![জীবনে প্রেমিক বা প্রেমিকা থাকার চেয়ে বরং একটা ভালো বন্ধু থাকুক। যার সাথে কথা বলা যাবে নিঃসংকোচে। যার সাথে সম্পর্কটা হবে ...](https://img3.medioq.com/903/766/1064328729037668.jpg)
17/11/2024
জীবনে প্রেমিক বা প্রেমিকা থাকার চেয়ে বরং একটা ভালো বন্ধু থাকুক। যার সাথে কথা বলা যাবে নিঃসংকোচে। যার সাথে সম্পর্কটা হবে দুই দেহ এক আত্মা টাইপের।
জীবনে একটা ভালো বন্ধু থাকুক। সব উল্টো পাল্টা কথাগুলো শোনার জন্য। মন খা'রা'পের দিনে প্রেমিক বা প্রেমিকার মতো করে মন ভালো না করে দিয়ে আরো মে'জাজ খা'রা'প করে দেওয়ার জন্য হলেও একটা ভালো বন্ধু থাকুক।
জীবনে এমন একটা ভালো বন্ধু দরকার, যাকে হুটহাট ফোন দিয়ে চেঁচিয়ে কথা বলে মনের সব রা'গ ,ক'ষ্ট বের করে দেওয়া যাবে। সে তখন ভুল না বুঝে এক চিলতে হাসি হেসে বলবে, “কীরে, রা'গ মিটছে? চল বিকালে হাঁটতে বের হই একসাথে।”
জীবনে একটা ভালো বন্ধু থাকুক। কান্না ভেজা গল্পগুলো শোনার জন্য। যে প্রয়োজনে ঢাল হবে, শাসন করবে, বকবে, রাগাবে, গা'লা'গা'লি করবে আবার সোহাগে আদরে আগলেও রাখবে।
জীবনে একটা ভালো বন্ধু থাকুক। যে হবে আমারই মতো! যার জন্য নিজেকে অন্তত মানিয়ে নিতে হবে না। যে বুঝবে আমার একাকিত্বের মানে, চোখের চাহুনির হাসি কিংবা সকল না বলা কথা!
জীবনে এমন একটা ভালো বন্ধু পেয়ে গেলে আর প্রেমিক বা প্রেমিকার দরকার পড়ে না!
゚