News 24 Bangla

News 24 Bangla বাংলার কন্ঠ
(3)

আগামী কয়েকদিনের মধ্যেই ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় সিত্রং। এর প্রভাবে একদিকে উপকূলবর্তী জেলা গুলিতে যেমন ভারী বৃষ্টির সম...
22/10/2022

আগামী কয়েকদিনের মধ্যেই ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় সিত্রং। এর প্রভাবে একদিকে উপকূলবর্তী জেলা গুলিতে যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা তেমনি মৎস্যজীবী দের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে। উপকূল অঞ্চলে বন্ধ থাকছে ফেরি সার্ভিস। পুলিশ প্রশাসনের তরফ থেকে দিনভর মাইকে প্রচার চালানো হলো যাতে নদীর তীরবর্তী অঞ্চল থেকে মানুষকে সরিয়ে নিয়ে আসা যায়। প্রত্যেকে সতর্ক থাকুন এবং প্রশাসনিক উদ্যোগে সহায়তা করুন।


© Basirhat Police District

দিন কয়েক আগে সাতসকালে গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করেছিলেন বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার নারকেলতলা এলাক...
20/10/2022

দিন কয়েক আগে সাতসকালে গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করেছিলেন বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার নারকেলতলা এলাকার বাসিন্দারা। বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে অবস্থার অবনতি হলে তাঁকে পাঠানো হয় কলকাতার আরজিকর হাসপাতালে। ১১ দিন যমে-মানুষে লড়াই করার পরে অবশেষে গতকাল, বুধবার গভীর রাতে মারা গেলেন বছর চল্লিশের হাসান গাজী (Hingalgunj Youth Died)।

হাসনাবাদ থানা এলাকার চকপাটলি গ্রামের বাসিন্দা এই যুবকের মৃত্যুতে প্রতিবাদে ফেটে পড়েছেন পরিবারের সদস্য ও এলাকাবাসীরা। মাইক বেঁধে, রাস্তায় মৃতদেহ রেখে, হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে রাস্তা অবরোধ করেছেন তাঁরা।

ঘটনায় নিহত হাসানের বন্ধু জাহাঙ্গীর গাজীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, জেরার মুখে সে স্বীকার করেছে, হাসান গাজীকে ভোরবেলা ভ্যানে চাপিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরেছে সে। সে মারা গেছে ভেবে রক্তাক্ত অবস্থায় নারকেলতলা এলাকায় ফেলে পালায় জাহাঙ্গীর।
এর পরেই সকালে হাসানকে উদ্ধার করেন এলাকাবাসী। ১১ দিন পরে কলকাতার হাসপাতালে সে মারা গেলে, সেই খবর গ্রামে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। স্থানীয় বাসিন্দারাও বিক্ষোভ দেখাতে থাকেন। হাসনাবাদের চকপাটলি গ্রাম রণক্ষেত্র হয়ে ওঠে।
অভিযোগ, হাসানকে পরিকল্পনা করে খুন করেছে তাঁর বন্ধু জাহাঙ্গীর এবং এর সঙ্গে বড়সড় ঘটনা জড়িয়ে রয়েছে। অবিলম্বে বাকি দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। এই অভিযোগে রাস্তায় মৃতদেহ রেখে অবরোধও শুরু করেন মৃতের পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। কী কারণে ‘বন্ধু’র হাতে এভাবে খুন হতে হল হাসানকে, তদন্ত করে দেখছে পুলিশ। রাজনৈতিক কারণ, পুরনো শত্রুতার জের, ব্যবসা সংক্রান্ত বিবাদ– কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।
#হিঙ্গলগঞ্জ

বসিরহাট থানার পুলিসের বড়সর সাফল্য (police)। ট্রেনে ওঠার মুহূর্তেই রেলস্টেশন থেকে ১০ টি সোনার (gold) বিস্কুট উদ্ধার। ঘটন...
26/08/2022

বসিরহাট থানার পুলিসের বড়সর সাফল্য (police)। ট্রেনে ওঠার মুহূর্তেই রেলস্টেশন থেকে ১০ টি সোনার (gold) বিস্কুট উদ্ধার। ঘটনায় গ্রেফতার (arrest) ১।

শুক্রবার সকালবেলা বসিরহাটের ভ্যাবলা রেলস্টেশন (rail station), যেখানে সোনার বিস্কুটসহ বছর একুশের পিন্টু মণ্ডল নামে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। পুলিস সূত্রে খবর, হাসনাবাদ শিয়ালদহ ডাউন লোকাল ধরার জন্য দাঁড়িয়েছিল সে। তার বাড়ি স্বরূপনগর নগর থানার ভারত-বাংলাদেশে গাবড্ডা সীমান্তে। পুলিস গোপন সূত্রে খবর পায়, এরপর বসিরহাট থানার পুলিসের একটি টিম গিয়ে ট্রেনে ধরার আগেই হাতেনাতে পাকড়াও করে তাকে। উদ্ধার হয় দশটি সোনার বিস্কুট, যার ওজন ৯৫০ গ্রাম, বাজার মূল্য প্রায় ৬০, লক্ষ টাকা।

জানা যায়, এই সোনাগুলি বাংলাদেশ থেকে এদেশে আনা হয়েছে। কলকাতা উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা ছিল পাচারকারীদের। উদ্ধার সোনা বিস্কুটগুলি বসিরহাট শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হবে। ধৃত পাচারকারীকে শুক্রবারই বসিরহাট আদালতে তোলা হয়। এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিস। জেরায় ধৃত স্বীকার করেছে তার সঙ্গে আরও দুজন ছিল। তারা পুলিসকে দেখে চম্পট দিয়েছে ঘটনাস্থল থেকে।

গতকাল 05.06.22 তারিখে বসিরহাট থেকে একটি নৌকা নদীপথে 23 হাজার ইট ও তিনজন ব্যক্তিকে নিয়ে মৈপীঠে যাচ্ছিল। রাত হয়ে যাওয়ার...
06/06/2022

গতকাল 05.06.22 তারিখে বসিরহাট থেকে একটি নৌকা নদীপথে 23 হাজার ইট ও তিনজন ব্যক্তিকে নিয়ে মৈপীঠে যাচ্ছিল। রাত হয়ে যাওয়ার কারণে গোপালগঞ্জ অঞ্চল এরিয়ায় কুলিপাড়া টেঁক নামক একটি জায়গায় গতকাল রাতে নদীতে রাত কাটিয়ে সকালে আবার মৈপীঠের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল।আজ সকাল থেকে তিনজনের কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না।তাই সন্দেহ হওয়ায় ওই লোকের পরিচিতরা কুলিপাড়া টেঁকের কাছে নদীতে গিয়ে দেখে নৌকাসহ তিনজন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নৌকা মালিকের নাম :- ইয়াদ মণ্ডল।
তিনজন ব্যক্তির নাম:-
-হান্নান মণ্ডল। বয়স 42 বছর। -ইমাম মণ্ডল। বয়স 18 বছর।-আরিফুল্লা মোল্লা। বয়স 18 বছর। সবার ঠিকানা বসিরহাট।
নৌকাসহ অপহরণের অভিযোগ আসে আজ সকালে কুলতলিতে। খবর আসতেই তল্লাশি শুরু করে কুলতলি থানার টিম। আইসি অর্ধেন্দু শেখর দে সরকারের নেতৃত্বে কয়েক ঘণ্টার মধ্যেই ঝড়খালি এলাকার জঙ্গলের মধ্যে থেকে অক্ষতভাবে উদ্ধার তিনজন। উদ্ধার নৌকাটিও। এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার এক দুষ্কৃতী। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

রাজ্যপাল জগদীপ ধনখড় এর ডাকে সাড়া দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিব মণীশ জৈন আজ রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দ...
23/05/2022

রাজ্যপাল জগদীপ ধনখড় এর ডাকে সাড়া দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিব মণীশ জৈন আজ রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে দুই ঘণ্টার বেশি সময় বৈঠক হয়। রাজ্যের বর্তমান শিক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা এবং তাঁদের দায়িত্বর ওপর জোর দেওয়া হয়েছে বলে রাজ্যপাল নিজেই টুইট করে জানিয়েছেন। বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয় নিয়েও কথা হয়েছে বলে রাজভবন সূত্রে জানা গেছে।

বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন Arjun Singh
22/05/2022

বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন Arjun Singh

খবর ছিল হাসনাবাদ থানার একটি অঞ্চলে রমরমিয়ে বিক্রি হচ্ছে নকল Castrol engene oil এর বিভিন্ন সামগ্রী। সাধারণ মানুষ এর চোখে...
18/05/2022

খবর ছিল হাসনাবাদ থানার একটি অঞ্চলে রমরমিয়ে বিক্রি হচ্ছে নকল Castrol engene oil এর বিভিন্ন সামগ্রী। সাধারণ মানুষ এর চোখে ধুলো দিয়ে নকল সামগ্রী গুলি আসল বলে চালাচ্ছিলেন একদল দোকানি।
হাসনাবাদ থানার দেবীর মোড়ের কাছে একটি দোকানএ হানা দেন ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB) এর আধিকারিকেরা। বাজেয়াপ্ত হয় প্রায় 45টি নকল Castrol Engine oil এর বিভিন্ন সাইজের প্রোডাক্টস, যা বাহ্যিক ভাবে হুবহু আসলের মত। এইভাবেই ওই অঞ্চলের ক্রেতাদের ঠকিয়ে চলত এই নকল দ্রব্য গুলি। হাসনাবাদ থানায় একটি কেস ও রুজু করেছে বসিরহাট জেলা পুলিশ। নকল দ্রব্যের ব্যবহার থেকে প্রত্যেকে সতর্ক থাকুন।

নব সাজে সজ্জিত বসিরহাটরবীন্দ্র সৈকত পার্ক
08/05/2022

নব সাজে সজ্জিত বসিরহাট
রবীন্দ্র সৈকত পার্ক

উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত শহর বসিরহাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বসিরহাটের স্বাস্থ্য পরিষেবা উচ্চতায়...
05/05/2022

উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত শহর বসিরহাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বসিরহাটের স্বাস্থ্য পরিষেবা উচ্চতায় পৌঁছিয়েছে। স্বাভাবিকভাবেই ক্রিটিক্যাল রোগ ছাড়া বসিরহাট জেলা ও সুপার স্পেশালিটি হাসাপাতাল থেকে রোগী রেফার কার্যত প্রায় বন্ধ। ক্যান্সার রোগের ডিটেকশন, কেমোথেরাপি, ২৪ ঘণ্টা ডায়ালেসিস, সিটি স্ক্যান, সহ একাধিক রোগের চিকিৎসা সহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা দিনরাত নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে।

ফলে বসিরহাট মহকুমার সাতটি ও স্বরূপনগর নিয়ে মোট আটটি বিধানসভার এলাকার অর্থাৎ বসিরহাট স্বাস্থ্য জেলার প্রায় ৩০ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। আর এই কর্মকাণ্ডের পেছনে নীরবে কাজ করে যাচ্ছেন বসিরহাট দক্ষিনের চিকিৎসক বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি। জন্মলগ্ন থেকে বসিরহাটের বাসিন্দা এই চক্ষু-কিৎসক জানান, বাম জামানায় এই বিস্তীর্ণ সুন্দরবন এলাকার মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে বসিরহাটের স্বাস্থ্য পরিসেবা আমূল পরিবর্তন হতে শুরু করেছে। বাম জামানায় হাসাপাতালটি ৮০ শয্যার ছিল। তৃণমূল জামানায় বসিরহাট জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি এই দুটি হাসাপাতাল বসিরহাটের মানুষের সেবায় নিয়োজিত। দুটি হাসপাতালের মোট শয্যাসংখ্যা তিনশো ।

এর মধ্যে রয়েছে সিসিইউ ৩০, কোভিড কেয়ার ইউনিট ৭০, এনআইসিইউ বা এসএনসিইউ ২০ শয্যা। তিনি আরও বলেন, যেহেতু দুটি হাসপাতালই বসিরহাট দক্ষিণ বিধানসভা এলাকার মধ্যে তাই একজন চিকিৎসক বিধায়ক হিসেবে আমার দায়িত্ব অনেক। সেই লক্ষ্যেই মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে একাধিক বিষয় নিয়ে আর্জি জানাই। রাজ্যের মুখ্যমন্ত্রী সেই আবেদনে সাড়া দেওয়াতে আজ ২৪ ঘণ্টা ধরে ৭টি ডায়ালেসিস মেশিন কাজ করছে। বিনামূল্যে মানুষের ক্যান্সার ডিকেশান করা হচ্ছে। পাশাপাশি কেমোথেরাপির মতো পরিষেবাও দেওয়া হচ্ছে হাসপাতাল থেকে। সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, রক্তের কম্পোনেন্ট পৃথকীকরণ ইত্যাদিও চলছে বসিরহাট হাসপাতালে। এককথায় বলতে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে সুন্দরবন এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ সরকারি চিকিৎসা ব্যবস্থার সুফল পাচ্ছেন।

মাননীয় মুখ্যমন্ত্রী এর নির্দেশিকা মেনে তৈরি বসিরহাট জেলা পুলিশের মহিলা winners team টহল দিল বসিরহাট কলেজ এবং তৎ সংলগ্ন ...
25/04/2022

মাননীয় মুখ্যমন্ত্রী এর নির্দেশিকা মেনে তৈরি বসিরহাট জেলা পুলিশের মহিলা winners team টহল দিল বসিরহাট কলেজ এবং তৎ সংলগ্ন এলাকা। কলেজ ছাত্র ছাত্রী এবং শিক্ষক দের সঙ্গে ও সৌজন্য সাক্ষাৎ করেন এই special team এর সদস্যরা। তাদের জানানো হয় এই টীম এর কার্যপ্রণালী এবং বিশেষ তাৎপর্য। এরপর winners team বসিরহাট এর অন্যান্য স্কুল গুলি যেমন HMG গার্লস,PCM এবং ভ্যাবলা রাজেন্দ্র হাই স্কুল ইত্যাদি স্কুল গুলির আশেপাশে টহল দেবার পাশাপাশি স্কুল এর শিক্ষক এবং ছাত্রী দের সাথেও কথা বলেন। সবশেষে রবীন্দ্র ভবন পার্ক এ পৌঁছে সেই দিনের মতো শেষ হয় এই সম্পূর্ণ মহিলা পরিচালিত এই বিশেষ বাহিনীর টহলদারি।

বসিরহাট দণ্ডিরহাটের নগেন্দ্রকুমার উচ্চ শিক্ষাতনের শিক্ষক চম্পক নন্দী। বছর তিনেক আগে বসিরহাট পুরাতন বাজারে গিয়েছিলেন কোন...
24/04/2022

বসিরহাট দণ্ডিরহাটের নগেন্দ্রকুমার উচ্চ শিক্ষাতনের শিক্ষক চম্পক নন্দী। বছর তিনেক আগে বসিরহাট পুরাতন বাজারে গিয়েছিলেন কোনও কাজে। কিন্তু মনের ভুলে ফেলে এসেছিলেন টাকার ব্যাগ। অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে পাওয়ার আশা একরকম ছেড়েই দেন তিনি। এমনকী, ভুলেও গিয়েছিলেন বিষয়টি।

কিন্তু একজন ভোলেননি। তিনি মাছবিক্রেতা আবু কাশেম গাজি। বসিরহাট তপারচর এলাকার বাসিন্দা। স্ত্রী, তিন ছেলে, বৌমা ও নাতিকে নিয়ে কাশেমের সংসার। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে মনিরুলও তাঁর মতো বসিরহাট পুরাতন বাজারে মাছ বিক্রি করেন। সামান্য রোজগার।

এ হেন কাশেম তিন বছর আগের ঘটনা স্মরণ করে জানান, সে দিন বাজারে খুব ভিড় ছিল। কাজের ফাঁকে হঠাৎই তাঁর নজরে পড়ে, একটি কাপড়ের ব্যাগ পড়ে আছে। কোনও খদ্দের মাছের ব্যাগ ফেলে চলে গিয়েছেন ভেবে নিজের কাছে ব্যাগটি তুলে রেখে দেন। তখন আর দেখার সময় পান না, ব্যাগে কী আছে! কিন্তু ব্যাগ ফেরত নিতে কেউ আসেন না! কী হবে? তখনই ব্যাগটি নিয়ে দেখেন তার মধ্যে টাকার বান্ডিল!

সঙ্গে সঙ্গে তিনি খোঁজাখুঁজি করতে শুরু করে দিলেন। যদি কোনও ভাবে এমন কারও খোঁজ পাওয়া যায়, যাঁর ব্যাগ বা টাকা হারিয়েছে। কিন্তু, না! কাউকেই পেলেন না তিনি। অগত্যা ব্যাগের দাবিদার না পেয়ে বাড়ি নিয়ে ফেরেন সেটি। স্ত্রীকে ব্যাগটি সাবধানে রাখতে বলেন। স্ত্রী ব্যাগটি তাঁদের আলমারিতে রেখে দেন।

হঠাৎই তিন বছর পরে, কী মনে হতে ব্যাগটি আলমারি থেকে বের করে একবার খোলেন কাশেম। আর তখনই দেখেন, তার মধ্যে একটি দোকানের ক্যাশমেমো রয়েছে। যেটা আগে কোনও ভাবে তাঁর চোখ এড়িয়ে গিয়েছে। কাশেম দেখেন ক্যাশমেমোটি একটি স্টেশনারি দোকানের। আর স্টেশনারি দোকানটি সেই টাকা-খোয়ানো চম্পক নন্দীদেরই। ব্যস! সঙ্গে সঙ্গে টাকার ব্যাগ নিয়ে আবু কাশেম হাজির হন ওই দোকানে, চম্পকবাবুর সঙ্গে দেখা করে তাঁর হাতে তুলে দেন সেটি।

এদিকে এমন ঘটনায় রীতিমতো স্তম্ভিত চম্পক নন্দী। তিন বছর আগে হারিয়ে ফেলা টাকার ব্যাগ তিন বছর পরে অক্ষত ফিরে পেয়ে আপ্লুত, তিনি। তিনি জানান, ব্যাগটি যেমন হারিয়েছিলেন, ঠিক তেমনই ফিরে পেয়েছেন। একটি টাকাও কম ছিল না! তিনি বলেন, 'আমি ভাবতে পারছি না, এমন মানুষ এখনও আছেন আমাদের সমাজে!'

আর স্বয়ং কাশেম কী বলছেন?

এক গাল হেসে কাশেম বলেন, 'করোনার সময়ে তো অভাবে দিন কাটত, তার মধ্যে ঘরে এতগুলি টাকা, ভয়ে ভালো করে ঘুমোতে পারতাম না! এতদিনে হাঁফ ছেড়ে বাঁচলাম। টাকার ব্য়াগ তার মালিকের হাতে তুলে দিতে পেরে নিশ্চিন্ত লাগছে।'

কাশেমকে সংবর্ধনা দেন বসিরহাট থানার আইসি সুরিন্দর সিংহ। তিনি কাশেমের হাতে ফুলের স্তবক মিষ্টি ও পাঞ্জাবি তুলে দিয়ে বলেন, 'জীবনে প্রথম এমন মানুষ দেখলাম, যিনি কুড়িয়ে পাওয়া এতগুলি টাকা তিন বছর ধরে আগলে রেখে তারপর তা ফেরত দিলেন! অভাবের সংসারে এমন সততা বিরল! এমন সৎ মানুষ বড় বিরল।'

করোনাকালে দীর্ঘদিন লকডাউন ছিল। তার মধ্যে কাশেমের সামান্যই বিক্রি। অভাবের সংসার। কিন্তু তার মধ্যেও কুড়িয়া পাওয়া সত্তর হাজার টাকা যক্ষের ধনের মতো তিন বছর ধরে আগলে রেখেছিলেন তিনি! এহেন মানুষের সততায় গর্বিত তাঁর পরিবার, তাঁর প্রতিবেশীও। এখন কাশেমকে দেখতে ভিড় জমাচ্ছেন সকলে।

বসিরহাটের পানিতার গ্রামের ঘটনা। এক প্রতিবন্ধী যুবকের বিরুদ্ধে এলাকায় একজনের বাড়ি থেকে মোবাইল চুরি করার অভিযোগ ওঠে। সেই ক...
21/04/2022

বসিরহাটের পানিতার গ্রামের ঘটনা। এক প্রতিবন্ধী যুবকের বিরুদ্ধে এলাকায় একজনের বাড়ি থেকে মোবাইল চুরি করার অভিযোগ ওঠে। সেই কারণে, পরিবারের লোক অত্যাচার চালায় ওই যুবকের বিরুদ্ধে। অত্যাচারের কারণে মৃত্যু হয় যুবকের। বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।

বসিরহাট পুলিশ জেলার হিঙ্গলগঞ্জ থানার উদ্যোগে আজ একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়। প্রয়োজনীয় ব্যক্তিদের ...
19/04/2022

বসিরহাট পুলিশ জেলার হিঙ্গলগঞ্জ থানার উদ্যোগে আজ একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়। প্রয়োজনীয় ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে চশমা ও বিতরণ করা হয়। এই শিবিরে অংশগ্রহণকারী ছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় পণ্য পরিবহন এর ড্রাইভার সহ অন্যান্য রা। জনসংযোগ বৃদ্ধির সাথে সাথে safe drive save life এর বার্তা পৌঁছে দেওয়াই এই শিবিরের মূল লক্ষ্য। Royary ক্লাব সল্টলেক, rota vision এবং JYDC সন্দেশখালী র যৌথ প্রচেষ্টায় প্রায় 250মানুষের চক্ষু পরীক্ষা সম্ভব হয় এই দিন। উপস্থিত ব্যক্তি দের মধ্যে ছিলেন SDPO hasnabad, MLA হিঙ্গালগঞ্জ BDO এবং অন্যান্য আধিকারিকেরা।

কলকাতায় তথ্যপ্রযুক্তি শিল্পে এখন চলছে জোয়ার। ❤️কিছুদিন আগেই উদ্বোধন হয়ে গেলো কলকাতায় নতুন দুটো তথ্যপ্রযুক্তি সংস্থার...
17/04/2022

কলকাতায় তথ্যপ্রযুক্তি শিল্পে এখন চলছে জোয়ার। ❤️

কিছুদিন আগেই উদ্বোধন হয়ে গেলো কলকাতায় নতুন দুটো তথ্যপ্রযুক্তি সংস্থার প্রথম অফিস।

Mindtree-র কলকাতায় প্রথম সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার খুললো সেক্টর ৫ এর Adventz Infinity বিল্ডিং এ।
Mindtree বেশ কিছুদিন ধরেই তাদের কলকাতার অফিসের জন্য রিক্রুটমেন্ট করছিল। ইতিমধ্যে তাদের কলকাতায় কর্মীর সংখ্যা ১০০০+ ছাড়িয়ে গেছে এবং এই বছরের মধ্যে সেটি দ্বিগুণ হয়ে যাবে।

Zensar Technologies এর কলকাতায় প্রথম গ্লোবাল ডেভেলপমেন্ট সেন্টার উদ্বোধন হয়ে গেলো Infinity IT Lagoon বিল্ডিংয়ে। এখানে প্রধানত ডেটা ইঞ্জিনিয়ারিং, এনালিটিক্স, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের কাজ হবে।

এ ছাড়াও গত কয়েক মাসে একাধিক সংস্থা তাদের কলকাতায় প্রথম অফিস ইতিমধ্যে খুলেছে কিংবা খুলতে চলেছে যেমন:-

EY GDS
Thoughtworks
L&T Infotech
Deloitte USI
Mphasis
PK
Aaseya (Yash Technologies)
Persistent Systems
Birlasoft (formerly KPIT Technologies)
Altimetrik
Juspay
Firstsource (RPSG)
Calsoft
Codilar Technologies
Xoriant
UST Global
Luxoft
Hexaware
EPAM Systems
Sasken Technology

শুধু তাই নয়, কলকাতায় ইতিমধ্যে অফিস থাকা একাধিক সংস্থা যেমন TCS, CTS, Accenture, PWC, Capgemini, Wipro, IBM, Genpact ইত্যাদি ও কলকাতায় তাদের কর্মীর সংখ্যা বিপুল ভাবে বাড়াচ্ছে এবং সেই জন্য চলছে ব্যাপক হারে রিক্রুটমেন্ট।


না এটা ইউরোপ কিংবা আমেরিকার কোনো জায়গা নয়।এটা আমাদের কলকাতায় বাইপাসের ধারে নতুন ভাবে বিশ্বমানের তৈরি ' বিশ্ব বাংলা মে...
13/04/2022

না এটা ইউরোপ কিংবা আমেরিকার কোনো জায়গা নয়।
এটা আমাদের কলকাতায় বাইপাসের ধারে নতুন ভাবে বিশ্বমানের তৈরি ' বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ ' ( আগে নাম ছিল মিলন মেলা) ।
৪ বছর ধরে আমূল সংস্কারের পর এটির উদ্বোধন হলো গত সোমবার।

এই প্রাঙ্গণেই এবার বসবে সমস্ত বাণিজ্য সম্মেলন, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এবং অবশ্যই আমাদের সাধের কলকাতা বইমেলা।

কলকাতার আধুনিকতার পথে আরো এক ধাপ। ❤️


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ২০০৪ সালে গ্রেনেড হামলা করেছিল যে আততায়ী, সে অবশেষে ধরা পরল পশ্চিমবাংলার বসিরহ...
08/04/2022

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ২০০৪ সালে গ্রেনেড হামলা করেছিল যে আততায়ী, সে অবশেষে ধরা পরল পশ্চিমবাংলার বসিরহাট থেকে। ২০০৪ সালের ২১ শে আগস্ট বাংলাদেশের রাজধানী ঢাকায় আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনাকে টার্গেট করে গ্রেনেড হামলা হয়, ঘটনায় শেখ হাসিনা আহত হওয়ার পাশাপাশি উপস্থিত ৩০০ জন সাধারণ নাগরিক আহত হন ও ২৪ জন মারা যান। এই ঘটনায় অভিযুক্ত হয় বদরুজ্জামান নামক এক অপরাধী। ২০০৯ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে বদরুজ্জামান দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেয় পশ্চিমবঙ্গে। দীর্ঘসময় সে পশ্চিমবঙ্গেই রয়েছে। অন্যদিকে বাংলাদেশ সরকার কিন্তু দীর্ঘদিন যাবৎ বদরুজ্জামানের খোঁজ চালাচ্ছিল। অবশেষে ভারতের সঙ্গে যোগাযোগ করলে সিবিআই বৃহস্পতিবার রাতে বদরুজ্জামানকে আটক করে বসিরহাট এলাকা থেকে। শুক্রবার তাঁকে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ গোয়েন্দা বিভাগের হাতে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট এলাকায়।

আগামী দিনে নিজেদের জীবিকা বিপন্ন হতে চলেছে বলে আশংকায় দিন কাটাচ্ছেন উত্তর ২৪ পরগনার  বসিরহাটের প্রত্যন্ত এলাকার  প্রায় প...
08/04/2022

আগামী দিনে নিজেদের জীবিকা বিপন্ন হতে চলেছে বলে আশংকায় দিন কাটাচ্ছেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের প্রত্যন্ত এলাকার প্রায় পয়তাল্লিশ হাজার বিড়ি শ্রমিক। এই অভিন্ন কর পদ্ধতি চালু হওয়ার পর এই শিল্পের মালিকদেরও নাভিশ্বাস উঠছে। কি করে এই শিল্পকে টিকিয়ে রাখবেন তার কোনও পথ খুঁজে পাচ্ছেন না । ফলে সাম্প্রতিক সময়ে বসিরহাট মহকুমা জুড়ে বিড়ির কাজ ক্রমশ কমে যাচ্ছে। নিশ্চিত অনাহারে, অর্ধাহারের পথে ডুবতে বসেছে শ্রমিকরা। বসিরহাটের আমিনা বিবি, সেখ কুলসুমদের ঘুম ভাঙে বেশ ভোরে। সংসারের প্রতিদিনের কাজ সেরে, চুলা জ্বেলে শুরু হয় বিড়ি বাঁধা। মজুরির খোঁজ করলে দেখা যাবে ভয়ংকর শোষণের ছবি।

পশ্চিমবঙ্গ সরকার সাধারণত প্রতি বছর দুটো ন্যূনতম মজুরির তালিকা প্রকাশ করে। সেই তালিকা অনুসারে প্রতি এক হাজার বিড়ি বেঁধে শ্রমিকদের ২৬৭ টাকা পাওয়ার কথা। কিন্তু ২০২১ সালে বিড়ি মালিক সংগঠন ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যে হওয়া দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী মজুরি ঠিক হয় ২০০ টাকা। কিন্তু বাস্তবে আরও কম মজুরি পান শ্রমিকরা এমনটাই অভিযোগ তাদের। বসিরহাট সাংগঠনিক জেলার কোনো প্রান্তেই নতুন চুক্তি কার্যকর হয়নি। বসিরহাট মহকুমার হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ এলাকায় খুব বেশি হলে ১৭৫ থেকে ১৮৫ টাকা মজুরি পান শ্রমিকরা। গ্রামে মজুরি কমে কোথাও ১৬০ টাকা, কোথাও ১৫০ এখন। আবার বেশ কিছু গ্রামে হাজার বিড়ি পিছু ১৩০ টাকা মজুরিতেও বিড়ি বাঁধছেন শ্রমিকরা। প্রতিবাদ করলে মালিকের মুনশিরা বলছেন, না পোষালে বিড়ি বেঁধো না; লোকের অভাব নেই। বসিরহাট মহকুমার বিভিন্ন গ্রামে গ্রামে অভাবের সুযোগ নিচ্ছেন বিড়ি মালিকরা। বাড়তি যন্ত্রণা ‘ছাঁট-পট্টি’। সেটা আবার কী? শ্রমিকরা বলেন মজুরি চুরি করার এক প্রাচীন কৌশল। একজন বিড়ি শ্রমিক হাজার বিড়ি পিছু মজুরি পান। শ্রমিক ও মালিকের মাঝে থাকেন মুনশি বা কনট্রাক্টাররা। মুনশিরা শ্রমিকের পাড়ায় পাতা আর মশলা পৌঁছে দেন। সেদিনই আগে দেওয়া পাতা, মশলা অনুযায়ী বাঁধা বিড়ি বুঝে নেন। সেগুলো সংগ্রহ করে মুনশিরা নিয়ে যান কারখানায়। বিড়ি কারখানা বা ছোট ছোট ইউনিটে বিড়িগুলো প্যাকেটবন্দী হয়। মালিক পক্ষের দাবি, প্যাকেটবন্দি করার সময় দেখা যায় অনেক বিড়িই ভালভাবে বাঁধা হয়নি। সেগুলো নাকি ফেলে দিতে হয়। সেজন্য আগেভাগেই কয়েক মুঠো অতিরিক্ত বিড়ি শ্রমিকদের দিয়ে বাঁধিয়ে নেওয়া হয়, কোনো মজুরি ছাড়াই । বিড়ি শ্রমিক যখন বিড়ি জমা করতে যান, এক হাজার বিড়ির সাথে কোথাও একশো, কোথাও দেড়শো অতিরিক্ত বিড়ি জমা নেওয়া হয়। অর্থাৎ ১১৫০ টা বিড়ি বাঁধলে শ্রমিক ১০০০ বিড়ির মজুরি পান। মজুরি ফাঁকি দিয়ে আদায় করা ছাঁট বিড়িও প্যাকেটবন্দি হয়ে পৌঁছে যায় বাজারে।

বিড়ি বাঁধার কাজ স্বাস্থ্যের পক্ষেও বেশ বিপজ্জনক। বিড়ি শ্রমিক মহল্লার অনেকেই শ্বাসকষ্টে ভোগেন। বিড়ি শ্রমিকদের স্বাস্থ্যের প্রশ্নও অবহেলিত। বিড়ি শ্রমিকদের নব্বই শতাংশই মহিলা। তাঁরা কখনো নিজের বাড়িতে, কখনো পাড়ার মোড়ে দল বেঁধে বিড়ি বাঁধেন। এই শ্রমিকদের স্বাস্থ্যের কোনো দায়িত্ব নেন না মালিকরা। উত্তর ২৪ পরগনা বসিরহাটের কঠুর, দূর্গাপুর, শ্বেতপুর, খিদিরপুরে, স্বরূপনগর, শাকচুরা, তাল পুকুর, মাখাল গাছা, হিঙ্গলগঞ্জ এই সব লাকার জনসংখ্যর একটা বিরাট অংশ নানা ভাবে নির্ভরশীল এই বিড়ি শিল্পের উপর। এইসব অঞ্চলের প্রধান জীবিকাই হল বিড়ি। গ্রামের দরিদ্র মানুষজন কেন্দু পাতা বা বিড়িপাতা কিনে এবং বিড়ি বেঁধে রোজগার করেন। এটি পারিবারিক শিল্প হওয়ায় বেশীরভাগ জায়গাতেই পুরো পরিবার যুক্ত রয়েছে এই কাজে। শ্বেতপুর, কঠুর, দেভোগ, স্বরূপ নগর, দূর্গাপুরের মত গ্রামগুলির বেশির ভাগ মহিলা বিড়ি শ্রমিকরা বলেন বিড়ি শিল্পে যুক্ত থেকে পরিবার পিছু তারা সপ্তাহে এক হাজার বিড়িতে এখন মালিক ১৭৫ টাকা পান,কোন সময় দুশো থেকে তিনশ টাকা পর্যন্ত রোজগার হয়। বিড়ি শ্রমিকদের আই কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের হয়রানির শিকার হতে হচ্ছে বলে জানান তাঁরা। ফলে এই পরিস্থিতিতে সরকার তাদের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা না করলে এই শ্রমিকদের পরিবারগুলি নিরন্ন হয়ে যাবে। বসিরহাট মহকুমা এলাকায় কয়েক হাজার শ্রমিক এই কাজে যুক্ত রয়েছেন।তারমধ্যে বেশির ভাগ মহিলারা এই কাজের সাথে যুক্ত । এখন মালিকদের থেকে বেশি সংকটে পড়ছে শ্রমিকরা। সেখানে এই কুটির শিল্পটির অবলুপ্তি ঘটলে হাজার হাজার শ্রমিকের দুর্দশার শেষ থাকবে না। এই পরিস্থিতিতে সরকার শ্রমিকদের কিছু ব্যবস্থা করেন তাহলে এই শিল্পটি রয়ে যাবে। অন্যদিকে উত্তর ২৪পরগনায় জেলার আইএনটিটিইউসি কোর কমিটির সদস্য কৌসিক দত্ত জানান, আমরা খুব শীঘ্রই আন্দোলন শুরু করব ।কারণ বসিরহাট মহকুমায় কয়েক হাজার মানুষ এই বিড়ি বেধে সংসার নির্বাহ করেন।বাম আমলে এক হাজার বিড়ি বেঁধে ৭২ টাকা পেত।বর্তমান সরকার এসেশ্রমিকরা ২০০ টাকা পাচ্ছে।তিনি আরও বলেন বিড়ি শ্রমিকদের বেশিরভাগ প্রকল্প কেন্দ্রীয় সরকারের আওতায় ।কেন্দ্রীয় সরকার বিড়ি শ্রমিকদের প্রতি উদাসীন ।সামগ্রিক ভাবে একটা চরম সংকট নেমে এসেছে বিড়ি শিল্পে। তাই বসিরহাট মহকুমার বিড়ি প্রতিষ্ঠান, সমবায় সমিতি ও শ্রমিকরা একযোগে এদিন পথে নেমে আন্দোলন করার কথা জানান।

28/03/2022

রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়কের উপর আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

05/03/2022
প্ল্যাটফর্মে দাড়িয়ে যাত্রীরা । ব্যস্ত সময়ে থিক থিকে ভিড় ৷ শিয়ালদা হাসনাবাদ আপ লোকাল ট্রেন ঘোষণা হয়ে গিয়েছে । প্ল্...
03/03/2022

প্ল্যাটফর্মে দাড়িয়ে যাত্রীরা । ব্যস্ত সময়ে থিক থিকে ভিড় ৷ শিয়ালদা হাসনাবাদ আপ লোকাল ট্রেন ঘোষণা হয়ে গিয়েছে । প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন । যাত্রীরা ট্রেনে ওঠার প্রস্তুতি নিচ্ছেন । বছর পঁয়ত্রিশের ছেলেটা তখনও পিছনের সারিতেই দাঁড়িয়ে ছিলেন । ট্রেনটা যে মুহূর্তে এগিয়ে আসে , ওমনি পিছন থেকে যাত্রীদের ঠেলে ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি । দুটো টুকরো হয়ে যায় দেহ । শরীরের সামনের অংশ আটকে যায় ট্রেনের চাকার সঙ্গে । ওই অবস্থাতেই চলতে থাকে ট্রেন । শিয়ালদা - হাসনাবাদ শাখার মালতিপুর স্টেশনে মর্মান্তিক ঘটনা । মৃত যুবকের পরিচয় জানা যায়নি । বেশ কিছুক্ষণ ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে ওই লাইনে । দুর্ভোগে পড়েন যাত্রীরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেল পুলিশের আধিকারিকরা । ট্রেনের চাকায় জড়ানো যুবকের দেহাংশ ছাড়ানোর চেষ্টা করেন রেলকর্মীরা ।
#মালতিপুর

02/03/2022

Russia vs Ukraine War live CAM

24/02/2022

রাশিয়া পূর্ণ শক্তি নিয়ে অগ্রসর হচ্ছে ইউক্রেনের দিকে

এক বছর আগে হঠাৎই নিখোঁজ হয়ে যায় স্বামী ( Husband ) । থানায় স্বামীর ছবি দিয়ে খোঁজ করার অনুরোধ জানান রাবাড়ি দেবী , এম...
21/02/2022

এক বছর আগে হঠাৎই নিখোঁজ হয়ে যায় স্বামী ( Husband ) । থানায় স্বামীর ছবি দিয়ে খোঁজ করার অনুরোধ জানান রাবাড়ি দেবী , এমনকি সোশ্যাল মিডিয় ৷ ছবি দিয়ে সন্ধান দেওয়ার আর্জি জানানো হয় পরিবারের তরফে । কিন্তু তাতেও কোন লাভ হয়নি । প্রায় হাল ছেড়ে দেওয়া পরিবারের কাছে আচমকাই ফিরে এলেন সঞ্জীব মাছুহার । সৌজন্যে হ্যাম রেডিও !

ঘটনাটি বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ এলাকার । জানা গেছে , এই বাজার এলাকায় অজ্ঞাত এক ব্যক্তিকে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দা তারক চক্রবর্তী ও সমাজসেবী সুশান্ত ঘোষ । ব্যক্তিকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি অসুস্থ । নিজেদের অর্থে তাঁকে হাসপাতালে ভর্তি করে সুস্থ করেন তাঁরা । পরে থাকা খাওয়ার ব্যবস্থাও করেন তাঁরা ।

ওই ব্যক্তির থেকেই নাম - পরিচয় জানতে পারেন তাঁরা । জানা যায় , বিহারের পশ্চিম চম্পারণ জেলার কাবালা গ্রামে তাঁর বাস । নাম সঞ্জীব মাছুহার । বাড়িতে স্ত্রী ও পাঁচ বছরের ছেলে আছে । তখন তারক ও সুশান্তই উদ্যোগ নেন তাঁকে বাড়ি ফেরানোর । শুরু হয় যোগাযোগ ।

হ্যাম রেডিওর মাধ্যমে যোগাযোগ করা হয় । পাঠানো হয় তাঁর ছবি ও ঠিকানা । এরপর তা বিহারের পুলিশ প্রশাসনের কাছে পৌঁছায় সেই খবর । ছবি দেখে নিখোঁজ ব্যক্তিকে শনাক্ত করা যায় । তারপর পরিবারের কাছে খবর যায় । স্ত্রী ও ভাইয়েরা গিয়ে উপযুক্ত পরিচয় পত্র দিয়ে সঞ্জীবকে ঘরে আনেন । সঞ্জীবকে ফিরে পেয়ে খুশি মাছুহার পরিরাব ।

তারক চক্রবর্তী ও সুশান্ত ঘোষও খুশি । তারক চক্রবর্তী বলেন , ‘ দীর্ঘদিন ধরে তাঁর সব রকম শারীরিক মানসিক চিকিৎস ৷ খাবারে বন্দোবস্ত নিজেরদের আশ্রয় রেখে করেছিলাম । এবার তাঁকে তাঁর পরিবারের হাতে তুলে দিতে পেরে আমরা খুশি । ' বিশিষ্ট সমাজসেবী সুশান্ত ঘোষ বলেন , “ আমাদের পাশে থেকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হ্যাম রেডিও

15/02/2022

সন্ধ্যা মুখোপাধ্যায়ের
জীবনাবসান

14/02/2022

মেজাজ হারিয়ে পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে পড়ুয়াদের উপর তেড়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতায় শ্রেয়স আইয়র, ১২ কোটি ২৫ লক্ষ টাকা শ্রেয়সকে নিল Kolkata Knight Riders
12/02/2022

কলকাতায় শ্রেয়স আইয়র, ১২ কোটি ২৫ লক্ষ টাকা শ্রেয়সকে নিল Kolkata Knight Riders

বাংলার মহাম্মদ সামিকে গুজরাট টাইটানস কিনলো ৬.২৫ কোটি টাকায় ❤
12/02/2022

বাংলার মহাম্মদ সামিকে গুজরাট টাইটানস কিনলো ৬.২৫ কোটি টাকায় ❤

আবারও চমকপ্রদ সাফল্য। মিনাখান থানার নেরুলি থেকে উদ্ধার করা হলো 10টি চুরি যাওয়া motorcyle। গত 28.1.2022 তারিখে মাদক মামল...
11/02/2022

আবারও চমকপ্রদ সাফল্য। মিনাখান থানার নেরুলি থেকে উদ্ধার করা হলো 10টি চুরি যাওয়া motorcyle। গত 28.1.2022 তারিখে মাদক মামলায় গ্রেফতার হন দুই অভিযুক্ত। শুরু হয় জিজ্ঞাসাবাদ। আর তাতেই বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর তথ্য। দুই অভিযুক্ত র বয়ানের ভিত্তিতে তল্লাশি চালায় মিনাখন থানার পুলিশ। উদ্ধার করা সম্ভব হয় 10টি চুরি যাওয়া মোটরসাইকল। চুরি যাওয়া motorcyle গুলি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যে জেলার সমস্ত থানা এবং বাইরের জেলা গুলিতেও খবর পাঠানো হয়েছে। বসিরহাট পুলিশ জেলা আপনার পাশে।


© Basirhat Police District

Address

Hingalganj

Alerts

Be the first to know and let us send you an email when News 24 Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News 24 Bangla:

Videos

Share



You may also like