হিন্দুত্বের কথা বললে যদি আপনি আমায় সাম্প্রদায়িক বলেন, আমি ১০০ বার সাম্প্রদায়িক : শঙ্কুদেব পন্ডা
হিন্দুত্বের বিরোধীতা করা আপনাদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি ? বিবেকানন্দের জন্মদিন পালনের অনুষ্ঠান থেকে প্রশ্ন করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার ভীমেশ্বরী বাজারে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে শঙ্কুদেব বলেন, হিন্দুত্বের কথা বললে যদি আপনি আমায় সাম্প্রদায়িক বলেন, আমি ১০০ বার সাম্প্রদায়িক। সভার আগে বাংলাদেশের জেলে বন্দি চিন্ময়কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে বিভীষনপুর থেকে ভীমেশ্বরী বাজার পর্যন্ত মিছিল করেন কয়েক'শ হিন্দু।
১২ জানুয়ারি ২০২৫, ভীমেশ্বরী, ভগবানপুর, পূর্ব মেদিনীপুর।
চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবীতে স্বামী বিবেকানন্দের জন্মদিনে মিছিল ভগবানপুর এক ব্লকের বিভীষণপুর থেকে ভীমেশ্বরী বাজার পর্যন্ত। পর্ব ২
চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবীতে স্বামী বিবেকানন্দের জন্মদিনে মিছিল ভগবানপুর এক ব্লকের বিভীষণপুর থেকে ভীমেশ্বরী বাজার পর্যন্ত। পর্ব ১
পাখিদের পাঠশালা
আজব খবর:
শুধু ছাত্র ছাত্রীদের নয়,পাখিদেরও যেন পাঠশালা হয়ে উঠেছে বাহাদুরপুর দেশপ্রাণ শিক্ষানিকেতন।ডিম ফুটে বড় হচ্ছে পাখির বাচ্চা।চারতলায় রয়েছে লক্ষ্মী পেঁচা।
৯ই জানুয়ারি,২০২৫।
ডঃ অতনু চন্দ্রের সাক্ষাৎকার.....
বিভিন্ন স্কুলের শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরন করলেন ডাক্তার অতনু চন্দ্র। ক্লাস অনুসারে ছোটদের পাঁচটি ও বড়দের বড় খাতা ৯ টি , স্কেচ পেন্সিল, টিফিন বাক্স ও জলের বোতল প্রদান করা হয়।
গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী দেওয়ার অনুষ্ঠান বরুরভেড়ী গ্রামের বিশিষ্ট চিকিৎসক ডঃ অতনু চন্দ্রের।
চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে কোন পন্ডিতের কোন পান্ডিত্য চলবে না। তৃণমূল কংগ্রেসের দলীয় সভায় বললেন চন্ডীপুর বিধানসভার তৃণমূল বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী। মঞ্চে তখন চন্ডীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক অমিয় কান্তি ভট্টাচার্য। চন্ডীপুরের বর্তমান বিধায়ক কথাটি চন্ডীপুরের তৃণমূল নেতা স্নেহাংশু শেখর পন্ডিতকে উদ্দেশ্য করে বলেছেন বলে মনে করছেন অনেকে।