Dalimpurer Bapoi

Dalimpurer Bapoi Love to go out side and spent time with nature when free and love Rajbanshi language .

10/01/2025

09/01/2025

শিল্পী সুকন্যা মুস্তাকের কালকের নিবেদন

06/01/2025

প্রফেশন না হয়,মঞ্চ পায়া মনের খুশিতে কোনেক চেষ্টা 🫣

03/01/2025

সগারে মুখত ঘুরিবেড়া প্রতিষ্ঠিত নামিক্কর, উত্তরবাংলার পছন্দের শিল্পী হিমাদ্রী দেউড়ি। শোনো তাহৈলে।



ট্রেন্ডিঙে চলছে,তাই পোস্টানো,নাম টা আপনারাই বলুন।
03/01/2025

ট্রেন্ডিঙে চলছে,তাই পোস্টানো,নাম টা আপনারাই বলুন।


03/01/2025

অসাধারণ একটি গান,মন ছুঁয়ে যাবে, অবশ্যই শুনুন

31/12/2024

দোতরার ডাঙ..বাপোই চ্যাংড়া..



"পদ্মশ্রী প্রতিমা বড়ুয়া আর  ঐতিহ্যের ভাওয়াইয়া গান"------------কৃ-------------🌷 প্রতিমা বড়ুয়া হৈলেক আসামের একজন নাম...
27/12/2024

"পদ্মশ্রী প্রতিমা বড়ুয়া আর ঐতিহ্যের ভাওয়াইয়া গান"
------------কৃ-------------
🌷 প্রতিমা বড়ুয়া হৈলেক আসামের একজন নামিক্কর গিদালী যায় গোয়ালপাড়িয়া ভাওয়াইয়া গান করিয়া গোটায় দেশত নাম করি ছিলো।প্রতিমা বড়ুয়া পান্ডে,যায় "হস্তির কন্যা" নামে পরিচিত, প্রতিমা বড়ুয়ার উপজন ১৯৩৫ সালে আসামের গৌরীপুরের রাজবাড়িত। প্রতিমা বড়ুয়ার জন্মদাতা হৈলেক প্রকাশচন্দ্র বড়ুয়া।ভাওয়াইয়া গান হৈলেক উত্তরবঙ্গ ও আসামের কোকরাঝাড় অঞ্চলের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত, এইটে সাধারন কাজের মানষিদুনষির জীবন, প্রেম, ভাব ভালো বাসা আর প্রকৃতির সৌন্দর্য তুলি ধরা হয়।উমরা আছিলেন ভাওয়াইয়া গানের কিংবদন্তি গীদালি।
🌹প্রতিমা বড়ুয়া লোকগানক গ্রাম আঞ্চল থাকি জাতীয় স্তরত নিয়াযাবার বাদে বড় ভূমিকা পালন করিছিলো। তাঁর সুমধুর কণ্ঠ আর আবেগপূর্ণ উপস্থাপন ভাওয়াইয়া গানত নয়া মাত্রা যোগ করে। উমরা লোকসঙ্গীতের গভীরতা আরো অন্তর্নিহিত আবেগ গুলা বিশ্ব দরবারত তুলি ধরিছিলো।
প্রতিমা বড়ুয়া তাঁর সৃষ্টি ও কর্মের বাদে ১৯৭৯ সালে পদ্মশ্রী পুরস্কার পাইছিলো।তাবাদেও রাষ্ট্রপতি পুরস্কার ও ভেল্লা সম্মান লাভ করিছে। তাঁর গান "ও মোর মাহুত বন্ধু রে"আরো "হস্তির কন্যা " গোয়াল পারীয়া ভাওয়াইয়া গান খিবে জনপ্রিয়।

🌷ভাওয়াইয়া আরো গোয়াল পাড়িয়া গানের প্রচার ও প্রসারে প্রতিমা বড়ুয়ার অবদান ভুলি যাওয়ার বাদে না হয়।তাঁর জীবন আর কাজ নয়া প্রজন্মের গীদাল গীদালির অনুপ্রেরণা।তাঁর মতো গীদালির চেষ্টার ফলে ভাওয়াইয়া গান খালি লোকগানের ধারা না হয়,বাঙালি সংস্কৃতির একটা অমূল্য অংশ হয়া উঠিছে।গ্রামের মানষির অনুভূতি আরো সংস্কৃতিক জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলি ধরেন। তাঁর গানত প্রেম খালি আবেগের প্রকাশ না হয়,গ্রাম জীবনের সচাঙ বাস্তব ঘটনার নগদ মিল খায়। তাঁর গালার প্রেম-বিরহের সুর এলাও শোনাইয়ার ঘরক মুগ্ধ করে।আজি তাঁর প্রয়াণ দিবসত মোর শ্রদ্ধা আরো ভক্তিজানাঙ। কলমে ✍️ হরেকৃষ্ণ বর্মন ।
ফটো : #গুগল



24/12/2024

জটেশ্বরের ভাইরাল কন্যা লোকশিল্পী সুকন্যা মুস্তাকের অসাধারণ নিবেদন।

17/12/2024

অসাধারণ পারফরম্যান্স একবার অবশ্যই শুনুন।


🏵️এতুলা দিন পার হয়া বুঝিরপাছঙ..কারো নগৎ নাইফাকের তর্কাতর্কি করির যাওয়া সচায় ভোদাইগিরি-বোকামী।কায়ো যদি কয় পৃথিবীটা গ...
15/12/2024

🏵️এতুলা দিন পার হয়া বুঝিরপাছঙ..কারো নগৎ নাইফাকের তর্কাতর্কি করির যাওয়া সচায় ভোদাইগিরি-বোকামী।কায়ো যদি কয় পৃথিবীটা গোল না হয়- লম্বা,এক গাল হাসিয়া কওয়ায় ভাল -হ্যা ভাই পৃথিবী লম্বায়।ঘরত বসিয়া নিজের কাজ করি যাওয়ায় ভাল।তর্ক করিয়া জিতা যায় না। দূরের মানষির কথা ছাড়ো,আপন মানষিলাও নিজের মনের মতো চলির পায়না।যেঙকরি ভালো বাসা আরো গুরুত্ব চান ঐমতোন পাবেন কে না।সগারে আশ, ভালনাগা,ভাবনা বেগল,উমরাও উমার মতো চলিবে এই টায় বাস্তব। মোর জীবন, মোর ভাবনা চিন্তা সৌউগ মোরে । এইটা কারো বুঝিবার দায় নাই,বোঝেবার চাওয়াটা বেকার।এই কথা যতো তাড়াতাড়ি বুঝিফেলাবেন তত কষ্ট ও কম পাইবেন।তোমরা ফির কি কন? কমেন্ট করি জানান কিন্তু।কলমত তোমার বাপোই।
ফটো: মোর তোলা


15/12/2024


লোকালয়ে হাতি দেখতে ভালো লাগলেও ভেতরে যন্ত্রনাও আছে 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
----------ক-----------

শীত পড়তেই উত্তরবঙ্গের বন বস্তি এলাকাগুলোতে ও ফরেস্ট লাগোয়া এলাকায় হাতির পালের উপদ্রব একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কৃষকের শষ্যক্ষেত ধান-গমে ভরে উঠলে হাতির দল জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে। যতটা তারা খায়, তার চেয়ে বেশি ফসল নষ্ট করে যায়। এর ফলে কৃষকদের ক্ষতির পরিমাণ বিশাল আকার ধারণ করে।

এলাকার মা-বাবারা বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। হাতির দল প্রায়শই লোকালয়ে ঢুকে পড়ে, অনেক সময় শিশু ও বৃদ্ধদের আক্রমণের ঘটনাও ঘটে। স্থানীয় বাসিন্দারা বলেন, ধান পাকার সময়ে এই উপদ্রব আরও বেশি দেখা যায়। বিভিন্ন জায়গায় হাতি এবং বাঘের মতো বন্যপ্রাণীর আক্রমণে মানুষ প্রাণ হারানোর ঘটনাও কম নয়।

যদিও হাতির দলকে দেখতে দূর থেকে খুব ভালো লাগে, তবে বাস্তবে এই পরিস্থিতি ভয়ঙ্কর। ফসল নষ্ট হওয়ার পাশাপাশি গ্রামবাসীদের ঘরবাড়ি, মজুদকৃত শষ্য, এমনকি জলের উৎসও হাতির কারণে ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় হাতির দলকে তাড়ানোর জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়, যেমন—লাঠি, আগুন, ড্রাম পেটানো। কিন্তু এগুলো কার্যত অকার্যকর হয়ে যায়।

বিশেষজ্ঞরা মনে করেন, এই সমস্যার মূল কারণ হাতির বসবাসের অঞ্চল সংকুচিত হওয়া। বন উজাড় ও বন্যপ্রাণীর খাদ্যের অভাবে তারা লোকালয়ে চলে আসে। এই সমস্যার সমাধানে বন বিভাগ এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বনাঞ্চলে খাদ্যের ব্যবস্থা করা, বনের সীমানা ঘিরে বৈদ্যুতিক বেড়া তৈরি,(যদিও কিছু জায়গায় দেওয়া রয়েছে কিন্তু কাজ হচ্ছে কই?) এবং স্থানীয় বাসিন্দাদের সচেতন করা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

এই উপদ্রব প্রতিরোধের পাশাপাশি, বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানুষের নিরাপত্তার মধ্যে একটি ভারসাম্য প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি। ভি:এডিটিং ও কলমে হরেকৃষ্ণ বর্মন। ভিডিও : সামাজিক যোগাযোগ মাধ্যম।

🌹বয়স খালি একনা সংখ্যা🌹-----------কৃ--------------💝মানষির বয়স বাড়িলেও স্বপন দেখিবার ক্ষমতা কোনোদিনও থামি যায় না। ঐ জৈন্য...
14/12/2024

🌹বয়স খালি একনা সংখ্যা🌹
-----------কৃ--------------

💝মানষির বয়স বাড়িলেও স্বপন দেখিবার ক্ষমতা কোনোদিনও থামি যায় না। ঐ জৈন্যে বয়সের সংখ্যা দিয়া মানষিক বিচার করা সচায় ভুল হৈবে। ৪২ বছরের ব্যাচেলর নয়া নয়া প্রেমত পড়িলে,বা ৫০ বছরের ডিভোর্সী আরো সংসার পাতির স্বপন দেখিলে, উমাক নিয়া খিল্লি মস্করা করা ঠিক হবার নয়।

৩৪ বছর বয়সে ক্যারিয়ার বানের জৈন্যে বিয়াও না করা চেঙরীটাক বা ৪৫ বছরের এক মাও নিজের গাবুর বেটির নগত এক্কেমতোন/ ম্যাচিং কাপড়া পিন্দিলে,উমরালা সমালোচনার শিকার হয়কে। ক্যানে উমার নিজের হাউস আর ইচ্ছাটাক সম্মান করিবার না পাই ।

৩২ বছর বয়সে চাকরি না করি বাড়িত বসি ছবি আঁকে বা গান করে কবিতা লেখে ভালোবাসিয়া উমাক বেকার কওয়ার কি খিব দরকার?তাবাদে ৩৭ বছর বয়সে চুল পাকি যাওয়া মানষিটাক তাচ্ছিল্য করা ঠিক না হয়। উমার শখ,রুচিক ছোট করিবার হামরা কায়?

৫৮ বছর বয়সে এভারেস্ট বেস ক্যাম্পত ট্রেকিং করিবার য়ের স্বপন দেখা মানষিটাক "এই বুড়া,এই দাদু" না কয়া,উৎসাহ দেওয়া ভাল। খালি একিনায় না হয় ৯৮ বছরের ঠাকুমার ও হাউস থাউক,উমরা নাল,নীল,হলদিয়া সুতার উল দিয়া সোয়েটার বানে মেলা নাগে দেউক,সেটা কি অস্বাভাবিক?

বয়স বাড়ে,শরীল পাল্টিযায় ,কিন্তু মনটা বুড়া না হয়। তাহৈলে চলো, বয়স নিয়া মানষিক লজ্জা না দিয়া সগারে ইচ্ছা ও স্বপনগুলাক সম্মান জানাই।ঠ্যাস নাগা কথা না কয়া।জীবনের প্রতিটা ধাপত নয়া কিছু করিবার সাহস দেখাইলে হৈ হুল্লোড় করি আনন্দ করিমো।© বুলি বদল হরেকৃষ্ণ বর্মন। সূত্র:স্যোসাল মিডিয়া।

05/12/2024

ভালো নাগিবেই

আজিকার সাকাল
28/11/2024

আজিকার সাকাল

19/11/2024

#কোচবিহাররাসমেলা




কোচবিহার রাসমেলার সাংস্কৃতিক মঞত নিলাঞ্জনা আর পম্পা সিংহক ডেকাইছে,কিন্তু এত বড়ো জাতির ভেল্লা সংস্কৃতি মাত্র দুই জন রাজবংশী মাইনষের প্রতিনিধিত্ব করেছে এইটা মানি নেওয়া সচায় কষ্টের। হামার গুলার কৃষ্টি কালচার আরো বেশি ব্রাত্য হয়া যাছে,ভোটত জেতা মানষিলার টে রাজবংশী কামতাপুরী সংস্কৃতিক আরো বেশি করি তলতি ধরিবার আটুশ আরো আবদার করোছোঙ।সৌগ বন্ধুরঘর তোমরা কি কন?

Address

Falakata
JATESWAR

Telephone

+17602870636

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dalimpurer Bapoi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dalimpurer Bapoi:

Videos

Share