21/08/2024
#আবহাওয়া_সংবাদ
চিন্তিত মুখে আবহাওয়া দপ্তরে ফোন করলেন কলকাতার এক বুদ্ধিজীবী। জানতে চাইলেন, ঝড় কি উঠবে?
আবহাওয়া দপ্তর: উঠতেই পারে। আকাশ তো মেঘলা। দেখছেন না, জায়গায় জায়গায় কীরকম কালো মেঘ জমেছে। ওরা গোটা আকাশ দখল করতে চাইছে।
বুদ্ধিজীবী: এই মেঘ কি কাটবে?
আবহাওয়া দপ্তর: কাটলে ঝড়পন্থীদের পিছন ফাটবে।
বুদ্ধিজীবী: সে ফাটুক। আমার আরও কয়েকটা পুরস্কার দখল করার ছিল যে। সে সব কি আর কপালে জুটবে?
আবহাওয়া দপ্তর: সে পরে ভাববেন। আপাতত ঝোড়ো হাওয়াটা কৌশলে সামলান। না হলে আঁতলেমি ঘুচবে।
বুদ্ধিজীবী: কত কিলোমিটার বেগে ঝড়টা আসছে শুনি? মানে, পড়বে?
আবহাওয়া দপ্তর: পড়বে কী না জানি না। তবে নড়বে।
বুদ্ধিজীবী: বলেন কী! তাহলে কি এখনই নড়েচড়ে বসব? নাকি আরও কিছুটা সময় অপেক্ষা করব?
আবহাওয়া দপ্তর: উঠুন। জাগুন। আর কীভাবে বলব।
বুদ্ধিজীবীর বউ: হ্যাগো। শুনলে তো আবহাওয়া দপ্তর কী বলল। ফেসবুকে লিখে দাও, 'দড়ি ধরে মারো টান...।'
বুদ্ধিজীবী: উফ, তোমার দেখি বড্ড উচাটন। টানাটানির সময় এখনও আসেনি। কড়া নজর আকাশে থাক। ফেসবুকে আপাতত লেখা থাক - উই ওয়ান্ট জাস্টিস।
সৌজন্যে :: দেবব্রত সাহা
(সংগৃহীত)