Line technician want quota free promotion.

Line technician want quota free promotion. দাবী একটাই
কোঠামুক্ত পদোন্নতি চাই

25/08/2023

সিনিয়র গ্রেড ১ ভায়েরা,,
কোটা সিস্টেম চালু থাকলে কি এ জীবনে প্রমোশন পাবেন??

03/03/2023
লাইনটেকনিশিয়ান পদে অটোপ্রমোশন চালু করা প্রসঙ্গে।   বাংলাদেশের সকল পল্লী বিদ্যুৎ সমিতিতে যারা লাইনম্যান গ্রেড-১ পদে পদোন্...
15/12/2022

লাইনটেকনিশিয়ান পদে অটোপ্রমোশন চালু করা প্রসঙ্গে।

বাংলাদেশের সকল পল্লী বিদ্যুৎ সমিতিতে যারা লাইনম্যান গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন এবং REB ট্রেনিং প্রশিক্ষণ পরিদপ্তর থেকে TL-03 প্রশিক্ষণ কোর্স শেষ করে লাইন টেকনিশিয়ান পরীক্ষায় পাশ করে সার্টিফিকেট অর্জন করেছেন কিন্তু তাদেরকে পিবিএস এর কোটাভিত্তিক অভাবের কারণ দেখিয়ে লাইন টেকনিশিয়ান এর পদোন্নতি দেওয়া হচ্ছে না। পল্লী বিদ্যুৎ সমিতিতে অন্যান্য দপ্তরে REB প্রশিক্ষণ পরিদপ্তরে ট্রেনিং কোর্সে পাস করা থাকলেই তাদেরকে অটো প্রমোশন দেওয়া হয় কিন্তু দুঃখের বিষয় শুধুমাত্র লাইনম্যানদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম পরিচালিত হচ্ছে। লাইনম্যান কি দীর্ঘদিন ধরে একই পথে বহাল থাকবেন? তারা কি লাইনটেকনিশিয়ান স্বপ্ন দেখতে পারেন না? তাই সকল লাইন টেকনিশিয়ান প্রশিক্ষণ কোর্সে পাস করা ভাইদেরকে অটো প্রমোশনের ব্যবস্থা করা হোক অন্যথায় তাদেরকে সিনিয়র লাইনম্যান পদ সৃষ্টি করে একটা ইনক্রিমেন্ট দিয়ে বেতন বৃদ্ধির ব্যবস্থা করলে ভালো হবে!

কোথায় এটা,,,
27/10/2022

কোথায় এটা,,,

26/10/2022

জরুরী বার্তা

ট্রেনিং,👍
03/10/2022

ট্রেনিং,👍

03/10/2022

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড় ইয়ানে নিহতের সংখ্যা বেড়ে ৮৭ জনে ঠে...

 #নিয়োগ  #বিজ্ঞপ্তি।। যোগ্যতা অনুযায়ী আবেদন করেন।কোনো রকম লেনদেন করবেন না।।।
12/09/2022

#নিয়োগ #বিজ্ঞপ্তি।।

যোগ্যতা অনুযায়ী আবেদন করেন।
কোনো রকম লেনদেন করবেন না।।।

প্রশ্ন- ট্রান্সফরমারের রেটিং kW এ না লিখে kVA লেখা হয়ে থাকে কেন?উত্তরঃ ট্রান্সফরমারের মোট লস= কোর লস + কপার লস। কোর লস ন...
26/06/2022

প্রশ্ন- ট্রান্সফরমারের রেটিং kW এ না লিখে kVA লেখা হয়ে থাকে কেন?

উত্তরঃ ট্রান্সফরমারের মোট লস= কোর লস + কপার লস। কোর লস নির্ভর করে ভোল্টেজ এর উপর এবং কপার লস নির্ভর করে কারেন্টের উপর, কিন্তু ট্রান্সফরমারের মোট লস কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী ফেজ কোণের উপর নির্ভর করেনা। kW এর সাথে পাওয়ার ফ্যাক্টর বা কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী ফেজ এঙ্গেল জড়িত কিন্ত kVA এর সাথে পাওয়ার ফ্যাক্টর থাকেনা। এজন্য ট্রান্সফরমারের রেটিং kW এ না লিখে kVA লেখা হয়ে থাকে।

প্রশ্ন- ট্রান্সফরমার ব্যাংকিং কাকে বলে? ট্রান্সফরমার ব্যাংকিং করার শর্ত কি কি?

উত্তরঃ অনেক সময় ৩ ফেজ ট্রান্সফরমার ব্যবহার না করে তিনটি ১ ফেজ ট্রান্সফরমার এর সাহায্যে ৩ ফেজ সাপ্লাই দেয়া হয়, এই ব্যবস্থাকে ট্রান্সফরমার ব্যাংকিং বলে।

ট্রান্সফরমার ব্যাংকিং করার শর্তঃ
১) প্রতিটি ট্রান্সফরমার এর kVA রেটিং একই হতে হবে।
২) প্রতিটি ট্রান্সফরমার এর ভোল্টেজ রেটিং একই হতে হবে।
৩) সঠিক পোলারিটি অনুযায়ী সংযোগ দিতে হবে।

প্রশ্ন- অটো ট্রান্সফরমার সম্পর্কে লেখ। এর ব্যবহার লিখ।

উত্তরঃ অটো ট্রান্সফরমার এমন এক ব্যাতিক্রমি ট্রান্সফরমার যার মধ্যে কেবল একটি ওয়াইন্ডিং থাকে। ইহার কিছু অংশ প্রাইমারি আর কিছু অংশ সেকেন্ডারি, উভয় কয়েল ইলেকট্রিক্যাল ও ম্যাগনেটিক্যালি সংযুক্ত থাকে। তারপরও একে ট্রান্সফরমার বলা হয়, কারণ ইহার কার্যপ্রণালী দুই ওয়াইন্ডিং ট্রান্সফরমার এর মতই।

এর ব্যবহারঃ

১) ডিস্ট্রিবিউশন লাইনে ভোল্টেজ ঘাটতি পূরনে ইহা ব্যবহার করা হয়।
২) ৩-ফেজ ইন্ডাকশন মোটর চালু করার কাজে ব্যবহার হয়।
৩) রাজপথ আলোকিত করার কাজে ইহা ব্যবহার হয়।
৪) রেডিও ইলেক্ট্রনিক্সে ইহা ব্যবহার করা হয়।

প্রশ্নঃ সাবস্টেশন কি?

উত্তরঃ সাবস্টেশন হচ্ছে পাওয়ার সিস্টেমের একটি অংশ যা বিদ্যুৎ উৎপাদন, পরিবহণ, সঞ্চালন, বিতরণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা।

প্রশ্নঃ ১১কেভি সাবস্টেশনের কি কি ইকুপমেন্ট থাকে?

Ø ট্রান্সফরমার
Ø LT সুইচগিয়ার
Ø HT সুইচগিয়ার
Ø PFI প্লান্ট

প্রশ্নঃ সুইচগিয়ার কি?

উত্তরঃ সুইচগিয়ার হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি, যা বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং, কন্ট্রোলিং এবং রক্ষা করে থাকে। (রিলে, সার্কিট ব্রেকার, ম্যাগনেটিক কন্টাক্টর ইত্যাদি)

প্রশ্নঃ সুইচগিয়ার কত প্রকার?

Ø LT সুইচগিয়ার
Ø HT সুইচগিয়ার

প্রশ্নঃ LT & HT সুইচগিয়ার বলতে কি বুঝ?

উত্তরঃ LT সুইচগিয়ারঃ সাবস্টেশনের লো-সাইডের বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং, কন্ট্রোলিং এবং রক্ষা করার প্রক্রিয়াকে LT সুইচগিয়ার বলে।

HT সুইচগিয়ারঃ সাবস্টেশনের হাই-সাইডের বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং, কন্ট্রোলিং এবং রক্ষা করার প্রক্রিয়াকে HT সুইচগিয়ার বলে।

প্রশ্নঃ কি ধরনের সার্কিট ব্রেকার LT & HT ব্যবহার করা হয়?

উত্তরঃ
LT সুইচগিয়ারঃ
MCB, MCCB, ACB সার্কিট ব্রেকার।

HT সুইচগিয়ারঃ
VCB সার্কিট ব্রেকার।

প্রশ্নঃ সার্কিট ব্রেকার কি?

উত্তরঃ সার্কিট ব্রেকার হচ্ছে এক ধরনের সুইচিং ডিভাইস, যা দ্বারা বৈদ্যুতিক সার্কিটকে সাপ্লাই এর সাথে সংযুক্ত ও বিচ্ছিন্ন করা যায়। তবে সার্কিট ব্রেকারের সবচেয়ে বড় কাজ হল, যখন অতিরিক্ত কারেন্ট বা ত্রুটিপুর্ন কারেন্ট লাইনে প্রবাহিত হয়, তা থেকে সার্কিটকে অটোমেটিক রক্ষা করা।

প্রশ্নঃ কি ধরনের সার্কিট ব্রেকার সাবস্টেশনে ব্যবহার করা হয়?

উত্তরঃ MCB, MCCB, ACB সার্কিট ব্রেকার, VCB সার্কিট ব্রেকার।

প্রশ্নঃ LT & HT সাইডের মেইন কাজ কি?

উত্তরঃ
HT সুইচগিয়ার মূলতঃ ট্রান্সফরমারকে সাট-ডাউন করানো।

LT সুইচগিয়ার মূলতঃ লোডকে কন্ট্রোল করে অথবা রক্ষা করে।

প্রশ্নঃ PFI কি?

পাওয়ার ফ্যাক্টর ইম্প্রোভমেন্ট যা পাওয়ার ফ্যাক্টর ইম্প্রোভমেন্ট করে।

প্রশ্নঃ কেন PFI ব্যবহার করা হয়?

উত্তরঃ কারন আমাদের ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ এবং কারেন্ট এর কারনে একটি এঙ্গেল সৃষ্টি হয় যা লস হিসাবে ধরা হয়। এই লসকে কমানোর জন্য পাওয়ার ফ্যাক্টর ইম্প্রোভমেন্ট ব্যবহার করা হয়।

প্রশ্নঃ PFI রেটিং কিভাবে নিতে হয়?

উত্তরঃ ট্রান্সফরমারের রেটিং এর ৬০% হিসাবে নিতে হয়।

প্রশ্নঃ PFI স্টেপ কি এবং কিভাবে স্টপ সিলেকশন করতে হয় ?

উত্তরঃ ট্রান্সফরমারের রেটিং যদি ১০০ কেভি থেকে ২৫০কেভি পর্যন্ত তাহলে ৬ স্টেপের ১টা ট্রান্সফরমারের রেটিং যদি ৩১৫ কেভি থেকে ২০০০ কেভি পর্যন্ত তাহলে ১২ স্টেপের ১টা
ট্রান্সফরমারের রেটিং যদি ২৫০০ কেভি থেকে ৪০০০ কেভি পর্যন্ত তাহলে ১২ স্টেপের ২টা।

প্রশ্নঃ সাবস্টেশনে কিভাবে লোড বের করতে হয়?

উত্তরঃ ট্রান্সফরমারের রেটিং এর ৮০% হিসাবে নিতে হয়।

প্রশ্নঃ সাবস্টেশনে LT & HT সাইড কোন অংশকে বলে?

উত্তরঃ ৩৩ কেভি থেকে ১১ কেভি পর্যন্ত ট্রান্সমিশন লাইনকে বলা হয় HT সাইড এবং ১১ কেভি থেকে ০.৪কেভি (৪০০ভোল্ট) পর্যন্ত ট্রান্সমিশন লাইনকে বলা হয় LT সাইড।

প্রশ্নঃ জেনারেশন পাওয়ার এবং ডিস্ট্রিবিউশন পাওয়ারের রেটিং দেখাও?

উত্তরঃ
জেনারেশন পাওয়ারঃ ১১কেভি, ৩৩কেভি, ১৩২কেভি, ২৩০কেভি, ৪০০কেভি।

ডিস্ট্রিবিউশন পাওয়ারঃ ৪০০কেভি, ২৩০কেভি, ১৩২কেভি, ৩৩কেভি, ১১কেভি।

প্রশ্নঃ কেন ডিস্ট্রিবিউশন লাইনে ৪০০০ কেভির বেশি ট্রান্সফরমার ব্যবহার করা হয় না?

উত্তরঃ কারন ৪০০০ কেভি উপরের ট্রান্সফরমারের জন্য সার্কিট ব্রেকার নেই তাই ব্যবহার করা হয় না।

25/06/2022

Address

Deoria
91342

Alerts

Be the first to know and let us send you an email when Line technician want quota free promotion. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Deoria

Show All

You may also like