Bhagwanpur News Update

Bhagwanpur News Update ভগবানপুর নিউজ আপডেট , মানুষের পাশে

শটুপুর সমবায় সমিতি লিমিটেড -এর প্রতিনিধি নির্বাচনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। ১২ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৯ টি আসন...
20/12/2024

শটুপুর সমবায় সমিতি লিমিটেড -এর প্রতিনিধি নির্বাচনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। ১২ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৯ টি আসনে জয়লাভ করেছে। বাকি ৩ টি আসনে জয়লাভ করেছে বিজেপি। দিন কয়েক আগে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। জয়ের সেই ধারা অব্যাহত রাখল ভগবানপুর এক ব্লকের এই সমবায় সমিতি। স্বাভাবিকভাবেই খুশী তৃণমূল কংগ্রেস। বিজয়ী প্রার্থী এবং ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন চন্দ্র চন্দ্র মন্ডল, ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা, ভগবানপুর ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ কান্তি বেরা , ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুদীপ্ত মাইতি।

18/12/2024

বাংলাদেশে চিন্ময় মহাপ্রভুর মুক্তির দাবিতে,হিন্দু সনাতনীদের উপর মৌলবাদীদের আক্রমণের প্রতিবাদে চন্ডীপুরে সাধুসন্ত ও সনাতনীদের পদ যাত্রা।সামিল সাধারণ মানুষ জন।
১৮ই ডিসেম্বর, ২০২৪।

16/12/2024

দূর্ঘটনার কবলে ছাত্র ছাত্রী বোঝাই স্কুল গাড়ি। আহত বেশ কয়েকজন। স্থানীয় মানুষজন ও পুলিশের তৎপরতায় দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয়। তবে, তাদের আঘাত গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

16/12/2024
প্রয়াত বিশ্ববরেণ্য তবলা বাদক উস্তাদ জাকির হুসেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যায় মার্কিন যুক্তরাষ...
15/12/2024

প্রয়াত বিশ্ববরেণ্য তবলা বাদক উস্তাদ জাকির হুসেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি ছিলেন এই শিল্পী। সেখানেই তিনি প্রয়াত হয়েছেন। জাকির হুসেনের জন্ম ১৯৫১ সালের ৯ মার্চ মুম্বইয়ে।

কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে বিপুল জয় তৃণমূল কংগ্রেসেরকন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে ১০৮ টি আসনের মধ্...
15/12/2024

কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের

কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে ১০৮ টি আসনের মধ্যে ১০১ টি আসনে জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সমবায় ব্যাঙ্কের এই ফল স্বাভাবিকভাবেই উজ্জীবিত করবে তৃণমূল কংগ্রেসকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক সময় এই ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন। ব্যাঙ্কের প্রধান শাখা কাঁথি শহরে। দীর্ঘ টালবাহানার পর এবং আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে হয় ভোট। তারপরেও এই ফল। ফলত কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের ফলাফলে বেজায় খুশী পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস নেতা, কর্মী, সমর্থক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব।

১৫ ডিসেম্বর ২০২৪, কাঁথি, পূর্ব মেদিনীপুর।

মাধাখালীতে ১৩তম কৃষি মেলার শুভারম্ভ হলো ১৪ই ডিসেম্বর ২০২৪। আজ থেকে ২৩শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ১০ দিন ব্যাপী কৃষি, পুষ্প,...
14/12/2024

মাধাখালীতে ১৩তম কৃষি মেলার শুভারম্ভ হলো
১৪ই ডিসেম্বর ২০২৪।

আজ থেকে ২৩শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ১০ দিন ব্যাপী কৃষি, পুষ্প, হস্তশিল্প প্রদর্শনী ও গ্রামীণ মেলার শুভ উদ্বোধন হলো আজ।কৃষি বিষয়ক চর্চা,আলোচনা,সাহিত্য বাসর প্রভৃতি অনুষ্ঠান রয়েছে।আজ মেলার উদ্বোধন করেন স্বামী নির্মোহানন্দজী মহারাজ। প্রধান অতিথি ছিলেন ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি।সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী সমরেশ সুবোধ পড়িয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অজিত জানা,গৌরচাঁদ পাত্র, তপন মিদ্দ্যা, প্রীতম প্রধান, প্রদীপ দাস প্রমুখ।

ভগবানপুর ২ বিজ্ঞান কেন্দ্রের ত্রিবার্ষিক সাধারণ সভা মুগবেড়িয়া গঙ্গাধর হাইস্কুলে১৪ই ডিসেম্বর, ২০২৪।পশ্চিমবঙ্গ বিজ্ঞান ম...
14/12/2024

ভগবানপুর ২ বিজ্ঞান কেন্দ্রের ত্রিবার্ষিক সাধারণ সভা মুগবেড়িয়া গঙ্গাধর হাইস্কুলে
১৪ই ডিসেম্বর, ২০২৪।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ভগবানপুর ২ বিজ্ঞান কেন্দ্রের ত্রিবার্ষিক সাধারণ সভা আজ মুগবেড়িয়া গঙ্গাধর হাইস্কুলে অনুষ্ঠিত হল। বিজ্ঞান আন্দোলনের সাথে যুক্ত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের শতাধিক সদস্য সদস্যা, বিদ্যালয়ের প্রধান ও সহ শিক্ষক শিক্ষিকা,শিক্ষাকর্মী ,সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত যুক্তিবাদী গুণী মানুষজন ও বিভিন্ন বিজ্ঞান সভার ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যদান করে সভার কাজ শুরু করেন ভগবানপুর ২ বিজ্ঞান কেন্দ্রের সভাপতি কেশব চন্দ্র প্রধান। চারাগাছে জলসিঞ্চন করে সভার কাজ শুরু হয়।উদ্বোধনী সংগীত পরিবেশনের পর স্বাগত ভাষণ ও পরে শোক প্রস্তাব পাঠ করা হয়। মুগবেড়িয়া গঙ্গাধর হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক চিত্তরঞ্জন মন্ডল মহাশয় অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সম্পাদক নিতাই চরণ পাত্র।আয় ব্যয়ের খতিয়ান তুলে ধরেন কোষাধ্যক্ষ শম্ভু চরণ বারুই। প্রতিবেদনের উপর আলোকপাত করেন মানস কুমার কর, ভূপাল কুমার মাইতি,সহদেব মাইতি প্রমুখ। নতুন কমিটি পেশ করার পর সভাপতি কেশব চন্দ্র প্রধান ও সম্পাদক নিতাই চরণ পাত্র পুনঃ নির্বাচিত হন।এছাড়াও কার্যকর সভাপতি গৌরচাঁদ পাত্র, সহ সভাপতি রতি রমন বর্মন, অরবিন্দ দাস, সুব্রত আড়ি,রবি শঙ্কর আর্য এবং সহ-সম্পাদক অসীম কুমার পাত্র, শঙ্কর প্রসাদ দিন্দা,সঞ্চয়ন পন্ডিত, মুক্তিপদ কলা,কুন্তল মাইতি নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ শম্ভু চরণ বারুই ও অফিস সম্পাদক কালিপদ মাইতি সহ ছাব্বিশ জন রয়েছেন। উপদেষ্টা কমিটিতে মন্মথনাথ দাস, ডাঃ রবীন্দ্রনাথ জানা,সহদেব মাইতি,চিত্তরঞ্জন মন্ডল, শম্ভুনাথ সাহু,মানস কুমার কর সহ একুশ জন রয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক রবীন সামন্ত,রাজ্য কাউন্সিল সদস্য বিষ্ণুপদ বাসুলি,রাজ্য কাউন্সিল সদস্য ও জেলার কোষাধ্যক্ষ অনাথ বন্ধু নায়েক, জেলা নেতৃত্ব সুশীল কুমার দাস, বনশ্রী মান্না দাস,মন্মথনাথ দাস,ডঃ শুভাশিস মাইতি,অজিত জানা সহ বিশিষ্ট মানুষজন। বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে উপস্থিত সবাইকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সম্পাদক নিতাই চরণ পাত্র। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গৌরচাঁদ পাত্র।

13/12/2024

দাপুটে তৃণমূল নেতা মানব পড়ুয়ার কাঁথির বাড়িতে এনআইএ

নাড়ুয়াবিলা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে দাপুটে তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে এলেন এনআইএ প্রতিনিধি দল। শুক্রবার সাত - সকালে ৮ সদস্যদের এক প্রতিনিধি দল তৃনমূল নেতা মানব পড়ুয়ার কাঁথির বাড়ীতে পৌঁছায়। সেই সময় বাড়ীতে ছিলেন তৃনমূল নেতা মানব পড়ুয়া। তিনি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ।

লোকসভা ভোটের আগে নাড়ুয়াবিলা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে তৎপর হয়েছিল এনআইএ। তদন্তে এসে নাড়ুয়াবিলা গ্রামে হেনস্থার মুখে পড়ে এনআইএ প্রতিনিধি দল। সেই সময় মানব পড়ুয়ার খোঁজ পায়নি এনআইএ। তারপর আদালত থেকে আগাম জামিন নিয়ে রেখেছেন ভগবানপুর বিধানসভা এলাকার দাপুটে এই তৃণমূল নেতা। তারপর কেটে গেছে কয়েক মাস। বছর শেষে ডিসেম্বর মাসের শীতের সকালে এনআইএ এদিন হানা দেয় মানব পড়ুয়ার কাঁথির বাড়িতে। তৃণমূল নেতাকে কিছু সময় জিজ্ঞাসাবাদ করে এনআইএ প্রতিনিধি দল। সূত্রের খবর, বাড়িতে তল্লাসিও চালায় তদন্তকারী দল।

উল্লেখ্য, ২০২২ সালের ২ রা ডিসেম্বর রাতে ভগবানপুর দুই ব্লকের ভূপতিনগর থানা এলাকার নাড়ুয়াবিলা গ্রামে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনায় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্না সহ তিন তৃণমূল কর্মীর মৃত্যু ঘটে। আদালতের নির্দেশে তারই তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

১৩ ডিসেম্বর ২০২৪, কাঁথি, পূর্ব মেদিনীপুর।

নির্মীয়মাণ দীঘার জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মা-মাটি-মানুষের সরকারের বিশেষ প্রচেষ্টায় পুরী...
11/12/2024

নির্মীয়মাণ দীঘার জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

মা-মাটি-মানুষের সরকারের বিশেষ প্রচেষ্টায় পুরীর শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দিঘায় জগন্নাথ মন্দির। ২০ একর জমির উপর তৈরি এই মন্দির নির্মাণ করতে ইতিমধ্যেই প্রায় ২৫০ কোটি টাকা খরচ হয়েছে। নির্মীয়মাণ মন্দিরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আজ সশরীরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে এই মন্দিরের শুভ উদ্বোধন হবে। সাধারণ মানুষের সুবিধার্থে মন্দির সংলগ্ন অঞ্চলে প্রশাসনিক বিল্ডিং তৈরি হবে, যেখানে পুলিশি থেকে স্বাস্থ্য - সকল ব্যবস্থাই সাধারণ মানুষের জন্য নিবেদিত থাকবে।

এই মহৎ উদ্দেশ্যসাধনে রাজ্য সরকার, প্রশাসন-সহ মন্দিরের নির্মাণ কার্যে জড়িত সকল শ্রমিককে কুর্নিশ জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। সকলের মঙ্গল হোক - শ্রী শ্রী জগন্নাথ দেবের রাতুল চরণে এই প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।

10/12/2024

'মুখ্যমন্ত্রী শীতকালীন ছুটি উপভোগ করতে দীঘায় এসে গিয়েছেন'। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর জেলা সফরকে ঠিক এই ভাষাতেই নিজের ফেসবুক পেজে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত বিধানসভা ও লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুর জেলার ফলাফল বিশ্লেষণ করে মুখ্যমন্ত্রীকে 'ছুটি ছাটার মধ্যে অযথা রাজনৈতিক কর্মকাণ্ডে না জড়ানো'-রও পরামর্শ দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।

কুইজ উৎসব কাজলাগড়ে কুইজ উৎসব (২ য় বর্ষ) ১৯ জানুয়ারী ২০২৫, রবিবার। কাজলাগড় রাজবাড়ী প্রাঙ্গণ, ভগবানপুর এক ব্লক, পূর্ব...
10/12/2024

কুইজ উৎসব
কাজলাগড়ে কুইজ উৎসব (২ য় বর্ষ)
১৯ জানুয়ারী ২০২৫, রবিবার।
কাজলাগড় রাজবাড়ী প্রাঙ্গণ, ভগবানপুর এক ব্লক, পূর্ব মেদিনীপুর।

পূর্ব মেদিনীপুর জেলা সফরে দীঘা এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
10/12/2024

পূর্ব মেদিনীপুর জেলা সফরে দীঘা এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

10/12/2024

টেলিস্কোপ ওয়ার্কশপের উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখলেন বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ডঃ চন্দন কুমার মাইতি।মহাকাশ গবেষণায় ভারতবর্ষ যে উন্নতি করছে,তাতে উৎসাহিত হবে এলাকার ছাত্র ছাত্রীরা।আগামীদিনে বিড়লা ইন্সটিটিউট অফ টেকনোলজি তে দুই দিনের ওয়ার্কশপে বাছাই করা ত্রিশজন ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করবে।
১০ই ডিসেম্বর, ২০২৪।

টেলিস্কোপ ওয়ার্কশপ বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠে ১০ই ডিসেম্বর, ২০২৪বিজ্ঞান শাখার একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের নিয়ে টেল...
10/12/2024

টেলিস্কোপ ওয়ার্কশপ বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠে
১০ই ডিসেম্বর, ২০২৪

বিজ্ঞান শাখার একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের নিয়ে টেলিস্কোপ ওয়ার্কশপ হলো ভগবানপুর ২ ব্লকের বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠে। মহাবিশ্ব সৃষ্টির রহস্য উন্মোচনে যখন মহাকাশ বিজ্ঞানীরা নিমগ্ন, তখন প্রত্যন্ত গ্রামীণ এলাকার ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ জোগাতে স্থানীয় তেরোটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও বিজ্ঞানের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই অনুষ্ঠান হল আজ। উপস্থিত ছিলেন মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডঃ ইয়াদুত সেক,বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডঃ ইসমাইল সেক,টেলিস্কোপ তৈরির রিসোর্স পার্সন শিক্ষক গোপাল চন্দ্র মণ্ডল সহ বিশিষ্ট মানুষজন। টেলিস্কোপ তৈরির হাতে নাতে কাজ করার সাথে সাথে আকাশ পর্যবেক্ষণে ছাত্র ছাত্রীরা যথেষ্ট উৎসাহী ছিল।অনুষ্ঠান সফল করার জন্য সবাইকেই ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ চন্দন মাইতি।

08/12/2024

ভগবানপুর ২ ব্লকের পাঁউশী অন্তোদ্যয় অনাথ আশ্রমের কর্ণধার বলরাম করনকে সম্বর্ধনা দেওয়া হল মহিষাদলের সকলের কথা পরিবারের পক্ষ থেকে।
৮ ডিসেম্বর ২০২৪, মহিষাদল, পূর্ব মেদিনীপুর।

ভগবানপুর ১ ব্লক প্রাণীপালন ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। ১৩ টি আসনের সবগ...
07/12/2024

ভগবানপুর ১ ব্লক প্রাণীপালন ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। ১৩ টি আসনের সবগুলো আসনেই জয়লাভ করেছে রাজ্যের শাসক দল।

৭ ই ডিসেম্বর ২০২৪, শনিবার , ভগবানপুর, পূর্ব মেদিনীপুর।

Address

Bhagwanpur
Contai

Telephone

+919734803425

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhagwanpur News Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share