প্রতিবাদ মিছিল
বাংলাদেশে চিন্ময় মহাপ্রভুর মুক্তির দাবিতে,হিন্দু সনাতনীদের উপর মৌলবাদীদের আক্রমণের প্রতিবাদে চন্ডীপুরে সাধুসন্ত ও সনাতনীদের পদ যাত্রা।সামিল সাধারণ মানুষ জন।
১৮ই ডিসেম্বর, ২০২৪।
দূর্ঘটনার কবলে ছাত্র ছাত্রী বোঝাই স্কুল গাড়ি। আহত বেশ কয়েকজন। স্থানীয় মানুষজন ও পুলিশের তৎপরতায় দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয়। তবে, তাদের আঘাত গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
দাপুটে তৃণমূল নেতা মানব পড়ুয়ার কাঁথির বাড়িতে এনআইএ
নাড়ুয়াবিলা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে দাপুটে তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে এলেন এনআইএ প্রতিনিধি দল। শুক্রবার সাত - সকালে ৮ সদস্যদের এক প্রতিনিধি দল তৃনমূল নেতা মানব পড়ুয়ার কাঁথির বাড়ীতে পৌঁছায়। সেই সময় বাড়ীতে ছিলেন তৃনমূল নেতা মানব পড়ুয়া। তিনি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ।
লোকসভা ভোটের আগে নাড়ুয়াবিলা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে তৎপর হয়েছিল এনআইএ। তদন্তে এসে নাড়ুয়াবিলা গ্রামে হেনস্থার মুখে পড়ে এনআইএ প্রতিনিধি দল। সেই সময় মানব পড়ুয়ার খোঁজ পায়নি এনআইএ। তারপর আদালত থেকে আগাম জামিন নিয়ে রেখেছেন ভগবানপুর বিধানসভা এলাকার দাপুটে এই তৃণমূল নেতা। তারপর কেটে গেছে কয়েক মাস। বছর শেষে ডিসেম্বর মাসের শীতের সকালে এনআইএ এদিন হানা দেয় মানব পড়ুয়ার কাঁথির বাড়িতে। তৃণমূল নেত
'মুখ্যমন্ত্রী শীতকালীন ছুটি উপভোগ করতে দীঘায় এসে গিয়েছেন'। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর জেলা সফরকে ঠিক এই ভাষাতেই নিজের ফেসবুক পেজে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত বিধানসভা ও লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুর জেলার ফলাফল বিশ্লেষণ করে মুখ্যমন্ত্রীকে 'ছুটি ছাটার মধ্যে অযথা রাজনৈতিক কর্মকাণ্ডে না জড়ানো'-রও পরামর্শ দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।
Telescope workshop
টেলিস্কোপ ওয়ার্কশপের উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখলেন বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ডঃ চন্দন কুমার মাইতি।মহাকাশ গবেষণায় ভারতবর্ষ যে উন্নতি করছে,তাতে উৎসাহিত হবে এলাকার ছাত্র ছাত্রীরা।আগামীদিনে বিড়লা ইন্সটিটিউট অফ টেকনোলজি তে দুই দিনের ওয়ার্কশপে বাছাই করা ত্রিশজন ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করবে।
১০ই ডিসেম্বর, ২০২৪।
ভগবানপুর ২ ব্লকের পাঁউশী অন্তোদ্যয় অনাথ আশ্রমের কর্ণধার বলরাম করনকে সম্বর্ধনা দেওয়া হল মহিষাদলের সকলের কথা পরিবারের পক্ষ থেকে।
৮ ডিসেম্বর ২০২৪, মহিষাদল, পূর্ব মেদিনীপুর।
ছাত্রীর সাথে 'খারাপ' আচরণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে গণ পিটুনি দিল স্থানীয় মানুষজন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার রায়বাড় গ্রামে। রায়বাড় বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত ওই শিক্ষককে উত্তেজিত গ্রামবাসীর হাত থেকে উদ্ধার করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানপুর থানার পুলিশ।
৫ ই ডিসেম্বর ২০২৪, বিভীষণপুর, পূর্ব মেদিনীপুর।
বাংলাদেশর হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার এবং ইসকন সন্ন্যাসী শ্রী চিন্ময়কৃষ্ণ দাস প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে বজরঙ্গ দলের পক্ষ থেকে ভগবানপুরে হল প্রতিবাদ মিছিল। কোটলাউড়ি মোড় থেকে ভগবানপুর নতুন রাস্তার মোড় পর্যন্ত হয় এই মিছিল। তারপর বাংলাদেশের প্রশাসনিক প্রধান মুহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করেন বিক্ষোভকারীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বজরঙ্গ দলের মিলন কেন্দ্র প্রমুখ নান্টু খলুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক কাঁথি জেলার সহ-সম্পাদক সৃজিত মাইতি, সাংগঠনিক কাঁথি জেলার বজরঙ্গদলের মিলন কেন্দ্র প্রমুখ কৃষ্ণ গোপাল মাইতি, ভগবানপুর সভাপতি প্রজ্জ্বল দাস, সম্পাদক পবিত্র সিট ও অন্যান্য সদস্যবৃন্দ সহ এলাকার মানুষ।
বাড়িতে আগুন
ভগবানপুর থানার রায়বাড় গ্রামের জনৈক সুবল আদকের বাড়িতে আগুন। রবিবার রাত ১১ টা নাগাদ আগুন লেগেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এখনও জ্বলছে আগুন। সূত্রের খবর, হঠাৎ করে তার বাড়ি বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয় আজ সকালে। এমনই এক অভিযোগ নিয়ে আজ ভগবানপুর থানায় এসেছিলেন সুবল আদক। তার কয়েক ঘণ্টা পর রাতেই সুবল আদকের সেই বাড়িতে আগুন লেগে যাওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে ভগবানপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বাড়ির সকলে নিরাপদে বেরিয়ে এসেছেন। হতাহতের কোন খবর নেই। যে ব্যক্তি বাড়ির সামনে ঘিরে দিয়েছিলেন তিনি ও তার সঙ্গীসাথীরা এমন কাজ করেছেন বলে অভিযোগ ওই বাড়ি মালিকের। এই মুহুর্তে ব্যাপক উত্তেজনা কেলেঘাই নদীর দক্ষিণ পাড়ের এই গ্রামে।
রাত হয়েছে। এটুকুই তথ্য পাওয়া গেছে। বিস্তারিত জানতে চোখ রাখুন
মুহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করে বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে।
বাংলাদেশে গ্রেফতার চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে ও বাংলাদেশে হিন্দুদের ওপর জেহাদি আক্রমনের প্রতিবাদে আজ ভগবানপুরের দ্বারিমারা থেকে ভীমেশ্বরী বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। তারপর মুহাম্মদ ইউনূসের কুশ পুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।
২৮ নভেম্বর ২০২৪, ভগবানপুর, পূর্ব মেদিনীপুর।