27/04/2025
পাকিস্তান সীমান্তের উত্তাল প্রান্তে, যখন প্রতিটি মুহূর্তে যুদ্ধের সম্ভাবনা ঘনিয়ে আসে, তখনও ভারতীয় সেনারা ভীত নন, উত্তপ্ত নন।
তারা দাঁড়িয়ে আছেন অটুট মনোবলে, অস্ত্র হাতে, কিন্তু হৃদয়ে তারা ধারণ করছেন ভগবান হরির নাম🙏🚩
‘হরে কৃষ্ণ, হরে রাম’ নামের মন্ত্র ধ্বনিত হচ্ছে তাদের অন্তরে — যা তাদের আরো দৃঢ়, নির্ভীক এবং অটল করে তুলছে।
এই ঈশ্বরনিষ্ঠ সাহস, এই আত্মিক শক্তিই ভারতীয় সেনার প্রকৃত ভরসা, যা শুধু পাকিস্তান নয়, চীনের সেনাদের মনেও সঞ্চার করে গভীর ভয়।
হরির কৃপায় অভিষিক্ত ভারতীয় সেনারা চিরকাল জাতির গর্ব, ভগবানের আশীর্বাদধন্য রক্ষক।
"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।"