Sujay Das

Sujay Das ব্লগস্ আর নিজে পড়া কবিতা .গল্প,ইত্যাদি আপনাদের সাথে ভাগ করে নেওয়া।

13/02/2024

This stream is created with

13/02/2024

সুজয় দাস Sujay Das

26/07/2023

Like and follow and share

20/07/2023
Dakshineswar
14/07/2023

Dakshineswar

Headache
22/05/2023

Headache

21/05/2023

20/05/2023

সপ্তম শ্রেণীর নিজে করি 12.1

17/05/2023

ছোট্ট ট্রেন যাত্রা

16/05/2023
16/05/2023

ভাগ্নি নবনীতার জন্মদিন পালন

14/05/2023

সহজ পাঠ

12/05/2023

মুর্শিদাবাদ এর কাঠ গোপাল বাগানের একটি ছোট্ট ব্লগ

10/12/2022

Habra railway station talented artist
Please follow this page

24/09/2022

গীতা অধ্যায় তৃতীয় শ্লোক চার---
ন কর্মণামনারম্ভান্নৈষ্কর্ম্যং পুরুষোহশ্নুতে ।
ন চ সংন্যসনাদেব সিদ্ধিং সমাধিগচ্ছতি ।।
অর্থাৎ , কর্ম না করে কোন মানুষ মুক্তি লাভ করতে পারে না ।কিংবা কেবল মাত্র সন্যাস গ্রহণ দ্বারা মুক্তি লাভ হয় না ।

23/09/2022

অশোচ্যনন্বশোচস্ত্বং প্রঞ্জাবাদাংশ্চ ভাষসে।
গতাসূনগতাসূংশ্চ নানুশোচন্তি পন্ডিতা। ।

অধ্যায় দ্বিতীয় শ্লোক একাদশ

খুব সুন্দর এই কথার অর্থ --
পন্ডিত গন মৃত বা জীবিত কাহারো জন্য শোক করেন না।

31/03/2022

মৃত্যুর পূর্বাভাস

১) শিব পূরাণ মতে, যখন কোনও ব্যক্তির দেহ ফ্যাকাশে হয়ে যায় এবং শরীরের কোথাও কোথাও লাল লাল দাগ হয়ে যায়, তখন বুঝবেন সেই ব্যক্তি ৬ মাসের মধ্যে মারা যাবেন।

২) বলা হয়, যখন কোনও মানুষ ঘ্রাণশক্তি এবং স্পর্শশক্তি হারিয়ে ফেলেন, সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি মারা যাবেন। শুধু তাই নয়, যদি কোনও ব্যক্তি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এবং সূর্যের তাপ অনুভব করতে না পারেন, সেই ব্যক্তি খুব শীঘ্রই মারা যেতে চলেছেন।

৩) যদি কোনও ব্যক্তি চারপাশের সমস্ত কিছু সাদা-কালো দেখতে থাকেন।

৪) প্রচলিত আছে যে, যে ব্যক্তি খুব তাড়াতাড়ি মারা যেতে চলেছেন, সেই ব্যক্তি আয়নায় পরিস্কার প্রতিবিম্ব দেখতে পান না।

৫) আকাশের রং নীলের পরিবর্তে লাল রঙের যদি দেখেন।

৬) এমনও শোনা যায় যে, নিজের চারদিকে নীল রঙের মাছি ঘোরাফেরা করতে দেখলে তাকে মৃত্যুর লক্ষণ বলে মনে করা হয়।
লিঙ্গ পুরাণ অনুসারে যদি কারোর মনে হয় যে সূর্যের তেজ ক্রমে আসছে তাহলে সেই ব্যক্তির আয়ু আর বেশি বাকি নেই। গ্রহণের সময় সূর্য যেমন নিষ্প্রভ হয়ে থাকে, আকাশ মেঘলা না থাকলেও যদি সূর্যকে কারোর চোখে তেমনই নিস্তেজ লাগে, তাহলে সম্ভবত বছর খানেকের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হতে চলেছে।

* যদি কোনও ব্যক্তি গাছের পাতা হলুদ হয়ে যেতে দেখেন বা স্বপ্নে বারবার বাদুড় দেখেন তাহলে হয়তো আগামী নয় মাসের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।

* যদি কারোর মাথায় কাক বা শকুন এসে বসে, তাহলে তা অত্যন্ত অশুভ লক্ষণ। লিঙ্গ পুরাণ অনুসারে মাস ছয়েকের মধ্যে তাঁর মৃত্যু হতে পারে।

* অন্য কেউ দেখতে না পেলেও যদি কোনও ব্যক্তি ধুলোর ঝড় উঠতে দেখেন, আকাশে গোল করে কাকের দল উড়তে দেখলে তাও অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এছাড়া নিজের ছায়াকে যদি কেউ ভেঙে যেতে দেখেন, সেটিও অত্যন্ত অশুভ। যে ব্যক্তি এই দৃশ্য দেখবেন তাঁর আয়ু আর চার থেকে পাঁচ মাস বলে জানানো আছে লিঙ্গ পুরাণে।

undefined
মৃত্যুর আগে কথা বন্ধ হয়ে যায়! কেন এমন হয়, জানিয়েছে গরুড় পুরাণে

* আকাশে মেঘ নেই, কিন্তু কড়কড় শব্দে বাজ পড়ল? সেই সময় যদি দক্ষিণ দিকে দাঁড়িয়ে থাকেন তাহলে আর মাত্র দুই থেকে তিন মাস, তারপরই মৃত্যুদূত শিয়রে এসে দাঁড়াবে। এই ব্যক্তি জলের রামধনুর ছায়া দেখতে পাবেন।

* আয়নায় যদি কেউ নিজেকে মস্তকহীন শুধু শরীর হিসেবে দেখেন, তাহলে সেই ব্যক্তি খুব বেশি হলে আর এক মাস বাঁচবেন।

* নিজের শরীর থেকে যদি কেউ পচা গন্ধ পায়, তাহলে ওই ব্যক্তির আয়ু আর বড়জোর ১৫ দিন।

undefined
মৃত মানুষের পোশাক নিয়ে যা করবেন এবং যা করবেন না... জেনে নিন

* যদি কোনও ব্যক্তি স্বপ্নে দেখেন যে তিনি একটা রথে বসে আছেন, আর সেই রথ ভালুক বা বাঁদরে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে আর হয়তো ১৫ দিন বাঁচবেন তিনি।

* যদি স্বপ্নে কেউ দেখেন যে তাঁক কোনও কালো কাপড় পরা মহিলা দক্ষিণ দিকে টেনে নিয়ে যাচ্ছেন, তাহলে তঁর মৃত্যু কাছাকাছি এসে গিয়েছে।

* যদি কোনও ব্যক্তির জিভ শক্ত ও কালো হয়ে যায় এবং তাঁর মুখ যদি ক্রমশ লাল হয়ে ওঠে, তাহলে বুঝে নিন যে তাঁর মৃত্যু দরজায় এসে দাঁড়িয়েছে।

19/10/2021

এ হতভাগারে ভালো কে বাসিতে চায়?

সুখ-আশা থাকে যদি বেসো না আমায়!

এ জীবন, অভাগার -- নয়ন সলিলধার

বলো সখি কে সহিতে পারিবে তা হায়!

এ ভগ্নপ্রাণের অতি বিষাদের গান

বলো সখি কে শুনিতে পারে সারা প্রাণ

গেছি ভুলে ভালোবাসা -- ছাড়িয়াছি সুখ-আশা

ভালোবেসে কাজ নাই স্বজনি আমায়!

19/10/2021

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।
চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে, সখী, কত ভালোবাসি।
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবী,
কেমনে তোমারে কব প্রণয়ের কথা।
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী–
কেহ জানিবে না মোর গভীর প্রণয়,
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।
আপনি আজিকে যবে শুধাইছ আসি,
কেমনে প্রকাশি কব কত ভালোবাসি

Address

Swamiji Road
Habra
743263

Alerts

Be the first to know and let us send you an email when Sujay Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sujay Das:

Videos

Share


Other Digital creator in Habra

Show All

You may also like