Bhagwanpur News Update

Bhagwanpur News Update ভগবানপুর নিউজ আপডেট , মানুষের পাশে
(1)

প্রতিষ্ঠা দিবসে বিদ্যালয়ের আমন্ত্রণ ১৬ই জানুয়ারি,২০২৫।বাহাদুরপুর দেশপ্রাণ শিক্ষানিকেতন এর  ৭৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন ...
16/01/2025

প্রতিষ্ঠা দিবসে বিদ্যালয়ের আমন্ত্রণ
১৬ই জানুয়ারি,২০২৫।

বাহাদুরপুর দেশপ্রাণ শিক্ষানিকেতন এর ৭৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন আগামী ১৮ই জানুয়ারি,২০২৫ অনুষ্ঠিত হবে। বিশিষ্ট মানুষজনের উপস্থিতিতে সকাল ৮:০০ টায় অনুষ্ঠান শুরু,চলবে সারাদিন। রয়েছে পত্রিকা প্রকাশ, সংবর্ধনা,প্রাক্তণী পুনর্মিলন, প্লাটিনাম তোরণ ও প্লাটিনাম হলের দ্বারোদ্ঘাটন,সমাবর্তন, পারিতোষিক প্রদান সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও কার্যক্রম রয়েছে। অবসরপ্রাপ্ত পার্শ্ব শিক্ষক আশীষ ওঝা মহাশয়কে ওইদিন বিদায় সংবর্ধনা প্রদান করা হবে।বিদ্যালয়ের তরফ থেকে সকল ছাত্র ছাত্রী,অভিভাবক অভিভাবিকা,প্রাক্তণী,শুভানুধ্যায়ী,প্রাক্তন শিক্ষক শিক্ষিকাসহ বিদ্যালয় পরিবারের সবাইকেই আমন্ত্রণ জানানো হয়েছে বিদ্যালয়ের তরফ থেকে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু বিদ্যালয়ে১৩ই জানুয়ারি,২০২৫বাহাদুরপুর দেশপ্রাণ শিক্ষানিকেতনে ২০২৫ শিক্ষাবর্ষের শুরুতেই...
13/01/2025

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু বিদ্যালয়ে
১৩ই জানুয়ারি,২০২৫

বাহাদুরপুর দেশপ্রাণ শিক্ষানিকেতনে ২০২৫ শিক্ষাবর্ষের শুরুতেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো আজ।বিদ্যালয়ের খেলার মাঠে সকাল ৯:০০ টায় জাতীয় পতাকা ও বিদ্যালয় পতাকা উত্তোলনের পর শপথ বাক্য পাঠ করানো হয় সকল অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের। দৌড়, লংজাম্প,লৌহ গোলক নিক্ষেপ সহ একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হয় আজ।বিদ্যালয় প্রাঙ্গণে মেয়েদের স্কিপিং ও ডবল ব্যাডমিন্টন প্রতিযোগিতা ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। আগামীকাল দ্বিতীয় দিন স্মৃতি দৌড়,রিলে রেস,মোরগ লড়াই,মিউজিক্যাল চেয়ার সহ একাধিক ইভেন্ট রয়েছে।অংশগ্রহণকারী সকল ছাত্র ছাত্রী কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সকল শিক্ষক শিক্ষিকাকে কৃতজ্ঞতা জানিয়েছেন ভারপ্রাপ্ত শিক্ষক।

ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির বিজ্ঞান শিবির,মডেল প্রতিযোগিতা।১২ ই জানুয়ারি,২০২৫পূর্বমেদিনীপুর জেলার বাজকুল মিলনী মহাবিদ্য...
12/01/2025

ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির বিজ্ঞান শিবির,মডেল প্রতিযোগিতা।
১২ ই জানুয়ারি,২০২৫
পূর্বমেদিনীপুর জেলার বাজকুল মিলনী মহাবিদ্যালয়ে বাজকুল সাইন্স সোসাইটির সহযোগিতায় আঞ্চলিক বিজ্ঞান শিবির অনুষ্ঠিত হয়। ৮০ জন ছাত্র-ছাত্রী, শিক্ষক, অধ্যাপক বিজ্ঞান মডেল ও কুইজ প্রতিযোগিতা এবং সেমিনারে উৎসাহের সাথে অংশগ্রহণ করে।মডেল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বাহাদুরপুর দেশপ্রাণ শিক্ষানিকেতন, দ্বিতীয় বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠ, তৃতীয় মাণিকজোড় কামিনী কুমারী হাইস্কুল।
'পরিবেশ দূষণ ও তার মারাত্মক প্রভাব' বিষয়ক সম্পর্কে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রেকথ্রু সাইন্স সোসাইটির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সুরজিৎ সাহা। হাতে কলমে বিজ্ঞান পরীক্ষা ও সত্যেন্দ্রনাথ বসুর ওপর আলোচনা করেন রাজ্য কমিটির সদস্য শিক্ষক গোপাল মন্ডল মহাশয়।
এছাড়াও আলোচনা করেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ও পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক সুমন্ত শী, রাজ্য কমিটির সদস্য শিক্ষক শুভাশিস মাইতি।

12/01/2025

হিন্দুত্বের কথা বললে যদি আপনি আমায় সাম্প্রদায়িক বলেন, আমি ১০০ বার সাম্প্রদায়িক : শঙ্কুদেব পন্ডা

হিন্দুত্বের বিরোধীতা করা আপনাদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি ? বিবেকানন্দের জন্মদিন পালনের অনুষ্ঠান থেকে প্রশ্ন করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার ভীমেশ্বরী বাজারে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে শঙ্কুদেব বলেন, হিন্দুত্বের কথা বললে যদি আপনি আমায় সাম্প্রদায়িক বলেন, আমি ১০০ বার সাম্প্রদায়িক। সভার আগে বাংলাদেশের জেলে বন্দি চিন্ময়কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে বিভীষনপুর থেকে ভীমেশ্বরী বাজার পর্যন্ত মিছিল করেন কয়েক'শ হিন্দু।

১২ জানুয়ারি ২০২৫, ভীমেশ্বরী, ভগবানপুর, পূর্ব মেদিনীপুর।

12/01/2025

চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবীতে স্বামী বিবেকানন্দের জন্মদিনে মিছিল ভগবানপুর এক ব্লকের বিভীষণপুর থেকে ভীমেশ্বরী বাজার পর্যন্ত। পর্ব ২

12/01/2025

চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবীতে স্বামী বিবেকানন্দের জন্মদিনে মিছিল ভগবানপুর এক ব্লকের বিভীষণপুর থেকে ভীমেশ্বরী বাজার পর্যন্ত। পর্ব ১

দ্বারিকাপুর সমবায় সমিতি লিমিটেড -এর প্রতিনিধি নির্বাচনে জয়লাভ করল তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের বিভীষ...
10/01/2025

দ্বারিকাপুর সমবায় সমিতি লিমিটেড -এর প্রতিনিধি নির্বাচনে জয়লাভ করল তৃণমূল

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের বিভীষনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দ্বারিকাপুর সমবায় সমিতি লিমিটেড -এর প্রতিনিধি নির্বাচনে সব কয়টি আসনে জয়লাভ করল তৃণমূল। ৯টি আসনের সবগুলো আসনে জয়লাভ করেছে রাজ্যের শাসক দল।

তৃনমূল কংগ্রেসের পক্ষ হতে বিজয়ী প্রার্থী এবং ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীনচন্দ্র মন্ডল, ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা, ভগবানপুর ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ কান্তি বেরা।

09/01/2025

আজব খবর:
শুধু ছাত্র ছাত্রীদের নয়,পাখিদেরও যেন পাঠশালা হয়ে উঠেছে বাহাদুরপুর দেশপ্রাণ শিক্ষানিকেতন।ডিম ফুটে বড় হচ্ছে পাখির বাচ্চা।চারতলায় রয়েছে লক্ষ্মী পেঁচা।
৯ই জানুয়ারি,২০২৫।

পূর্ব মেদিনীপুর জেলায় বিজ্ঞান মডেল প্রতিযোগিতায় তৃতীয় ভগবানপুরের বাহাদুরপুর দেশপ্রাণ শিক্ষানিকেতন (উঃমাঃ)৮ই জানুয়ারি...
08/01/2025

পূর্ব মেদিনীপুর জেলায় বিজ্ঞান মডেল প্রতিযোগিতায় তৃতীয় ভগবানপুরের বাহাদুরপুর দেশপ্রাণ শিক্ষানিকেতন (উঃমাঃ)
৮ই জানুয়ারি,২০২৫।

পূর্ব মেদিনীপুর জেলা সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে আজ ৮ ই জানুয়ারি, ২০২৫ তমলুকের "যোগীখোপ কৈলাস বাসিনী বালিকা বিদ্যালয়" এ আয়োজিত হয়েছিল সাইন্স মডেল এক্সিবিশন। অংশগ্রহণ করেছিল জেলার ৪২ টি বিদ্যালয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সম্মানীয়া এডিএম মহাশয়া।উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষা মিশনের ও বিভিন্ন বিদ্যালয়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষিকা।প্রতিটি মডেলই গুণগতমানের দিক থেকে এবং সৃজনশীল চিন্তাভাবনার দিক থেকে অসাধারণ ছিল।প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে প্রথম স্থান দখল করে তমলুকের ব্যবত্তারহাট আদর্শ হাইস্কুল।দ্বিতীয় হলদিয়ার চকদীপা হাইস্কুল।তৃতীয় স্থান অধিকার করেছে ভগবানপুরের বাহাদুরপুর দেশপ্রাণ শিক্ষা নিকেতন। ভগবানপুর ২ ব্লকের এই বিদ্যালয় থেকে মডেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সুব্রত মাইতি, প্রীতম প্রধান।সৌরভ জানা এবং শুভম পট্টনায়ক ওদের কাজে যুক্ত ছিল। গাইড করেছিলেন বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক আশীষ কুমার পাল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক নিতাই চরণ পাত্র অংশগ্রহণকারী সফল ছাত্র এবং গাইড শিক্ষক সহ বিদ্যালয় পরিবারের শিক্ষক শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সবাইকেই অভিনন্দন জানিয়েছেন। সবার প্রয়াসে এই বিদ্যালয় আরও সফলতা পাক,এই কামনা করেন তিনি।

মুখ্যমন্ত্রীর চিঠি ....প্রিয় ছাত্র-ছাত্রী বন্ধুদের।
08/01/2025

মুখ্যমন্ত্রীর চিঠি ....
প্রিয় ছাত্র-ছাত্রী বন্ধুদের।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলার দু দিনের জেলার চতুর্দশ সম্মেলন আজ শেষ হলো।সাংগঠনিক কার্যক্রম হয়।সম্পাদক...
05/01/2025

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলার দু দিনের জেলার চতুর্দশ সম্মেলন আজ শেষ হলো।সাংগঠনিক কার্যক্রম হয়।সম্পাদকীয় জেলার প্রতিবেদনের পর রাজ্য সহ-সম্পাদক ডঃ অরুণাভ মিশ্র বিজ্ঞান আন্দোলনের রূপরেখা তুলে ধরেন। জেলার নতুন কমিটি গঠিত হয়।জেলা কাউন্সিল,জেলা কমিটি,সম্পাদক মণ্ডলী ঘোষিত হয়।পূর্ব মেদিনীপুর জেলা কমিটির নতুন সম্পাদিকা হলেন শুচিস্মিতা মিশ্র। সভাপতি রবীন সামন্ত। ভগবানপুর ১ ও ভগবানপুর ২ বিজ্ঞান কেন্দ্রের ডঃ শুভাশিস মাইতি,কেশবচন্দ্র প্রধান, নিতাই চরণ পাত্র, শম্ভু চরণ বারুই জেলা কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন। জেলার সম্পাদক মন্ডলীতে ভগবানপুর ২ বিজ্ঞান কেন্দ্রের নিতাই চরণ পাত্র নির্বাচিত হয়েছেন। আগামীদিনে পূর্ব মেদিনীপুর জেলার বিজ্ঞান আন্দোলনে ভগবানপুরের দুটি বিজ্ঞান কেন্দ্রের বিশেষ ভূমিকা গ্রহণ করার আবেদন জানিয়েছেন নব নির্বাচিত সম্পাদিকা শুচিস্মিতা মিশ্র মহাশয়া।
৫ই জানুয়ারি,২০২৫।

05/01/2025

ডঃ অতনু চন্দ্রের সাক্ষাৎকার.....

05/01/2025

বিভিন্ন স্কুলের শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরন করলেন ডাক্তার অতনু চন্দ্র। ক্লাস অনুসারে ছোটদের পাঁচটি ও বড়দের বড় খাতা ৯ টি , স্কেচ পেন্সিল, টিফিন বাক্স ও জলের বোতল প্রদান করা হয়।

05/01/2025

গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী দেওয়ার অনুষ্ঠান বরুরভেড়ী গ্রামের বিশিষ্ট চিকিৎসক ডঃ অতনু চন্দ্রের।

04/01/2025

জয় হিন্দ বাহিনীর প্যারেডে এলাকা পরিক্রমণ করে শুরু হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলার ১৪তম সম্মেলন। অংশগ্রহণে/পরিবেশনে মঙলামাড়ো মংলা একাডেমীর জয় হিন্দ বাহিনীর ছাত্র ছাত্রীবৃন্দ।
৪ঠা জানুয়ারি,২০২৫।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্মেলন পটাশপুরে ৪ঠা জানুয়ারি,২০২৫।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলার ২ দিন...
04/01/2025

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্মেলন পটাশপুরে
৪ঠা জানুয়ারি,২০২৫।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলার ২ দিনের ১৪তম জেলা সম্মেলন আজ পটাশপুর-১ বিজ্ঞান কেন্দ্রের মঙলামাড়ো মংলা একাডেমি (উঃমাঃ) তে শুরু হলো।পতাকা উত্তোলনের পর শোভাযাত্রা,প্রকাশ্য সমাবেশের পর আগত প্রতিনিধিদের নিয়ে দুদিনের এই সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজ্য কমিটির সহ সম্পাদক ডঃ অরুণাভ মিশ্র মহাশয়।অনুষ্ঠানের রীতি মেনে শোক প্রস্তাব, স্বাগত ভাষণ, প্রতিবেদন পেশ করা হয়।আগামীকাল সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা সহ সাংগঠনিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি দূর্গাপদ দাস,সম্পাদক রবীন সামন্ত, দেবদাস বারিক, শুচিস্মিতা মিশ্র, বিষ্ণুপদ বাসুলী, অনাথ বন্ধু নায়েক সহ অন্যান্য বিজ্ঞান আন্দোলনের নেতৃত্ববৃন্দ। প্রতিনিধিদের উদ্দেশ্যে বিদ্যালয়ের তরফ থেকে স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান প্রবীর কুমার মাইতি,সহকারী প্রধান শিক্ষক আশীষ কুমার সামন্ত মহাশয়।উল্লেখ্য কুড়িটি বিজ্ঞান কেন্দ্রের দুই শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে যোগদান করেছেন।

01/01/2025

Address

Bhagwanpur
Contai

Telephone

+919734803425

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhagwanpur News Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share