SABAR CABLE

SABAR CABLE SABAR CABLE, NEWS & MEDIA
জেলার সব খবর সবার আগে পেতে FOLLOW করুন আমাদের পেজ-কে

18/04/2024

SABAR CABLE 18_04_2024 PART 03

18/04/2024

SABAR CABLE 18_04_2024 PART 04

18/04/2024

SABAR CABLE 18_04_2024 PART 02

18/04/2024

SABAR CABLE 18_04_2024 PART 01

18/04/2024

MALDAI CM MAMATA BANERJEE

18/04/2024

উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে মালদা জেলা যুব তৃণমূলের উদ্যোগে নির্বাচনী কর্মীসভা। হবিবপুর ব্লক যুব তৃণমূলের বুথ ভিত্তিক নির্বাচনী কর্মীসভা। হয়ে গেল বুলবুলচন্ডীতে। উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মন্ডল, হবিবপুর ব্লক যুব তৃণমূলের সভাপতি মৃগার মোহন সরকার, হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি কিষ্ট মুর্মু সহ আরও অনেকেই।

18/04/2024

দক্ষিণ মালদায় এবার পদ্মফুল ফুটছে--বৃহস্পতিবার নমিনেশন দাখিল করতে যাওয়ার প্রাক্কালে এমনটাই দাবী করলেন বিজেপির দক্ষিণ মালদার প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।

18/04/2024

বিশাল সুসজ্জিত বর্ণময় মিছিল নিয়ে বৃহস্পতিবার নমিনেশন দাখিল করতে চলেছেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। নমিনেশন দাখিলের মিছিলে পা মেলালেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থ সারথী ঘোষ, সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি, বিজেপি নেতা গোবিন্দ চন্দ্র মন্ডল সহ অসংখ্য বিজেপি কর্মী-সমর্থক।

17/04/2024

SABAR CABLE 17_04_2024 PART 01

17/04/2024

SABAR CABLE 17_04_2024 PART 04

17/04/2024

SABAR CABLE 17_04_2024 PART 03

17/04/2024

SABAR CABLE 17_04_2024 PART 02

17/04/2024

বুধবার রাম নবমীর পুণ্য তিথিতে নব নির্মিত দুর্গা মন্ডপের শুভ দ্বারোদঘাটন হয়ে গেল মালদা শহরের দক্ষিণ সিঙ্গাতলা এলাকায়। স্থানীয় ইন্দু স্মৃতি সংঘের উদ্যোগে প্রায় এগারো লক্ষ টাকা বরাদ্দে নব নির্মিত দুর্গা মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা, ইন্দু স্মৃতি সংঘের সভাপতি শুভাশিস সরকার সহ আরও অনেকেই। তারা সকলে মিলে এদিন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঢাক বাজিয়ে ফিতে কেটে মন্দিরের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর মন্দির প্রাঙ্গণে প্রাণ প্রতিষ্ঠার পুজো অনুষ্ঠিত হয়। পুজোয় সামিল হন এলাকার ভক্তিমতি পুরুষ ও মহিলারা।

17/04/2024

রাম নবমী উপলক্ষে বিশ্বহিন্দু পরিষদের উদ্যোগে কলসযাত্রা সহ ধর্মীয় শোভাযাত্রার আয়োজন। শোভাযাত্রা শুরু হল হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী শালগমভিটা থেকে। বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রা শেষ হল মধ্যম কেন্দুয়ায়। শোভাযাত্রায় রাম ভক্তদের সাথে পায়ে পা মেলালেন হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু সহ অন্যান্যরা।

17/04/2024

রাম নবমী উপলক্ষে মালদা শহরে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা। শ্রীরাম নবমী উদযাপন সমিতির উদ্যোগে শোভাযাত্রা শুরু হল মালদা শহরের রামকৃষ্ণপল্লীর ময়দান থেকে। শোভাযাত্রায় অসংখ্য রাম ভক্তের সাথে পায়ে পা মেলালেন বিজেপির দক্ষিণ মালদার প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তার উপস্থিতিতেই রাম ভক্তরা প্রবল হর্ষ-উল্লাস সহকারে পরিক্রমা করলেন গোটা মালদা শহর।

17/04/2024

রাম নবমী উদযাপন সমিতির উদ্যোগে মালদা শহরে শুরু হতে চলেছে রাম নবমীর বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নিতে চলেছে অসংখ্য রামভক্ত। শোভাযাত্রা অংশ নিতে মালদা শহরের রামকৃষ্ণপল্লী ময়দানে হাজির হয়েছেন দক্ষিন মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।

17/04/2024

বুধবার রাম নবমী। তাই রাম নবমী উপলক্ষে বুধবার পুরাতন মালদার রাম ভক্তরা মিলে আয়োজন করলেন এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা। শোভাযাত্রায় পা মেলালেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই শোভাযাত্রা পুরাতন মালদা পৌরসভার ১নং ওয়ার্ড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। শোভাযাত্রায় সামিল রাম ভক্তরা মেতে ওঠেন রাম নবমীর আনন্দ উচ্ছ্বাসে। শোভাযাত্রা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পুলিশ প্রশাসন।

16/04/2024

SABAR CABLE 16_04_2024 PART 04

16/04/2024

SABAR CABLE 16_04_2024 PART 02

16/04/2024

SABAR CABLE 16_04_2024 PART 03

16/04/2024

SABAR CABLE 16_04_2024 PART 01

16/04/2024

প্রায় চারশো বছরের প্রাচীন প্রথা মেনে ২রা বৈশাখ গম্ভীরা গান এবং ৩রা বৈশাখ চামুন্ডা ও বুড়িকালী মাতার মুখা নাচকে ঘিরে এক মহা মিলন উৎসব হয়ে গেল পুরাতন মালদায়।এই উপলক্ষে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উৎসব মুখরিত হয়ে ওঠে পুরাতন মালদা পৌরসভার বাচামারি এলাকা। সোমবার সন্ধ্যায় বাচামারি নিমতন্নী এলাকায় ঐতিহ্যবাহী গম্ভীরা গানের শুভ সূচনা হয়। সূচনা লগ্নে উপস্থিত ছিলেন স্থানীয় ৭নং ওয়ার্ডের কাউন্সিলার শত্রুঘ্ন সিনহা বর্মা সহ আরো অনেকেই। তাদের উপস্থিতিতেই মশাল নাচের মাধ্যমে গম্ভীরা গানের শুভ সূচনা হয়। যা দেখতে বাচামারি সহ আশপাশের এলাকা থেকে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। উৎসব মুখরিত হয়ে ওঠে গোটা বাচামারি এলাকা।

15/04/2024

SABAR CABLE 15_04_2024 PART 04

15/04/2024

SABAR CABLE 15_04_2024 PART 03

15/04/2024

SABAR CABLE 15_04_2024 PART 02

15/04/2024

SABAR CABLE 15_04_2024 PART 01

15/04/2024

প্রতি বছরের মতো এবারও পুরাতন মালদার সাহাপুর ভারত সেবাশ্রম সংঘে শুরু হল চারদিন ব্যাপী শ্রীশ্রী বাসন্তী পূজা মহোৎসব ও হিন্দুধর্ম শিক্ষা-সংস্কৃতি সম্মেলন।

15/04/2024

ফাঁকা গৃহস্থ বাড়ির তালা ভেঙে চুরির ঘটনা ঘটাল দুষ্কৃতীরা। ঘরে ঢুকে আলমারি ভেঙে এক ভরি ওজনের সোনার হার নিয়ে চম্পট দিল কেউ বা কারা। গত শনিবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার কাটারা বাজার ঘোষপাড়া এলাকায়। ঘটনায় পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হয়েছে মালদা খানায়। সেই মতো পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

15/04/2024

সততার পরিচয় দিলেন মালদার ইংরেজবাজার থানার এক সিভিক ভলান্টিয়ার। হাসপাতাল চত্বরে রোগীর পরিবারের কয়েক হাজার টাকা পড়ে পেয়েও ফিরে দিলেন প্রকৃত দাবীদারের হাতে। জানা গেছে, ওই সিভিক ভলান্টিয়ারের নাম গৌতম চৌধুরী, বাড়ি ইংরেজবাজারের খাসকোল এলাকায়। তিনি রবিবার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে কর্মরত ছিলেন। ওই সময় সাহাপুর এলাকার এক রোগীর পরিবারের আত্মীয়ের সাড়ে তিন হাজার টাকা হাসপাতাল চত্বরে পড়ে পান। কিন্তু তিনি সেই টাকা পকেটস্থ না করে প্রকৃত দাবীদারকে খুঁজে তার হাতে তুলে দেন। টাকা পেয়ে বেজায় খুশি হন রোগীর আত্মীয়। তিনি জানান, তার স্বামী অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। তাই অসুস্থ স্বামীর জন্য সাড়ে তিন হাজার টাকা ওষুধ কিনতে বেড়িয়েছিলেন। কিন্তু অসাবধনতাবশত সেই টাকা তার থেকে পড়ে যায়। এরপর তিনি টাকার জন্য কান্নাকাটি শুরু করেন। ওই সময় গৌতম চৌধুরী নামে এক সিভিক ভলান্টিয়ার এগিয়ে এসে তাকে, হারিয়ে যাওয়া টাকা ফেরত দেন। এতে তিনি যারপরনায় খুশি হয়েছেন। তাই ওই সিভিক ভলান্টিয়ারকে তিনি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন।

15/04/2024

আমরা বলছি খেলা হবে। কিন্তু প্রতিপক্ষরা মাঠে নামতেই ভয় পাচ্ছেন। রবিবার রতুয়া বিধানসভা এলাকায় ভোট প্রচারে বেড়িয়ে কার্যত এমনটাই বললেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। এদিন তিনি সামসীর মতিগঞ্জ কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে বের হন। এরপর সামসী, রতুয়া, শ্রীপুর, বাহাড়াল সহ বিভিন্ন এলাকায় প্রচারে কার্যত ঝড় তোলেন। কোথাও তিনি ধামসা মাদল বাজিয়ে প্রচারে ভোটারদের নজর কাড়েন। আবার কোথাও রোড শো করে, কিংবা পায়ে হেঁটেই ভোট প্রচার করে ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেন।

Address

RATHBARI MORE
English Bazar
732101

Alerts

Be the first to know and let us send you an email when SABAR CABLE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SABAR CABLE:

Videos

Share

Nearby media companies



You may also like