অস্বাভাবিকহারে জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে যুবরাজনগর বিধানসভার আনন্দবাজার সেক্টরে বিভিন্ন জনপদের বিস্তীর্ণ এলাকাজুড়ে লাল ঝাণ্ডার সাড়া জাগানো মিছিল।
সাংবাদিক সম্মেলনে CPIM রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী।
শিক্ষার হাল ফেরাতে, প্রতিটি স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগের দাবিতে এবং যুবদের কর্মসংস্থানের দাবিতে বিলোনীয়ায় বাম ছাত্র যুব সমাবেশে আলোচনা করছেন ছাত্র নেত্রী দীপ্সিতা ধর
জনজোয়ারে ভেসে মনোনয়নপত্র জমা দেন যুবরাজনগরের বাম প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথ।
২৮-২৯শে মার্চ সাধারণ ধর্মঘটকে সফল করতে ধর্মনগরে CPIM এর দৃপ্ত মিছিল l
আগামী ২৮-২৯শে মার্চ সারা দেশ ব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করতে ধর্মনগর বামফ্রন্টের প্রচার মিছিল l
"মানুষ বাঁচাও দেশ বাঁচাও"
ট্রেড-ইউনিয়ন , গণসংগঠন ও ফেডারেশন সমূহের আহ্বানে আগামী ২৮-২৯শে মার্চ ভারত জুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে ধর্মনগর মহকুমা ভিত্তিক কনভেনশন l
প্রয়াত কমরেড রমেন্দ্র চন্দ্র দেবনাথ এর স্মরণ সভা থেকে সরাসরি l
স্থান :- বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবন , ধর্মনগর
Where is My Job ?
আমার কাজ কোথায় ?
কাজের দাবিতে DYFI এবং TYF ধর্মনগর মহকুমার আনন্দবাজার অঞ্চলে মিছিল l
Where is My Job ?
আমার কাজ কোথায় ?
কাজের দাবিতে DYFI ধর্মনগর মহকুমার ব্রজেন্দ্রনগর ও কালাছড়া অঞ্চলে যুব মিছিল l
কিসের খেলা?
খেলা নয়, লড়াই হবে।
বাঁচতে গেলে, লড়তে হবে।
লড়াই করে, জিততে হবে।
জিতলে তবে, বদলা নয়, বদল হবে।
এ লড়াই করবে কে?
তুমি আমি আমরা সবাই জোট বেধে।
রাজ্যের সাধারণ মানুষকে বোকা বানিয়ে দিল্লী , শিলং, আসাম গিয়ে গোপনে বি জে পির নেতাদের সাথে দোস্তি রাখলে রাজ্যের খবর পাবেন কি করে মশাই ???
মাধববাড়িতে সেদিন রাজপথে রক্ত যারা ঝরাল তাদের সাথে দোস্তি(!) করতে ও মানুষকে বোকা বানাতে প্রদ্যুতের মিথ্যাচার ও সেদিন বাস্তব চিত্র।
টোকিয়ো অলিম্পিক্সে প্রথম পদক জয় ভারতের, ভারোত্তোলনে মীরাবাই চানুর রুপো।
।। অভিনন্দন।।
বিজেপি-আইপিএফটি জোট সরকারের জনকল্যাণমুখী কোন কর্মসূচী নেই। নির্বাচনী প্রতিশ্রুতি রূপায়ণে ব্যর্থ । গণতন্ত্রের প্রতি আস্থা নেই। আইনের শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে। জনসমর্থন ধরে রাখতে পারছেনা। স্বদলীয় শাসক নেতা কর্মী সমর্থকদের মধ্যে হতাশা বাড়ছে।
সেজন্যই রাজনৈতিক সন্ত্রাস নির্ভর হয়ে পড়েছে জননির্বাচিত একটি সরকার।
সন্ত্রাস দীর্ঘস্থায়ী হতে পারেনা।
সিংহকে খাঁচায় বন্দী করে রেখে সিংহের গর্জন কি বন্ধ করা যায়?
আগরতলা রাজপথে বামেদের বিক্ষোভ l