SKAI Creations

SKAI  Creations Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SKAI Creations, Video Creator, Street no 1, Galsi.
(1)

22/09/2023
22/09/2023

কি যুগ এলো,
কিছু মানুষ আলুভাজা খেতে রেস্টুরেন্টে যায়...
🤣🤣🤣

Let the lost smiles come back with Shardia's gift. We all have completed our Puja shopping... But there are so many peop...
18/09/2023

Let the lost smiles come back with Shardia's gift. We all have completed our Puja shopping... But there are so many people in our society who are really unable to buy new clothes for Durgapuja. SMILES is going to celebrate this Durgapuja with them by giving new clothes to the hands of around 300+ needy people as a gift of Shardia. If you want you can also become a part of our program.... You can help us financially as per your ability and share the post

Paytm / Phonepe / Google Pay:- 9064875657

Account-33786838760

Name - Angana Chatterjee IFSC-SBIN0016717 Branch Nutanchati Bankura SPBB

📸 Smiles Instagram link :-
https://instagram.com/smiles_we_smile_together?igshid=130epo7zd5za

🐦 Smiles Twitter link :-
https://twitter.com/Smiles_Together?s=09

📠 Smiles Telegram link :- https://t.me/SmilesWeSmileTogether

▶️ Our YouTube Channel Link :- https://youtube.com/c/SmilesWeSmileTogether

📧 Smiles E-mail :-
[email protected]

©️smiles - we smile together

07/08/2023

Jokes :- বল্টু ও দোকানদার।

বল্টু : ভাই,এই টিভি টার দাম কত?
দোকানদার : সরি!আমরা
মুর্খদের কাছে কিছু বিক্রয় করি না !😟
বল্টু ১ মাস পর দাড়ি সেভ করে , চুল স্টাইল
করে দোকানে গেল !
বল্টু : একটু ভাব নিয়ে ভাই এই
টিভিটার দাম কত ?
দোকানদার : সরি!আমরা
মুর্খদের কাছে কিছু বিক্রয় করি না !😒
বল্টু আবার কিছু দিন পর ঐ দোকানে
গেল, আর বলল " What is the cost of this tv?
দোকানদার আবার বলল : সরি!আমরা
মুর্খদের কাছে কিছু বিক্রয় করি না !😖
বল্টু : আপনে ক্যামনে বুজলেন আমি মুর্খ ?
দোকানদার : ফইন্নির পুত এটা টিভি না! এটা মাইক্রো ওভেন🥴🥴🥴

 #হাওড়া থেকে  #ব্যান্ডেল যাবার পথে যে সকল স্টেশন গুলি পড়ে তাদের নামের মজার ছড়া।পড়ুন, খুব আনন্দ পাবেন।।😊😊😊😊😊😊😊😊*হাওড়া*...
05/07/2023

#হাওড়া থেকে #ব্যান্ডেল যাবার পথে যে সকল স্টেশন গুলি পড়ে তাদের নামের মজার ছড়া।
পড়ুন, খুব আনন্দ পাবেন।।
😊😊😊😊😊😊😊😊

*হাওড়া* থেকে লোকাল ট্রেনে *ব্যাণ্ডেল* যাও চ'লে,
ছড়ার মাঝে স্টেশন গুলোর নাম দিচ্ছি বলে।
খোকা বলছে পাচ্ছে খিদে দাও মা হালুয়া,
মা বলছে অপেক্ষা কর আসছে #লিলুয়া*।।
রামকৃষ্ণ বলছে, গিরীশ- নরেন কতদূর ?
শিষ্য বলে গুরুদেব নিকটেই #বেলুড়*।
পাকা ঘরে ছাদ ছিল না মাথার উপর টালি,
খালের জলে ধুলো ময়লা নামটা হল #বালি*।
নিথর হয়ে ঘুমিয়ে আছে দিচ্ছে না কেউ সাড়া,
খোকা বলে তবে কি মা এটা #উত্তরপাড়া* ?
কারখানাটা বন্ধ হল মালিক এমন কঠোর ,
মা বলছে খোকা এবার এসেছে #হিন্দমোটর*।
খোকা মা'কে প্রশ্ন করে এটা মা কোন্ নগর ?
মা বলছে ঠিক ধরেছিস এটাই তো #কোন্ননগর*
তোতা পাখি পুষবে খোকা কিনে আনে পিঁজরা,
পরের স্টেশন নেমে যাবে এসে গেছে #রিষড়া*।
খোকা বলে শোনো মাগো ভক্তগণের সুর,
'জয় শ্রীরাম' আওয়াজ ওঠে এটা #শ্রীরামপুর*।
বাঁশের বাঁকে ঘট নিয়ে যায় শিবের ভক্তগুলি,
গঙ্গাঘাটে জল ভরবে নামে #শেওড়াফুলি*।
এক সময়ে ছিল সেথায় বৈদ্যদের ঘাঁটি,
তাদের নামেই নাম হয়েছে স্টেশন #বৈদ্যবাটি*।
জ্ঞানিগুণী ভদ্রজনে ভজন করে ঈশ্বর ,
লোকের মুখে প্রচার পেয়ে হয়েছে #ভদ্রেশ্বর*।
কোলাহলে যায় না বোঝা কথার মাথামুণ্ডু,
হুড়োহুড়ি হকারদের এসেছে #মানকুণ্ডু*।
আধিপত্যে ফরাসীদের বেড়ে ছিল বহর,
গঙ্গাপাড়ে প্রাচীন শহর নাম #চন্দননগর*।
ওলন্দাজে গীর্জা বানায় উঁচু তাহার চূড়া,
স্থানীয়দের চলতি কথায় হয়েছে #চুঁচুড়া*।
হাঁসগুলি সব জলাশয়ে ধ'রে খেত গুগলি,
উধাও হল হোগলা-বন রয়ে গেল #হুগলি*।
সুন্দরীদের হরেক পোশাক পায়ে পরা স্যাণ্ডেল,
চার্চে এবার ঘুরতে যাবে এসে গেছে #ব্যাণ্ডেল*।
সংগৃহীত পোস্ট

 #আপনার_চিন্তা_ভাবনাকে_শতকোটি_প্রণাম 🙏🙏🙏 বর্তমান যুগে এরকম দিদি খুবই কম আছে যারা জেনে শুনে একজন জন্মগত অন্ধ পুরুষকে বিয়...
30/06/2023

#আপনার_চিন্তা_ভাবনাকে_শতকোটি_প্রণাম 🙏🙏🙏

বর্তমান যুগে এরকম দিদি খুবই কম আছে যারা জেনে শুনে একজন জন্মগত অন্ধ পুরুষকে বিয়ে করে সংসার করছে । আপনার ভালোবাসাকে প্রণাম । 🙏

কালি বাজার সংলগ্ন সংহতি ক্লাব এর বিপরীত দিকের রাস্তার পাশে এ আলু, পেঁয়াজ, আদা ও রসুন এর দোকান। দাদা জন্ম থেকেই দুই চোখে দেখতে পায়না । দাদা চাইলে অনায়াশে ভিক্ষা করতে পারতো কিন্তু দাদা তা না করে সসম্মানে কারোর দয়ার উপর নির্ভশীল না হয়ে নিজের উপর ভরসা রেখে নিজের সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার চালানোর জন্য ফুটপাতে একটি দোকান করেছেন।
দাদা চায় তাকে ভিক্ষা দিয়ে নয় বরং দাদার দোকান থেকে সবাই যদি একটু বাজার করে তাহলে তা দিয়ে দাদা তার বাচ্চাটার পড়াশুনার খরচ চালাতে পারে । আপনার চিন্তা ভাবনাকে শতকোটি প্রণাম । আপনার মতন মানুষ সমাজের আরও প্রয়োজন। ভালো থাকবেন দাদা বৌদি 🙏🙏

Source: Arindam Mukherjee

29/06/2023

অনেকেই যেহেতু কয়েকদিন ধরে আমাকে আমার relationship নিয়ে প্রশ্ন করছেন, এবং অনেক আগে থেকেই করে আসছেন। তো আমার মনে হয় এই বিষয়ে একটু কথা বলা উচিত৷ প্রথমত আমি কখনোই আমার সম্পর্ক নিয়ে লুকোচুরি করি নি তাছাড়া আমার relationship নিয়ে কেন এত মাথা ব্যথা সবার জানি না! আর আমার জীবন আমি কিভাবে কার সাথে সম্পর্কে থাকব আমি decide করব। যাই হোক। হ্যা আমি বিয়ে করতে যাচ্ছি খুব শীঘ্রই। বিষয়টা কাউকে এখন ই জানাতে চাই নি৷ বাড়িতে সম্পর্কের কথা জানার পর আমাদের বিয়ের সিদ্ধান্ত হয়।তবে 2024 সালের জানুয়ারিতে আমাদের পরিবার বিয়ের আয়োজন করবেন। জানি খুব দ্রুত হয়ে গিয়েছে এত খুশি আমি হয় তো কখন ও হইনি। যাকে ভালবেসেছি তাকে শেষ পর্যন্ত নিজের করে পেতে যাচ্ছি।
আপনাদের সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে পড়ার জন্য। আমি এই post টি এক বন্ধুর থেকে কপি করেছি৷ আপনাদের মনোযোগ আকর্ষণ করে এইটা বলতে যে অবশ্যই সব সময় মশারি টাঙ্গিয়ে ঘুমাবেন ৷সম্প্রতি ডেঙ্গু বৃদ্ধি পেয়েছে। বাড়িতে অযথা পানি ভর্তি কিছু রাখবেন না । সবাই ভালো থাকবেন।সুস্থ থাকবেন ধন্যবাদ।🙏😊❤️ আমার জন্য দোয়া করবেন ❤️😌

কিছু বলার নেই...
28/06/2023

কিছু বলার নেই...

©Collected
28/06/2023

©Collected

দান করা ভালো জিনিস... মুক্ত হস্তে দান করুন...
28/06/2023

দান করা ভালো জিনিস... মুক্ত হস্তে দান করুন...

ছেলেদের সবই পারতে হয়...
28/06/2023

ছেলেদের সবই পারতে হয়...

এমন বউ কোথায় পাওয়া যায়?
28/06/2023

এমন বউ কোথায় পাওয়া যায়?

ঈদের আগে লাখ লাখ খেটে খাওয়া মানুষ দেশ-বিদেশ থেকে বাংলায় ঘরে ফেরে। পরিবহন দপ্তর তথা সরকার ভালো করেই সে খবর জানে। এবার তো ...
28/06/2023

ঈদের আগে লাখ লাখ খেটে খাওয়া মানুষ দেশ-বিদেশ থেকে বাংলায় ঘরে ফেরে। পরিবহন দপ্তর তথা সরকার ভালো করেই সে খবর জানে। এবার তো ঈদের সঙ্গে যোগ হয়েছে পঞ্চায়েত ভোট। ফলে ঘরে ফেরা মানুষের সংখ‍্যাটা অন‍্যান‍্যবারের থেকে আরও বেশি। কিন্তু ইনাদের জন্য পরিবহন ক্ষেত্রে নেই কোন বিশেষ ব‍্যবস্থা। সামান্য ইডেনে খেলা থাকলেও দেখি বিশেষ ট্রেন এবং বাসের ব‍্যবস্থা করা হয় কিন্তু ইনাদের জন্য কোনও ব‍্যবস্থা রাখা হয়নি। বরং বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে..
আপনারা দেশে বিদেশে খাটবেন, সম্মিলিতভাবে কোটি কোটি টাকা/ডলার নিয়ে ফিরবেন ; কেনাবেচার বাজার চাঙ্গা করবেন, সরকারের কোষাগার ভর্তি হবে, কিন্তু আপনাদের জন্য কেউ ভাববে না। আপনারা রাজমিস্ত্রী, কাঠমিস্ত্রী, ভোট-উৎসবকালে বোমমিস্ত্রী হয়ে থাকবেন। কেউ আপনাদের জন্য কিছু করবে না, ভাববেও না; যাকিছু করার আপনাদেরকেই করতে হবে। বেশি কিছু না, শুধু বিদ‍্যাশিক্ষাটাকে আত্মীকরণ করতে হবে। তাহলেই দেখবেন সব ব‍্যবস্থা হয়ে যাবে। নিজের অধিকারটা বুঝে নিতে পারবেন, বঞ্চিত হলে ছিনিয়ে নিতে পারবেন।

📷 মালদা ইন্টারসিটি এক্সপ্রেস এর ছবি
©সংগৃহীত

একসাথে দুটো? 🤯
26/06/2023

একসাথে দুটো? 🤯

বাঁকুড়ার ওন্দায় লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়। একজন চালক আহত হয়েছ...
25/06/2023

বাঁকুড়ার ওন্দায় লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়। একজন চালক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্ম ও সিগন্যাল রুম। ভোর ৪টে নাগাদ এই দুর্ঘটনার জেরে আদ্রা-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারে বাঁকুড়ার দিক থেকে আসা আরেকটি মালগাড়ি। বাঁকুড়ার দিক থেকে ডাউনে এসে ধাক্কা মারে ওই মালগাড়িটি। ২টি গাড়ির ৩টি করে বগি বেলাইন হয়ে যায়। একটির উপর আরেকটি রেক উঠে গিয়েছে। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির মোট ৬টি বগি লাইনচ্যুত হয়। স্থানীয়রাই চালকদের উদ্ধার করেন। ওভারহেড তারের ক্ষতি হয়েছে, ইঞ্জিনেরও ক্ষতি হয়েছে।

একই লাইনে দুটি মালগাড়ি কী করে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। রেলের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। এখন এলাকায় রেলের উচ্চপদস্থ কর্তারা এসে পৌঁছেছেন।

এক স্থানীয় বাসিন্দা বলছেন, 'হঠাৎ খুব আওয়াজ। বাড়ি থেকে ছুটে এসে দেখি ট্রেনের উপর ট্রেন চেপে গিয়েছে। এসে দেখি ভিতরে পাইলট বসে। ওরা আওয়াজ দেয়। ওদের উদ্ধার করে নিয়ে প্ল্যাটফর্মে দিয়ে আসি।' আরও এক স্থানীয় বাসিন্দা বলেন, 'ভীষণ আওয়াজ, চমকে উঠে ছুটে এসেছি। যা দেখলাম অনেকটা ক্ষতি হয়েছে। কতগুলো বগি নষ্ট হয়ে গিয়েছে। পোস্ট, ওভারহেড তারে ক্ষতি হয়েছে। একটার উপর আরেকটা রেক উঠে গিয়েছে।'

কয়েকদিন আগেই ওড়িশার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ক্ষত এখনও তাজা। মারা গিয়েছিলেন প্রায় ৩০০ যাত্রী। আহত হাজারেরও বেশি। লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে গিয়ে ধাক্কা মেরেছিল যাত্রিবাহী ট্রেন। ওই দুর্ঘটনা নিয়ে এখন সিবিআই তদন্ত চলছে। মেন লাইনের সিগন্যাল থাকলেও কীভাবে লুপ লাইনে এসে ঢুকেছিল করমণ্ডল এক্সপ্রেস - তা নিয়ে এখন বিস্তর কাঁটাছেঁড়া চলছে। গাফিলতি থেকে ষড়যন্ত্র- একাধিক অভিযোগ উঠে আসছে। সেই আবহেই এবার বাঁকুড়ার ওন্দাতেও প্রায় একই ঘটনা ঘটল। একটি লাইনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সেখানে এসে পড়ল অন্য একটি মালগাড়ি। সংঘর্ষও হল। মালগাড়ি বলে হয়তো সেই অর্থে প্রাণহানি হয়নি, তবে ক্ষতি হয়েছে রেলের সম্পত্তির। যা নিয়ে উঠছে প্রশ্ন।

25/06/2023
17/06/2023

🌸 একজন প্রবীণ মহিলা বাসে উঠে বসল। পরের স্টপে একজন শক্ত সমর্থ যুবতী উঠে এসে বৃদ্ধা মহিলার পাশে বেশকিছু ব্যাগ নিয়ে ঠেলে ঠুলে বসে পড়ল।

যুবতীটি যখন দেখল যে বয়স্কা মহিলা চুপ করে রয়েছেন, তখন সে বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করল যে সে যখন ব্যাগ নিয়ে চেপে চুপে বসল তখন তিনি কেন অভিযোগ করলেন না।

প্রবীণ মহিলা হাসি দিয়ে জবাব দিলেন: '' এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ তোমাকে পাশে নিয়ে আমার ভ্রমণটি খুব ছোট কারণ আমি পরের স্টপে নেমে যাচ্ছি। "

এই উত্তরটি সোনার অক্ষরে লেখার দাবিদার: "এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ আমাদের একসাথে যাত্রা খুব ছোট"।

আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে এই পৃথিবীতে আমাদের সময়টি এতটাই স্বল্প যে রেশারেশি, অনর্থক যুক্তি, হিংসা, অন্যকে ক্ষমা না করা, অসন্তুষ্টি এবং অন্যকে প্রতিদ্বন্দ্বী ভাবা মনোভাবটা দ্রুত শেষ হয়ে যাওয়া 'সময় এবং শক্তির' একটি হাস্যকর অপচয়।

কেউ কি আপনার হৃদয় ভেঙেছে?
শান্ত থাকুন,
ট্রিপটি খুব ছোট।

কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ভয় দেখিয়েছে, ঠকিয়েছে বা অপমান করেছে?
"আরাম করুন। ক্ষমা করে দিন। কারণ ট্রিপটি খুব ছোট"।

কেউ আপনাকে বিনা কারণে অপমান করেছে?
"শান্ত থাকুন, এড়িয়ে যান কারণ ট্রিপটি খুব ছোট"।

কোন সাক্ষাতে আপনার বন্ধু আপনি যা পছন্দ করেন না এমন কোন মন্তব্য করেছিলেন?
"শান্ত থাকুন, তাকে উপেক্ষা করুন, ক্ষমা করে দিন, কারণ ট্রিপটি খুব ছোট"।

কেউ আপনার জন্য যে সমস্যাই নিয়ে আসুক না কেন, মনে রাখবেন যে একসাথে আমাদের যাত্রা খুব ছোট।

এই ভ্রমণের দৈর্ঘ্য কেউ জানে না। এটি কখন থামবে তা কেউ জানে না। আমাদের একসাথে ভ্রমণ খুব ছোট।

🌸 আসুন কাউকে প্রতিদ্বন্দ্বী না ভেবে সহযাত্রী ভেবে একে অন্যকে সহযোগিতা করি, কারণ ট্রিপ টি খুবই ছোট্ট কিন্তু কাজ অনেক। এই অল্প সময়ে অনর্থক সময় নষ্ট না করে সততার সাথে নিজেকে সফল করতে চেষ্টা করি। সবার জন্য অবিরাম ভালোবাসা 💝💝

10/06/2023

আজ সকালে আদিত্য বিড়লা ফাইন্যান্স থেকে আমাকে ফোন করে আমার সাথে হিন্দিতে কথা বলতে শুরু করে। আমি বাংলাতে তাকে বললাম বাংলায় কথা বলতে, আমি হিন্দি বুঝি না। সে আমার কথা বুঝতে পারলো না। তারপর ইংরাজিতে আমি তাকে বললাম আপনি আমার সাথে বাংলায় কথা বলুন। তখন সে আমাকে হিন্দিতে জানালো সে দিল্লি থেকে বলছে, বাংলা জানে না। আমি তাকে ইংরাজিতে বললাম আপনাদের উচিত আমাকে আমার মাতৃভাষায় গ্রাহক পরিষেবা দেওয়া। সে চুপ করে রইলো। আমি তাকে ইংরাজিতে বললাম,"ঠিক আছে বাংলা জানেন না যখন ইংরাজিতেই বলুন।" সে হিন্দিতে জানালো সে ইংরাজিও জানে না। আমি তাকে বললাম কোনো বাংলা জানা এক্সিকিউটিভকে আমাকে ফোন করতে বলুন। কিছুক্ষণ পর একজন ইংরাজি জানা এক্সিকিউটিভ ফোন করে। আমি তাকে বললাম আপনারা যদি আমাকে পরিষেবা দিতে চান শুধুমাত্র বাংলা জানা এক্সিকিউটিভকে ফোন করতে বলুন।
ঠিক তার কিছুক্ষনপর আবার ফোন আসে; এবার একজন বাঙালী ফোন করেন, নাম অভিক। আমি তাকে বললাম ভালো লাগলো একজন বাঙালী রয়েছে। তাকে জিজ্ঞেস করলাম "আপনার সাথে কতজন বাঙালী রয়েছে ?" সে বলতে ইতস্তত বোধ করলো। বুঝতে পারলাম কল রেকর্ড হয়, তার পক্ষে এসব উত্তর সম্ভব না। প্রসঙ্গে বদলে তারপর কাজের কথা হলো। রাখার সময় আমাকে বললো পরিষেবা ফিডব্যাকটা দিয়ে দেবেন। আমি বললাম নিশ্চয়। ডিসকানেকট করার আগে বললো, "যেটা করলেন এটা খুব প্রয়োজন, ধন্যবাদ।
আমিও বললাম ধন্যবাদ।

এবার কথা হচ্ছে এসবের প্রয়োজনটা কেন ? আমরা জানি, ডিজিটাল যুগে প্রতিদিন লক্ষ লক্ষ বাঙালী, হাজার হাজার কোম্পানি থেকে নানা বিষয়ে পরিষেবা পেয়ে থাকে। সকলেই যদি বাংলায় পরিষেবা চাই, কোম্পানি বাধ্য হবে বাঙালী ছেলেমেয়েদের কাজ দিতে। এতে বাংলার ছেলেমেয়েদের হাজার হাজার কর্মসংস্থান হবে।
এভাবেই দক্ষিন ভারতীয়রা নিজের মাতৃভাষায় কথা বলে কর্মসংস্থান ধরে রেখেছে। আমাদেরও অভ্যাস করতে হবে। উত্তরভারতীয়রা শুধুমাত্র হিন্দি জেনেই চাকরি করছে সারা ভারতে। অথচ কোনো বাঙালী বা তামিল শুধু বাংলা বা তামিল জেনে চাকরি পারবে না। তাহলে কি আমরা দ্বিতীয় শ্রেনী ? সংবিধান তা বলে না। তাই সমস্ত পরিষেবা বাংলায় চান। ভাষার সাথে কর্মসংস্থান এবং অর্থনীতির সরাসরি সম্পর্ক। তাই নিজের মাতৃভাষা রক্ষা করার দায় আমাদের সকল বাঙালির।

আর হ্যাঁ, বাংলায় কথা বলা টা কোন অশিক্ষিত বা কম শিক্ষিতের প্রমাণ নয়, বরং সঠিক ভাবে বাংলা বলতেও যথেষ্ট শিক্ষার প্রয়োজন হয়।।

#সংগৃহীত
Copied

08/06/2023

 #তোর_কুন_কুন_যাইগাই_বেতা_গো_বান্ধবী_ললিতা   #ললিতা
08/06/2023

#তোর_কুন_কুন_যাইগাই_বেতা_গো_বান্ধবী_ললিতা
#ললিতা

*We can not generate but we can save ....🌱*  *World Environment Day 🍃*
05/06/2023

*We can not generate but we can save ....🌱*
*World Environment Day 🍃*

Address

Street No 1
Galsi
713406

Alerts

Be the first to know and let us send you an email when SKAI Creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SKAI Creations:

Videos

Share

Category


Other Video Creators in Galsi

Show All