![পুলিশি নিরাপত্তায় বাড়ি ফিরল লস্কর পরিবার। মুথরাপুর ১: মূলত গত সোমবার দিন দক্ষিণ ২৪ পরগনার মুথরাপুর থানার সুবুদ্ধিপুর ...](https://img4.medioq.com/401/049/123885574010490.jpg)
26/04/2023
পুলিশি নিরাপত্তায় বাড়ি ফিরল লস্কর পরিবার।
মুথরাপুর ১: মূলত গত সোমবার দিন দক্ষিণ ২৪ পরগনার মুথরাপুর থানার সুবুদ্ধিপুর এলাকায় বাড়ির পাশ থেকেই রহম আলী মোল্লার দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, রহম আলী মোল্লার পরিবারের লোকজনের অভিযোগ থাকে পরিকল্পিতভাবে খুন করেছে প্রতিবেশীরা, আর এর জেরেই ভাঙচুর চালায় প্রতিবেশীর বাড়িতে প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় লস্কর পরিবার। বুধবার দিন পুলিশই নিরাপত্তায় বাড়ি ফিরল লস্কর পরিবার, বুধবার দিন এই ঘটনায় ঘটনাস্থলে পৌঁছায় সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ কুমার মন্ডল, মন্দির বাজার এসডিপিও বিশ্বজিৎ নস্কর ও মথুরাপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিকসহ বিশাল পুলিশ বাহিনীর নিরাপত্তার মধ্যেই বাড়ি ফেরে লস্কর পরিবার। তাদের দাবি মৃত রহম আলী মোল্লার পরিবারের লোকজন পরিকল্পিতভাবেই তাদের ওপর হামলা চালিয়েছে বাড়ি ভাঙচুর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথি সমস্ত কিছুই তারা নষ্ট করে দিয়েছে। প্রকৃত যদি তারা খুন করে প্রশাসন অবশ্যই পদক্ষেপ নিন এমনও দাবি তোলে তারা। তবে এই ঘটনায় এখনো উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী।