Alone

Alone Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alone, Video Creator, Delhi.

27/09/2023

সবার জীবনের গল্প টা সুখের হয়না

• Today's the best Photo 🌿🥰• beautiful  
21/08/2023

• Today's the best Photo 🌿🥰

• beautiful









01/05/2023

বসুন্ধরা গ্রুপের মালিকের বড় ছেলের পরে ছোট ছেলের
ডেডি সুগার কেলেঙ্কারির ফাঁস

এইচএস‌সি পড়ুয়া এক কি‌শোরী‌কে মারধর ক‌রে আট‌কে রাখা হ‌য়ে‌ছিল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এক‌টি বা‌ড়ি‌তে। কি‌শোরীর মা‌ ও বড় বোন গতকাল রোববার এ অ‌ভি‌যোগ ক‌রেন রাজধানীর ভাটারা পু‌লিশ থানায়। অ‌ভি‌যোগ পে‌য়ে পু‌লিশ উদ্ধার কর‌তে যায় কি‌শোরী‌কে। কিন্তু উদ্ধার কর‌তে পা‌রে‌নি। মার খে‌য়ে ফেরত আ‌সে। কারণ বা‌ড়ি‌টি বসুন্ধরা গ্রু‌পের ভাইস চেয়ারম‌্যান সাফওয়ান সোবহান তাসভীরের। এ বা‌ড়ি‌তে ওই কি‌শোরী‌কে আট‌কে রে‌খে‌ছি‌লেন সাফওয়ান সোবহা‌নের স্ত্রী।

ঘটনার বিস্তা‌রিত হ‌লো, ১৭/১৮ বছর বয়সী ওই কি‌শোরী‌র স‌ঙ্গে '‌প্রেম' কর‌তেন বসুন্ধরা গ্রু‌পের মা‌লি‌ক আহ‌মেদ আকবর সোবহা‌নের মে‌ঝোপুত্র সাফওয়ান সোবহান। তি‌নি বসুন্ধরা গ্রু‌পের এম‌ডি সা‌য়েম সোবহান আনভী‌রের ছোট ভাই।

'‌প্রেম' বলা হ‌লেও আস‌লে কি‌শোরী‌টি‌কে র‌ক্ষিতা ক‌রে রে‌খে‌ছি‌লেন সাফওয়ান। যেমন তার বড় ভাই আনভীর র‌ক্ষিতা ক‌রে‌ রে‌খে‌ছি‌লেন মোশারাত জাহান মু‌নিয়া‌কে। মু‌নিয়ার অপমৃত‌্যুতে ২০২১ সা‌লে দেশজু‌ড়ে আ‌লোচনা হয়। ত‌বে সাফওয়া‌নের কি‌শোরী 'প্রেমিকা' ভাগ‌্যবতী। সে এখ‌নো বেঁচে আ‌ছে। য‌দিও তা‌কে বেধড়ক মারধর করা হ‌য়ে‌ছে।

সাফওয়া‌নের দেওয়া এক‌টি ফ্ল‌্যা‌টে থাকত ওই কি‌শোরী‌। সেখা‌নে নিয়‌মিত যে‌তেন সাফওয়ান। কি‌শোরীর বা‌ড়ি মা‌নিকগ‌ঞ্জের ঘিও‌রে। তার প‌রিবার সাফওয়া‌নের স‌ঙ্গে সম্প‌র্কের বিষয়‌টি জানত। সস্প্রতি সাফওয়া‌নের স্ত্রী
ইয়াশা সোবহান স্বামীর বিবাহব‌হির্ভূত সম্প‌র্কের কথা জে‌নে যান।

তি‌নি ব‌্যক্তিগত দেহরক্ষী‌দের দি‌য়ে ওই কি‌শোরী‌কে মারধর করান, মাথা ন‌্যাড়া ক‌রি‌য়ে দেন। স্বামীর কাছ থে‌কে সরা‌তে ওই কি‌শোরী‌কে বসুন্ধরার এক‌টি বা‌ড়ি‌তে আট‌কে রা‌খেন। দুই দিনেও নি‌জেরা উদ্ধার কর‌তে না পেরে কি‌শোরীর মা ও বোন পু‌লি‌শের কা‌ছে যান। পু‌লিশ কি‌শোরীর অবস্থান চি‌হ্নিত ক‌রে উদ্ধার কর‌তে গি‌য়ে‌ছিল। তারপর সাফওয়া‌নের স্ত্রী’র দেহরক্ষীরা পু‌লিশ‌কে মারধর ক‌রে।

এরপর ঘটনা অ‌নেক দূর গড়ায়। পু‌লি‌শের উর্দ্ধতন কর্মকর্তা‌দের স‌ঙ্গে মিটমাট ক‌রেন বসুন্ধরার চেয়‌ারম‌্যান আহ‌মেদ আকবর সোবহান। তি‌নি আগামী নির্বাচ‌নে নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী‌ লী‌গের প্রার্থী হ‌তে চান। শোনা যা‌চ্ছে, পু‌লিশ‌কে মারধরের 'ক্ষ‌তিপূরণ' এবং র‌ক্ষিতা কে‌লেঙ্কা‌রি ধামাচাপা দি‌তে পুলি‌শের উর্দ্ধতন কর্তৃপক্ষ‌কে ৫০ কো‌টি টাকা দি‌য়ে‌ছে বসুন্ধরা গ্রুপ।

ওই কি‌শোরীর মা ও বোন রোববার রাত পর্যন্ত ভাটারা থানায় ছিলেন। পু‌লিশ তা‌দের মামলা না নেয়‌নি। অ‌ভি‌যোগ লি‌পিবদ্ধ ক‌রে‌নি। বরং তা‌দের আট‌কে রে‌খে‌ছে, যা‌তে ঘটনা জানাজা‌নি না হয়। ওই কি‌শোরী‌কেও এখ‌নো প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হয়‌নি। তা‌কে মারধর এবং সাফওয়ান সোবহা‌নের স‌ঙ্গে সম্পর্ক লুকা‌তে রাষ্ট্রযন্ত্র, পু‌লিশ ও বসুন্ধরা কি‌শোরী‌টি‌কে আট‌কে রে‌খে‌ছে। ঢাকার সাংবা‌দিকরাও ঘটনা‌টি কম বে‌শি জা‌নেন। কিন্তু বসুন্ধরা গ্রু‌পের তথা রাষ্ট্রয‌ন্ত্রের রোষান‌লে পড়ার আশঙ্কায় কেউ সংবাদ প্রকাশ কর‌ছে না।

মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় সকলকেই অনুরোধ করবো তার নাম-পরিচয় অনুগ্রহ করে কোথাও প্রকাশ না করার জন্যে।

- জুলকারনাইন সায়ের
সাংবাদিক

মেঘে ঢাকা "মেঘবাড়ী"! 🌿🖤
30/03/2023

মেঘে ঢাকা "মেঘবাড়ী"! 🌿🖤

30/03/2023

Right😥💔

একটা প্রকৃতির বটবৃক্ষ, -------আরেকটা কোনো পরিবারের বটবৃক্ষ।
30/03/2023

একটা প্রকৃতির বটবৃক্ষ, -------আরেকটা কোনো পরিবারের বটবৃক্ষ।

এই একটা নিউজ পোষ্ট করে কয়েক ঘন্টা রাখতে পারলো না প্রথম আলো! এই হলো স্বাধীনতা!
27/03/2023

এই একটা নিউজ পোষ্ট করে কয়েক ঘন্টা রাখতে পারলো না প্রথম আলো! এই হলো স্বাধীনতা!

বান্দরবান নতুন বিশ্ববিদ্যালয় 🇧🇩❤️আমার সোনার বাংলাদেশ ❤️🇧🇩
27/03/2023

বান্দরবান নতুন বিশ্ববিদ্যালয় 🇧🇩❤️
আমার সোনার বাংলাদেশ ❤️🇧🇩

25/03/2023

পুরুষ মানুষ আসলেই বোকা💔🥲

সংসার চালানো লোকটাই এখন অই সংসারে বোঝা, 😥
25/03/2023

সংসার চালানো লোকটাই
এখন অই সংসারে বোঝা, 😥

খাদ্যের অভাবে 😭এই রমাদানে তাদের কষ্ট গুলোও আমরা অনুভব করতে পারছি💔
25/03/2023

খাদ্যের অভাবে 😭
এই রমাদানে তাদের কষ্ট গুলোও আমরা অনুভব করতে পারছি💔

❤️🇧🇩
24/03/2023

❤️🇧🇩

মিনা কার্টুনের মিনারও আজ বিয়ে হয়ে গেছে সেও আজ ঘর-সংসার সামলাতে ব্যস্ত • টম অ্যান্ড জেরির জেরি টাও আর আমাদের মাঝে নেই। ...
24/03/2023

মিনা কার্টুনের মিনারও আজ বিয়ে হয়ে গেছে সেও আজ ঘর-সংসার সামলাতে ব্যস্ত
• টম অ্যান্ড জেরির জেরি টাও আর আমাদের মাঝে নেই। আর টম ও এখন বার্ধক্যজনিত রোগে ভুগছে।
• মিস্টার বিন এখন ব্যস্ত হলিউড নিয়ে। •সিসিমপুরের ইকরি, সিকু, হালুম, টুকটুকিও আজ ভার্সিটিতে পড়ে।
• "ইত্যাদি" তেও আজ রসকস নেই।
• "Boost" কিনলে আজ ব্যাট ফ্রি দেয়না।
• চিপসের প্যাকেটের সাথেও আজ স্টিকার, খেলনা, সৈন্য ফ্রি দেয় না।
• নোকিয়া ফোনের সাপটাও আজ বুড়ো হতে হতে মৃত প্রায়। বাকি রইল কেবল ঈদ --• ঈদেও আজকাল তেমন আর আনন্দ নেই।
• স্মৃতির পাতায় আজ ধূসর শৈশব
ছোটবেলায় ভাবতাম কবে বড় হবো। আজ বড়ো হয়ে ভাবছি,সেই ছোটবেলা টা যদি আরেকটি বার ফিরে পেতাম।🙂🍓

21/03/2023

Address

Delhi

Telephone

+96597991905

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alone:

Videos

Share

Category