25/11/2019
#টিএমসি_এর_পতন_শুরু,
মাননীয় মুখ্যমন্ত্রী জেনে রাখুন, আসাদ উদ্দিন ওয়াসি, আপনার বা আপনার দলের নেতাদের মতো অশিক্ষিত বা অর্ধ শিক্ষিত নয়, আসাদ উদ্দিন ওয়াসি সাহেব অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সাইন্স এর মাস্টার ডিগ্রি ও Ph.D করেছেন, তারপর London থেকে ব্যারিস্টার পাশ করে এসেছেন, তাঁহার বাবা Hyderabad থেকে পরপর 5 বারের সাংসদ আর তিনিও Hyderabad থেকে পরপর 4 বারের সাংসদ.
(1) এই আসাদ উদ্দিন ওয়াসি সাহেবের পরিবার ভারত-চীন যুদ্ধের সময়ে ভারতের অস্ত্র কিনার জন্য 5 টন সোনা দিয়েছিলেন ভারত সরকার কে অস্ত্র কিনার জন্য.
(2) মিম পার্টি কখনও বিজেপি কে সমর্থন করে নাই আর ভবিষ্যতেও করবে না.
(3) ভারতবর্ষের একটিই পার্টি মিম, যারা পার্লামেন্ট এ দাঁড়িয়ে চোখের উপর চোখ রেখে বিজেপি এর তীব্র বিরোধিতা করে, আর উল্টো দিকে আপনার MP রা নিশ্চুপ থাকে.
(4) mizoram বা মণিপুর এ টিএমসিপি একটি সীট এ জয়ী হয়েছিলো, সেখানে বিজেপি কে সামর্থ করে সরকার করলো, তাহলে বিজেপি এর দালাল কে?
(5) আসাম এর karimganj এর MP আসন টি বরাবর এর জন্য AIUDF ছিলো, আসন টি তে বরাবর মুসলিম প্রার্থী জয়ী হয়ে আসছিলো, আসামে তো টিএমসিপি কোনো সংগঠন নেই, তাহলে ওই Karimganj আসন এ টিএমসিপি প্রার্থী দিয়ে বিজেপি জিতলো, তাহলে বিজেপি এর দালাল টা কে?
(6) 2019 এ মিম পার্টি এর কোনো সংগঠন বা প্রার্থী ছিলো না, তাহলে বিজেপি 18 টি আসন এ জয়ী কি ভাবে হলো?? টিএমসিপি এই 18 টি আসন এর জন্য বিজেপি এর কাছে থেকে কতো টা খেয়ে ছিলো?
(7) বিজেপি এর রেল মন্ত্রী কে ছিলো? আসাদ উদ্দিন ওয়াসি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়?
(8) গুজরাট এ দাঙ্গাই, বিজেপি, rss দ্বারা প্রচুর মুসলিম নিধন করা হয়েছিলো, সেই সময় প্রাক্তন প্রধানমন্ত্রী আটল বিহারী বাজপায়ী ও নরেন্দ্র মোদীকে ফুলের মালা কে পাঠিয়ে ছিলো? আসাদ উদ্দিন ওয়াসি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়?
(9) parliament এ তিন তালাক বিলের বিরুদ্ধে তো একটাও টিএমসিপি এর MP ভোট দেই নাই, boycott করে বেরিয়ে এসেছে, তার অর্থ হলো বিজেপি কে পরোক্ষভাবে সমর্থন করা, তাহলে বিজেপি এর দালাল কে?
(10) পশ্চিমবঙ্গ এ লোক দেখানো বিজেপি এর বিরুদ্ধে কথা, আবার দিল্লী তে গিয়ে অমিত শাহ, নরেন্দ্র মোদী এর সাথে গোপন মিটিং করতে যাওয়া, এই চরিত্র আসাদ উদ্দিন ওয়াসির নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এর? কি প্রমাণ হচ্ছে? কে বা কারা বিজেপি এর দালাল?
(11) এতদিন বিজেপি, পশ্চিমবঙ্গ তে প্রভাব বিস্তার করতে পারে নাই, আজ বিজেপি এর এই বিপুল সংখ্যক মানুষের সমর্থনে পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত ছিলো.
(12) বাবরি মসজিদ এর সুপ্রীম কোর্ট এর রায় নিয়ে, যেখান দেশের অধিকাংশ হিন্দু ভাই বোনেদের মধ্যে নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে এই রায় অভ্রান্ত নয়, বিজেপি চাপে, প্রধান বিচারপতি কে বিজেপি প্রভাবিত করে, এই রায় দিতে বাধ্য করেছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই রায় কে সাধুবাদ জানিয়েছে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় এর সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি দরদ ও বিজেপি এর পরোক্ষভাবে একনিষ্ঠ সমর্থক.
এই রকম কয়েক শত প্রশ্ন ছুটতে পারি, যার একটারও জবাব দিতে পারবে না.
আরো বলি, Hyderabad এ কোনো Mob Lynching নেই, কোনো হিন্দু মুসলিম দাঙ্গা হয় না, Hyderabad এর হিন্দু মুসলিম, দলিত, আদিবাসী সবাই নিরাপদ এ আছে, পুরোহিত এর ভাতা, ইমাম ভাতা, মেয়েদের বিয়ের, টাকা, ছাত্র ছাত্রী এর স্কলারশিপ এর টাকা, ফ্রি চিকিৎসা, কৃষক লোন, সব কিছু দিক দিয়ে পশ্চিমবঙ্গ সরকার এর থেকে এগিয়ে আছে.
মাননীয় মুখ্যমন্ত্রী এর মিথ্যা, প্রমাণহীন মন্তব্য এর জন্য মুখ্যমন্ত্রী প্রতি নিন্দাসূচক ধিক্কার জানাই.
পরিশেষে একটাই কথা বলি যে "বিনাশ কালে বুদ্ধি ভ্রষ্ট"