Durgapur Football

🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿 Wales’ first goal at the FIFA World Cup for 64 years! Who else? Gareth Bale, Wales’ saviour and tonight’s Budwei...
22/11/2022

🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿 Wales’ first goal at the FIFA World Cup for 64 years!

Who else? Gareth Bale, Wales’ saviour and tonight’s Budweiser Player of the Match.

Budweiser Football

A winning start for the Netherlands! 🍊 |
22/11/2022

A winning start for the Netherlands! 🍊

|

When someone asks us about Top 3 Active International Goalscorers!😉
22/11/2022

When someone asks us about Top 3 Active International Goalscorers!😉

21/11/2022
Cr7 cross 500 Million on Instagram
21/11/2022

Cr7 cross 500 Million on Instagram

21/11/2022

FIFA World Cup ⚽ 2022 Frist match Qater vs Ecuador full match highlights.
Video JioCinema
Please do not give copyright strike
You can also watch on cinema

21/11/2022

Fifa world cup হাইলাইট কি আপলোড করবো

20/11/2022
FIFA World Cup 2022!!!  🤩⚽ Match fixture Indian standard time
20/11/2022

FIFA World Cup 2022!!! 🤩⚽

Match fixture Indian standard time

Ecuador take the points in our first game at  !
20/11/2022

Ecuador take the points in our first game at !

The show begins
20/11/2022

The show begins

অভিশপ্ত নামক ইনজুরি তাদের ফিফা 2022 কাতার বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ করে দিল। 😪😪💔💔১.আর্জেন্টিনার সেন্টার মিডফিল্ডার জিওভা...
20/11/2022

অভিশপ্ত নামক ইনজুরি তাদের ফিফা 2022 কাতার বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ করে দিল। 😪😪💔💔

১.আর্জেন্টিনার সেন্টার মিডফিল্ডার জিওভানি লো সেলসো। 💔 😪 🇦🇷

2.ভালবাসার একজন প্রিয় খেলোয়াড় সেনেগাল প্রাণ ভোমরা ফরওয়ার্ড সাদিও মানে। 💔 😪 🇸🇳

3.ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার আমার প্রিয় একজন খেলোয়াড় জাদুর কৌঠা ফিলিপ কৌতিনহো। 💔 😪 🇧🇷

4.ফ্রান্স তিন খেলোয়াড় মিডফিল্ডার পল পোগবা এবং ডিফেন্ডার এন'গোলো কান্তে 💔 এবং করিম বেনজেমা 😪 🇫🇷

5.জার্মান ফরওয়ার্ড টিমো ভার্নার। 💔 😪 🇩🇪

6.পর্তুগাল ফরওয়ার্ড ডিওগো জোটা। 💔😪 🇵🇹

7.নেদারল্যান্ড ডিফেন্ডার জর্জিনিও উইজনাল্ডাম। 💔 😪 🇳🇱

8.ইংল্যান্ড ডিফেন্ডার বেন চিলওয়েল, রিস জেমস।😪💔🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

9.উরুগুয়ে ডিফেন্ডার রোনাল্ড আরাউজো। 💔 😪 🇺🇾

10.মেক্সিকো ফরওয়ার্ড জেসুস করোনা। 💔 😪 🇲🇽

একজন ফুটবল প্রেমির কাছে একজন ফুটবলারের ইনজুরি নামক শব্দটা অনেক বেদনাদায়ক। 💔💔 😪😪

সকলে দ্রুত সুস্থতা কামনা করছি। 💔😪👏

🚨 𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚: Karim Benzema will MISS the World Cup due to a new injury, he’s not gonna be part of France squad.Kanté, Pog...
20/11/2022

🚨 𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚: Karim Benzema will MISS the World Cup due to a new injury, he’s not gonna be part of France squad.

Kanté, Pogba, Kimpembé, Maignan, Nkunku and now Benzema not available for France at World Cup.

Cristiano Ronaldo & Leo Messi in one frame.For Louis Vuitton🔥💫😳
19/11/2022

Cristiano Ronaldo & Leo Messi in one frame.
For Louis Vuitton🔥💫😳

একটি রাতের অপেক্ষা 🚨তারপরই শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২২এই বিশ্বকাপে কে ছিনিয়ে নেবে গোল্ডেন বুট এর তকমা ?জানাতে ভুল...
19/11/2022

একটি রাতের অপেক্ষা 🚨
তারপরই শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২২

এই বিশ্বকাপে কে ছিনিয়ে নেবে গোল্ডেন বুট এর তকমা ?
জানাতে ভুলবেন না কমেন্টে

We are just a sleep away from Football's Biggest Event 🚨

Who will take the Golden Boot in FIFA World Cup 2022 ?


তুমি তোমার জীবনের অর্ধেকটা মেসি-রোনালদোর ঝগড়াতে পার করে দিলে। আর তারা তাদের খেলোয়াড়ি জীবনের পুরোটা একে অন্যের প্রশংসায় প...
19/11/2022

তুমি তোমার জীবনের অর্ধেকটা মেসি-রোনালদোর ঝগড়াতে পার করে দিলে। আর তারা তাদের খেলোয়াড়ি জীবনের পুরোটা একে অন্যের প্রশংসায় পার করে দিল।

ওই যে পেলে-ম্যারাডোনা দ্বৈরথ দেখে ভেবেছো কখনো ? এক রোববারে পেলে কিন্তু ম্যারাডোনার কবরের সামনে গিয়ে কাঁদলো!

দৃশ্যমানভাবে যতো বড় প্রতিদ্বন্দীই হোক না কেন সত্যিকারের চ্যাম্পিয়নরা তলে তলে নিজেদের স্বার্থে একজোটই থাকে। আর তুমি শুধু রয়ে গেলে মার্কেটিং টুল।

অথবা
'বোকা বাক্সর' বড্ড বোকা
সেই শিকার...

19/11/2022

1 day to go

প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়ঃ পর্ব-১"A little over three minutes plus additional time remaining. As...
15/11/2022

প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়ঃ পর্ব-১

"A little over three minutes plus additional time remaining. As so often Portugal's hopes rest on Cristiano Ronaldo's shoulder.”

সোচির পুরো স্টেডিয়াম তখন নিশ্চুপ, শুনসান নিরব, একদম পিনপতন নিরবতা যাকে বলে। পিকের ফাউলে স্পেন বক্সের খানিকটা দূরে ফ্রি-কিক পেলো পর্তুগাল। বলটা নিয়ে বসালেন, গুণে গুণে তিন কদম পিছনে গেলেন। বুক ভরে নিশ্বাস নিলেন, তার চোখ তখন শিকারির চোখের ন্যায়। যেনো লক্ষ্য ঠিক করছেন, একটু পরেই ছুড়ে মারবেন তার তীর। রোনালদো এগিয়ে এলেন, এবং ফ্রি-কিক নিলেন। পুরো সোচি তখন উন্মত্ত, উন্মাদ। ধারাভাষ্যকারের গলায় ভাসছেঃ

Ronaldoooo! Oh, Genius! Absolute Genius! Exemplary! Perfection! And It's a hat trick for Cristiano Ronaldo! "

সোচির সেই রাতে ক্রিস্টিয়ানো ত্রাতা হয়ে এসেছিলেন পর্তুগালের জন্য। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে হ্যাটট্রিক, আর দলকে এনে দিলেন ১ পয়েন্ট। হারের মুখে থাকা দলকে টেনে নিয়ে এলেন খাদের কিনারা থেকে, মরোক্কোর বিপক্ষে করলেন আরো এক গোল! এক বিশ্বকাপে চার গোলই এখন পর্যন্ত ক্রিশ্চিয়ানোর সর্বোচ্চ।

নভেম্বর ১১, ২০১৩। সোলনার ফ্রেন্ডস অ্যারেনায় মুখোমুখি সুইডেন বনাম পর্তুগাল। ইব্রাহিমোভিচের ঘরের মাঠে সেদিন সুইডিশরা স্বপ্ন দেখেছিলো বিশ্বকাপের মঞ্চ মাতানোর। সেই স্বপ্নে সেদিন বাধা হয়ে এসেছিলেন একজনই। সোলনায় সেদিন রোনালদোর হ্যাটট্রিকের পরে ধারাভাষ্যকারের মুখে সেদিন বয়ে যাচ্ছিলো ক্রিস্টিয়ানো বন্দনা, "Irrepressible, Irreplaceable, A rampant Ronaldo has delivered a magnificent individual performance to end Sweden's hopes and send Portugal on their way, a hat-trick on the night, a goal in the first leg when it was all about determination, drive, and will to win."

আরো একটি কথা ছিলো এমন, ইব্রাহিমোভিচ সবসময় নিজেকে বিধাতার আসনে কল্পনা করে থাকেন, রোনালদো ঠিক তেমনটাই করে দেখালেন। পর্তুগালকে নিজের কাধে ভর করে নিয়ে গেলেন বিশ্বকাপের মঞ্চে, কিন্তু সেবার বিশ্বকাপের ঠিক আগ মুহুর্তেই ইনজুরিতে পড়ে স্বপ্নের আকাশে কালো মেঘ নেমে আসে। আলোয় ভরা পৃথিবীর যত অন্ধকার সব যেনো ঠিক তার সামনেই এসে পড়ে। সেবার আর গ্রুপ পর্ব উতরাতে পারে নি পর্তুগাল। পর্তুগালের টিম ডাক্তার তখন আফসোস করে বলেছিলেন, “ ইশ আমাদের যদি দুটো রোনালদো থাকতো!”

বিশ্বকাপের মঞ্চে রোনালদো মাঠে নেমেছেন ১৭ বার, গোল করেছেন ৭ টি। চার বিশ্বকাপে গোল করার গুটি কয়েক ফুটবলারদের মধ্যেও নিজের নাম লিখিয়েছেন এই পর্তুগিজ মহাতারকা। ক্রিস্টিয়ানোর বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছিলো ২০০৬ বিশ্বকাপে। সেবারের যাত্রা থেমেছিলো জিদান নামক এক জাদুকরের কাছে। পরের বিশ্বকাপে গেলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে। দক্ষিণ আফ্রিকায় সেবার বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে রোনালদোর যাত্রা থেমেছিলো রাউন্ড অফ ১৬ তেই। ২০১৪ বিশ্বকাপে মাঠে নেমেছিলেন ইনজুরি নিয়েই, কারণ দল তাকে ছাড়া তখন অচল। শেষমে

🚨 Remko Pasveer is Living The DREAM of His Life. 😍⬇️— At The Age of 37 : He joined Ajax on Free Transfer as Their Third ...
13/11/2022

🚨 Remko Pasveer is Living The DREAM of His Life. 😍⬇️

— At The Age of 37 : He joined Ajax on Free Transfer as Their Third Choice GK

— At The Age of 38 : He Became Ajax's First Choice GK

- Finally Made his Official debut for Netherlands National Team

— At The Age of 39 : He will be going to The 2022 FIFA World Cup 😍

It’s never too late to start! 😍👏

The Star In The Making 🔥 বয়স মাত্র ২৩ বছর, আছেন সময়ের অন্যতম সেরা গোলরক্ষকের ছায়াতলে। যখন সুযোগ পান নিজেকে মেলে ধরেন দুর...
13/11/2022

The Star In The Making 🔥

বয়স মাত্র ২৩ বছর, আছেন সময়ের অন্যতম সেরা গোলরক্ষকের ছায়াতলে। যখন সুযোগ পান নিজেকে মেলে ধরেন দুর্দান্ত ভাবে। গতরাতে ক্যারাবাও কাপে ডার্বির সাথে পেনাল্টি শুট-আউটে ৫টি শটের মাঝে ৩টি সেইভ দিয়ে লিভারপুল কে নিয়ে যান পরবর্তী রাউন্ডে। বলছি লিভারপুলের গোলরক্ষক কাওইমহিন কেলেহরের কথা।

এই ইয়াং গোলরক্ষক খেলা যে ম্যাচে ট্রাইবেকারে এ গড়িয়েছে এমন কোনো ম্যাচে সে হারতে দেয়নি তার দল লিভারপুলকে। সে লিভারপুল এর পক্ষে ৬টি ম্যাচের মাঝে ৪টি ম্যাচে ট্রাইবেকারে দলকে জিতেয়েছে। এর মাঝে উল্লেখ্য আর্সেনাল, চেলসি ও লেস্টার সিটি'র সাথে। যা লিভারপুলের গোলরক্ষকের মাঝে সর্বোচ্চ।

এই অল্প বয়সেই নিজেকে তৈরি করে ফেলেছেন পেনাল্টি স্পেশালিষ্ট হিসেবে।

12/11/2022
1️⃣1️⃣ more days to go!  ⚽   Fifa World Cup 1930 - কিছু না জানা কথা!1. 1930 সালে প্রথম বিশ্বকাপের আসর বসেছিল Uruguay র ম...
11/11/2022

1️⃣1️⃣ more days to go! ⚽

Fifa World Cup 1930 - কিছু না জানা কথা!

1. 1930 সালে প্রথম বিশ্বকাপের আসর বসেছিল Uruguay র মাটিতে। মূলত 1928 সালে Olympic Football এ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবং Uruguay র স্বাধীনতার 100 বছর উপলক্ষে Fifa বিশ্বকাপ করার দায়িত্ব Uruguay কে দেয়।

2. মোট 13 টি দলকে নিয়ে 1930 সালে প্রথম বিশ্বকাপ হয়েছিল।

3. 1930 একমাত্র বিশ্বকাপ যেখানে প্রতিযোগী দেশগুলি সরাসরি বিশ্বকাপের মূলপর্বে অংশগ্রহণ করে। কোনও Qualification Round খেলতে হয়নি।

4. সাতটি লাতিন আমেরিকার দল (Uruguay, Argentina, Brazil, Bolivia, Chile, Peru এবং Paraguay) এই বিশ্বকাপে অংশগ্রহণ করে। এরপর এখনও পর্যন্ত কোনও বিশ্বকাপেই এতগুলো লাতিন আমেরিকার দল একসাথে খেলে নি।

5. মূলত অতলান্তিক মহাসাগর পেরিয়ে আসতে বিপুল অর্থব্যয়ের কারণে অনেকগুলো ইউরোপিয়ান দল এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে নি। মাত্র চারটি ইউরোপীয় দেশ (France, Romania, Belgium এবং Yugoslavia) এবং দুটি উত্তর আমেরিকার দল (USA এবং Mexico) এই বিশ্বকাপে অংশগ্রহণ করে।

6. বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচ হয় 13th July" 1930. France vs Mexico এবং USA vs Belgium (দুটি ম্যাচ একই সময়ে শুরু হয়) ম্যাচ দিয়ে বিশ্ব ফুটবলে নতুন অধ্যায় শুরু হয়।

7. বিশ্বকাপের প্রথম গোল করেন France এর Lucien Laurent.

8. 1930 বিশ্বকাপে সর্ব্বোচ্চ গোল করেন Argentina র Guillermo Stabile.

9. ফাইনাল All Latin American ফাইনাল হয়। Uruguay 4-2 গোলে Argentina কে পরাজিত করে প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়।

10. এই বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই অন্তত একটি করে গোল হয়।

যাদের নাম ইতিহাসের পাতায় আজও লেখা রয়েছে তাদের কয়েকজন
1. Guillermo Stabile (Argentina)
2. Pedro Cea (Uruguay)
3. Bert Patenaude (USA)
4. Preguinho (Brazil)
5. Ivan Bek (Yugoslavia)

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা 1930 সালে যে নতুন দিশার সন্ধান দিয়েছিল আজও তার গুরুত্ব অপরিসীম। 1930 বিশ্বকাপের উল্লেখযোগ্য বিষয় হল ফাইনাল ম্যাচে দুই দলের সঙ্গে আনা দুটি বলে দুটি অর্ধে খেলা হয়েছিল অর্থাৎ দুই অর্ধে দুটি আলাদা বলে ফাইনাল ম্যাচ হয়েছিল।

"বিমানটি আকাশ থেকে পরে যাচ্ছে, আগামী ১ ঘন্টার মধ্যে যদি আমার কোন খোঁজ না পাও তাহলে বুঝে নিও আমি আর বেচে নেই! আমি জানিনা ...
06/11/2022

"বিমানটি আকাশ থেকে পরে যাচ্ছে, আগামী ১ ঘন্টার মধ্যে যদি আমার কোন খোঁজ না পাও তাহলে বুঝে নিও আমি আর বেচে নেই! আমি জানিনা আমাকে কেউ খুঁজতে এসে পাবে কিনা! বাবা তুমি তো জানো, আমার খুব ভয় করছে!
-ইমিলিয়ানো সালা
২০১৯ সালে তার এয়ারক্রাফটটি ক্র‍্যাশ হওয়ার আগে সালার লাস্ট মেসেজ ছিল এটি

২০১৯ সালে লিগ ওয়ানের ক্লাব নন্তেস থেকে প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিসের হয়ে চুক্তি করেন সালা। নন্তেস থেকে সতীর্থ, কোচ সবার থেকে বিদায় নিয়ে ফিরছিলেন কার্ডিসের উদ্দেশ্য। প্রিমিয়ার লিগে মাঠে নামার আগেই স্বপ্ন ভেঙে গেলো সালার। অসম্পূর্ণ রয়ে গেলো সুন্দর এই স্বপ্ন। খেলা হলো না প্রিমিয়ার লিগে। চলে গেলো তার প্রাণ। আস্ত একটা বিনাম হয়ে গেলো নিখোঁজ। সালা নিজেই বলেছিলে "এখানে আসা করো পক্ষে সম্ভব না।" তারা হয়তো সমুদ্রের এমন কোন স্থানে ছিলো যেখানে কারো পক্ষে পৌঁছানো সম্ভব না৷ উজ্জ্বল এক নক্ষত্র হারিয়ে গেলো জ্বলে উঠার আগেই।
সালাকে আমরা মনে রাখবো সারাজীবন। আজ বেঁচে থাকলে সালা পা দিতো ৩২ বছর বয়সে।

শুভ জন্মদিন সালা
(১৯৯০-২০১৯)

আজকালকার বাচ্চাকাচ্চাদের বুঝানো অসম্ভব যে, "হ্যা, এই পেটওয়ালা লোকটাই সর্বকালের সেরা নাম্বার নাইন!"
05/11/2022

আজকালকার বাচ্চাকাচ্চাদের বুঝানো অসম্ভব যে,

"হ্যা, এই পেটওয়ালা লোকটাই সর্বকালের সেরা নাম্বার নাইন!"

Trial
05/11/2022

Trial

01/11/2022

সিংহ - বিবেক সিংহ! 🦁 🔴🟡

08/10/2022

Hi

Route map of important Puja Pandal of DURGAPUR for Pandal hopping.DURGAPUR PUJOR CARNIVAL 2022Place: Chitralaya Mela Mai...
03/10/2022

Route map of important Puja Pandal of DURGAPUR for Pandal hopping.

DURGAPUR PUJOR CARNIVAL 2022
Place: Chitralaya Mela Maidan To Gandhi More
Time: 4 Pm Onwards
All are invited 🙏🙏🙏

02/10/2022

ফুটবল জগতের একটি কালো দিন ❗⚫

ইন্দোনেশিয়ান ফুটবল লিগ এক সপ্তাহের জন্য সাসপেন্ড হয়ে গেল ।
~ খবর অনুযায়ী ইন্দোনেশিয়ার পূর্ব জাভা এলাকায় আরেমা ফুটবল দল ও পার্সেবায়া সুরাবায়া সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং উন্মত্ত সমর্থকদের সামলাতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়, যার জেরে স্টেডিয়ামে পদপিষ্ট ও অন্যান্য কারণে এখনো পর্যন্ত 120 জনেরও বেশি ফুটবল ফ্যান ও দুজন পুলিস কর্মীর মৃত্যু হয়েছে !

Horrifying !

🔴সুনীল ছেত্রি দ্যা গেঁয়ো যোগী🔴কথায় আছে গেঁয়ো যোগী ভিক্ষা পায়না।সেদিন যখন বাংলার রাজ্যপাল ছবি তোলার সময় সুনীল ছেত্রি...
29/09/2022

🔴সুনীল ছেত্রি দ্যা গেঁয়ো যোগী🔴

কথায় আছে গেঁয়ো যোগী ভিক্ষা পায়না।
সেদিন যখন বাংলার রাজ্যপাল ছবি তোলার সময় সুনীল ছেত্রিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছিলেন তখন সারা দেশ গর্জে উঠেছে, ধিক্কার জানিয়েছে, আমিও জানিয়েছি।

কিন্তু আজ ? আজ যখন ফিফা নিজে রোনাল্ডো মেসি ও সুনীল ছেত্রিকে একসাথে ভিকট্রি স্ট্যান্ড এ দাঁড় করিয়ে ছবি পোষ্ট করছে তখন আমার দেশের মানুষই তুচ্ছ তাচ্ছিল্য করছে।

এখানে আমি তাদের বলতে চাই যে তাদের কটূক্তির মধ্যে আর বাংলার রাজ্যপালের সেদিনের কার্যকলাপের মধ্যে কি পার্থক্য রইলো?

ঘরের ছেলে বলে তার প্রতিভা কম?

আপনারা জানেন পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সারা বিশ্বে সর্বকালের সর্বোচ্চ দশ জন গোল স্কোরারের নাম কি?

🔴আসুন জেনে নেওয়া যাক🔴

1 ) Cristiano Ronaldo - Portugal - 117 Goals
2 ) Ali Daei - Iran - 109 Goals
3 ) Mokhtar Dahari - Malaysia - 89 Goals
4 ) Lionel Messi - Argentina - 86 Goals
5 ) Ference Puskas - Hungary - 84 Goals
6 ) Sunil Chhetri - India - 84 Goals
7 ) Ali Mabkhaut - UAE - 80 Goals
8 ) Godfery Chitalu - Zambia - 79 Goals
9 ) Hussein Saeed - Iraq - 78 Goals
10 ) Pele - Brazil - 77 Goals

এর মধ্যে প্রথম তিন জন অ্যাক্টিভ খেলোয়াড় হলেন যথাক্রমে রোনাল্ডো, মেসি এবং সুনীল।

অর্থাৎ সর্বকালের সর্বোচ্চ গোলদাতার লিষ্ট এ বিশ্বের ৬ নম্বর
এবং অ্যাক্টিভ খেলোয়াড় দের মধ্যে বিশ্বে ৩ নম্বর স্থানের অধিকারী আমাদের ক্যাপ্টেন।

তাই আজ ফিফার এই পোষ্টার দেখে আমি আপ্লুত ও গর্বিত আর আপনি?

সেলুট ক্যাপ্টেন 🫡🇮🇳💐
Proud of you Sunil Chhetri 🙏.

মাসখানেক আগেই ব্যালন ডি'ওরের TOP 30 লিস্টে জায়গা পাননি লিওনেল মেসি! ঠিক তার পর থেকে এখনও পর্যন্ত আপনারা মেসির পারফরম্যান...
28/09/2022

মাসখানেক আগেই ব্যালন ডি'ওরের TOP 30 লিস্টে জায়গা পাননি লিওনেল মেসি! ঠিক তার পর থেকে এখনও পর্যন্ত আপনারা মেসির পারফরম্যান্সটা দেখুন একবার 😄

প্যারিসের হয়ে 9 ম্যাচে 10 গোল কন্ট্রিবিউশন (3 গোল, 7 অ্যাসিস্ট) এবং আর্জেন্তিনার জার্সিতে পরপর দুই ম্যাচেই জোড়া গোল! চ্যাম্পিয়নদের প্রত্যাবর্তন এভাবেই হয়! ❤️

নিজের শেষ বিশ্বকাপটা আশা করি স্মরণীয় করে রাখতে পারবেন লিও মেসি! 🇦🇷

স্পেন জিতে গেছে! স্পেন পর্তুগালকে হারিয়ে দিয়েছে! মোরাতা গোল দিয়েছেন! উয়েফা নেশসন লিগের ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে স্পেন! ...
28/09/2022

স্পেন জিতে গেছে! স্পেন পর্তুগালকে হারিয়ে দিয়েছে! মোরাতা গোল দিয়েছেন! উয়েফা নেশসন লিগের ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে স্পেন! এ তো অসাধ্যসাধন পুরো! 😌🇪🇦

আমার কাছে আজকের ম্যান অফ দ্য ম্যাচ স্পেনের গোলকিপার উনাই সিমোন। একা হাতে স্পেনকে জিতিয়ে ফিরছেন তিনি। দুর্দান্ত কিছু সেভ করেছেন বটে আজ ❤️

অতএব, শেষমেশ উয়েফা নেশনস লিগ 2023-এর ফাইনাল রাউন্ডে গেল স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া এবং নেদারল্যান্ডস ⚽

নাকে চোট পেয়েছেন, রক্তাক্ত হয়েছেন! কিন্তু তাও ময়দান ছাড়েননি! পুরো নব্বই মিনিট ধরে জান লাগিয়ে দিয়েছেন দলের জন্য, করেছেন অ...
24/09/2022

নাকে চোট পেয়েছেন, রক্তাক্ত হয়েছেন! কিন্তু তাও ময়দান ছাড়েননি! পুরো নব্বই মিনিট ধরে জান লাগিয়ে দিয়েছেন দলের জন্য, করেছেন অ্যাসিস্টও! ⚽

দ্য লিডার, দ্য লেজেন্ড - ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ❤️

22/09/2022

Address

Paranganj
Durgapur
713206

Alerts

Be the first to know and let us send you an email when Durgapur Football posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Durgapur Football:

Videos

Share

Category