরও একটা নাম থাকা উচিত।  বুড়িও না, আবার ছুঁড়িও না, অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই এরা ...
11/03/2024

বয়ঃসন্ধির মতো ৪০ এর পরের জীবনেরও একটা নাম থাকা উচিত। বুড়িও না, আবার ছুঁড়িও না, অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই এরা সংসারী 15/20 বছর ধরে।

এক/দুই সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায়। সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সবসময়। কারন, পরিবেশ পরিস্থিতির কাছে ছুঁড়ি হয়ে থাকাটা নিছক হাস্যকর।

যা পাওয়ার ছিল, আর যা পাওয়া হয় নি, মনটা সেই হিসেব করতে বসে যায়, মন না চাইতেও। কতই বা আর ব্যস্ত থাকা যায়, সংসার, রান্নাবান্না, কিংবা অফিস নিয়ে? দিনের শেষে না পাওয়াগুলো কেমন যেন খোঁচাতে থাকে, দিনের শেষে মনে হয় কেউ তো থাকুক, কেউ তো শুনুক, মনের সব কথা, কোন জাজমেন্ট ছাড়া।

এদিকে সংসার, বাচ্চাকাচ্চা মানুষ করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়, সবাই যার যার জীবনে ব্যস্ত।

৪০ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে। নস্টালজিয়া! কারণে অকারণে শুধু পুরনো কথা মনে পড়ে। পুরোনো ক্ষতগুলো দগদগে হয়ে ওঠে! আবার মনে পড়ে ফেলে আসা শৈশব, তারুন্যের চঞ্চল মন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সোনালি দিনগুলো, তার সঙ্গে প্রথম দেখার ক্ষণটি, কখনো বা না ফুরানো কতো গল্প, বৃষ্টিবিলাস!!
যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কষ্ট দিয়েছিল, কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায় সময়ে অসময়ে।

রাতেরবেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনে হয় নিজেকে। চুল পড়ে অর্ধেক, মুখে বলিরেখারা সবে আঁকিবুকি শুরু করেছে, এক সময়ের মেদহীন শরীরটা স্বপ্নের মত লাগে, পেটে স্ট্রেচ মার্কের দাগ, সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে। সেই বিষণ্ণতা ঢাকতেই হয়তো শাড়ি-গয়নায় মেতে থাকতে চায় মেয়েদের মন।

জীবনের অর্ধেকটা পার করে এসে ৪০ পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে। নাহ, প্রেম করার জন্য প্রেম না। মনে হয় কেউ থাকুক, কেউ শুনুক সব কথা, আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চায়। মনটা আবার সবকিছু নতুন করে শুরু করতে চায়।

মন নতুন কাউকে চায়না, পুরাতন মানুষটাকেই আবার নতুন করে চায়। আবার তার চোখের তারা হয়ে থাকার বড় সাধ হয়। সংসার, বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝেই।

৪০ পেরোনো মেয়ের বাবা-মায়ের কথা খুব মনে পড়ে। সেই জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত। যা করতে ইচ্ছা করে তাঁদের জন্য, কিন্তু চাইলেই করা যায় না। শুধু মেয়ের বাবা-মা বলে অধিকারবোধ সীমিত করে রাখতে হবে এই ব্যাপারটাই খুব ভাবায়।

শুধু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেনডেন্ট হলেই কি সমাজ ইন্ডিপেন্ডেন্স দেয়? মেয়েরা কখনই সমাজের দাসত্ব থেকে পুরোপুরি বের হতে পারে না।

৪০ পেরোনো মেয়েটার মাঝে মাঝেই খুব একা থাকতে মন চায়। নিজের মত করে, নিজের জন্য। পরমুহূর্তেই সন্তানদের জন্য মন কাঁদে। মায়েরা সবচেয়ে ভয় পায় মৃত্যু। শত অভিমানেও সে বেঁচে থাকতে চায়, তার সন্তানদের জন্য। অন্তত যতদিন সন্তানদের জীবনে তার প্রয়োজন আছে ততদিন। চিৎকার করে কাঁদতে বড় সাধ হয়, যেন সেই কান্না কেউ শুনতে না পায়, এমন জায়গার খোঁজে মনে হয় জীবনটাই পার হয়ে যায়।

৪০ এর কাছে এসে মেয়েদের সবুজ মনটা আস্তে আস্তে নীল হতে শুরু করে, প্রথমে, হাল্কা, তারপর আস্তে আস্তে গাঢ় হয়। এক সময়, বেশি কথা বলা মেয়েটা চুপচাপ হয়ে যায়, মেনে নিয়ে বেঁচে থাকা শিখে যায়। পান থেক চুন খসতেই যে মেয়ের চোখের জল, নাকের জল এক হয়ে যেত, তার নিঃশব্দ কান্না খুব কাছের না হলে কেউ টেরই পায় না।

৪০ পেরোনো মেয়েগুলো ব্যালেন্স করতে করতে নিজেদের কথা ভুলে যায়। ভুলে যায় কি করলে ভালো লাগবে, ভুলে যায় মনটা কি চায়।

৪০ পেরোনো শরীরটাও আগের মত সাপোর্ট দেয় না। অপারেশনের ধকল, মেরুদন্ডে দেওয়া ইঞ্জেকশন শরীরটাকে অকেজো করে দেয়। ভাঙ্গা কোমর নিয়ে দিব্যি রান্নাবান্না, বাচ্চার দেখাশোনা, ঘরের কাজ, জার্নি সব করে যায়।তবু দিন শেষে শুনতে হবে কিছুই করে না।

৪০ পেরোনো মেয়েগুলো যত্ন চায়, তারা চায় কেউ তার মনের যত্ন করুক!


09/03/2024

এখানকার দেবতা মুনেস্বর...এখানকার প্রসাদ কি জানেন??

02/03/2024

রোগী যদি ফুড ভ্লগার হয় তাহলে নার্সিংহোমের খাবারের স্বাদ কেমন সেটাও জানায়😁😁😁😁

I've received 900 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
01/03/2024

I've received 900 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

23/02/2024

গেরুয়া রঙের বস্ত্র পড়ে যাকে দেখলাম আসলে তিনি মানুষ ছিলেন না/সত্যি ভূতের অভিজ্ঞতাঃ

I've received 700 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
21/02/2024

I've received 700 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

20/02/2024

সকাল সকাল বাবা মেয়ের মধ্যে শুরু হয়েছে অশান্তি।

"কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী; প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী।” – কাজী নজরুল ইসলাম
19/02/2024

"কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী; প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী।” – কাজী নজরুল ইসলাম

19/02/2024

অসুস্থ মানসিকতার লোকেদের চিনবেন কিভাবে??
যখন দেখবেন কোনো মানুষ নিজের ছাড়া বাকি সব লোকের দোষ ধরে বেড়াচ্ছে তখন ভাববেন মানুষ টি মানসিক ভাবে অসুস্থ।
তার ওপর রাগ না করে কৃপা করুন।

19/02/2024

সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে অসুস্থ মানসিকতার লোকেরা নিজেরা বোঝে না যে তারা মানসিকভাবে অসুস্থ।

19/02/2024

সেজেগুজে চললাম মেয়ের স্কুলে অ্যানুয়াল ফাংশান দেখতে

কান্তারা - কর্নাটকের এক অলৌকিক দেবের কাহিনী Performed by students of Siddharth Village School in Tamilnadu
19/02/2024

কান্তারা - কর্নাটকের এক অলৌকিক দেবের কাহিনী
Performed by students of Siddharth Village School in Tamilnadu

নবদুর্গা....এই নয়টি রূপের নাম হল- শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘন্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, ...
18/02/2024

নবদুর্গা....এই নয়টি রূপের নাম হল- শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘন্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী,সিদ্ধিদাত্রী।

” নারী হচ্ছে টি – ব্যাগের মত। গরম জলে দেয়ার আগে তুমি বুঝতে পারবে না সে কতটা শাক্তিশালী। ”
18/02/2024

” নারী হচ্ছে টি – ব্যাগের মত। গরম জলে দেয়ার আগে তুমি বুঝতে পারবে না সে কতটা শাক্তিশালী। ”

মহিষাসুর কি আর আকাশ থেকে নামে তারা আমাদের আশেপাশে ই রয়েছে তাদের জালিয়ে দেবার জন্য একটু আগুন ই যথেষ্ট....
18/02/2024

মহিষাসুর কি আর আকাশ থেকে নামে তারা আমাদের আশেপাশে ই রয়েছে তাদের জালিয়ে দেবার জন্য একটু আগুন ই যথেষ্ট....

আমার দুর্গা মহিষাসুর বধের জন্য প্রস্তুত....
18/02/2024

আমার দুর্গা মহিষাসুর বধের জন্য প্রস্তুত....

18/02/2024

স্কুলের অ্যানুয়াল ফাংশানে পার্বতী আম্মান এর সাজে সোহাগ...

Address

Hosur
635109

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jibon japon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jibon japon:

Videos

Share


Other Digital creator in Hosur

Show All