HNDC TV- News Network

HNDC TV- News Network News

12/04/2024
12/07/2023

তিনবিঘা হয়ে এভাবেই গরু চলাচল করছে 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

04/06/2023
25/04/2023

গ্রামবাংলার মতামত:মাথাভাঙ্গা কলেজ ময়দানে অভিষেক ব্যানার্জী ১

25/04/2023

গ্রামবাংলার মতামত:মাথাভাঙ্গা কলেজ ময়দানে অভিষেক ব্যানার্জী ২

25/04/2023

গ্রামবাংলার মতামত:মাথাভাঙ্গা কলেজ ময়দানে অভিষেক ব্যানার্জী ৩

26/03/2023

২৬.০৩.২০২৩, রবিবার : তৃণমূলের কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের সার্কেল ভিত্তিক কমিটি ঘোষণা..…....

07/06/2022

হলদিবাড়ির আকাশে সেনাবাহিনীর কাপটার।আজ বিকেল ৩.৫০নাগাদ 🙏🏼🙏🏼🙏🏼♥️♥️❤❤

পশ্চিমবঙ্গে ৪৫ দিন স্কুল কলেজ ছুটি। এ নিয়ে নানা মুনির নানা মত। চলুন আমরা একটি ছুটির তালিকা দেখে নেই.....
29/04/2022

পশ্চিমবঙ্গে ৪৫ দিন স্কুল কলেজ ছুটি। এ নিয়ে নানা মুনির নানা মত। চলুন আমরা একটি ছুটির তালিকা দেখে নেই.....

28/04/2022

28 এপ্রিল, 2022.:হলদিবাড়ি শাহরের পূর্বপাড়ার বাসিন্দা সৌমেন রায় ৫,৫০০টাকায় একটি নতুন সাইকেল কিনে দিলেন পারমিতাকে। সৌমেন বাবু জলপাইগুড়ি জেলার ধাপগঞ্জ জি. এস. এ. টি. হাই স্কুলের কম্পিউটার শিক্ষক। সাইকেল পেয়ে খুশী পারমিতা♥️♥️♥️♥️

ছবি: দুলালীদেবীর উপস্থিতে পারমিতার হাতে সাইকেল তুলে দিচ্ছেন সৌমেন বাবু। - HNDC NEWS SERVICE

২৮এপ্রিল, ২০২২, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে পারমিতাকে সাইকেল দিলেন হাই স্কুল শিক্ষক। উত্তর বড় হলদিবাড়ি গ্রামপঞ্চায়েতের আও...
28/04/2022

২৮এপ্রিল, ২০২২, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে পারমিতাকে সাইকেল দিলেন হাই স্কুল শিক্ষক। উত্তর বড় হলদিবাড়ি গ্রামপঞ্চায়েতের আওতাধীন কুমবাড়ির বাসিন্দা নিবাস রায়ের মেয়ে ক্লাস ফোর থেকে পড়াশুনা করে বাদ দেন। দীর্ঘ ছয় বছরের বেশী সময় ধরে ড্রপ আউট ছিল। স্থানীয় অঙ্গনওয়ারী কর্মী দুলালী বর্মন তাকে গত শনিবার হলদিবাড়ি নবকিশোর হাই স্কুলে ভর্তি করান।
এরপরই দুলালীদেবী ফেসবুকেবুকে একটি পোস্ট দিয়ে জানান, স্কুলে যাবার জন্য একটি সাইকেল খুবই প্রয়োজন। স্কুল থেকে পারমিতার বাড়ির দূরত্ব প্রায় ৭কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয়। প্রায় এক - দেড় কিলোমিটার হাঁটার পর গজেন্দ্রপুর চৌরঙ্গিতে এসে টোটো ধরতে হবে। বাড়ির সংলগ্ন গ্রামের পাটশালার পাঠ চুকিয়ে দীর্ঘ ৬বছরেরও বেশী সময় ধরে বাড়িতে বসা। অঙ্গনওয়ারী কর্মী দুলালী বর্মন রায়ের সহযোগিতায় বয়স অনুযায়ী ক্লাস viii এ নাবকিশোরে হাই স্কুলে ভর্তি করানো হয় পারমিতাকে। স্বাভাবিক ভাবেই স্কুলের প্রতি দূরত্ব বেড়েছে পারমিতার। এই অবস্থায় একটি সাইকেল পেলে তার স্কুলে যাবার আগ্রহ বাড়বে।
দুলালী দেবীর ফেসবুক পোস্ট দেখে বৃহস্পতিবার হলদিবাড়ি শাহরের পূর্বপাড়ার বাসিন্দা সৌমেন রায় ৫,৫০০টাকায় একটি নতুন সাইকেল কিনে দেন। সৌমেন বাবু জলপাইগুড়ি জেলার ধাপগঞ্জ জি. এস. এ. টি. হাই স্কুলের কম্পিউটার শিক্ষক। এদিন সৌমেনবাবু নিজে দুলালীদেবীর সাত নম্বর ওয়ার্ডের বাড়িতে এসে অঙ্গনওয়ারী কর্মীর উপস্থিতিতে পারমিতার হাতে সাইকেল তুলে দেন। সৌমেনবাবু দুলালী দেবীর এহেন কাজের প্রসাংশা করার পাশাপাশি জানান, মেয়েটি যাতে আগামীতে ভালোভাবে পড়াশুনা করতে পারে সে কারনে সাইকেল দেওয়া। অপরদিকে সৌমেনবাবুর এই কাজের তারিফ করেছেন শিক্ষাপ্রেমী মানুষেরা।
অপরদিকে, দুলালীদেবী জানান, ভর্তির সময় স্কুলে মুছলেখা দিয়ে হয়, বয়সের কারনে যদি সরকারী সুযোগ সুবিধা যেমন কন্যাশ্রী, শিক্ষাশ্রী কিংবা রূপশ্রী না পায় তাহলে স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই অবস্থায় সৌমেন বাবু সাইকেল দিয়ে সাহায্য করেছেন। বিষয়টি তিনি খুব খুশী।
---HNDC NEWS SERVICE

27এপ্রিল, ২০২২, স্কুলে যাবার জন্য একটি সাইকেল খুবই প্রয়োজন পারমিতার। স্কুল থেকে পারমিতার বাড়ির দূরত্ব প্রায় ৭কিলোমিটার। ...
26/04/2022

27এপ্রিল, ২০২২, স্কুলে যাবার জন্য একটি সাইকেল খুবই প্রয়োজন পারমিতার। স্কুল থেকে পারমিতার বাড়ির দূরত্ব প্রায় ৭কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয়। প্রায় এক - দেড় কিলোমিটার হাঁটার পর গজেন্দ্রপুর চৌরঙ্গিতে এসে টোটো ধরতে হবে। বাড়ির সংলগ্ন গ্রামের পাটশালার পাঠ চুকিয়ে দীর্ঘ ৬বছরেরও বেশী সময় ধরে বাড়িতে বসা। ক্লাস iv থেকে বয়স অনুযায়ী অঙ্গনওয়ারী কর্মী দুলালী বর্মন রায়ের সহযোগিতায় ক্লাস viii এ ভর্তি করানো হয়। স্বাভাবিক ভাবেই স্কুলের প্রতি দূরত্ব বেড়েছে পারমিতার।
ইতিপূর্বে বই পেয়ে খুশী পারমিতা। এই অবস্থায় একটি সাইকেল পেলে তার স্কুলে যাবার আগ্রহ বাড়বে। একটি সাইকেল পেলে ভালো হয়, এমন দাবি খোদ পারমিতার। বাবা দিন মজুর। মেয়ের স্কুলের পাঠ আগেই চুকিয়ে দিয়েছেন। একমাত্র অঙ্গনওয়ারী কর্মীরা তাৎপরতায় ও সহযোগিতায় স্কুলে ভর্তি হয় পারমিতা। স্কুলে মুছলেখা দিতে হয়, বয়সের কারনে যদি সরকারী সুযোগ সুবিধা (কন্যাশ্রী, শিক্ষাশ্রী কিংবা রূপশ্রী ) না পায় তাহলে স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তবুও দায়িত্ব নিয়ে ভর্তির ফি সহ সমস্ত আবেদন পত্র দুলালী দেবী নিজে লিখে দেন। স্কুল অফিস -অফিস স্কুল বহুবার দৌঁড়াতে হয় দুলালী দেবীকে।
দুলালী দেবীর এহেন কর্মে আপ্লুত সবাই। খুশি শিক্ষাপ্রেমী মানুষেরা। ২৬এপ্রিল মঙ্গলবার দুলালী দেবী, পারমিতা সহ নবকিশোর হাই স্কুলের শিক্ষক, হলদিবাড়ির CDPO কে নিয়ে নিজে অফিসে আলোচনায় বসেন হলদিবাড়ির বিডিও। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছেন রাজ্য শিক্ষা দপ্তরও। ড্রপ আউট পারমিতাকে ছয় বছরেরও অধিক সময় পড়ে স্কুলে ভর্তি করানোর বিষয়টি কোচবিহার জেলায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে বলে ওয়াকিবমহল।

♥️♥️একটি মানবিক আবেদন♥️বিগত ৯ই মার্চ  ২০২২ হলদিবাড়ি-দেওয়ানগঞ্জ রাস্তায় লীলাহাটিতে একটি মর্মান্তিক পথদুর্ঘটনায় দেওয়ানগঞ...
26/04/2022

♥️♥️একটি মানবিক আবেদন♥️

বিগত ৯ই মার্চ ২০২২ হলদিবাড়ি-দেওয়ানগঞ্জ রাস্তায় লীলাহাটিতে একটি মর্মান্তিক পথদুর্ঘটনায় দেওয়ানগঞ্জ হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীতে পাঠরত সত্যজিৎ দেবনাথ (বয়স ১১) মাথায় ভীষণ ভাবে আঘাত প্রাপ্ত হয় |এখনও পর্যন্ত বাকরুদ্ধ এই ছেলেটি শিলিগুড়ি মলয় চক্রবর্তীর নার্সিংহোম এ চিকিৎসাধীন |তার পরিবারের প্রচুর অর্থের প্রয়োজন |আপনাদের সহযোগিতা ও আশীর্বাদে ফুলের মতো এই শিশুটি প্রাণ ফিরে পেতে পারে | নিচে তার মায়ের একাউন্ট নম্বরে তাদের পরিবারকে সহযোগিতা করুন -
Name - Surya mati Debnath
a/c no - 3311026389
IFSC - CBIN0283069
Anguldekha branch
(Haldibari, Cooch Behar)
অথবা GOOGLE PAY -
7585864493( Shyamal Basak )

সোমবার, ২৫ এপ্রিল (২০২২):  সোমবার অঙ্গনওয়ারী কর্মী দুলালীদেবীর হাত দিয়ে পারমিতার বাড়িতে বই পৌছায়। এদিন নতুন বই পেয়ে খুশী...
25/04/2022

সোমবার, ২৫ এপ্রিল (২০২২): সোমবার অঙ্গনওয়ারী কর্মী দুলালীদেবীর হাত দিয়ে পারমিতার বাড়িতে বই পৌছায়। এদিন নতুন বই পেয়ে খুশী পারমিতা। দীর্ঘ ছয় বছরের ও বেশী সময় ধরে স্কুলে যায়নি। তাই স্কুলের যাবার প্রতি আলাদা আবেগ কাজ করছে পারমিতার। ♥️♥️

অপরদিকে আজ পারমিতাকে সাহায্য করতে এগিয়ে এলেন প্রতিবেশী যুবক তথা সিভিক ভলেন্টিয়ার ভবেশ রায়। এদিন তিনি ব্যাংক একাউন্ট খোলা এবং কন্যাশ্রী ফর্ম ফিলাপে নিঃস্বার্থ ভাবে সহযোগিতা করতে পারমিতাকে নিয়েব্যাংকে এবং বিডিও অফিসে ছুটে যান। ভবেশ বাবুর এই কাজকে সন্মান জানায় HNDC পরিবার।♥️♥️

অঙ্গন ওয়ারী কর্মীর প্ৰচেষ্টায় ছয় বছরের ও অধিক সময় ধরে স্কুলএর বাইরে থাকা ছাত্রীকে স্কুল মুখী করা সম্ভব হল। কোচবিহার জেলা...
23/04/2022

অঙ্গন ওয়ারী কর্মীর প্ৰচেষ্টায় ছয় বছরের ও অধিক সময় ধরে স্কুলএর বাইরে থাকা ছাত্রীকে স্কুল মুখী করা সম্ভব হল। কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের ICDS কর্মী দুলালী বর্মন রায় নিজে ভর্তির ফি দিয়ে স্কুলছুট পারমিতা রায়কে আজ নবকিশোরে হাই স্কুলে ভর্তি করান। পারমিতাকে ভর্তি করাতে অনেক পরিশ্রম ও করতে হয় তাকে। ধন্যবাদ দুলালী বর্মন রায়, স্কুল কর্তৃপক্ষকে, & সরকারী আধিকারিক যারা পারমিতাকে ভর্তিতে সাহায্য করেছেন ♥️♥️♥️♥️♥️
পারমিতার বাবা পেশায় শ্রমিক। নিবাস রায়।বাড়ি উত্তরবড় হলদিবাড়ি ব্লকের কুমবাড়িতে। ভোরবেলায় কাজে চলে যান। স্ত্রী নেই। বর্তমান একমাত্র মেয়ে পারমিতা বাড়ির কাজ করে। চতুর্থ শ্রেণী থেকে পড়া বন্ধ হয়ে যায়। বর্তমান তার বয়স ১৬ +। বিষয় জানতে পেরে পারমিতাকে স্কুল মুখী করার উদ্যোগ নেন অঙ্গনওয়ারী কর্মী দুলালী বর্মন রায়। নিবাসবাবুর সাথে কথা বলেন। প্রথমটায় নিমরাজি ছিলেন তিনি। কিন্তু দুলালীদেবীর দীর্ঘ প্রচেষ্টার পর রাজি হয়। এরপর স্কুল কর্তৃপক্ষ ও অবর বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) এর সাথে কথা বলেন। পারমিতাকে ভর্তি করার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তিনি নিজে দৌড়াদৌড়ি করেন। অবশেষে শনিবার ২৩এপ্রিল ২০২২, হলদিবাড়ি নাবকিশোর হাই স্কুলে ভর্তি করানো হয়। ভর্তির ফিও তিনি নিজেই প্রদান করেন। ♥️♥️♥️
https://m.facebook.com/story.php?story_fbid=465112121968400&id=100054088478001&sfnsn=wiwspmo

17/04/2022

♥️♥️

10/04/2022

ছাগলচোর সন্দেহে ধৃত ব্যক্তিকে গনপিটুনি,১০/৪/২০২২ রবিবারের ঘটনা। ঘটনাটি নিয়ে এদিন উত্তপ্ত হয়ে ওঠে কাশিয়াবাড়ি রেলগেট সংলগ্ন এলাকা- HNDC NEWS SERVICE

31/03/2022
31/03/2022

Address

Hospitalpara Road
Haldibari
735122

Alerts

Be the first to know and let us send you an email when HNDC TV- News Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HNDC TV- News Network:

Videos

Share

Category


Other Haldibari media companies

Show All

You may also like