SABAR CABLE #NEWS 18_04_2024 PART 04
SABAR CABLE #NEWS 18_04_2024 PART 03
SABAR CABLE #NEWS 18_04_2024 PART 02
SABAR CABLE #NEWS 18_04_2024 PART 01
MALDAI CM MAMATA BANERJEE
MALDAI CM MAMATA BANERJEE
দক্ষিণ মালদায় এবার পদ্মফুল ফুটছে--বৃহস্পতিবার নমিনেশন দাখিল করতে যাওয়ার প্রাক্কালে এমনটাই দাবী করলেন বিজেপির দক্ষিণ মালদার প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।
বিশাল সুসজ্জিত বর্ণময় মিছিল নিয়ে বৃহস্পতিবার নমিনেশন দাখিল করতে চলেছেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। নমিনেশন দাখিলের মিছিলে পা মেলালেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থ সারথী ঘোষ, সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি, বিজেপি নেতা গোবিন্দ চন্দ্র মন্ডল সহ অসংখ্য বিজেপি কর্মী-সমর্থক।
উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে মালদা জেলা যুব তৃণমূলের উদ্যোগে নির্বাচনী কর্মীসভা। হবিবপুর ব্লক যুব তৃণমূলের বুথ ভিত্তিক নির্বাচনী কর্মীসভা। হয়ে গেল বুলবুলচন্ডীতে। উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মন্ডল, হবিবপুর ব্লক যুব তৃণমূলের সভাপতি মৃগার মোহন সরকার, হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি কিষ্ট মুর্মু সহ আরও অনেকেই।
SABAR CABLE #NEWS 17_04_2024 PART 04
SABAR CABLE #NEWS 17_04_2024 PART 03
SABAR CABLE #NEWS 17_04_2024 PART 02
SABAR CABLE #NEWS 17_04_2024 PART 01
কাঠ ফ্যাক্টরিতে বিশৃংসী অগ্নিকান্ড। পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার কাঠ। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার গ্রীণ মার্কেট এলাকায়।
কাঠ ফ্যাক্টরিতে বিশৃংসী অগ্নিকান্ড। পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার কাঠ। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার গ্রীণ মার্কেট এলাকায়।
বুধবার রাম নবমীর পুণ্য তিথিতে নব নির্মিত দুর্গা মন্ডপের শুভ দ্বারোদঘাটন হয়ে গেল মালদা শহরের দক্ষিণ সিঙ্গাতলা এলাকায়। স্থানীয় ইন্দু স্মৃতি সংঘের উদ্যোগে প্রায় এগারো লক্ষ টাকা বরাদ্দে নব নির্মিত দুর্গা মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা, ইন্দু স্মৃতি সংঘের সভাপতি শুভাশিস সরকার সহ আরও অনেকেই। তারা সকলে মিলে এদিন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঢাক বাজিয়ে ফিতে কেটে মন্দিরের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর মন্দির প্রাঙ্গণে প্রাণ প্রতিষ্ঠার পুজো অনুষ্ঠিত হয়। পুজোয় সামিল হন এলাকার ভক্তিমতি পুরুষ ও মহিলারা।
রাম নবমী উপলক্ষে বিশ্বহিন্দু পরিষদের উদ্যোগে কলসযাত্রা সহ ধর্মীয় শোভাযাত্রার আয়োজন। শোভাযাত্রা শুরু হল হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী শালগমভিটা থেকে। বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রা শেষ হল মধ্যম কেন্দুয়ায়। শোভাযাত্রায় রাম ভক্তদের সাথে পায়ে পা মেলালেন হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু সহ অন্যান্যরা।
রাম নবমী উপলক্ষে মালদা শহরে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা। শ্রীরাম নবমী উদযাপন সমিতির উদ্যোগে শোভাযাত্রা শুরু হল মালদা শহরের রামকৃষ্ণপল্লীর ময়দান থেকে। শোভাযাত্রায় অসংখ্য রাম ভক্তের সাথে পায়ে পা মেলালেন বিজেপির দক্ষিণ মালদার প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তার উপস্থিতিতেই রাম ভক্তরা প্রবল হর্ষ-উল্লাস সহকারে পরিক্রমা করলেন গোটা মালদা শহর।
রাম নবমী উদযাপন সমিতির উদ্যোগে মালদা শহরে শুরু হতে চলেছে রাম নবমীর বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নিতে চলেছে অসংখ্য রামভক্ত। শোভাযাত্রা অংশ নিতে মালদা শহরের রামকৃষ্ণপল্লী ময়দানে হাজির হয়েছেন দক্ষিন মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।
বুধবার রাম নবমী। তাই রাম নবমী উপলক্ষে বুধবার পুরাতন মালদার রাম ভক্তরা মিলে আয়োজন করলেন এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা। শোভাযাত্রায় পা মেলালেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই শোভাযাত্রা পুরাতন মালদা পৌরসভার ১নং ওয়ার্ড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। শোভাযাত্রায় সামিল রাম ভক্তরা মেতে ওঠেন রাম নবমীর আনন্দ উচ্ছ্বাসে। শোভাযাত্রা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পুলিশ প্রশাসন।