28/04/2024
চলুন ঘুরে আসি *মেঘেদের দেশে* মেঘ যেখানে হাঁটে পায়ে পায়ে অসম্ভব ভাস্কর্যে পরিপূর্ণ এই *MAGESTIC MEGHALAYA*
উত্তর পূর্বের এমন অনেক অংশ এখনও পর্যটন মানচিত্রে তেমন করে জায়গা করে নিতে পারেনি। হাত বাড়ালেই দার্জিলিং, পেলিং, সিকিম এর মত মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড হয়তো এখনও কিছুটা আমাদের উপদ্রব মুক্ত । প্রকৃতিকে একেবারে কাছ থেকেই অনুভবের সুযোগ আপনি তেমন করে খুব কম জায়গায় পাবেন। বাজেট একটু বাড়লে তাতে ক্ষতি কি তবে! *যেখানে মেঘদল হঠাৎ এসে আঁচলা ভরে তোলে, আদিগন্ত সবুজ পাহাড়ের কোলে, ক্ষণে ক্ষণে মেঘ তার প্রেমের সোঁদা গন্ধ ছড়িয়ে যায় মাটির বুকে।*
কি গো যাবে না কি মেঘ রাজ্যে?
JOURNEY START- 28 TH MAY(fixed)
PACKAGE COST -12500/PERSON
নিচে রইল 4 রাত 5দিনের গ্রুপ ট্যুর প্ল্যান -
Guwahati to Guwahati
🌟 4 NIGHT 5days🌟
➡️DAY-1 GUWAHATI TO SHILLONG
গুয়াহাটি এয়ারপোর্ট বা রেল স্টেশনে নেমেই আপনি দেখতে পাবেন আমাদের টিম আপনাকে স্বাগত জানানোর জন্য দাড়িয়ে, বেশি দেরি না করে আমরা আমাদের যাত্রা শুরু করে দেব শিলং এর উদ্দেশে, GS Road এর জ্যাম ঠেলে শহরের বুকচিরে আমাদের গাড়ি এগোতে থাকবে, আর আপনি জানালা দিয়ে এক ঝলকে দেখে নেবেন গুয়াহাটি শহরকে। Facebook , WhatsApp বা ইনস্টাগ্রামে স্ট্যাটাস আপডেট দিয়ে দেন " Arrived at Guwahati"।
স্টেশন থেকে মাত্র ৯ কিমি রাস্তা যাবার পর আমরা পৌঁছে যাব খানাপারা, অসাম এবং মেঘালয়ের বর্ডার। খনাপারা থেকে আমরা উঠে যাবো NH -6 এ, পাহাড়ের বুক চিরে 4 লেনের রাস্তা ধরে এগোতে থাকবো শিলং এর উদ্দেশে। খানাপাড়া পেরোনোর পরই আপনি পার্থক্য দেখতে পারবেন, ঘর বাড়ি, দোকান দানি, মানুষ জন পোশাক আশাক সব কিছু ভিন্ন, মাত্র 20 কিমি পার করেই, কারণ রাস্তার দুই পাশেই খাসি ও গারো উপজাতির বসবাস। ঘন্টা খানেক পরই আমরা নিয়ে নেব একটা ব্রেক, Nongpo তে। ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেবেন। Nongpo থেকে ঘন্টা খানেক যাবার পরই আমরা পৌছে যাব বিখ্যাত Umiam Lake। এটি এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ। এখানে পৌঁছেই আপনার প্রথম কাজ হবে ফটাফট কিছু সেলফি তুলে নেওয়া, Umiam Lake এর প্রাকৃতিক সৌন্দর্য সেলফি তোলার জন্যে একদম পারফেক্ট। এখানে অল্প কিছু সময় কাটিয়ে শিলং শহর কে একপাশে রেখে আমরা চলে যাব Laitlum Cannyon এ। এটা একটা অসাধারণ জায়গা, আপনি শুধু অবাক হয়ে তাকিয়ে থাকবেন, এখান থেকে খাসি পাহাড়ের অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায়, বিশেষ করে সূর্যোদয় এবং সুর্যাস্তের সময়। কিছুক্ষন ঘোরাঘুরি আর একগাদা ছবি তুলে নিয়ে আমরা সোজা চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে, আমাদের হোটেল টি শিলং শহরের outskirt এ নিউ শিলং এ, পাইন জঙ্গলের মাঝে। শান্ত এবং নিরিবিলি পরিবেশে, শহরের হই হট্টগোল থেকে দূরে। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আসে পাশে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন, অথবা শরীর সাথ দিলে চলে যেতে পারেন Police Bazar এ। Police Bazar এর নাইট লাইফ অসাধারণ, এবং অনেক অনেক জিভে জল এনে দেওয়া স্ট্রিট ফুড পাওয়া যায়। অবশ্যই টেস্ট করে দেখবেন, কিন্তু পেট ভরে খাবেন না, কারণ রাতে হোটেলে আপনার জন্য থাকবে পারফেক্ট ডিনার। ডিনার করে নরম বিছানায় শরীর টাকে এলিয়ে দিন, কারণ আগামী কাল সকাল সকাল আমাদের উঠতে হবে।
➡️DAY-2 - SHILLONG MAWLYNLONG DAWKI
আজ আমাদের চেষ্টা করতে হবে 7:30 এর মধ্যে ব্রেকফাস্ট সেরে ফেলার। ব্রেকফাস্ট সেরেই ঝটপট রওনা দিয়ে দেব ডাউকি র উদ্দেশে। ও একটা ইম্পর্ট্যান্ট উপদেশ দিয়ে দিই - আপনি কিন্তু আপনার পছন্দের গান অফলাইন ডাউনলোড করে রাখবেন, কারণ পাহাড়ি রাস্তায় নেটওর্য়াক থাকে না, তাই অনলাইনে গান শুনতে পারবেন না, আর "মিউজিক ছাড়া পাহাড়ি রাস্তা, নুন ছাড়া রান্না দুটোই এক"।
আজকে সবার প্রথমে আমরা দেখে নেবো Elephat Falls, তারপর সোজা চলে যাবো Mawlynlong Village- এটি এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম।
এখানে কিছু সময় কাটিয়ে এবার আমরা যাব ডাউকি, রাস্তায় দেখে নেব Borphill Falls। ডাউকিতে পৌঁছে আমাদের সবার আগে বোটিং টা সেরে ফেলতে হবে, এতদিন ইন্টারনেট দেখেছিলেন Umangot নদীর কাঁচের মত স্বচ্ছ জল, আজ নিজের চোখে দেখে নিন। এই সব জায়গাগুলি কভার করে আমাদের শিলং হোটেল ফিরতে ফিরতে রাত 8 টা বাজবেই। হোটেল ফিরে ডিনার করে একটা জম্পেশ ঘুম মেরে দিন।
আপনারা চাইলেই এই দিন টা ডাউকি নদীর তীরে ক্যাম্পিং করতে পারেন।
➡️DAY -3 CHERAPUNJI SIGHTSEEING
আজ আমাদের গন্ত্যব চেরাপুঞ্জি - The Wetest Place On the Earth।
চেরাপুঞ্জি যাবার পথে আমরা দেখে নেব, অনেক গুলি স্পট যেমন - Makdawk View Point, Garden of Caves, Wah Kaba Falls,Arwah Cave, Dainthel Falls এবং most Important - Wei-Sadong Falls।
তারপর আমরা যাবো Nohakalikai Falls, Mawsmai Cave, Seven Sister Falls, Thangkharang Park, Kynrem Falls। এই সব জায়গাগুলি কভার করে আমরা চেরাপুঞ্জি তে আমাদের রিসোর্টে চেক ইন করে নেবো। সন্ধে বেলায় রিসর্টের লনে বসে আপনি দেখতে পাবেন দূরে বাংলাদেশের কোম্পানিগঞ্জ এর অসাধারণ নাইট ভিউ।
➡️DAY-4 - DOUBLE DEKER ROOT BRIDGE TREK
আজ আমরা যাব বিখ্যাত Double Deker Route Bridge Trek। সকাল সকাল ব্রেকফাস্ট করেই আমরা পাড়ি দেব Tynra Village এর উদ্দেশে, এখন থেকেই আমাদের ট্রেক শুরু। Tynra Village থেকে Double Deker Route Bridge এর যেতে কমকরে 3000 সিড়ি ভাঙতে হবে, তাই মানসিক ভাবে প্রস্তুত থাকবেন।
Double Deker Bridge Trekking এ আনুমানিক সময় লাগবে 6/7 ঘন্টা। আর যদি শরীরে দম থাকে আরও ঘন্টা খানেক ট্রেক করে দেখে আসতে পারেন Rainbow Falls। ট্রেক শেষ করে চেরাপুঞ্জি কে বিদায় জানিয়ে আমরা ফিরে আসবো শিলং এর হোটেলে। রাত কাটিয়ে পরের দিন আমাদের ফেরার পালা।
🔴 ডাবল ডেকার ব্রিজ ট্রেক খুবই পরিশ্রমের, তাই গ্রুপ ট্যুর এর ক্ষেত্র বিকল্প হিসেবে একটা রাত্রি ডাউকি নদীর তীরে ক্যাম্পিং করে কাটাতে পারেন, পরের দিন ডাউকি থেকে Phe Phe Falls এবং Krangsuri Falls দেখে শিলং e ফিরে যাবেন।
➡️ DAY -5 KAMAKHYA TEMPLE & RETURN
আপনারা চেষ্টা করবেন ফেরার ট্রেন বা ফ্লাইট সন্ধের দিকে বুক করতে , কারণ এতদূর এসে যদি কামাখ্যা মায়ের দর্শন না করেন সেটা ভালো লাগবে না। shillong থেকে সকাল সকাল রওনা দিয়ে আমরা চলে আসবো কামাখ্যা মন্দির দর্শনে। এরপর হাতে সময় রেখে আমরা আপনাকে পৌঁছে দেবো Airport বা Rail Station e।
NOTES:
১. সঙ্গে করে ছাতা বা রেনকোট আনলে খুব উপকারে লাগবে। কারণ আপনি মেঘের রাজ্যে যাচ্ছেন। পারলে সাথে "শেষের কবিতা" নিতে পারেন, একটা আলাদা ভাবে আসবে।
২. অরিজিনাল পরিচয় পত্র সাথে করে আনবেন, জেরক্স কপি না, (Voter Card, Aadhar Card, Driving License)
৩. মেঘালয় খুবই পরিস্কার পরিছন্ন জায়গা, তাই আপনারা যে এই ব্যাপারে সচেতন থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। চেষ্টা করবেন সাথে করে Water Bottle নিয়ে আসার।
৪. মেঘালয়ের কিছু কিছু জায়গা তে ফটোগ্রাফি বা ড্রোন ব্যবহার নিষিদ্ধ, তাই অনুগ্রহ করে ড্রাইভার দাদার কাছ থেকে একটু জেনে নেবেন ।
আমরা একমাত্র উদ্দেশ্য আপনাকে উত্তর পূর্ব ভারতের সাথে পরিচয় করিয়ে দেওয়া। আমরা মেঘালয় ছাড়াও বাকি ৫ রাজ্যের ও ট্যুর অর্গানাইজ করে থাকি যেমন -
1. Guwhati -Tawang-Guwahati।
2. Guwahati - Pasighat- Daparijo-Ziro-Anni-Guwahati
3. Guwahati - Kaziranga - Guwahati
এছাড়াও November এ আমরা শুরু করছি Wari -Chora এবং Dzukou Valley Group Expedition।
আর আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে সেই মত আপনার জন্য আমরা প্ল্যান বানিয়ে দেবো- কোনো চিন্তা নেই। অসংখ্য জায়গা আছে অ্যাডভেঞ্চার করার মতো।
এতক্ষণ ধৈর্য নিয়ে যখন পড়ে ফেলেছেন, তাহলে মনের ভেতর অনেক প্রশ্ন তৈরি হয়েছে। তাই আর না ভেবে ডায়াল করে ফেলুন আমাদের কে । আপনকে সঠিক ভাবে গাইড করার দায়িত্ব আমাদের।
☎️8001395542
Matri Tourism এর তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দেয়ার জন্য।
তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে গুয়াহাটি তে।