Chanakya Bangla

Chanakya Bangla ২৪ ঘণ্টা আপনার পাশে।

24/09/2022
24/09/2022

"মহালয়ের আগে দেখুন মহালয়া " - চাণক্য বাংলার সাথে।
ভিডিও সৌজন্যে - ডি ডি ন্যাশনাল

বেসরকারী হাসপাতালে ভ্যাকসিনের  সর্বোচ্চ দাম বেঁধে দিল কেন্দ্র , কোভিশিল্ড ৭৮০, কোভ্যাকসিন ১৪১০, স্পুটনিক ১১৪৫ টাকা, নির্...
09/06/2021

বেসরকারী হাসপাতালে ভ্যাকসিনের সর্বোচ্চ দাম বেঁধে দিল কেন্দ্র , কোভিশিল্ড ৭৮০, কোভ্যাকসিন ১৪১০, স্পুটনিক ১১৪৫ টাকা, নির্ধারিত দামের বেশি নিলেই কড়া পদক্ষেপ।

রাজীব কি তবে বিজেপি সঙ্গত্যাগ করতে চলেছেন। ফেসবুক  পোস্ট উস্কে দিল জল্পনা।
08/06/2021

রাজীব কি তবে বিজেপি সঙ্গত্যাগ করতে চলেছেন। ফেসবুক পোস্ট উস্কে দিল জল্পনা।

এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা মুখ্যমন্ত্রীর। মূল্যায়ন পদ্ধতি ৭ দিনের মধ্যে জানানো হবে।
07/06/2021

এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা মুখ্যমন্ত্রীর। মূল্যায়ন পদ্ধতি ৭ দিনের মধ্যে জানানো হবে।

রাজ্যে হিংসা রুখতে প্রশাসনের পদক্ষেপ জানতে চেয়ে, রাজভবনে নতুন মুখ্যসচিবকে হরিকৃষ্ণ দ্বিবেদী-কে তলব রাজ্যপালের ।
07/06/2021

রাজ্যে হিংসা রুখতে প্রশাসনের পদক্ষেপ জানতে চেয়ে, রাজভবনে নতুন মুখ্যসচিবকে হরিকৃষ্ণ দ্বিবেদী-কে তলব রাজ্যপালের ।

তৃণমূলের নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে রবিবার পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি ও সুব্রত মুখোপাধ্যায়ের মত প্রবীণ নেত...
07/06/2021

তৃণমূলের নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে রবিবার পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি ও সুব্রত মুখোপাধ্যায়ের মত প্রবীণ নেতাদের বাড়ি গিয়ে আশীর্বাদ চাইলেন অভিষেক।

06/06/2021

বাঙালি বলেই বহিরাগতের হাতে দামী দোকানে চূড়ান্ত অপমানিত সোমনাথ সিংহরায়, প্রতিবাদ বাংলা পক্ষর।

বাংলার বুকে খোদ বাংলার রাজধানীতে কেতাদুরস্ত দোকানে বাঙালি হলে জিনিস কিনতে দেওয়া হবে না, জিনিস ছুঁতে দেওয়া হবেনা, বাঙালি জাতি তুলে গালাগাল শুনতে হবে বহিরাগত অবাঙালি কর্মচারীদের থেকে - এটা কল্পনা করতে পারেন? ঠিক এটাই ঘটেছে ৬ জুন সকালে কলকাতার পার্ক স্ট্রীটে গোয়েঙ্কাদের মালিকানাধীন "নেচার বাস্কেট" দোকানে। ঘটনাটি ঘটেছে টিভিতে সুপরিচিত তৃণমূল সমর্থক ভাষ্যকার সোমনাথ সিংহ রায়ের সাথে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাঙালি জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষ।

সকালে সেই দোকানে ঢুকে দামি চকোলেট কেনার পর একটা প্রোডাক্ট হাতে নিয়ে দেখতে গেলে তেড়ে আসে এক অবাঙালি কর্মচারী। সোমনাথ বাবুকে বাঙালি জাতি তুলে অকথ্য গালাগাল করা হয় এবং বাঙালিকে কোন কিছুতে হাত দিতে বা বিক্রি করতে অন্য কর্মীদের নিষেধ করে ঐ অবাঙালি কর্মী। বাংলার মাটিতে দামী জিনিসের দোকানে ঢুকে যেন বাঙালি পাপ করে ফেলেছে! জানা গেছে, এই অবাঙালি ইউপির লোক। সোমনাথবাবু এই বিষয়ে শেক্সপিয়র সরণী থানায় অভিযোগ জানিয়েছেন।

এই ঘটনা পরপরেই সোমনাথবাবু বাংলা পক্ষর সাথে যোগাযোগ করেন। সংগঠনের তরফ থেকে তার পাশে থাকার এবং সবরকম আইনি সাহায্যের আশ্বাস দেওয়া হয়। বাংলা পক্ষর নেতৃত্বের তরফ থেকে অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় এক বিবৃতিতে বলেন, "আজ সোমনাথবাবুর সাথে যা ঘটেছে, তা রোজ বাংলার বুকে হাজার হাজার বাঙালির সাথে ঘটছে। সোমনাথবাবুকে ধন্যবাদ যে জাতিবিদ্বেষের এই ঘটনা পুলিশে জানিয়ে তিনি এক সোজা শিরদাঁড়ার বাঙালি হিসেবে তার দায়িত্ব পালন করেছেন। এই বহিরাগতরা চরম বাঙালি বিদ্বেষী অথচ এরা বাংলায় ঢুকে বাংলার খায়, থাকে, আয় করে। এদিকে বাঙালি বাইরে গিয়ে জীবিকা খোঁজে। অন্য সব রাজ্যের মত বাংলাতেও অবিলম্বে বেসরকারি ক্ষেত্রে চাকরি ও ঠিকা কাজে ভূমিপুত্র সংরক্ষণ চাই। একটা দোকান মাল বেচার সুপারভাইজারের চাকরিও সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানি যেভাবে ভূমিপুত্রদের বঞ্চিত করে ইউপির এক বাঙালি বিদ্বেষী লোককে দিচ্ছে, এটা কি মহারাষ্ট্র বা তামিল নাড়ু হলে পারত নাকি ঐ দোকান এতক্ষন আস্ত থাকতো? পশ্চিমবঙ্গে গোয়েঙ্কার সব কোম্পানিতে ৮৬% বাঙালি চাই কারণ পশ্চিমবঙ্গে বাঙালি ৮৬%। এইভাবে বহিরাগতদের কাছে অপমানিত হবার দিন যে শেষ, বাংলার মানুষ সেই বার্তা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। এসব চললে আগামীতে বাংলার মাটি বাঙালি-বিদ্বেষীদের জন্য যাতে নিরাপদ না থাকে, তার ব্যবস্থা করবে বাংলা পক্ষ।"
কৌশিক মাইতি বলেছেন, "বাংলায় এভাবে বাঙালি আক্রান্ত বাঙালি বলে। বহিরাগতরা এই সাহস পায় কিভাবে? মহারাষ্ট্র বা তামিলনাড়ুতে এ জিনিস হয়? বাংলার পুলিস প্রশাসন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক, যাতে আর কারোর সাহস না হয় বাঙালিকে বাঙালি হিসাবে অপমান না করার। বাংলা পক্ষ সোমনাথ বাবুর পাশে আছে।"

ইতিমধ্যেই এই ঘটনা বাংলা পক্ষ পেজ থেকে সোমনাথ সিংহরায়ের ভিডিও বয়ান সহ প্রচারিত হতে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেক বাঙালি একইভাবে বাংলার মাটিতে বহিরাগতদের দ্বারা বাঙালি হিসেবে হেনস্থা হবার নানা ঘটনা লিখে জানাচ্ছেন।

**করোনা ও যশে বিধ্বস্ত সুন্দরবনের মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে বাংলা পক্ষ**করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বাংলা। করোনা ...
06/06/2021

**করোনা ও যশে বিধ্বস্ত সুন্দরবনের মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে বাংলা পক্ষ**
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বাংলা। করোনা আটকাতে লক ডাউন চলছে রাজ্যে। বাংলা পক্ষ ভারতের বাঙালির জাতীয় সংগঠন৷বাংলা পক্ষ বাংলার প্রতিটা জেলায় ছড়িয়ে পড়েছি। এই বিপদের সময় শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে সুন্দরবন, পূর্ব মেদিনীপুর সর্বত্রই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলা পক্ষ। শিলিগুড়ি বাংলা পক্ষ দুঃস্থ মানুষদের রান্না করা খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। জলপাইগুড়ি জেলা বাংলা পক্ষ নানা এলাকায় স্যানিটাইজেশনের কাজ করছে। নানা জেলায় কোভিড যোদ্ধা হিসাবে কাজ করছে বাংলা পক্ষর সহযোদ্ধারা। এই সময় রক্তের ঘাটতি তীব্র। বাংলা পক্ষ ইতিমধ্যে তিন জেলা- হুগলী, আলিপুরদুয়ার ও মালদায় রক্তদান শিবির করেছে।
যশে বিধ্বস্ত দুই চব্বিশ পরগনার সুন্দরবন ও সংলগ্ন অঞ্চল এবং পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী বিস্তৃর্ণ এলাকা।
বাংলা পক্ষ যথা সম্ভব মানুষের পাশে দাঁড়াচ্ছে সকলের সহযোগিতায়। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি সহ বিস্তৃর্ণ এলাকা এখনও জলমগ্ন। বাংলা পক্ষ প্রায় ৪৫০ পরিবারের হাতে শুকনো খাবার, মশার ধূপ, ওষুধ, মোমবাতি , জলের বোতল, স্যানিটারি ন্যাপকিন, মাস্ক, স্যানিটাইজার তুলে দিল, ত্রাণ সামগ্রী সংগ্রহ চলছে। দক্ষিণ চব্বিশ পরগনার সদস্যদের একটা দল ইতিমধ্যে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামীকাল থেকে কুলতলিতে শুরু হচ্ছে বাংলা পক্ষর কমিউনিটি কিচেন। এই সপ্তাহেই বাংলা পক্ষ গোসাবা, রাঙাবেলিয়া ও সাগরে পৌঁছবে ত্রাণ সামগ্রী নিয়ে আমফানের পরবর্তী সময়েও আমরা সুন্দরবনের নানা জায়গায় কাজ করেছিলাম মানুষের পাশে দাঁড়াতে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে ১০০ টি পরিবারকে নগদ ৪০০০ টাকা করে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল বাংলা পক্ষ। এবারও নানাভাবে সুন্দরবনের দু তিনটে ব্লকের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে বাংলা পক্ষ।

সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নতুন দায়িত্ব নিয়ে এরপরই আগামীর লক্ষ্য বেঁধে দিয়েছেন তৃণমূলের নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক।...
06/06/2021

সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নতুন দায়িত্ব নিয়ে এরপরই আগামীর লক্ষ্য বেঁধে দিয়েছেন তৃণমূলের নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়,''মানুষের পাশে থাকতে চেষ্টার কসুর করব না। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে ভারতের কোনায় কোনায় পৌঁছে দেব"।

Address

Domjur
Domjur
711409

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chanakya Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chanakya Bangla:

Videos

Share



You may also like