Cricket Trend

Cricket Trend All type of Cricket News update in Bengali Language

আজকের দিনে ভারতীয় উইকেট কিপার ঈশান কিশান, ইতিহাস তৈরি করেছিলেন -
10/12/2024

আজকের দিনে ভারতীয় উইকেট কিপার ঈশান কিশান, ইতিহাস তৈরি করেছিলেন -

দুরন্ত বোলিং এর পর ব্যাট হাতেও বিধ্বংসী মহঃ শামি, বাংলা কে যেতালেন  SMAT তে - সবার প্রশ্ন কবে অস্ট্রেলিয়া যাচ্ছেন মহঃ শা...
10/12/2024

দুরন্ত বোলিং এর পর ব্যাট হাতেও বিধ্বংসী মহঃ শামি, বাংলা কে যেতালেন SMAT তে -
সবার প্রশ্ন কবে অস্ট্রেলিয়া যাচ্ছেন মহঃ শামি ?

ভেঙ্কটেশ আইয়ার  এখন Dr. Venkatesh Iyar -
09/12/2024

ভেঙ্কটেশ আইয়ার এখন Dr. Venkatesh Iyar -

এশিয়া কাপ U-19  চ্যাম্পিয়ন
09/12/2024

এশিয়া কাপ U-19 চ্যাম্পিয়ন

অধিনায়ক রোহিত  অ্যাডিলেডে ম্যাচ শেষ হওয়ার পর ও বহুখন বসে ছিলেন, এই হারটা হয়ত তিনি মেনে নিতে পারেন নি - হিটম্যান আবার কাম...
09/12/2024

অধিনায়ক রোহিত অ্যাডিলেডে ম্যাচ শেষ হওয়ার পর ও বহুখন বসে ছিলেন, এই হারটা হয়ত তিনি মেনে নিতে পারেন নি -

হিটম্যান আবার কামব্যাক করুন আপনারা -
আমারা আশায় থাকলাম -

প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাসকর মনে করেন যে, ভারতীয় ক্রিকেটারদের নির্ধারিত সময়ের দু দিন আগে শেষ হওয়া অ্যাডিলে...
09/12/2024

প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাসকর মনে করেন যে, ভারতীয় ক্রিকেটারদের নির্ধারিত সময়ের দু দিন আগে শেষ হওয়া অ্যাডিলেড টেস্টের সুবিধা নেওয়া উচিত। তিনি ভারতীয় ক্রিকেটারদের অনুশীলনের জন্য অতিরিক্ত দুটি দিনের সদ্ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। গাভাসকর বলেছিলেন যে নিজের দক্ষতা বাড়াতে মূল্যবান সময় নষ্ট করা আদর্শ নয়। তিনি বিকল্প প্রশিক্ষণের সমালোচনা করেছেন এবং খেলোয়াড়দের দলের প্রতি আরও প্রতিশ্রুতি দেখানোর দাবি জানিয়েছেন। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারতে হয়েছে ভারতকে। এতে পাঁচ ম্যাচের সিরিজ ১-১ সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে তিন দিনের মধ্যেই।

সম্প্রচারকদের সঙ্গে কথা বলার সময়, গাভাসকর বলেছিলেন যে ব্রিসবেনের কন্ডিশনের সঙ্গে প্রস্তুতি এবং সামঞ্জস্য করার জন্য ভারতের কাছে এখন দুটি অতিরিক্ত দিন রয়েছে, যেখানে তৃতীয় টেস্টটি ১৪ ডিসেম্বর শুরু হবে। তিনি বলেন, ‘এখন এই সিরিজটিকে তিন ম্যাচের সিরিজ হিসেবে বিবেচনা করুন। ভুলে যান যে এটা ছিল পাঁচ টেস্টের সিরিজ। আমি চাই এই ভারতীয় দল আগামী কয়েকদিন অনুশীলনে কাজে লাগাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার হোটেল রুমে বা কোথাও বসে থাকতে পারবেন না, কারণ আপনি এখানে ক্রিকেট খেলতে এসেছেন। সারাদিন অনুশীলন করার দরকার নেই। আপনি সকালে বা বিকেলে একটি সেশন অনুশীলন করতে পারেন, আপনি যে সময় বেছে নিন, তবে এই দিনগুলি নষ্ট করবেন না। টেস্ট ম্যাচ যদি পাঁচ দিন স্থায়ী হত, তাহলে আপনি এখানে টেস্ট ম্যাচ খেলতেন।’
সুনীল গাভাসকর আরও বলেন, ‘আপনি রান করেননি বলে ছন্দ পেতে নিজেকে আরও সময় দিতে হবে। আপনার বোলাররা ছন্দ পাচ্ছে না। মিডল অর্ডারে আরও কিছু খেলোয়াড় আছে যাদের সময় দরকার।’ গাভাসকর ঐচ্ছিক অনুশীলন সেশন প্রত্যাখ্যান করে বলেছিলেন যে এগুলির সঙ্গে সম্পর্কিত সিদ্ধান্তগুলি অধিনায়ক এবং কোচের নেওয়া উচিত, খেলোয়াড়দের দ্বারা নয়। এই মহান ক্রিকেটার জোর দিয়েছিলেন যে তরুণ খেলোয়াড়দের বিশেষ করে ক্রিজে বেশি সময় কাটাতে আগ্রহী হওয়া উচিত। অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনে নেটে আঘাত করার সংকল্পের জন্য তিনি বিরাট কোহলির প্রশংসাও করেছেন।

অস্ট্রেলিয়ার কাছে টেস্টে ১০ উইকেটে পরাজিত হয়েছে ভারত। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সেরকম দাগ কাটতে পারেনি মহম্মদ সিরাজ, ...
09/12/2024

অস্ট্রেলিয়ার কাছে টেস্টে ১০ উইকেটে পরাজিত হয়েছে ভারত। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সেরকম দাগ কাটতে পারেনি মহম্মদ সিরাজ, হর্ষিত রানারা। সিরাজ তাও কিছুটা ভালো বোলিং করেছেন। কিন্তু হর্ষিত একেবারেই ছন্দ পাননি। বুমরাহ প্রাথমিকভাবে পিঙ্ক বলে লাইন-লেংথ নিয়ে সমস্যায় পড়লেও পরে নিজেকে সামলে নেন। কিন্তু তিনি একদিক থেকে ভালো বোলিং করলেও অপরদিক থেকে সেই চাপটা ধরে রাখা যাচ্ছিল না। আর সেটা নিয়েই মুখ খুললেন রোহিত।
রবিবার ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, ‘সব দায়িত্ব জসপ্রীত বুমরাহ একা নিতে পারে না। ও দুই এন্ড থেকে বল করবে আপনি সেটা নিশ্চয়ই আশা করতে পারেন না। তাই দলের বাকি সদস্যদেরও এগিয়ে আসতে হবে এবং দায়িত্ব নিতে হবে। এরকমও দিন আসবে যখন বুমরাহ উইকেট পাবে না, তখন তাহলে কী হবে!’

উল্লেখ্য, এর আগে পার্থে রোহিতের জায়গায় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। সেখানেও প্রথম ইনিংসে ১৫০ রানে অল-আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। দুরন্ত বোলিং করে ভারতকে লড়াইয়ে ফিরিয়ে আনেন জসপ্রীত বুমরাহ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও ৪২ রান দিয়ে ৩ উইকেট নেন বুমরাহ।

সেই জয়ের পরে অ্যাডিলেডে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের আগুন বোলিংয়ের সামনে মাত্র ১৮০ রানে অল-আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। পাল্টা ব্যাটিং করতে নেমে ৩৩৭ রান তোলে অস্ট্রেলিয়া। ১৬ ওভার বল করে একটিও উইকেট নিতে ব্যর্থ হন হর্ষিত রানা। চার উইকেট নিলেও অনেক রান দিয়ে দেন সিরাজ। ১টি করে উইকেট পান অশ্বিন এবং নীতীশ কুমার রেড্ডি। একমাত্র ভালো বোলিং করেন বুমরাহ, ২৩ ওভার বল করে ৬১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

আপনি যদি ভারতবাসী হন তবে হয়ত আমার সঙ্গে একমত হবেন - এই দিনটার কথা তাড়াতাড়ি ভুলতে চাইব
09/12/2024

আপনি যদি ভারতবাসী হন তবে হয়ত আমার সঙ্গে একমত হবেন - এই দিনটার কথা তাড়াতাড়ি ভুলতে চাইব

ঋশভ পন্থ সত্যি এক অন্য ধরলেন ক্যারেকটার  , তার মত ক্যারেকটার -এর ক্রিকেটার খুব বেশী পাবেন না  সারা বিশ্বে -
08/12/2024

ঋশভ পন্থ সত্যি এক অন্য ধরলেন ক্যারেকটার , তার মত ক্যারেকটার -এর ক্রিকেটার খুব বেশী পাবেন না সারা বিশ্বে -

ভারতীয় স্টার বোলার মহঃ শামি সম্পর্কে - রোহিত শর্মা -
08/12/2024

ভারতীয় স্টার বোলার মহঃ শামি সম্পর্কে - রোহিত শর্মা -

কারন ক্রিকেটটা তো ভারতীয়দের রক্তের মধ্যে মিশে আছে - ভারত খুব খারাপ ভাবে ম্যাচ হারলেও নীতিশ রেড্ডির এই লড়াই কোনদিন ভোলা য...
08/12/2024

কারন ক্রিকেটটা তো ভারতীয়দের রক্তের মধ্যে মিশে আছে -
ভারত খুব খারাপ ভাবে ম্যাচ হারলেও নীতিশ রেড্ডির এই লড়াই কোনদিন ভোলা যাবে না -
এই লড়াই টা যদি আর বাকিদের কাছে থেকে বেশী করে সিনিয়রদের কাছ থেকে পাওয়া যেত তবে হয়ত আমারা অনেকটা লড়াই করতে পারতাম, এভাবে মাথা নিচু করে থাকতে হত না ! কারন ক্রিকেটটা তো ভারতীয়দের রক্তের মধ্যে মিশে আছে -
ভারতের হারা, জেতা আমাদের অনেক অনুভুতির পার্থক্য তৈরি করে দেয় -
ভারত - ১৮০,১৭৫
অস্ট্রেলিয়া - ৩৩৭ , ১৯/০

একাই লড়াই চালাছেন যুবা রেড্ডি কে নিয়ে বীর বিক্রমে ঋশভ, ভারতকে ম্যাচ বাঁচাতে হলে ঋশভ ও রেড্ডি কে অতিমানবীয় ইনিংস খেলতেই খ...
07/12/2024

একাই লড়াই চালাছেন যুবা রেড্ডি কে নিয়ে বীর বিক্রমে ঋশভ, ভারতকে ম্যাচ বাঁচাতে হলে ঋশভ ও রেড্ডি কে অতিমানবীয় ইনিংস খেলতেই খেলতেই হবে -
এবং ঋশভ এর আগেও এই কাজটি অস্ট্রেলিয়ার তে করেছে -

১ টা বলে অনেক ঘটনা -  ভুলে ভর্তি সিদ্ধান্ত  সব -
07/12/2024

১ টা বলে অনেক ঘটনা - ভুলে ভর্তি সিদ্ধান্ত সব -

অস্ট্রেলিয়া ক্রাউডকে চুপ করতে বললেন কিং কোহলি - " পিকচার এখনও বাকি আছে, খেলা ২টো ইনিংসে , এখনও হারে ২য় ইনিংস আছে , ১ম এর...
07/12/2024

অস্ট্রেলিয়া ক্রাউডকে চুপ করতে বললেন কিং কোহলি - " পিকচার এখনও বাকি আছে, খেলা ২টো ইনিংসে , এখনও হারে ২য় ইনিংস আছে , ১ম এর কথা ভুলে যেও না !!! "

যসপ্রিত ও মহঃ সিরাজের বিধ্বংসী পেস অ্যাটকে  ৩৩৭ এ অল-আউট  অজি বাহিনী - ভারত - ১৮০(১ম ইনিংস)অস্ট্রেলিয়া - ৩৩৭ (১ম ইনিংস)
07/12/2024

যসপ্রিত ও মহঃ সিরাজের বিধ্বংসী পেস অ্যাটকে ৩৩৭ এ অল-আউট অজি বাহিনী -
ভারত - ১৮০(১ম ইনিংস)
অস্ট্রেলিয়া - ৩৩৭ (১ম ইনিংস)

আবারও রক্ষ্যা - কর্তার ভুমিকায় বুম বুম বুমরাহ , পর পর উইকেট তুলে ম্যাচে আবার ভারত , ১ম টেস্টের মত না হলেও , একাই লড়াই কর...
07/12/2024

আবারও রক্ষ্যা - কর্তার ভুমিকায় বুম বুম বুমরাহ , পর পর উইকেট তুলে ম্যাচে আবার ভারত , ১ম টেস্টের মত না হলেও , একাই লড়াই করে যাচ্ছেন ভারতের পেস স্টার, তিনি যে কেন বিশ্বের সেরা বোলার তা তার বোলিং দেখলে সবাই বুঝতে পারবে।
এক সময় দেখা যাছে ১৫ ওভার বলে করে ৫ টি মেডেন মাত্র ২৩ রান দিয়ে ৩ টি উইকেট , ইকোনোমি ১.৫৩,
যেখানে বাকিদে কারুর - ই ৩ এর নিচে নয় , যদিও টেস্টে ম্যাচ তাও বুমরাহ ইজ গ্রেট -

প্রকৃত ক্রাইসিস-ম্যান হিসাবে  নিজের প্রথম দুটো টে টেস্টে  দলের প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে অসীম সাহসী লাড়াই করে গেলেন ভার...
07/12/2024

প্রকৃত ক্রাইসিস-ম্যান হিসাবে নিজের প্রথম দুটো টে টেস্টে দলের প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে অসীম সাহসী লাড়াই করে গেলেন ভারতের আর এক যুবা তারকা - নিতীশ কুমার রেড্ডি -
সত্যি সত্যি অভিনন্দন পাওয়ার যোগ্য ব্যাক্তি - যবাব নেই নিতীশ -

2024 সালের বিশ্বের  প্রথম বোলার হিসাবে ৫০ উইকেট পূর্ণ করলেন বুমরাহ -
07/12/2024

2024 সালের বিশ্বের প্রথম বোলার হিসাবে ৫০ উইকেট পূর্ণ করলেন বুমরাহ -

Address

Contai
721401

Alerts

Be the first to know and let us send you an email when Cricket Trend posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cricket Trend:

Videos

Share

Category