11/11/2023
কতোদিন কাউকে কিছু বলা হয়নি ।
রোজ সেজে গুজে বসি কিছু গুজব শুনবো বলে ,
কতো কিছু বলবো শুধু ভাবি ।
কিছু কানে আসে ,
কিছু স্ক্রিনে ভাসে ।
ক্যালেন্ডারের দিকে চোখ যেতে দেখলাম ,
আয়ু বলতে আর দু মাস ।
ভাবলাম ঠিক কি কি এই গোটা বছরে করা হয়ে উঠলো না ?
কড় গুনতে গিয়ে দেখলাম ,
হাতে কড়া পরে গেছে আর কড় শেষ।
কিন্তু ইচ্ছা বাকি অনেক ।
থাক সে সব বরং ন্যাপথলিন দিয়ে তোলা থাক,
আসছে বছর ভেবে দেখা যাবে ।
চুপ মেরে বসে আছি আর ভাবছি ।
এই বছর অনেক গুলো বিজয়া করা হলোনা,
এই বছর অনেক গুলো মন মাফিক অনুষ্ঠান দেখা হলো না ,
এই বছর অনেক গুলো জন্মদিনে ফোন করা হলো না ,
তবে কি বয়স বাড়লো ?
বুড়ো হয়ে গেলাম ?
নাকি মনে ধীরে ধীরে ছানি পরছে ?
তাহলে সবার সাথে থেকেও কি আলাদা ?
তাই হয়তো এখন ছোট বেলাকার বিরক্তিকর কিশোর কুমার , মান্না দে , হেমন্ত মুখোপাধ্যায়, নচিকেতা , অঞ্জন দত্ত এদের কথা এখন ভালোবাসা হয়ে গেছে ।
ভিড় ছেড়ে শান্তি চাই ,
হেডফোনে সেতার চাই ,
মাথার নীচে নরম বালিশ চাই তবে কোল নয় ,
পকেটে আগের মতোন ঠিক ২০ টাকা চাই ,
গ্লাস ছেড়ে এক প্লেট সীতাভোগ চাই,
ঠিক আগের মতোন একটা বিজয়া চাই ।
এখন আর কেউ সরস্বতী বানান জিঞ্জেস করে না ,
কুল খেলে আগের মতোন বকে না ,
পুজোর বায়না গুলো আয়নার কাছে এসে ,
কোন মতে চুল ঠিক করে বেড়িয়ে পরে ।
ছুটির ঘন্টা কবে যে সাইন অফে পরিবর্তীত হয়ে গেছে ,
মনে নেই ।
শুধু স্মৃতি বলতে ,
ব্যাগের কারণে জামার ওপর ঘামের দাগটাই রয়ে গেছে।
এখন যদিও আর্শীবাদ থেকে অপবাদ সবটাই ফোনে তবুও ,
অনেক দিন
সিঁদুর গালে ,
আলতা পায়ে ,
তাকে দেখা হয়নি ।
আছে এখানেই কোথাও ??
হয়তো দশভুজা হয়ে অন্যের ঘরের আলপনা আঁকছে ,
বিজয়াতে পান পাতা দিয়ে বড়ন করছে ,
সাদা চুড়িতে সিঁদুর ছোঁয়াচ্ছে ।
আর বলে উঠছে "আসছে বছর আবার হবে" ।
আমি তখন ঘাম দাগে ,
ভিড় ঠেলে ,
ব্যাগে বাসি ছুটির আবেদন পত্র নিয়ে ফিরছি সবে ,
ভাবছি যে যদি আর একটা মন মাফিক বিজয়া পাওয়া যেতো ,
হয়তো................
ইতি
শুভ