Ratish

Ratish Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ratish, News & Media Website, Dhupguri.

18/06/2024

পুড়ে ছাই হয়ে গেল ডুয়ার্সের ঐতিহ্যবাহী হলং বনবাংলো।

17/06/2024

রাঙাপানির কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির!

10/06/2024

গধেয়ারকুঠী উচ্চ বিদ‍্যালয়ের প্রতিষ্ঠা কালের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র সরকারের অকাল মৃত্যু কান্নায় ভেঙ্গে পড়ল গোটা এলাকা, মৃত্যু মানুষের অজানা বিষয় কার কখন মৃত্যু হয় তা আজও কেউ বলতে পারেননি তাই মৃত্যু বড়ই কঠিন!এমনি এক ঘটনার সাক্ষী হয়ে রইল গধেয়ারকুঠী এলাকার সকল ছাএ-ছাএী, জনসাধারণ।
১০ জুন সোমবার সকাল ৯ টায় শিলিগুড়ির এক নাসিংহোমে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন।
বিকেল ৫টা নাগাদ
স্কুল শিক্ষকদের পক্ষ থেকে দেহ নিয়ে আসা হয় স্কুল মাঠে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল শিক্ষক -শিক্ষিকা ও ছাএ-ছাএীরা সহ এলাকার জনসাধারণ।
দেহটি স্কুল মাঠে পৌঁছতে সকলে মনে কান্নায় ভেঙ্গে পড়ে।
প্রয়াত শিক্ষকের গলায় মাল‍্যদান করে বিদায় জানানো হয়।
আমরা ভীষণ মর্মাহত, শোকাহত। যার হাত দিয়ে আমাদের গধেয়ারকুঠী উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা , তিনি আজ আর আমাদের মধ্যে নেই!!

ওনার আত্মার চির শান্তি কামনা করি।🙏

অত্যন্ত দুঃখের সহিত জানাই যে আমাদের বিদ‍্যালয়ের প্রাক্তন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাননীয় শ্রী জগদীশ চন্দ্র সরকার মহাশয় ...
10/06/2024

অত্যন্ত দুঃখের সহিত জানাই যে আমাদের বিদ‍্যালয়ের প্রাক্তন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাননীয় শ্রী জগদীশ চন্দ্র সরকার মহাশয় আজ শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেছেন।

আমরা ভীষণ মর্মাহত, শোকাহত। যার হাত দিয়ে আমাদের গধেয়ারকুঠী উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা , তিনি আজ আর আমাদের মধ্যে নেই!!

স‍্যারের আত্মার চির শান্তি কামনা করি।🙏

01/06/2024

মা সন্তানের জন্য করতে পারে না এমন কিছু বোধয় পৃথিবীতে নেই।... সুন্দর দৃশ্যের সাক্ষী

01/06/2024

'দুঃখং মে মা ভূৎ, সুখং,মে ভূয়াৎ'--- যেন দুঃখ না পাই, যেন সুখে থাকি। দুঃখের গ্রাহক নাই। প্রত্যেকটি মানুষই সুখার্থী, অথচ দিনরাত সুখ সুখ করিয়া সুখের পিছনে ছুটিয়াও কেহ সাক্ষাৎ দিচ্ছে না যে,সে খুব সুখে আছে। বেদ বলেন, মানবীয় চেষ্টায় দুঃখ কিছু কমিবার ন য়।

01/06/2024

ডায়না ডুয়ার্স ফানসিটির গেটে হাতি।ধরা পড়লো সি সি টি ভি ক্যামেরায়।

বাইকে ঘুরে ঘুরেই আপনার কাজ? তাহলে খুব সাবধান।
30/05/2024

বাইকে ঘুরে ঘুরেই আপনার কাজ? তাহলে খুব সাবধান।

রাস্তার দুপাশে গাছের সারি। অজানা পাখির কিচিরমিচির। অরণ‍‍্যের সান্নিধ্যে বসে কিংবা যেতে যেতে, জলের খেলা দেখতে দেখতে, শীতল...
30/05/2024

রাস্তার দুপাশে গাছের সারি। অজানা পাখির কিচিরমিচির। অরণ‍‍্যের সান্নিধ্যে বসে কিংবা যেতে যেতে, জলের খেলা দেখতে দেখতে, শীতল হাওয়ায় মাতোয়ারা হয়ে, বন্ধুর হাতে হাত রেখে প্রেমালাপ, উভয়ের সান্নিধ্যে উষ্ণ আকর্ষণ আকৃষ্ট করে। সবুজের ছোঁয়া আর নিস্তব্ধতাকে সঙ্গে নিয়ে গাছগাছালির মাঝেই সুন্দর মূহুর্ত্তের সাক্ষী হতে পারেন আপনিও। চারিদিকে চোখে পড়বে প্রাকৃতিক সৌন্দর্য।সবুজ গাছপালা, ঘাসের মাঠ, চা বাগান নির্জনতার অভাব নেই চারপাশের পরিবেশ দেখে অপ্রেমের বুকেও জেগে উঠবে প্রেমের শিহরণ... 'ডুয়ার্স'

বৃষ্টির অপেক্ষায় চাষীরা, সরকার ক্ষতিপূরণ দিলে চাষী বাঁচে।একটু বৃষ্টির জন্য চাষীরা হাপিত‍্যেশ করছে। বৃষ্টি নেই, সরকারকে ...
27/05/2024

বৃষ্টির অপেক্ষায় চাষীরা,
সরকার ক্ষতিপূরণ দিলে চাষী বাঁচে।

একটু বৃষ্টির জন্য চাষীরা হাপিত‍্যেশ করছে।
বৃষ্টি নেই, সরকারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
এসময় চাষের জমিতে জলের প্রয়োজন!
পাম্প সেটের থেকে চাষের জমিতে জল দেখতে হলে খরচ বাড়বে লাফিয়ে লাফিয়ে এমনিতেই জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া।
কেউ কেউ আবার শুরু করে দিয়েছে পাম্প সেটের মাধ্যমে জল তুলে ক্ষেত বাঁচিয়ে রাখা।
নলকূপ থেকে পাম সিটের মাধ্যমে চাষের জমিতে জল দিতে খরচ হচ্ছে ঘন্টার প্রতি আড়াইশো টাকা তবে যেভাবে রোদটা বাড়ছে তাতে পাম্প সেটের মাধ্যমে জল তোলা হলেও জল ধরে রাখতে পারবে না জমিতে।
জেলার একাংশে এবার ব্যাপক পাট চাষ হয়েছে।
ধান বা অন্য কোন চাষের লোকসান হলেও পাট চাষে কৃষককে পুষিয়ে দেয়।
গত মরশুমে পাটের মূল্য ৬০০০ টাকা কুইন্টাল হয়েছিল।
এবারে কিন্তু সারের মূল্যবৃদ্ধি, সেচের জন্য ডিজেলের মূল্যবৃদ্ধি ইত্যাদি চাষের খরচ বেড়ে গেছে, বাড়তি টাকা খরচের কোন উপায় নেই। একবিঘা চাষের খরচ ৮০০০ টাকা গড়ে বিঘা প্রতি দুই থেকে তিন কুইন্টাল পাট উৎপাদন হবে। চার মাস ধরে এই উৎপাদন।
কৃষকের মাথায় হাত, পুকুর, ডোবা, খাল, বিল এমনকি নদীগুলোতে জল নেই, জল নেই। বহু জায়গায় পাট জলের অভাবে শুকিয়ে গেছে অথবা পাটগাছ অপুষ্টিতে ভুগছে।

08/05/2024

ডাউকিমারী ডি.এন উচ্চবিদ্যালয়ের ছাএী কোয়েল রায় জেলায় প্রথম তার প্রাপ্ত নাম্বার -483
12 তম পর,গ্র‍্যাজুয়েশনের করার পর, IAS হবার ইচ্ছে কোয়েলের।
শুভেচ্ছা ও অভিনন্দন।।

শিক্ষার অর্থবহ উপাদানসমূহ।মডেল..
16/03/2024

শিক্ষার অর্থবহ উপাদানসমূহ।
মডেল..

অবলুপ্তির ঐতিহ্যবাহী হাতে টানা রিক্সার। এখন খুবই কম চোখে পড়ে ঐতিহ্যবাহী  হাতে টানা রিক্সা যাএী ও মাল বহন করার জন্য...পু...
16/02/2024

অবলুপ্তির ঐতিহ্যবাহী হাতে টানা রিক্সার।
এখন খুবই কম চোখে পড়ে ঐতিহ্যবাহী হাতে টানা রিক্সা যাএী ও মাল বহন করার জন্য...
পুরনো জিনিস যেভাবে আস্তে আস্তে হারিয়ে যায়। সেরকমভাবেই নিজেকে আঁকড়ে বেঁচে থাকে কিছু জিনিস। যার মধ্যে বেঁচে আছে হাতে টানা রিস্কা। গ্রামে ঘুরে বেড়োলেই হয়তোবা চোখে পড়ে যেতে পারে কাঠের তৈরী হাতেটানা।
আরও কানে বেজে উঠবে ঠুং ঠুং আওয়াজ। এর সঙ্গে জড়িয়ে থাকা কতশত গল্প।

14/02/2024

অন্তত মূল্যবান...

10/02/2024
একসঙ্গে থেকেও আমাদের সম্পর্কটা পারফেক্ট হবে না। একই পরিবারের দুই ভাই- বোনের মতের মিল হয় না। আমরা আলাদা পরিবেশে বড় হয়ে ...
07/02/2024

একসঙ্গে থেকেও আমাদের সম্পর্কটা পারফেক্ট হবে না। একই পরিবারের দুই ভাই- বোনের মতের মিল হয় না। আমরা আলাদা পরিবেশে বড় হয়ে ওঠা কিভাবে পারফেক্ট হওয়ার দাবি করব? আমি পারফেক্ট সঙ্গী হতে পারব না, তুমিও পারফেক্ট হতে পারবে না।আমরা যতই চেষ্টা করি না কেন, দিন শেষে এমন কিছু ভুল করে বসবো, যার ফলে পারফেক্ট তকমাটা হাতছাড়া হয়ে যাবে। তাই পারফেক্ট হওয়া নয়, সুখী হওয়ার চেষ্টা করতে হবে। সত্যি বলতে পারফেক্ট রিলেশন, পারফেক্ট কাপল,বাস্তবে এগুলোর কোন অস্তিত্ব নেই। যেটার অস্তিত্ব আছে সেটা হলো বিশ্বাস ও মিলেমিশে চলা। একজন মানুষ যার সামনে জাজট হওয়ার ভয়ে থাকে না, নিজেকে প্রমাণ করার দায়বদ্ধতা থাকে না, যাকে বিশ্বাস করে তার সামনে আমরা আমাদের ইনপারফেকশন গুলো তুলে ধরতে পারি, ম‍্যাচুওর হয়ে যাওয়ার পর তেমন একটা সঙ্গী আমরা জীবনে পেতে চাই। ভালোবাসায় থাকার চেয়েও ভালো থাকাটা জীবনের বেশি প্রয়োজন। একটু ভালো থাকবো বলেই এ পথ চলা...

02/02/2024

বনবস্তির মাধ্যমিক পরিক্ষার্থীর নিয়ে বনদপ্তরের তৎপরতা।

অঙ্গন প্রতিযোগিতা...
17/01/2024

অঙ্গন প্রতিযোগিতা...

04/11/2023

চারদিন ধরে তাণ্ডব চালিয়ে অবশেষে ধরা পড়ল গজরাজ। মাথাভাঙ্গা ২-এর উনিশবিশা গ্রাম পঞ্চায়েত থেকে শনিবার হাতিটিকে ট্রাকে করে জলদাপাড়ার জঙ্গলে ফেরাতে সক্ষম হলেন বনকর্মীরা।

এলাকা দাপিয়ে বেড়াল গজরাজের দল...
03/11/2023

এলাকা দাপিয়ে বেড়াল গজরাজের দল...

01/11/2023

পাটকিদহ খানকা শরীফ কমিটির পরিচালনায় লাঠি খেলার আয়োজন।

29/10/2023

দলগাঁওয়ে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার।

Address

Dhupguri

Telephone

+916295695873

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ratish posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Dhupguri

Show All

You may also like