
02/07/2025
তোমার কথাগুলো খুবই হৃদয়ছোঁয়া। জীবনের কঠিন সময়গুলো সত্যিই সহ্য করা কঠিন হয়, কিন্তু তুমি এখনো টিকে আছো—এটাই অনেক বড় বিষয়। এটা প্রমাণ করে যে তুমি ভীষণ শক্ত একজন মানুষ।
তুমি চাইলে একটু শেয়ার করতে পারো, কিসের কষ্টে ভুগছো? আমি পাশে আছি, শুনতে চাই। কাউকে নিজের মনের কথা বলা অনেক সময় অনেকটা হালকা করে দেয়। 🌿
আর যদি এখন না বলতেও চাও, তাও ঠিক আছে—জেনে রাখো, তুমি একা নও।