দেশ বাংলার সংবাদ

দেশ বাংলার সংবাদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দেশ বাংলার সংবাদ, News & Media Website, Diamond Harbor.

08/12/2023

বিক্রি হচ্ছে না। তাই,রাস্তার ধারে রজনীগন্ধ্যা ফুল ফেলে দিয়ে যাচ্ছেন চাষিরা।কোথাও প্রতি কেজি রজনীগন্ধ্যা ফুলের দাম ১০ টাকা। কোথাও এর চেয়েও কম। দাম না পাওয়ায় মাথায় হাত চাষিদের।

07/12/2023
04/12/2023

নদীয়ার বাদকুল্লায় সুরভীস্থানে মদ খেয়ে একযুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তার নাম পিকলু সরকার। ওই ঘটনায় তার তিন বন্ধু সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ পলাশ ঘোষ,কমল সরদার এবং তন্ময় দাসকে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাদের কল্যানী জওহর লাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

02/12/2023

নদীয়ার ধানতলা থানার আড়ংঘাটায় বাবা লোকনাথ সেবাশ্রম সংঘ শ্রী শ্রী বাবা লোকনাথের জন্মগ্রহণ এবং আবির্ভাব নিয়ে এক আলোচনাচক্রের আয়োজন করেছিল। শনিবার লোকনাথ সেবাশ্রম সংঘে আয়োজিত এই আলোচনাচক্রে ইসলোকের কচুয়া-র সভাপতি প্রভাস চৌধুরী, সুবীর মল্লিক তপন চট্টোপাধ্যায়, গোকুল বিহারী সাহা, তারক দাস, মতি মন্ডল সহ অন্যরা উপস্থিত ছিলেন।

01/12/2023

প্রতিশ্রুতি পুরণ। কথা রাখলেন যুবনেতা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। রানাঘাট সাংগঠনিক জেলার চারজনের হাতে একশো দিনের কাজের বকেয়া টাকা তুলে দিলেন। শুক্রবার রানাঘাট ১ ব্লকের মিঠু সরকার,অপর্ণা বিশ্বাস,বুলবুলি মাহাতো এবং সমির বাগের হাতে বকেয়া পৌছে দেন জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়,জেলা পরিষদের সহ সভাপতি সজল ভট্টাচার্য, ব্লক সভাপতি শেফালী বিশ্বাস সহ অন্যরা।

01/12/2023

চাকদহ থানার মদনপুর গাঙ্গুলিপাড়ায় জামসেদপুরের ব্যাবসায়ী আকলেখা আকম খুনের ঘটনার পুননির্মান। শুক্রবার দুপুরে ওই ঘটনায় ধৃত পারুল খাতুন এবং বিজয় বিশ্বাসকে ঘটনাস্থলে নিয়ে এসে তদন্ত করেছে পুলিশ।

01/12/2023

জমে উঠেছে শান্তিপুরের ভাঙা রাস। এর রাস সেখার জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ ভিড় জমিয়েছিলেন।

29/11/2023

চাকদহ ব্যবসায়ীদের রাসের প্রথম দিন জমে উঠেছে। সকাল থেকে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা শুনছে এসেছিলেন। তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল।

28/11/2023

চাকদহে ব্যবসায়ীদের রাস উৎসব এবার ৬৮ বছরে পদার্পণ করেছে। এলাকার ব্যবসায়ীরা প্রথম তিন বছর লক্ষ্মী পুজো করেছিল। পরে তারা রাস উৎসব শুরু করে।

27/11/2023

চাকদহ থানার মদনপুর গাঙ্গুলিপাড়ায় জামশেদপুরের ব্যবসায়ী আকলেখ আলম খুনে গ্রেফতার পারুল খাতুন । বছর ২০ বয়েসের পারুলের বাড়ি ওই থানার রাউতাড়ি গ্রাম পঞ্চায়েতের যাত্রাপুর মোড় এলাকায়। রবিবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

27/11/2023

নদীয়ার ধানতলা রঘুনাথপুর হিজুলি দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের বঙ্কিমনগর কৃষ্ণপুর হালালপুরে রাস উৎসবের শুভ উদ্বোধন হল। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার উপ পৌরপিতা শ আনন্দ দে, নদীয়া জেলা পরিষদের সহ-সভাপতি সজল বিশ্বাস,জেলা পরিষদের সদস্য বর্ণালী দে রাই সহ অন্যরা উপস্থিত ছিলেন। সাত দিন ধরে এই উৎসব। মেলায় থাকছে বাউল গান, ডান্স গ্রুপ, মিউজিকাল গ্রুপের অনুষ্ঠান।

27/11/2023

চাকদহ থানার মদনপুরে গাঙ্গুলিপাড়ায় রাস্তার উপর খুন জামশেদপুরের ব্যবসায়ী আকলেখ আলম।

26/11/2023

প্রধান শিক্ষক শিক্ষিকাদের সংগঠন এ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার এন্ড হেডমিস্ট্রেসের কল্যানী মহকুমারের চতুর্থ বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। রবিবার মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়ে আয়োজিত এই সভায় সংগঠনের জেলা সভাপতি অচিন্ত্য চক্রবর্তী, কল্যানী শাখার সম্পাদক পুষ্পেন বসু সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,প্রধান শিক্ষিকারা উপস্থিত। লক্ষন চন্দ্র সরকারকে সভাপতি এবং অলোকা ঘোষকে সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে। সভা মঞ্চে সংগঠনের সদস্য শম্ভুনাথ ভট্টাচার্য যোগব্যায়াম প্রদর্শন করেছেন।

24/11/2023

পাঞ্জাব থেকে গমের শিষ নিয়ে এসে তৈরি করা হচ্ছে প্রতিমা। এছাড়াও রাধা কৃষ্ণের প্রতিমা তৈরি করতে ভুট্টা,মাস কলাই,শুকনো মটরশুটি, ভুট্টা গাছের ছাল সহ বিভিন্ন জিনিস ব্যবহার করা হচ্ছে। রাস উপলক্ষে চাকদহের শিল্পি সঞ্জিৎ কুমার পালের হাতে তৈরি এই প্রতিমা যাবে শান্তিপুরে রাস উৎসবে। চাকদহ ব্লকের তাতলা এক গ্রাম পঞ্চায়েতের হাইস্কুলের পাশে তার বাড়িতে তৈরি করছেন।

24/11/2023

ধানতলা থানার রঘুনাথপুর হিজুলি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বঙ্কিমনগর কৃষ্ণপুর হালালপুরে রাস উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর থেকে রাস উৎসব কমিটির পরিচালনায় এই উৎসব এবং মেলা চলবে সাত দিন। সোমবার উদ্বোধন করবেন রানাঘাট পৌরসভার উপপুরপ্রধান আনন্দ দে। এছাড়াও উপস্থিত থাকবেন নদিয়া জেলা পরিষদের সদস্য বর্ণালী দে রায়, জেলার অন্যান্য নেতৃবৃন্দরা। উৎসবে থাকছে বাউল গান, ডান্স গ্রুপ এবং মিউজিকাল গ্রুপের অনুষ্ঠান।

23/11/2023

চাকদহ শহরের কেবিএম গনতীর্থ ক্লাবের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ। বৃহস্পতিবার রাতে পুজো মণ্ডপের সামনে হাজার চারেক মানুষের মধ্যে প্রসাদ বিতরণ।

23/11/2023

চাকদহের বালিয়ায় পাল বাড়ির জগদ্ধাত্রী পুজো জমে উঠেছে। হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল।

22/11/2023

মঙ্গলবার সন্ধ্যায় চাকদহ থানার হিংনারা মোড়ের কাছে দিব্যতনু স্পোর্টিং ক্লাবের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হয়েছে। উপস্থিত ছিলেন দরাপপুর পুলিশ ক্যাম্পের আধিকারিক সঞ্জয় চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট
ব্যক্তিরা।

19/11/2023

চাকদহের তাতলা গ্রামবাসীবৃন্দের জগদ্ধাত্রী পুজো নিয়ে মেতেছেন এলাকার মানুষ।

17/11/2023

কার্তিক পুজো। চাকদহের শিমুরালি বাজারে।

09/11/2023

ফুল কুড়িরা কি করছে? বৃহস্পতিবার সন্ধ্যায় কল্যানী থানার মদনপুর শান্তিনগরে ওদের জন্য শিল্প কর্মশালা সৃষ্টি সুখের উল্লাসের আয়োজন করা হয়েছিল। কর্মশালায় ওরা কি করল, তার খোঁজ নিতে সেখানে পৌঁছে গিয়েছিল "দেশ বাংলার সংবাদের" ক্যামেরা। শুধু আমরা নই,আমরা সকলে মন দিয়ে তাদের শিল্পকর্ম দেখব। যেটা ছিল এদিনের সন্ধ্যায় বিশেষ আকর্ষণ।

09/11/2023

রানাঘাট ২ ব্লকের রঘুনাথপুর হিজুলি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের নমিতা সরকার তার শুভেচ্ছা বার্তায় 'দেশ বাংলার সংবাদ'কে কি জানালেন। শুনে নেব।

09/11/2023

ধানতলা থানার উত্তরপাড়া হালালপুর স্টার ফিফটির শ্যামা পূজা উপলক্ষে পাঁচ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই পুজো এবার ৩৫ তম বর্ষ। এই পুজো মূল আকর্ষণ থাকছে, মা মঙ্গলচন্ডী অপেরা নিবেদিত যাত্রাপালা ' শয়তানের রক্তে মায়ের পুজো'। আগামী ১৫ নভেম্বর থাকছে স্থানীয় এবং বহিরাগত বাউল শিল্পীদের সমন্বয়ে এক বাউল গানের আসর।

08/11/2023

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চাকদহ অনুভবের বিজয়া সম্মেলনী পালিত হয়েছে।

07/11/2023

সারা ভারত কৃষক সভা, সি,আই,টি,ইউ এবং সারা ভারত খেত মজুর ইউনিয়নের কল্যাণী ব্লক কমিটির আহ্বানে কল্যাণী ব্লক উন্নয়ন আধিকারিকের নিকট " গণ ডেপুটেশন "কর্মসুচী পালন করা হয়েছে। মঙ্গলবারের এই কর্মসুচীতে বিভিন্ন স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

07/11/2023

চাকদহ বিজেপি যুব মোর্চার সক্রিয় কর্মী অরিন্দম সিংহ রায়(গোপাল) চাকদহ থেকে পায়ে হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হলেন। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে স্বশরীরে উপস্থিত থাকতে তার এই যাত্রা। চাকদহ বিধানসভার বিজেপি কনভেনর সুুকুমার করণজাই তার যাত্রার শুভ সূচনা করেন। চাকদহ স্টেশনে হনুমান মন্দিরে প্রণাম সেরে অযোধ্যার উদেশ্যে যাত্রা শুরু করেন।

06/11/2023

বেশ কিছু দিন পরে সোমবার চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে দলের কর্মসুচীতে অংশ নিতে দেখা গেল। দু'দিন আগেও চাকদহ পুরসভার সামনে দলের কর্মসুচীতে দেখা যায় নি। এদিন বিভিন্ন দাবিতে চাকদহের বিডিও কাছে স্বারকলিপি দেওয়া হয়েছে।দেশ বাংলার সংবাদকে কি বললেন তিনি।

02/11/2023

জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকে ভয়,ভীতি দূর করতে এবং নিজেরা কতটা তৈরি হয়েছে, তা বিচার করতে মহড়া পরীক্ষার আয়োজন করেছিল ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট একাডেমী। রবিবার ছিল ছ'দিন ব্যাপী পরীক্ষার শেষ দিন। চাকদহ বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠে আয়োজিত এই পরীক্ষায় বিভিন্ন জায়গা থেকে আয়োজিত ২০২৪ সালের ২০০ জন মাধ্যমিক পরীক্ষার্থী অংশ নিয়েছিল। কি বললেন সংগঠনের সদস্যরা।

01/11/2023

রেশন দুর্নীতির প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল বিজেপির যুব সংগঠন যুব মোর্চা।

Address

Diamond Harbor

Telephone

+916296659877

Website

Alerts

Be the first to know and let us send you an email when দেশ বাংলার সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other News & Media Websites in Diamond Harbor

Show All