The Bash-বাঁশ

The Bash-বাঁশ Just for fun

12/11/2024

কতকিছুর স্বপ্ন দেখি। এটা করবো, ওটা করবো। কাছের মানুষদের গর্ব হবো। পরিবারের মুখে হাসির কারণ হবো। নিন্দুকদের সামনে উচ্চস্বরে বলবো হ্যা আমি করে দেখিয়েছি।

এদিকে ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেলো বিশ বাইশ চব্বিশ সাল। সুত্র সাপেক্ষে জানা হয়ে গেলো পৃথিবীর নিয়ম অনিয়ম।

শুধু বদলাতে পারিনি রোজ দেখে আসা সেই পৃষ্ঠা; যে পৃষ্ঠা একবার বদলাতে পারলেই, পরের পৃষ্ঠায় লেখা আছে- "দূরবীন থেকে চোখ সরাও সুদিন তোমার পাশেই।"

I have reached 110K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
29/08/2024

I have reached 110K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

19/05/2024

🤣🤣🤣

Subscribe my new YouTube channel
26/03/2024

Subscribe my new YouTube channel

Tenge tenge video😂,funny video,funny shorts,funny video shorts,funny video comedy,funny video clips,comedy video shorts,comedy video,comedy,funny,viral vide...

26/03/2024
10/02/2024

অ্যান্টি বললেন কোচিং এক্সাম এ উনার মেয়ে ফার্স্ট হওয়ায়

চকলেট আর গোলাপ গিফট পেয়েছে 🙉🙉

মায়েরা সন্তানদের সুখের জন্য সব করতে পারেন।আজ বলবো তেমন একটা ঘটনা। একজন মায়ের গল্প -তিনি হলেন মেরি অ্যান বেভান যিনি "পৃথি...
10/02/2024

মায়েরা সন্তানদের সুখের জন্য সব করতে পারেন।

আজ বলবো তেমন একটা ঘটনা। একজন মায়ের গল্প -তিনি হলেন মেরি অ্যান বেভান যিনি "পৃথিবীর সবচেয়ে কুশ্রী মহিলা" হিসাবে পরিচিত ছিলেন কিন্তু আপনি তার সমন্ধে জানবেন, তখন আপনি তাকে "পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি" এবং সুন্দরী মা বলে ডাকবেন।"(প্রজাপতি)

ম্যারি অ্যান অ্যাক্রোমেগালিতে ভুগছিলেন যার কারণে তার মুখের অস্বাভাবিক বৃদ্ধি ছিল এবং মুখ ছিল লম্বা আকৃতির

তার স্বামীর মৃত্যুর পর, ঘরে কোন উপার্জনকারী না থাকায়, ঋণ জমা এবং তার চার সন্তানের আর্থিক চাহিদার কারণে, তিনি অপমানজনক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং "বিশ্বের সবচেয়ে কুশ্রী মহিলা" এর আপত্তিকর খেতাব জিতেছিলেন।

পরে তাকে একটি সার্কাস পার্টিতে নিয়োগ দেওয়া হয়েছিল।, যেখানে তিনি বিভিন্ন শহরে ভ্রমণ করতেন এবং লোকেরা তাকে হাসতে এবং অপমান করতো তাকে দেখলেই। মানুষ সন্তানদের জন্য কিনা করতে পারে ভাবুন তো।

তিনি তার সন্তানদের লালন-পালন করতে এবং তাদের একটি উন্নতমানের জীবন দেওয়ার জন্য অন্যদের উপহাস, অপমান রোজ সহ্য করেছিলেন। তিনি 1933 সালে মারা যান। .."(প্রজাপতি)

আজ অবধি, সমাজ মানুষকে তাদের শারীরিক গঠনের উপর বিচার করে, আমাদের চোখ যদি দেহের অসুন্দর চেহারার পরিবর্তে তার আত্মা সৌন্দর্য দেখতে পেত, তবে মেরি অ্যান বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হতেন। আমার চোখে তিনি সবচেয়ে সুন্দর মানুষ এবং মা। মায়েরা কখনও অসুন্দর হয়না....

10/02/2024

নিজের ভালোলাগা, নিজের ভালো থাকা, নিজের শান্তি, আনন্দ, বেঁচে থাকার কারণগুলোকে টুকরো টুকরো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয়। কোনও পার্টিকুলার একজনকে কেন্দ্র করে নিজের সবটুকু নিয়ে আবর্তন করতে থাকা নিরাপদ নয় মোটেও। ছোটবেলায় একটা প্রেম করেছিলাম ১২ বছর ধরে। এতগুলো বছরে আমার বন্ধু, প্রেম, ভালোবাসা, গল্প করার মানুষ, রেস্তোরাঁয় খেতে যাওয়ার মানুষ, সিনেমা দেখতে যাওয়ার মানুষ, ঘুরতে যাওয়ার মানুষ, মন খারাপে হালকা হওয়ার মানুষ, ইত্যাদি বলতে ওই একজনই ছিল। আর কারোর প্রয়োজনীয়তা অনুভবই করিনি কোনওদিন। তারপর একদিন তার আমাকে বিদায় জানানোর সময় এলো। সে ভাবলোও না সে ছাড়া আমার আর কেউ নেই। সে চলে গেলো। আর ফিরলো না কোনওদিন। যার চলে যাওয়ার কথা ভাবিইনি কোনওদিন তাকে হারিয়ে ফেলে বুঝলাম, এই পৃথিবীতে সব কিছুর গ্যারান্টি হলেও হতে পারে, কিন্তু মানুষের থেকে যাওয়ার কোনও গ্যারান্টি হয় না।

অনেকগুলো বছর লেগেছিলো নিজেকে সামলাতে। রীতিমত হিমশিম খেয়েছিলাম নিজেকে আগলাতে। এক একটা দিন এতো একলা লাগতো, অসহায় লাগতো যে বেঁচে থাকার থেকে যন্ত্রণাদায়ক কিচ্ছু মনে হতো না। বছর পেরোনোর পরেও এতটাই ট্রমা ছিল বুকে যে ঘুমের মধ্যেও চোখ ভিজে যেত।

এই ধাক্কা সামলে ওঠার পর আমি বুঝতে শিখি জীবনের সমস্ত সঞ্চয় এক ভাঁড়ে জমিয়ে রাখতে নেই। কিছু সঞ্চয় বন্ধুত্বে রাখাও ভালো, কিছু সঞ্চয় আত্মীয়তাতেও ভালো, কিছু ঘুরতে যাওয়ার মানুষেও ভালো, কিছু সম মানসিকতার চেনা মুখেও ভালো, কিছু গল্পের বইয়ে ভালো, কিছু পোষ্যে ভালো, কিছু গাছ বাগানে ভালো। ভালো থাকার অনেকগুলো কারণ থাকা ভালো। জীবনে হঠাৎ ঘন অন্ধকার নেমে আসলে হাতের পাশে কটা মোমবাতি থাকা ভালো। তাতে অন্তত অন্ধকার গিলে খেতে আসে না...

09/02/2024

ওগো শুনছো বেলা...

তোমার জন্য চকলেট কিনেছিলাম কিন্তু লোভ সামলাতে না পেরে নিজেই খেয়ে ফেলেছি 🤣
😂

যথেষ্ট হয়েছে, এবার অন্তত থামো। নিজেকে ধরে বেঁধে বসাও ভাবনার গোল টেবিলে। এবার পরম মমতা নিয়ে নিজেকে জিজ্ঞেস করো, তুমি কার ...
09/02/2024

যথেষ্ট হয়েছে, এবার অন্তত থামো। নিজেকে ধরে বেঁধে বসাও ভাবনার গোল টেবিলে। এবার পরম মমতা নিয়ে নিজেকে জিজ্ঞেস করো, তুমি কার জন্য কষ্ট পাচ্ছো? যে তোমায় খুশি করার চেষ্টায় টুকুন করেনি কস্মিনকালেও? যে বোঝেনি তোমারও মন ভাঙে, তোমার হৃদয়ও ভেঙে টুকরো টুকরো হয় সামান্য কথার কাটাকাটিতে।

কার জন্যে তুমি কাঁচা ঘুম ভেঙে দাউদাউ করে পুড়ে যাও, কার জন্য খরচ করছো অনেক স্বাদের জীবন। তার জন্যে? যার নিকট তোমার অভিযোগ অভিমান এর দু'পয়শার মূল্য নেই।

সারাদিনের মন খারাপের কথা বলতে না পেরে হা-হুতাশ কার জন্য করো? যে জানেনা তোমার গোপন ক্ষতের কথা, শুনতে চায় না কেনো তোমার মন খারাপ, কেনো বুকের ভিতরে খিল মেরে আসে নরম হাওয়ার সন্ধ্যায়।

নিজেকে এইবার একটু হাতেপায়ে ধরে বুঝাও, সব মানুষের জন্য জীবন খরচ করতে নেই। যার উৎসবে আমি নাই, তারে নিয়ে উল্ল্যাসের জীবন স্বপ্ন দেখতে নাই।

তুমি শস্তা নও, ভিখেরিও নও, তুমি চমৎকার মানুষ। তুমি সুন্দর, তুমি সৎ, তুমি একটা ফুল। ঐ ফুলের কদর সবাই করতে পারে না, কেউ কেউ ছু্ঁড়ে ফেলে দেয় তুচ্ছ করে। আবার ঐ ছু্ড়ে দেওয়া ফুলই প্রচন্ড আগ্রহ নিয়ে অন্য কেউ তুলে নেয়, খুব যত্ন করে লুকিয়ে রাখে বুকের অন্ধরে। ভালোবাসে আজন্মকাল।

দুঃখ যতটুকু পাওয়ার একেবারেই পাও। ভাবনা শেষ হলে গোল টেবিল থেকে উঠো। চোখ মুছে নাও, ভেঙে ফেলো মায়ার অদৃশ্য ঐ শক্ত শেকল। হাসো। হালকা লাগছে? বন্ধ জালানা খুলে দাও, মাকড়সার জালগুলো ঘেঁষে আসুক ছ'টাক আলো। নিজের ডানায় ভর করে উড়ো। নিজেকে জড়িয়ে ধরো, নিজেকে ভালোবাসো, আয়নায় নিজেকে দেখে সাজাও, মুগ্ধ হও।

ভালো রাখার জন্যে, ভালো থাকার জন্যে মানুষ প্রয়োজন হয়। সেই মানুষের মাঝেই যদি ভালো থাকা না থাকে, তবে নিজেকে খুঁজো। একবার নিজেকে পেয়ে গেলেই দেখবে আর কখনোও মানুষের প্রয়োজন হবে না।

একবার নিজেকে পেয়ে গেলে তুমি জানবে নিজেকে ভালোবাসার মতো আনন্দ পৃথিবীতে আর একটিও নাই। তুমি বুঝবে তোমাকে ভালোবাসার জন্য তুমি নিজেই যথেষ্ট।

লেখা: আরিফ হুসাইন

🤪🤪
08/02/2024

🤪🤪

😢😢😥😢😰
07/02/2024

😢😢😥😢😰

Address

Delhi Market Aligarh
Delhi

Alerts

Be the first to know and let us send you an email when The Bash-বাঁশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category