KHOBOR 24x7

KHOBOR 24x7 News , Sports, Political , District, State, National , international, etc

28/11/2022

Gujarat Election_ चुनाव से पहले जनसंख्या नियंत्रण का मुद्दा लाना क्या ध्रुवीकरण का नया तरीका है

28/11/2022

BJP Janaakrosh Yatra_ BJP का Rajasthan मिशन 1 दिसंबर से शुरु, जन आक्रोश यात्रा का होगा आयोजन
Video Credit India TV

28/11/2022

BJP New Poster on Satyendar Jain_ AAP पर BJP का नया पोस्टर अटैक, तिहाड़ होटल सर्विस के नाम से पोस्टर
Video Credit India TV

28/11/2022

Gujarat Assembly Election 2022_ केजरीवाल को टेंशन, गुजरात का हो गया 'हृदय परिवर्तन'
Video Credit INdia TV

28/11/2022

Bisleri Story_ बोतलबंद पानी के आइडिया को लोगों ने बताया था बकवास, देखिए Bisleri की कहानी
Video Credit India TV

28/11/2022

Population Control Law_ जनसंख्या नियंत्रण कानून को कोई नहीं रोक सकता, जनसंख्या कानून जरुरी
Video Credit INdia TV

28/11/2022

Gujarat Assembly Election 2022_ गुजरात में किसे सबसे बड़ा सेटबैक लगने वाला है_ देखिए यह रिपोर्ट
Video Credit India TV

03/11/2022
30/10/2022

Fatafat 50_ Non-Stop Superfast बुलेटिन में देखिए सुबह की देश-विदेश की 50 बड़ी खबरें

30/10/2022

Super 100_ आज सुबह की 100 बड़ी ख़बरें फटाफट अंदाज में _ News in Hindi _Top 100 News _(720p)

30/10/2022

Seoul Halloween_ साउथ कोरिया के सियोल में दर्दनाक हादसा, सिओल में हैलोवीन फेस्टिवल के दौरान भगदड़ (720p)

30/10/2022

Super 100_ आज दिनभर की 100 बड़ी ख़बरें फटाफट अंदाज में _ News in Hindi _Top 100 News (720p)

30/10/2022

पीएम मोदी आज से 3 दिन के गुजरात दौरे पर, मिलिट्री ट्रांसपोर्ट एयरक्राफ्ट प्लांट की शुरुआत करेंगे (720p)

30/10/2022

Fire In Guwahati_ Assam के Guwahati में लगी भीषण आग..आधी रात में अगलगी की घटना से मचा हड़कंप (720p)

30/10/2022

Seoul's Halloween horror_ At least 149 killed, 150 injured after crowd surge in South Korea

30/10/2022

Mizoram की राजधानी Aizawl में लगी भीषण आग, चपेट में आने से 4 लोगों की मौत, 10 से ज्यादा झुलसे (720p)

30/10/2022

Super 50_ Top Headlines This Morning _ LIVE News in Hindi _ Hindi Khabar _ Video Credit By India Tv News Channel

28/10/2022

Video Credit By India TV News Channel

27/10/2022

Video Credit By India TV News Channel.

West Midnapore News: বাবাকে খুন করে বাথরুমের গর্তে পুঁতে ফেলার অভিযোগ, কাঠগড়ায় দুই ছেলে:Sabang News Update: স্থানীয় সূত...
11/07/2022

West Midnapore News: বাবাকে খুন করে বাথরুমের গর্তে পুঁতে ফেলার অভিযোগ, কাঠগড়ায় দুই ছেলে:

Sabang News Update: স্থানীয় সূত্রে খবর, কিছু দিন ধরেই নিখোঁজ ছিলেন সুভাষ প্রামাণিক নামে ওই ব্যক্তি। তাঁর খোঁজে তল্লাশি চলছিলই। বাথরুম থেকে গন্ধ বেরোতে শুরু করে। স্থানীয়রা বেগতিক বুঝেই খবর দেয় পুলিশকে।

বাবাকে খুন করে বাথরুমের গর্তে পুঁতে ফেলার অভিযোগ। অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) সবংয়ের (Sabang) ঘটনা। কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন সুভাষ প্রামাণিক। পরে বাড়ির বাথরুমের ভিতর থেকে গন্ধ ছড়ানোয় পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পরে সবং থানার পুলিশ দেহ উদ্ধার করে। গ্রেফতার ১ ছেলে, পলাতক অন্য ছেলে, তদন্তে পুলিশ।

বাবাকে খুনের অভিযোগ ছেলেদের বিরুদ্ধে: স্থানীয় সূত্রে খবর, কিছু দিন ধরেই নিখোঁজ ছিলেন সুভাষ প্রামাণিক নামে ওই ব্যক্তি। তাঁর খোঁজে তল্লাশি চলছিলই। এদিন বাথরুম থেকে গন্ধ বেরোতে শুরু করে। স্থানীয়রা বেগতিক বুঝেই খবর দেয় পুলিশকে। পুলিশ এসে বাথরুম খুলতেই দেহ মেলে। ঘটনায় ইতিমধ্যেই এক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক আরেক ছেলে। কিন্তু কী কারণে খুন? পারিবারিক বিবাদ? সম্পত্তি নিয়ে বিবাদ? নাকি অন্যকিছু? ঘটনার তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ।

এদিকে মৃত এনভিএফ কর্মীর ছেলে পরিচয়ে চাকরি হাতানোর চেষ্টার অভিযোগ উঠল। অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর কোতয়ালি থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন নিজেকে এনভিএফ অ্যাসোসিয়েশনের পদাধিকারী বলে দাবি করেছেন। ধৃত ৩ জনের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। পুলিশ সূত্রে খবর, মৃত এনভিএফ কর্মী নারায়ণ মাইতির ছেলে পরিচয়ে চাকরির আবেদন করেন কেশিয়াড়ির বাসিন্দা উজ্জ্বল মাইতি। পুলিশের স্পট ভেরিফিকেশনে ভুয়ো তথ্য ধরা পড়ে। শনিবার ওই যুবক-সহ জালিয়াতি চক্রের আরও ২ পাণ্ডাকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে, কৃষকদের বিলির জন্য রাখা বীজধান লুঠের অভিযোগ উঠল, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের তৃণমূল পরিচালিত এক পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে। আর অভিযোগ এনেছেন খোদ প্রধান। এনিয়ে শুরু হয়েছে তরজা। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

Anis Khan Death : ‘খুন হননি আনিস খান’ চার্জশিটে দাবি SIT এর :পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : আনিস খান ( Anish Khan ) মৃত্যুর ত...
11/07/2022

Anis Khan Death : ‘খুন হননি আনিস খান’ চার্জশিটে দাবি SIT এর :

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : আনিস খান ( Anish Khan ) মৃত্যুর তদন্তে নয়া মোড়। আদালতের নির্দেশে হাওড়ার (Howrah Student Leader ) ছাত্রনেতার মৃত্যুর তদন্ত করছিল সিট। সেই SIT - এর চার্জশিটে চাঞ্চল্যকর দাবি। সেখানে উল্লেখ, ‘খুন হননি আনিস খান’, পরিবারের দাবি খারিজ সিটের করা হয়েছে চার্জশিটে ।

আনিস খানের রহস্যমৃত্যুর প্রেক্ষাপট
চলতি বছরের আঠেরোই ফেব্রুয়ারির রাতে, নিজের বাড়িতেই ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যু হয়। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে, সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। শুনানি চলাকালীন একাধিকবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। শেষ পর্যন্ত, রাজ্য পুলিশের SIT’র তদন্তে আস্থা রাখে কলকাতা হাইকোর্ট। সেই আনিস-কাণ্ডে উলুবেড়িয়া আদালতে চার্জশিট জমা দিল তদন্তকারীরা। চার্জশিটে নাম রয়েছে আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তীর নাম । চার্জশিটে নাম রয়েছে এক এএসআই, এক হোমগার্ড ও দুই সিভিক ভলান্টিয়ারের।

সিটের দাবি কী কী
চার্জশিটে সিটের দাবি, ‘আনিসের মৃত্যু হয়েছে উপর থেকে পড়েই মৃত্যু। পুলিশের গাফিলতির জেরে মৃত্যু আনিস খানের' , উল্লেখ চার্জশিটে, খবর সূত্রের। দাবি, ‘কর্ণাটকে হিজাব-বিতর্ক নিয়ে আনিসের পোস্টের পর পুলিশ হানা দেয় আনিসের বাড়িতে ’। ‘পুলিশের হানার পর উপর থেকে পড়ে আনিসের মৃত্যু’ উল্লেখ উলুবেড়িয়া আদালতে জমা দেওয়া সিটের রিপোর্টে ।

পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের
আনিসের মৃত্যুর পর পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে নিহত ছাত্রনেতার পরিবার। তাঁদের অভিযোগ ছিল, ঘটনার দিন স্থানীয় একটি জলসায় যান আনিস। রাতে সেখান থেকে ফেরার পর, তাঁর খোঁজে বাড়িতে আসেন চার জন। এঁদের মধ্যে একজন পুলিশের পোশাকে ছিলেন। হাতে ছিল বন্দুক। বাকি তিন জন সিভিক ভলান্টিয়ারের পোশাক পরে ছিলেন।
পরিবারের আরও অভিযোগ, বাবাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে আটকে রেখে আনিসকে তিন তলায় নিয়ে যাওয়া হয়।
এরপর, বাড়ির নিচ থেকে আনিসকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর!

Dilip Ghosh: ঠিক সময়ে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে, ভয়ে যাচ্ছেন না: দিলীপ ঘোষ: কলকাতা: আজ শিয়ালদা মেট্রোর উদ্বোধ...
11/07/2022

Dilip Ghosh: ঠিক সময়ে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে, ভয়ে যাচ্ছেন না: দিলীপ ঘোষ:

কলকাতা: আজ শিয়ালদা মেট্রোর উদ্বোধন। তবু শিয়ালদা মেট্রোর উদ্বোধন ঘিরে তরজা জারি। আজই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মেট্রোর উদ্বোধন করবেন। শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীকে (Cm Mamata Banerjee) আমন্ত্রণ জানানোয় উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। এ প্রসঙ্গে তৃণমূলকে পাল্টা আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। ‘ঠিক সময়ে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। খড়গপুরে কোনও প্রশাসনিক বৈঠকে সাংসদকে ডাকা হয় না। বিজেপি (BJP) সবাইকে নিয়ে চলতে চায়। তৃণমূলের যাওয়ার মুখ নেই, তাই ভয়ে যাচ্ছেন না।’ কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেতালবাগিচা এলাকায় চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি এই মন্তব্য করেছেন।

কাজ শেষ, অবশেষ দীর্ঘ টালবাহানা ও জল্পনার পর মিলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি বা CRS’র ছাড়পত্র! এই অবস্থায় অবশেষে চালু হচ্ছে শিয়ালদা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের পরিষেবা। আজ শিয়ালদা মেট্রোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে, স্থানীয় সাংসদ ও তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে।

কিন্তু, শুরুতে আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর শিয়ালদা মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর ঘটনায় তৈরি হয় বিতর্ক। সোমবার শিয়ালদা মেট্রোর উদ্বোধনের দিন দুপুরে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার GTA’র শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা।

এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম মন্তব্য করেন, বাংলার মানুষকে এইভাবে বোকা বানানো যায় না। বাংলার মানুষ জানে এই মেট্রো সম্প্রসারণ থেকে পরিকল্পনা টোটালটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। এরা মানুষের কাজ করবে কি করে। শুধু হিংসা রাজ্যের জন্য নয় মানুষের জন্য নয়, শুধু পার্টির জন্য বিজেপির জন্য।

এর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের, প্রথম পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানেও আমন্ত্রিতদের তালিকায় ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। সম্প্রতি, কামারকুণ্ডুর রেল ওভার ব্রিজের উদ্বোধন নিয়ে কেন্দ্র-রাজ্যের দড়ি টানাটানি চরমে ওঠে। প্রথমে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। যাতে রেলের তরফে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

এর পর, ৭ দিনের মধ্যে ফের ওই রেল ওভার ব্রিজের উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী। তাতে অবশ্য হুগলির বিধায়ক ও রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

তবে গতকাল অর্থাৎ রবিবার শেষ মুহূর্তে মুখ্য়মন্ত্রীর কাছে আমন্ত্রণ গিয়েছে বলে খবর। যদিও সকাল হতেই ফের বিতর্ক তৈরি হয়। সোমবার সকালে আমন্ত্রণ পত্র প্রকাশ্যে আসার পর দেখা যায় সেখানে নাম নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, নাম ছিল না মেয়র এবং রাজ্যপালেরও।

Sri Lanka Economic Crisis: রাষ্ট্রপতির বাড়িতে লুকনো লক্ষ লক্ষ টাকা! শ্রীলঙ্কার বিক্ষোভকারীদের টাকা গোনার ভিডিও ভাইরাল! :...
11/07/2022

Sri Lanka Economic Crisis: রাষ্ট্রপতির বাড়িতে লুকনো লক্ষ লক্ষ টাকা! শ্রীলঙ্কার বিক্ষোভকারীদের টাকা গোনার ভিডিও ভাইরাল! :

কলম্বো: টাকার অভাবে অভূতপূর্ব অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা! আর এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য জানালেন সরকার বিরোধী বিক্ষোভকারীরা! রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবনে হামলা করে সেই প্রাসাদের ভিতরে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করেছেন তাঁরা, দাবি বিক্ষোভকারীদের! শ্রীলঙ্কার মোট বৈদেশিক ঋণের পরিমাণ এখন দাঁড়িয়েছে ৫১ বিলিয়ন মার্কিন ডলার। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হচ্ছে যেখানে বিক্ষোভকারীদের লুকিয়ে রাখা ওই নোট গুনতে দেখা গিয়েছে। উদ্ধার করা বিপুল পরিমাণ অর্থ নিরাপত্তা বিভাগকে হস্তান্তর করার কথাও বলা হয়েছে, জানিয়েছে ডেইলি মিরর পত্রিকা। কর্তৃপক্ষ জানিয়েছে, এই তথ্য বিষয়ে তদন্ত করার পরে পদক্ষেপ করা হবে।শনিবার হাজারে হাজারে সরকার বিরোধী বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে মধ্য কলম্বোয় রাজাপক্ষের বাসভবনে ঢুকে পড়েন। দ্বীপরাষ্ট্রের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে রাজাপক্ষের পদত্যাগের দাবিতে দীর্ঘ সময় ধরেই বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের আরেকটি দল প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনে ঢুকেও আগুন ধরিয়ে দেয়।রাষ্ট্রপতি কোথায় রয়েছেন, তাঁর অবস্থান এখনও জানা যায়নি। বিক্ষোভকারীরা শহরে ঢুকে পড়ার পর থেকে তাঁর একমাত্র যোগাযোগ ছিল সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনার সঙ্গে। শনিবার গভীর রাতে রাজাপক্ষ ঘোষণা করেছেন, বুধবার রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করবেন তিনি। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত নেতাদের সর্বদলীয় বৈঠকের পর আবেবর্ধনা তাঁকে পদত্যাগের জন্য চিঠি লেখার পরেই এই সিদ্ধান্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি রাজাপক্ষ।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুইয়ের অনুপস্থিতিতে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন। পরবর্তীতে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের মধ্যে একটি নির্বাচন হতে হবে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও পদত্যাগের প্রস্তাব দিয়েছেন। গত মে মাসে, রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষের বড় ভাই এবং তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষকে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করতে হয়েছিল।

শ্রীলঙ্কার অনেকের চোখেই এলটিটিই-এর বিরুদ্ধে গৃহযুদ্ধে জয়লাভের নায়ক হিসাবে প্রশংসিত রাজাপক্ষ ভাইরা, অর্থাৎ মাহিন্দা এবং গোটাবায়া। কিন্তু তাঁরাই এখন দেশের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের জন্য দায়ী।

Covid update: দৈনিক সংক্রমণে শীর্ষে পশ্চিমবঙ্গ, তবে ২৪ ঘণ্টায় দেশ জুড়ে কমল আক্রান্তের সংখ্যা  :স্বাস্থ্য মন্ত্রকের কোভি...
11/07/2022

Covid update: দৈনিক সংক্রমণে শীর্ষে পশ্চিমবঙ্গ, তবে ২৪ ঘণ্টায় দেশ জুড়ে কমল আক্রান্তের সংখ্যা :

স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, দেশ জুড়ে দৈনিক সংক্রমিতের সংখ্যা অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত ১৬,৬৭৮।

টানা চার দিন দেশে কোভিড সংক্রমিতের সংখ্যা ১৮ হাজারের উপরে থাকলেও সোমবার সেই সংখ্যা এক ধাক্কায় অনেকটা নামল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্তের সংখ্যা কমে হল ১৬,৬৭৮। রবিবার এই সংখ্যা ছিল ১৮,২৫৭। রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির দিকে নজর রাখলে দেখা যায়, দৈনিক সংক্রমণের তালিকায় কেরল, তামিলনা়ড়ু ও মহারাষ্ট্রকে ছাপিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা তিন হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমিতের সংখ্যা ২,৯৬২। এর পরে রয়েছে কেরল (২,৮৮৪), মহারাষ্ট্র (২,৫৯১), তামিলনাড়ু(২,৫৩৭) ও কর্নাটক (৯৪২)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৪,৬২৯ জন।

এখনও পর্যন্ত দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৯ লক্ষ ৮৩ হাজার ১৬২ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ।কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও কমেছে অনেকটাই। দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬ জনের। এর মধ্যে কেরলে মৃতের সংখ্যা সর্বোচ্চ। কেরলেই ১৮ জন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। এ ছাড়া পশ্চিমবঙ্গে চার জন, রাজধানীতে দু’জন এবং হিমাচল প্রদেশ ও অন্ধ্রপ্রদেশে এক জন করে মৃত্যুর খবর মিলেছে। রবিবার কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ৪২। পরিসংখ্যান অনুযায়ী, কোভিডে আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৫ হাজার ৪৫৪।

গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার অনেকটাই বেড়ে হল ৫.৯৯ শতাংশ। রবিবার দৈনিক সংক্রমণের হার ছিল ৪.২২ শতাংশ। সারা ভারতে এখনও পর্যন্ত ১৯৮ কোটি ৮৮ লক্ষ ৭৭ হাজার ৫৩৭ টিকাকরণ হয়েছে।

Address

Malda
English Bazar
732101

Telephone

+919434870007

Alerts

Be the first to know and let us send you an email when KHOBOR 24x7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in English Bazar

Show All