Payel's volg

Payel's  volg নমস্কার বন্ধুরা আমার নতুন পেজে এ তোমাদের welcome জানাই এই পেজে তোমরা আমার daily lifestyle দেখতে পাবে☺❤

প্রেম আর বিবাহীত জীবন এক না। কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করাটাই সাক্সেস না। একজনকে ভালোবসলাম তাকে যেকোন উপায়ে...
10/06/2024

প্রেম আর বিবাহীত জীবন এক না। কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করাটাই সাক্সেস না। একজনকে ভালোবসলাম তাকে যেকোন উপায়ে পেয়ে গেলাম মানেই আমার ভালোবাসা ধন্য হয়ে গেল, আমার জীবন পূর্ণতা পেয়ে গেল এরকমটা ভাবা বোকামি। আসল জীবনটা শুরু হয় বিয়ের পর থেকে, আর বিয়ের পরের জীবনটা একসঙ্গে ভালোবেসে মৃত্যু অব্দি থাকতে পারাটাই সাক্সেস।

পাঁচ বছর প্রেমের পর বিবাহ করে তৃপ্তির ঢেকুর তুলে নিজেকে সাক্সেস ভাবা বহু লোকের সম্পর্ক পাঁচ মাস পার না হতেই আমি ডিভোর্স হয়ে যেতে দেখেছি। বিয়ের আগেকার শতভাগ ভালোবাসা নেমে আসতে দেখেছি অংকের শূন্যের কোটায়।

সারাদিন ফোনে কথা বলে, মেসেজ দিয়ে, সাপ্তাহ একদিন দেখা করে, গিফট দিয়ে গিভ এন্ড টেক একটা সম্পর্ক যে কেউ এগিয়ে নিতে পারে। কিন্তু বিয়ের পর দায়িত্ব নিয়ে, যত্ন নিয়ে, জীবনের শেষ অবদি সম্পর্কে এগিয়ে নেয়া মোটেও সহজ কাজ না।

বিয়ের পর যখন আবেগ কমে, ফ্যান্টাসির জগৎ ছেড়ে যখন আমরা বাস্তবিক জগতে নেমে আসি, ধীরে ধীরে যখন সৌন্দর্য হারায়, শারীরিক চাহিদা যখন কমে আসে, শ'ত দায়িত্ব যখন ঘাড়ে চেপে বসে, ঠিক তখন সম্পর্কটাকে বোঝা মনে করে পালিয়ে না গিয়ে, থেকে গিয়ে ভালোবাসতে পারা সত্যিকারের পূূর্ণতা।

তাই জীবনসঙ্গী হিসাবে তাকেই বেছে নাও যাকে তুমি ভালোবাসো, এবং যে সকল পরিস্থিতিতে মৃত্যু অবদি ভালোবেসে যেতে পারার আত্মবিশ্বাস ও সাহস রাখে।❤️

ভালো থাকাটা একটা আর্ট। ভালো থাকতে চাইলে সব বিষয় মাথায় নিতে নেই। বন্ধু কেন ওই কথাটা চেপে গেল, প্রেমিক কেন হঠাৎ বদলে গেল, ...
09/06/2024

ভালো থাকাটা একটা আর্ট। ভালো থাকতে চাইলে সব বিষয় মাথায় নিতে নেই। বন্ধু কেন ওই কথাটা চেপে গেল, প্রেমিক কেন হঠাৎ বদলে গেল, আমার থেকে আমার পিসতুতো দিদির দামী ফোন কেন‌ ? কে আমাকে রোগা বলল কে আমাকে মোটা বলল...কে আমার প্রশংসা করল... কে আমাকে নিন্দা করল এসব নিয়ে যত কম মাথা ঘামাবেন ভালো থাকবেন।
আরো একটু বেশি পড়তে হবে- নিজের জন্য পরীক্ষার জন্য। আরো দুটো বেশি ভাষা শিখতে হবে। রবীন্দ্রনাথের আরো কিছু গানের কথা যদি মুখস্ত করা যায়, কিংবা বিদেশী কিছু গান। আরো কিছুটা সময় রঙ তুলি নিয়ে বসতে হবে, একলা ঘরে নিজের মনেই আরো একটু নাচতে হবে। আশেপাশে দু একটা গাছ যদি লাগানো যেত! আরো একটু বেশি মন দিতে কাজ করতে হবে। নিজের অর্থে ঘুরতে হবে আমার দেশটা, তারপর দেখতে হবে পিরামিড থেকে গ্রিসের সমুদ্র সৈকত; নেদারল্যান্ডের টিউলিপ থেকে আফ্রিকার আদিম অরণ্য।
এই কদিনের জীবনে করতে হবে , করতে ইচ্ছে করে কতকিছু; আর আমরা সময় নষ্ট করে ফেলি... আর খুব গুরুত্বপূর্ণ বিষয় নিঃশব্দে কাজ করে যান। কেউ যেন টের না পায় আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? নিজের সঙ্গে সময় কাটাতে হবে ...

অভিজ্ঞতা বাড়িয়ে যেতে হবে শুধু!। নিজেকে বহুদূর নিয়ে যেতে হবে।

লেখাটি সংগৃহীত ゚

Old is gold 💝 ゚        #
07/06/2024

Old is gold 💝
゚ #

06/06/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

মেহেন্দির কিছু মুহূর্ত❤
05/06/2024

মেহেন্দির কিছু মুহূর্ত❤

🎉 Facebook recognized me as a top rising creator this week!
03/06/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

31/05/2024

অনেক মানুষ আছে যারা ফলো দিয়ে আবার তুলে নেয় এই ধরনের মানুষদের কি করা দরকার

31/05/2024

Reach down hoye geche sobai besi besi comment koro ゚

With Binoy Gharami – I just got recognized as one of their top fans! 🎉
31/05/2024

With Binoy Gharami – I just got recognized as one of their top fans! 🎉

আজ ২০ বছর পর মা প্রথম বারের মতো             মেয়ের প্লেট টা বাদ দিয়ে টেবিল এ ভাত সাজাবে,         ক্লান্ত হয়ে বাবা রাতে বা...
30/05/2024

আজ ২০ বছর পর মা প্রথম বারের মতো
মেয়ের প্লেট টা বাদ দিয়ে টেবিল এ ভাত সাজাবে,
ক্লান্ত হয়ে বাবা রাতে বাড়ী ফিরবে! মনের ভুলে ডেকেই
বসবে মেয়েটাকে:-

" মাগো.......মা খেতে আয়রে মা''
মেয়েটার ঘর থেকে কোনো আওয়াজ আসবেনা!

খাবার টেবিলে একটা চেয়ার ফাঁকাই থাকবে আজ থেকে!
কি বিচ্ছিরি শুন্যতা....! মেয়েটা শশুর বাড়ী চলে যাচ্ছে!

প্রচন্ড ভারী ব্যাগটা নিয়ে মেয়েটা সিঁড়ি বেয়ে নিচে নামছে,
ব্যাগের চেয়ে ও ভারী হয়ে আসছে তার বুঁকের ভেতর টা!

মেয়েটা এক পা দু পা করে নিচে নামছে....
এক ফোঁটা দু ফোঁটা করে গাল বেয়ে অশ্রু
নেমে যাচ্ছে জোড়া চোখে!

২০ বছর ধরে ওলোট পালট হয়ে থাকা মেয়েটার ঘরটা -
আজ খালি হয়েছে গেলো! সাথে মায়ের বুক টাও।।!

বিয়েটাই সুন্দর..... বিদায়টা সুন্দর না।
খুব কষ্টের....... খুব যন্ত্রণার!!😢

💛💛💛💛
30/05/2024

💛💛💛💛

29/05/2024

Good morning🌞 my Facebook family ❤

28/05/2024

তুমি দেখবে তোমার আশেপাশের চেনা পরিচিত লোক তোমাকে একটা লাইক কমেন্ট করবে না !তার কারণ তাদের লাইক কমেন্টে তুমি যদি সেলিব্রিটি হয়ে যাও !😂😂😂😂

❣️❣️❣️ খেয়াল করে দেখবেন এভাবে প্রায় দেখা যায় কাপলদের রাস্তায়, রেস্টুরেন্টে, পার্কে, কিন্ত স্বামী স্ত্রী খুব কম পাবেন। এট...
28/05/2024

❣️❣️❣️ খেয়াল করে দেখবেন এভাবে প্রায় দেখা যায় কাপলদের রাস্তায়, রেস্টুরেন্টে, পার্কে, কিন্ত স্বামী স্ত্রী খুব কম পাবেন। এটা অপ্রিয় হলেও সত্য।

প্রেমিকার সাথে সারারাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও,বউয়ের সাথে একরাত গল্প করাটাই নেহাৎ বোকামী।

প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক,কিন্তু বউয়ের জন্য কখনোও একটা লাল গোলাপের আবদারে তার আদিখ্যেতা লাগে।

প্রেমিকার হাতে বিস্বাদের খিচুড়িও অমৃত মনে হয়,মাসান্তে বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভিষণ বড় অপরাধ।

প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক করে,আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে।

প্রেমিকার জন্য ৩২ মাইল দূরে গিয়ে ৩০ টাকার ফুচকা কিনতেও বাধে না,আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয়!

প্রেমিকা অসুস্থ হলে ১০ মিনিট পরপরই তার খোজ নেওয়াটা কেয়ার বলে গন্য, আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না বিরক্ত বিরক্ত লাগে।

একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়,সেটা যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো তাহলে চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না ।

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
*সংগৃহীত*

সিঁদুরটা দিয়েছো তুমি,ব্যস, ওই খানেই সব লেনদেন, কেনাবেচা, দেওয়া নেওয়ার শেষ- তাই তো। আর তারপর থেকেই সব দিতে হয় আমাকে। কী ক...
26/05/2024

সিঁদুরটা দিয়েছো তুমি,ব্যস, ওই খানেই সব লেনদেন, কেনাবেচা, দেওয়া নেওয়ার শেষ- তাই তো। আর তারপর থেকেই সব দিতে হয় আমাকে। কী কী দিয়েছি আমি? এই প্রশ্ন আমার আগে নিজেকে জিজ্ঞাসা কর!
প্রথম যেদিন এলাম, তোমার ঘরে, সেদিন তুমি আমায় বললে 'নতুন ঘর, নতুন সব, নতুন করে শুরু'। হ্যাঁ , তারপর থেকেই প্রতিটি দিন নতুন, প্রতিটি সকাল নতুন, প্রতিটি রাত নতুন, তোমার হাতের আদর নতুন, বিছানায় পাতা চাদর নতুন।
কিন্তু, পুরনো প্রিয় জিনিসগুলো ছেড়ে এসেছি আমি। যানতে চাওনি সেদিন যে কী কী ছেড়ে এলাম আমি?
আমি বলি কী কী ছেড়েছি আমি- 25 টা বছর, যার বারোটা শৈশব, আর বাকিটা বুঝতে বুঝতে বড় হওয়া যে, 'তোর উপর অধিকার কেউ অর্জন করে নেবে।' আর ছেড়ছি বাবার যত্ন, মায়ের আদর, ভাইয়ের সাথে খুনসুটি, বিকালের লাফদড়ি, সন্ধ্যায় একথালায় মাখা মুড়ি, শীতের রাতের বৃষ্টি, বাসে করে বন্ধুদের সাথে ইউনিভার্সিটি থেকে ফেরা, আরও কত কী।
না না। যা ছেড়েছি তা ফেরেনা। হারানো বিকাল ফেরে না ; নারীর কৈশোর ফেরে না ; কুমারীর কৌতুহল ফেরে না, বসন্তের শিহরন ফেরে না। শুধু ফিরে ফিরে আসে- তোলপাড় করা হৃদয়ের ফিরে আসার ডাক।
এগুলো সব ছেড়ে, আমায় নতুন করে শুরু করতে হল, কত সহজেই বলে ছিলে তুমি, কিন্তু বোঝোনি নতুন করে শুরু করা কতটা কঠিন ছিল।
নিজের কিছু আছে -এখন আর বুঝতে পারি না। আগে সবই আমার নিজের ছিল। মায়ের গহনা নিজের ছিল, বাবার উপহার ভাই এর সাথে ভাগ করে নেওয়া ছিল, তবুতো নিজের ছিল, ব্যস্ততাতেও মায়ের খাইয়ে দেওয়া ছিল, মায়ের হাতের রান্না, তাও তো নিজের ছিল।
আর এখন তুমি বললে 'সব নিজের করে নাও'।
বেশ,নিজের করে নিলাম।
তোমার মাকে 'মা' বলে নিজের করে নিলাম, তোমার ঘরকে আপন বলে নিজের করে নিলাম, তোমার নামের পদবিখানা নিজের করে নিলাম, রাত দুপুরের সব আবদার নিজের করে নিলাম, 'তোমার ছেলের' সব বায়না নিজের করে নিলাম, সবাইকে খাইয়ে সব শেষে খেতে বসা, নিজের করে নিলাম, কাকভোরে জেগে ওঠা নিজের করে নিলাম।
মায়ের কাছে গেলে মা এখনও বলে, 'কিরে দুমুঠো ভাত খাইয়ে দেব, চুলটা তোর বেঁধে দেব, আজ একটু বেশি ঘুমোনা মা- ও বাড়িতে উঠিস না হয় ভোরে।'
ভাবি, ও বাড়িটা সত্যি কি আমার মা? ওখানে আমি কারোর স্ত্রী, কারোর মা, কিন্তু কারোর মেয়ে তো নয় মা। এখানে মা আমি তোমার মেয়ে, ঠিক যেমন ছিলাম আগে।
তাই এখনও যখন এ বাড়িতে ফিরি, মনে হয় মা, এটাই আমার বাড়ি, আর ওটা 'শ্বশুরবাড়ি'।

সংগৃহীত।
ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন

26/05/2024

Good morning my facebook family 🌞🥱🥱

 #সম্পর্ক শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।সংসার একটা অভ্যেস, যা একসাথে ...
12/05/2024

#সম্পর্ক
শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।

সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে।

সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা।

সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা।

সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া।

সংসার মানে হলো এডজাস্টমেন্ট, "তোমার আমার" থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসিমুখে খেয়ে ফেলা, সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া।

সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া।

সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো।

সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে।

সংসার মানে হলো মাসের শেষে টাকাপয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা "আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও"

সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা।

সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়

সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা "খেয়েছো"

সংসারে ওঠানামা, ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে

সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়, তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি....
সংগৃহিত
❤️❤️

💙এতদিনের দেখা স্বপ্নটা আজ পূর্ণতা পেলো ভাবতেই পারছিনা..... 💖💖 Thank you দিদি তোমার হাত ধরেই আমার স্বপ্নটা পূর্ণতা পেলো.....
04/02/2024

💙এতদিনের দেখা স্বপ্নটা আজ পূর্ণতা পেলো ভাবতেই পারছিনা..... 💖💖 Thank you দিদি তোমার হাত ধরেই আমার স্বপ্নটা পূর্ণতা পেলো...🥰🥰 তোমার মতো একটা ভালো মনের মানুষ এর কাছে কাজ শিখতে পেরে আমি খুব lucky আর খুব খুব happy...❤❤ তোমাকে নিয়ে কি আর বলবো যাই বলি না কেন খুব কম হয়ে যাবে তুমি তো best দিদি যে কিনা নিঃস্বার্থ ভাবে কাজ শেখায়.... 💜💜Thank you দিদি এতো ভালো একটা প্ল্যাটফর্ম দেয়ার জন্য love you😍🥰😘 New Diya Parlour khub miss করবো তোমাকে দিদি & আমাদের class ta 🥺😔😔

08/12/2023

সকল ভালোবাসা এভাবে পূর্ণতা পাক❤😘💞

Plz follow me 🙏🙏🙏
29/11/2023

Plz follow me 🙏🙏🙏

Amar ai page ta sobai follow kora dao plz 🙏🙏🙏
29/11/2023

Amar ai page ta sobai follow kora dao plz 🙏🙏🙏

03/11/2023

বরণ শেষে সিঁদুর খেলা🥰🙏😔

Address

Habra

Alerts

Be the first to know and let us send you an email when Payel's volg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Payel's volg:

Videos

Share

Category


Other Video Creators in Habra

Show All

You may also like