ভোটের ডিউটি করতে এসে প্রচন্ড গরমে শ্বাস কষ্টে মৃত্যু হল এক কর্তব্যরত সেনা জওয়ানের।
চেন্নাই যে কাজ করতে গিয়ে নির্মীয়মান বিল্ডিং থেকে পড়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিক বছর ১৯শের যুবক শুভজিৎ রায়ের।
গাদং কাজিপাড়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধার।
ক্রান্তি ব্লকের দক্ষিণ হাসখালি এলাকায় ফের খাচাবন্দি হলো একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ।
বানার হাট পুলিশের বড় সাফল্য,চুরি যাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া জিনিস উদ্ধার করলো পুলিশ। গুদাম থেকে চুরি যাওয়া চাল ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার করলো বানার হাট থানার অন্তর্গত বিন্নাগুড়ি আউটপোস্টের পুলিশ।ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এদের একজন মালবাজার প্রমোদ নগরের বাসিন্দা ও অপরজন বীরপাড়ার ডিমডিমার বাসিন্দা ।এদের জিঞ্জাসাবাদ করে ১০৪ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিকে উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়।ধৃত দুজনকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন এসডিপিও গেলচান লেপচা।
জানা যায় মঙ্গলবার রাতে বানারহাট ব্লকের তেলিপাড়া এলাকার দীপক আগরওয়াল নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে ১০৮ প্যাকেট চাল চুরি যায়।ঘটনার অভিযোগ হতেই বানার হাট থানা ও বিন্নাগুড়ি আউটপোস্ট
চোলাই মদ পানে যুবকের মৃত্যু দাবি এলাকাবাসীর!অবৈধ নেশার ঠেক বন্ধের আর্জি এলাকাবাসীর।
বিঞ্জান বিভাগ কে টেক্কা দিয়ে কলা বিভাগ নিয়ে জেলায় যুগ্ম প্রথম পুস্পিতা বিশ্বাস।
#hsexam2024 #district1st #Jalpaiguri
ডুয়ার্সের স্বেচ্ছাসেবী সংস্থা স্বর্গছেড়া-র উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরিক্ষা শিবির ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠান।
ফের চমক উত্তরবঙ্গে উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম উচ্চ বিদ্যালয়ের অভীক দাস।
অসাধারণ ভাওয়াইয়া গান গায় আনুষ্কা রায়! ভাওয়াইয়া গান রেওয়াজ করার মধ্যদিয়ে বঙ্গরত্ন ধনেশ্বর রায়ের স্বপ্ন পূরণ করতে চায় তার উত্তরসূরীরা।
পরিবেশ দূষণ রক্ষায় সাইকেলে চেপে সাইকেল চালানোর বার্তা দিয়ে বিশ্ব ভ্রমনে মাধাই।
চা-এর দোকান দুমড়েমুচড়ে দিল ২২চাকা লরি! মিনিট দশেকের জন্য প্রাণে বাঁচলেন দোকানদার সহ ক্রেতারা।
#Angrabhsa #accident
আংরাভাসায় দূর্ঘটনা গ্রস্থ লরিটি কে তোলার চেষ্টা করি হচ্ছে।
আংরাভাসা বাসস্ট্যান্ডে দূর্ঘটনার কবলে ২২ চাকার লরি,দুমরে মুচরে গেল দোকান।
বাইক এমার্জেন্সি দাদা আকরামের গল্প অনুপ্রাণিত করবে আপনাদেরও!
মধুবনিতে কাজ চলাকালীন বিপত্তি।ক্রেনের চেন ছিঁড়ে স্টিলের গার্ডার পরে গুরুতর আহত -৩ শ্রমিক।
নেশাদ্রব্য তৈরির ঘাঁটিতে আবগরি দপ্তরের হানা। নেশাদ্রব্য নষ্ট করার পাশাপাশি হাড়িয়া তৈরির পাত্র বাজেয়াপ্ত।