Md Sharif Official

Md Sharif Official Mujhe famous honaka Khawis nehi he, Aap mujhe Jante He Ehi kaafi He
(5)

19/09/2023
18/09/2023

17/09/2023

17/09/2023

Everything is possible

16/09/2023

Follow me in my page

Follow me
16/09/2023

Follow me

16/09/2023

Lunch hungry

13/09/2023

planished students

10/09/2023

Everything is possible in Life

 #রিক্সা_কাকুস্কুলে ভর্তি হওয়ার পর প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া আসার জন্য একটা রিক্সার ব্যবস্থা করে দিয়েছিল আমার বাবা। আমি...
10/09/2023

#রিক্সা_কাকু

স্কুলে ভর্তি হওয়ার পর প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া আসার জন্য একটা রিক্সার ব্যবস্থা করে দিয়েছিল আমার বাবা। আমি প্রতিদিন রিক্সা করে স্কুলে যেতাম,সঙ্গে আমার মাও যেত। মা বেশিদিন আর আমার সাথে যেতে পারল না। বছর দেড়েক পর আমার মাও চাকরি পেয়ে গেল। তারপর থেকে আমি একাই যেতাম। রিক্সা কাকুর ওপর আমার বাবা মা ভীষণ ভরসা করত।

আমি ছোটো থেকেই ওনাকে রিক্সা কাকু বলেই ডাকতাম। মা আমাকে ভীষণ বকাঝকা করত রিক্সা কাকু বলতাম বলে। মা বলত, ওনার নিজস্ব একটা নাম-পরিচয় আছে। তাই কাউকে ওই ভাবে সম্বোধন করা উচিত নয়। রিক্সা কাকু না বলে এমনি কাকু বলেই ডাকবে।

আমি মায়ের কথা শুনতাম না। আমি রিক্সা কাকুই বলতাম ।মা রেগে গিয়ে কিছু বলতে গেলেই রিক্সা কাকু বলত,

--থাক না বৌদি। ও বাচ্চা মানুষ। ও যেটা বলে আনন্দ পায় সেটাই বলুক না‌। ওর রিক্সা কাকু ডাকটা আমার শুনতে বেশ ভালোই লাগে।

রিক্সা কাকু আমাকে খুব ভালো বাসতো।আমি রিক্সা করে স্কুলে যেতাম।আর রিক্সায় বসে বসে কত কথা বলে যেতাম‌।।এটা ওটা সেটা জিজ্ঞেস করতাম। কোনো দিন এত টুকুও বিরক্ত হতো না‌ রিক্সা কাকু। মনে আছে একবার জিজ্ঞেস করেছিলাম,

-তুমি বাস চালাতে পারো?

-রিক্সা কাকু বলেছিল,

-মানুষ পারে না এমন কিছু নেই।

-তাহলে তুমি কষ্ট করে রিক্সা চালাও কেন?তোমার তো পা ব্যথা করে। বাস চালানো আরো সহজ, শুধু বসে থাকলেই হবে।

-তুমি ঠিক বলেছো দিদিমণি।

রিক্সা কাকু আমাকে দিদিমণি বলে ডাকত। আস্তে আস্তে রিক্সা কাকু হয়ে গেল আমার বন্ধু। আমার মনে যাবতীয় প্রশ্ন সব রিক্সা কাকুকেই করতাম।মাঝে মধ্যে রিক্সা কাকুকে আবদার করে বলতাম,

-এইটা কিনে দাও, ওইটা কিনে দাও।

রিক্সা কাকু একবার কিনে দেওয়াতে আমার বাবা রিক্সা কাকুকে খুব বকে ছিল। আর কোনো দিন যেন কিনে না দেয় সেটাও বলে দিয়েছিল। সেদিন রিক্সা কাকুর মনটা ভীষণ খারাপ হয়ে যেতে দেখেছিলাম। আমার মা রিক্সা কাকুকে ডেকে পরে বলেছিল,

-বিলাস দা, তোমার দাদার কথায় রাগ করো না।মোম বায়না করলে ওকে বলো ওসব খেতে নেই।

-না বৌদি আমি রাগ করিনি। দিদিমণির মতো আমারও তো ছেলে মেয়ে আছে। আমি রিক্সা চালালেও আমি তো একজন বাবা!

আমি এই কথা গুলো আড়াল থেকে শুনেছিলাম।তারপরের দিন রিক্সায় যেতে যেতে জিজ্ঞেস করেছিলাম,

-রিক্সা কাকু তোমার ছেলে মেয়েরা কোথায় থাকে?

বলেছিল,

-বাড়িতে।

-তাহলে ওরা যখন স্কুলে যায় ওদের কে নিয়ে যায়?

রিক্সা কাকু সেদিন বলতে পারে নি কথাটা।কেন পারেনি সেটা আমি সেদিন বুঝতে পারি নি‌। পরে অনেকবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পাইনি।
রিক্সা কাকু একদিন বলেছিল রিক্সা কাকুর বাড়ি মুর্শিদাবাদে‌র কোনো একটা গ্রামে। আর ওখানেই রিক্সা কাকুর ছেলে মেয়ে বৌ সবাই থাকে। কয়েক দিন আগে কাবুলিওয়ালা গল্পটা পড়তে পড়তে রহমতের মধ্যে রিক্সা কাকুকে খুঁজে পেয়েছিলাম। আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো রিক্সা কাকু।

মনে আছে বৃষ্টির দিন গুলোতে আমি যাতে একটুও ভিজে না যাই সেই চেষ্টা করত‌। বৃষ্টির এক ফোঁটা জল আমার গায়ে লাগতে দিত না। আমি ইচ্ছে করে ভিজতে চাইলে বলতো,

--দিদি মণি বৃষ্টির জলে ভিজলে অনেক ওষুধ খেতে হবে, তখন ওষুধ খাবে তো?

আমি ওষুধ খেতে পছন্দ করতাম না, আর সেটা রিক্সা কাকু ভালোই জানতো। বৃষ্টির দিনে আমাকে রিক্সা থেকে নামতেই দিত না। কোলে করে আমাকে রিক্সা থেকে নামিয়ে বাড়ির ভিতরে পৌঁছে দিত। বৃষ্টির দিন গুলো ছিল আমার কাছে খুব আনন্দের দিন। রিক্সা কাকুর কোলে ওঠার সুয়োগ হতো ওই দিন গুলোতে। কেন জানি না রিক্সার কাকুর কোলে উঠতে খুব খুব ইচ্ছে হতো।একটা আপনত্বের ছোঁয়া পেতাম।

মনে আছে একটা ঘটনা। আমি তখন ফোরে পড়ি। স্কুলের পরীক্ষা চলছে।পরীক্ষার দিন গুলোতে মা ছুটি নিত আর আমার সঙ্গে যেত‌। রিক্সা কাকুর রিক্সা থেকে নেমে স্কুলে ঢুকব তখন এক অ্যান্টির সাথে দেখা‌। মা বলেছিল প্রণাম করতে।পাশে রিক্সা কাকু দাঁড়িয়ে ছিল। আমি রিক্সা কাকুকেও প্রণাম করেছিলাম। পরে ওই অ্যান্টি আমার মাকে বলেছিল,

-তোমার মেয়ে তো রিক্সাওয়ালাকেও প্রণাম করে ফেললো।

-একজনকে প্রণাম করতে গেলে পাশে যদি কোনো গুরুজন থাকে তাঁকেও প্রণাম করতে হয়।আর এটা আমিই ওকে শিখিয়েছি।

সেদিন রিক্সা কাকু আমাকে অনেক আশীর্বাদ করে বলেছিল,

-দিদিমণি তুমি অনেক বড়ো হও। তুমি একদিন বড়ো স্কুলের দিদিমণি হবে।

এই ভাবে টানা ছয় বছর রিক্সা কাকুই ছিল আমার স্কুল যাওয়া আসার সঙ্গী। বিনিময়ে সামান্য কিছু টাকা রিক্সা কাকু পেয়েছে। কিন্তু রিক্সা কাকুর থেকে আমি যা পেয়েছি সেটা কোনো টাকার অঙ্কে হিসাব হবে না। প্রাইমারির গন্ডী পেরিয়ে আমি হাইস্কুলে এলাম। রিক্সা ছেড়ে আমার জন্য ঠিক করা হলো স্কুল বাস। রিক্সা কাকুর ছুটি হয়ে গেল।বাবা বলে দিল,

-সামনে মাস থেকে আর রিক্সা লাগবে না বিলাস‌।মোম এখন বাসে করে স্কুলে যাবে।

রিক্সা কাকু এমন কথা শুনে কাঁধ থেকে গামছাটা টেনে নিয়ে কপাল থেকে মুখটা মুছে নিচ্ছিলো।জানিনা সেদিন মাথার ঘাম মুছে ছিল নাকি চোখের জল?

তারপর থেকে আমি বাসে করে স্কুলে যেতাম। আমি বাসের জানালা দিয়ে দেখতাম রিক্সা কাকু কিছুতেই বাসটাকে ধরতে পারছে না।খুব জোরে জোরে পা চালাচ্ছে। রিক্সা কাকুর রিক্সায় তখন অন্য যাত্রী। না,আমার স্কুল বাসটার সাথে পেরে উঠতে পারেনি রিক্সা কাকু। আমি মনে মনে বলতাম, ঠাকুর রিক্সা কাকুর রিক্সাটাকে বাসের সামনে এগিয়ে দাও। রিক্সা কাকু জিতে যাক।

রিক্সা কাকু হয়তো কোনো দিনই জিততে পারে নি। রিক্সা কাকুর রিক্সা ছেড়ে দেওয়ার পর আমি দেখতাম রিক্সা কাকু আমাদের বাড়ির সামনে দিয়ে কতবার খালি রিক্সা নিয়ে যাওয়া আসা করেছে। বাড়ির সামনে এসে রিক্সার ভেঁপুটা বাজিয়েছে জোরে জোরে। কোনো কোনো দিন হয়তো রিক্সা কাকুকে ডেকে কথাও বলেছি।হয়তো আমার জন্যই এদিকে আসতো। এখন ভাবি রিক্সা কাকুর নামটা কে রেখেছিল? বিলাস যার নাম তার জীবনেই কোনো বিলাসিতার সুযোগ ছিল না।

তারপর থেকে কত গুলো বছর কেটে গেছে।।আজ আমি অনেক বড়ো হয়ে গেছি। স্কুলের দিদিমণি হয়েছি। বাড়ি থেকে এক ঘণ্টার রাস্তা জার্ণি করে স্কুলে যাই। বাস থেকে নেমে আমি প্রতিদিন রিক্সা করেই স্কুল যাই। আমাকে অনেকেই বলে,

--কী বোকা তুমি! টোটো করে যেতে পারো তো?সময়টা কম লাগে তাহলে!

আমি শুধু হাসি। হয়তো ওদের কথাতে আমি বোকা। এখন প্রতিদিন রিক্সা করে স্কুল যেতে যেতে প্রতিনিয়ত মনে পড়ে সেই রিক্সা কাকুর কথা। রিক্সা কাকু মাথায় হাত রেখে একদিন যে আশীর্বাদ করেছিল সেটা আজ সত্যি হয়েছে। কিন্তু রিক্সা কাকু?জানিনা সেই রিক্সা কাকু এখন কেমন আছে!কোথায় আছে!প্রতিদিন কত রিক্সা দেখি।চোখের সামনে দিয়ে বেরিয়ে যায় তারা।কিন্তু সেই রিক্সা কাকু আর আসে না।

:-সমাপ্ত:-
গল্প: রিক্সা কাকু
কলমে: সরজিৎ ঘোষ। Sarajit Ghosh
ছবি: সংগৃহীত।
ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

10/09/2023

Everything is possible

09/09/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Teachers day
08/09/2023

Teachers day

Gift bumper form my students
08/09/2023

Gift bumper form my students

07/09/2023

Every time change your life

06/09/2023

Teachers day programme game

Address

GHATAL, Pashchim Medinipur
Ghatal
721212

Alerts

Be the first to know and let us send you an email when Md Sharif Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Sharif Official:

Videos

Share



You may also like