Jhalak News 24

Jhalak News 24 সত্যর পক্ষে জনতার আওয়াজ

21/07/2024

বাংলাদেশে ছাত্রদের জয়লাভ।
👇
মেধা 93% মুক্তিযোদ্ধা 5% অন্যান্য 2%।

11/07/2024

আগামি ১৭ তারিখ লালা রুরেল কলেজে, মহরম উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, সবাইকে রক্ত দান করতে এগিয়ে আসার আহ্বান #হেল্প_ফাউন্ডেশন_এর।

নিখোঁজ সংবাদ!গতকল্য বিকাল ৪ ঘটিকার সময় আয়াতুন নেছা নামের এই মহিলা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে নিখোঁজ হয়েছেন...
11/07/2024

নিখোঁজ সংবাদ!
গতকল্য বিকাল ৪ ঘটিকার সময় আয়াতুন নেছা নামের এই মহিলা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে নিখোঁজ হয়েছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি ওই মহিলার সন্ধান পান, তাহলে নিম্নে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে কৃতজ্ঞ থাকব।
মোবাইল নম্বরঃ- 9101888257
8134057234

বরাকে অগপ দলে মোক্ষম আঘাত, অগপ দল ত্যাগ করলেন  দলের প্রাক্তন হাইলাকান্দি জেলা সভাপতি আফতাব উদ্দিন লস্কর।
09/07/2024

বরাকে অগপ দলে মোক্ষম আঘাত, অগপ দল ত্যাগ করলেন দলের প্রাক্তন হাইলাকান্দি জেলা সভাপতি আফতাব উদ্দিন লস্কর।

07/07/2024

ব্রেকিং-
মাছের জালে ধরা পড়লো জীবন্ত মহিলা
ঘটনা বরাক নদীর। বিস্তারিত ভিডিওটিতে

Source - Alhaj Jahangir Alom Shanto

04/07/2024

বন্যার কবলে হাইলাকান্দি জেলার মাটিজুরী ,H,S স্কুল বন্দুকমারা শিবির, সীমানা ঠিলা L.P স্কুল সহ সমস্ত পূর্ব হাইলাকান্দির মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছান AJYCP এর নেতা কবির উদ্দিন লস্কর।। কথায় নয়, আজ কাজে মানষিকতার পরিচয় দিলেন। এই এলাকায় এখন ও সরকার এবং কোন জনপ্রতিনিধি জান নি, এই খবর পেয়ে উনি সঙ্গে সঙ্গে নৌকা যুগে সবার ঘরে ত্রাণ নিয়ে পৌঁছান। এই দুর্যোগ এর সময় মানুষ কাছে পেয়ে ধন্যবাদ জানান মানবতার ফেরিওয়ালা কবির উদ্দিন লস্কর কে।।

30/06/2024

অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের দ্বারা আয়োজিত গত বছরের N.T MODEL HIGH SCHOOL কালাচড়া খেলার মাঠে যে ফুটবল খেলা শুরু হয়েছিল, কিন্তু কিছু অসুবিধার কারণে খেলাটি স্থগিত করা হয়েছিল, সেটি আবার আগামী ১০ তারিখ থেকে শুরু হবে । তাই ইচ্ছুক দল কে তাড়াতাড়ি নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ রইল।।

26/06/2024

হাইলাকান্দি কৃষি বিভাগে ব্যাপক দুর্নীতি এই দুর্নীতি বরদাস্ত করবে না অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এই বৃহৎ কৃষি বিভাগের দুর্নীতির সঙ্গে জড়িত হাইলাকান্দি জেলা কৃষি অফিসার সহ কৃষি বিভাগের একাংশ কর্মচারী।
এই দুর্নীতির সঙ্গে জড়িত CSCএর সেন্টার সহ সিএসসির মালিক।।
এক সপ্তাহের ভিতরে তদন্ত করে এদেরকে ব্যবস্থা গ্রহণ না করলে হাইলাকান্দি জেলায় কৃষক হকল নিয়ে ভয়াবহ আন্দোলনের ডাক দেবে AJYCP হুঁশিয়ারি।

মুখ্যমন্ত্রী কৃষিমন্ত্রী অতুল বরাকে আহ্বান শীঘ্রই হাইলাকান্দি কৃষি বিভাগের অফিসার কে তদন্তের আওতায় এনে ব্যবস্থা নেওয়ার জন্য। অন্যতায় আইনী ব্যবস্থা নিবে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ।। কবির উদ্দিন লস্কর।।

23/06/2024

অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ AJYCP আজ আলগাপুর সমষ্টির বঞিহাওর বিভিন্ন এলাকা ভয়াবহ বন্যায় প্লাবিত সাধারণ মানুষের পাশে
এখনো এই এলাকায় যায়নি কিছু সরকারি রিলিফ বিক্ষোভ সাধারণ জনতার।

শীঘ্রই এদেরকে ত্রাণ সামগ্রী দিতে আলগাপুর সার্কেল অফিসার কে দাবি ও পশু খাদ্য বন্টনের আহ্বান।
AJYCPর

রাত ১২:৩০ টায় এক ভয়াবহ ভূমিধসে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে এংলারবাজার বেন্দারগোল গ্রামে। এই মর্মান...
19/06/2024

রাত ১২:৩০ টায় এক ভয়াবহ ভূমিধসে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে এংলারবাজার বেন্দারগোল গ্রামে। এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন:
- রহিমুন নেসা, বয়স ৫৫
- সাহিদা কানম, বয়স ১৮
- জাহিদা কানম, বয়স ১৬
- হামিদা কানম, বয়স ১১
- মেহেদী হাসান, বয়স ৩
মৃত বৃদ্ধ মহিলা রহিমুন নেসার মেয়ে সাহিদা,জাহিদা ও হামিদা | মেহেদী হল মহিলার একমাত্র নাতি |রাতে অন্য একটি ঘরে তাদের বাবা ও আরেক মেয়ে হঠাৎ একটি মর্মান্তিক শব্দ শুনতে পান। এরপর বাবা দেখেন যে সবাই মাটির নিচে চাপা পড়েছে। তিনি সঙ্গে সঙ্গে অন্যদের খবর দেন। মসজিদের ইমাম মাইকে ঘোষণা করেন। লোকজন জড়ো হয়। প্রশাসন আসে এবং রাত ২ টায়, প্রশাসন সমস্ত মৃতদেহ উদ্ধার করে | পুরো গ্রাম কান্নায় ভেঙে পড়েছে। আমি এখন ঘটনাস্থলে আছি। প্রশাসনের লোকেরা এসে সমস্ত মৃতদেহগুলো হলুদ পলিথিনে মোড়িয়ে রেখেছে | এই মর্মান্তিক দৃশ্য ভাষায় প্রকাশ করা কঠিন।

Source - Abu Choudhury Abu Choudhury

"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।"টান্টু নিবাসী, "জানাব আপ্তাব উদ্দিন বড়ভূইয়া সাহেব রাত্রি ৩ ঘটিকার সময় ইন্তে...
19/06/2024

"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
"টান্টু নিবাসী, "জানাব আপ্তাব উদ্দিন বড়ভূইয়া সাহেব রাত্রি ৩ ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন‌।
অদ্য বেলা ২ ঘটিকায় সময় টান্টু জামে মসজিদর সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হ‌ইবে।

অতিরিক্ত বৃষ্টির কারণে লঙ্গাই এবং কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় জেলার অধিকাংশ বিদ্যালয় বন্যার কবলে। শিক্ষার্থীদ...
18/06/2024

অতিরিক্ত বৃষ্টির কারণে লঙ্গাই এবং কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় জেলার অধিকাংশ বিদ্যালয় বন্যার কবলে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলাশাসক মৃদুল যাদব মহাশয় আগামী ১৯ ও ২০ জুন এই দুই দিন জেলার সমস্ত বিদ্যালয়গুলি বন্ধ রাখার নির্দেশ জারি করেন।

17/06/2024

💫পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
💫 ঈদ মোবারক 💫

16/06/2024

হাইলাকান্দি সিভিল হাসপাতালে রোগীকে ব্লাড দেওয়ার নামে দালালি প্রতিবাদে সরব অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ AJYCP নেতা কবির উদ্দিন লস্কর।

16/06/2024

শান্তিপূর্ণভাবে ঈদুল আযহা পালনের আহ্বান জানান উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মাওলানা সারিমুল হক লস্কর।


হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূইয়া রিপোর্ট।

 পাহাড়ের  রাতাছড়ায় সকাল ৫ টায় নামলো ধস। বন্ধ করিমগঞ্জ - গুয়াহাটি জাতীয় সড়ক।সংগ্রহ,,,,,,,
16/06/2024


পাহাড়ের রাতাছড়ায় সকাল ৫ টায় নামলো ধস। বন্ধ করিমগঞ্জ - গুয়াহাটি জাতীয় সড়ক।

সংগ্রহ,,,,,,,

10/06/2024

ভোট বিসংগতি নিয়ে করিমগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ প্রতিবাদ।

10/06/2024

যদি স্কুল বা কলেজ লাইফে ফিরে যাওয়ার সুযোগ দেয়া হয়,

তাহলে কোন ক্লাসে ফিরে যেতে চাইবে!
🤗😊

Address

Hailakandi

Telephone

+919957590004

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhalak News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jhalak News 24:

Videos

Share