পেখম - Pekham

পেখম - Pekham পেখম একটি ই-ম্যাগাজিন যেখানে আমরা বিভিন্ন পরিসরে নিজেদের ভাবনা প্রকাশ করতে পারি।

11/11/2023
11/11/2023

কতোদিন কাউকে কিছু বলা হয়নি ।
রোজ সেজে গুজে বসি কিছু গুজব শুনবো বলে ,
কতো কিছু বলবো শুধু ভাবি ।
কিছু কানে আসে ,
কিছু স্ক্রিনে ভাসে ।
ক্যালেন্ডারের দিকে চোখ যেতে দেখলাম ,
আয়ু বলতে আর দু মাস ।
ভাবলাম ঠিক কি কি এই গোটা বছরে করা হয়ে উঠলো না ?
কড় গুনতে গিয়ে দেখলাম ,
হাতে কড়া পরে গেছে আর কড় শেষ।
কিন্তু ইচ্ছা বাকি অনেক ।
থাক সে সব বরং ন্যাপথলিন দিয়ে তোলা থাক,
আসছে বছর ভেবে দেখা যাবে ।
চুপ মেরে বসে আছি আর ভাবছি ।
এই বছর অনেক গুলো বিজয়া করা হলোনা,
এই বছর অনেক গুলো মন মাফিক অনুষ্ঠান দেখা হলো না ,
এই বছ‍র অনেক গুলো জন্মদিনে ফোন করা হলো না ,

তবে কি বয়স বাড়লো ?
বুড়ো হয়ে গেলাম ?
নাকি মনে ধীরে ধীরে ছানি পরছে ?
তাহলে সবার সাথে থেকেও কি আলাদা ?
তাই হয়তো এখন ছোট বেলাকার বিরক্তিকর কিশোর কুমার , মান্না দে , হেমন্ত মুখোপাধ্যায়, নচিকেতা , অঞ্জন দত্ত এদের কথা এখন ভালোবাসা হয়ে গেছে ।
ভিড় ছেড়ে শান্তি চাই ,
হেডফোনে সেতার চাই ,
মাথার নীচে নরম বালিশ চাই তবে কোল নয় ,
পকেটে আগের মতোন ঠিক ২০ টাকা চাই ,
গ্লাস ছেড়ে এক প্লেট সীতাভোগ চাই,
ঠিক আগের মতোন একটা বিজয়া চাই ।

এখন আর কেউ সরস্বতী বানান জিঞ্জেস করে না ,
কুল খেলে আগের মতোন বকে না ,
পুজোর বায়না গুলো আয়নার কাছে এসে ,
কোন মতে চুল ঠিক করে বেড়িয়ে পরে ।
ছুটির ঘন্টা কবে যে সাইন অফে পরিবর্তীত হয়ে গেছে ,
মনে নেই ।
শুধু স্মৃতি বলতে ,
ব্যাগের কারণে জামার ওপর ঘামের দাগটাই রয়ে গেছে।
এখন যদিও আর্শীবাদ থেকে অপবাদ সবটাই ফোনে তবুও ,
অনেক দিন
সিঁদুর গালে ,
আলতা পায়ে ,
তাকে দেখা হয়নি ।
আছে এখানেই কোথাও ??
হয়তো দশভুজা হয়ে অন্যের ঘরের আলপনা আঁকছে ,
বিজয়াতে পান পাতা দিয়ে বড়ন করছে ,
সাদা চুড়িতে সিঁদুর ছোঁয়াচ্ছে ।
আর বলে উঠছে "আসছে বছর আবার হবে" ।
আমি তখন ঘাম দাগে ,
ভিড় ঠেলে ,
ব্যাগে বাসি ছুটির আবেদন পত্র নিয়ে ফিরছি সবে ,
ভাবছি যে যদি আর একটা মন মাফিক বিজয়া পাওয়া যেতো ,
হয়তো................

ইতি
শুভ

22/09/2023

মহাজাগতিক সর্বনাশ
আকাশের ক্লান্তি নেই দিন রাত ওঠা পড়া,
ঘুম সেজে মহাকাশ গুলো অচিরেই দিশেহারা।
টেলিস্কোপ খুঁজি, আর খুঁজি তোমায়,
কত আলোকবর্ষ দূরে মিথেন সাগরের নিচে তোমাদের বসতি গড়া।

চামড়া নীল লাল সবুজ সুন্দর তুমি নও,
তোমার বর্ণনা করে মার্কিন মুলুকের হানাদারেরা,
তুমি বিস্ময়, তুমি অদ্ভুত, তুমি সজীব, তুমি অমানব হও।
দৃষ্টি তোমার ছুটেছে আলোর চেয়েও জোরে থামাতে পারেনি কৃত্রিম উপগ্রহেরা।

আমিও সাজি, অতি বেগুনী রশ্মি নাহয় অক্সিজেন অভাব হয় যাতে,
শেষ হাসি হাসব গলে, পচে মিথেন সাগরে মিশে তোমার হাতে,
মৃত্যু সেদিন মৃত্যু নয়, মহাজাগতিক বাস্তব,
আত্মা আবার জন্ম নেবে, তোমার রূপেই নাম হবে ভৈরব।

এক রাশি তারার মতোই মহাকাশে আঁকা বর্ণমালা,
নাকের নোলক নেপচুনের মত, চোখের শ্লোক বৃহস্পতির মত ঘোলাটে,
শনির মত আঁচল জড়িয়ে, প্লুটো হয়ে খসে পড়ে মুক্ত মালা,
আমি নীল গ্রহে এঁকেছি তোমায়, যত্ন করে রেখেছি সবুজ স্নিগ্ধ মলাটে।

আজ তবে আসি, এই মহাজগতে বেড়াতে এলে নিশ্চই দেখা হবে,
আশা করি মেক্সিকো-আমেরিকা ছেড়ে তোমার পরের গন্তব্য চুঁচুড়া শহর হবে।

সুমন্ত মিশ্র

10/05/2023

A cover by Sharanya Chatterjee

চলে গেলেন সাহিত্যিক সমরেশ মজুমদার, ওপারে ভালো থাকবেন। আমরা শোকস্তব্ধ 🙏🌸
08/05/2023

চলে গেলেন সাহিত্যিক সমরেশ মজুমদার, ওপারে ভালো থাকবেন। আমরা শোকস্তব্ধ 🙏🌸

https://youtu.be/SkAcyDFnqnkপেখমের সাহিত্য আড্ডায় আজকের কন্ঠ:- নবস্মিতা,সরোদ:- শারণ্য,কলম:- সুমন্ত,ছবি ও ভিডিও:- সায়ন। ক...
08/05/2023

https://youtu.be/SkAcyDFnqnk

পেখমের সাহিত্য আড্ডায় আজকের কন্ঠ:- নবস্মিতা,
সরোদ:- শারণ্য,
কলম:- সুমন্ত,
ছবি ও ভিডিও:- সায়ন।
কবিতা শুনুন, কবিতা পড়ুন, সঙ্গে থাকুন। 🌸❤️🙏

প্রেয়সীতোমার সাথে কবিতার শেষ চারটে লাইনে দেখা হবে,তুমি বড় অবাধ্য, বেহায়া, সীমালঙ্ঘনকারী প্রেমিকা,কোন বৃষ্টিস্না....

আসছে নতুন কবিতা প্রেয়সী ❤️🌸
07/05/2023

আসছে নতুন কবিতা প্রেয়সী ❤️🌸

05/05/2023

*রঙিন অন্ধকার*

শুনছো আকাশিনী ,
খুব ভয় লাগে জানো
ঐ চোখটাকে ভীষণ ভয় করি
মনে হয় কি গভীর সাগর লুকিয়ে আছে
একবার তাকালে যেন তলিয়ে যাই
আর ভ্রু মিলনে সেই ছোট্ট টিপ
উফ্ উফ্ ……
আবার হারিয়ে যাচ্ছি কোথায় ।

ফুলের গন্ধের চেয়ে সুন্দর
যদি কোনো সুগন্ধি হয়
আমার কাছে তবে তা তুমি আকাশিনী ।
তোমার নিঃশ্বাসের শব্দ আর গন্ধ
আমায় বিভোর করে দেয় ,
ঐ ঝড় সামলে নাবিক
ক্ষনিকের শান্তি পেলেও , আবার
মায়াজাল নিয়ে হাজির হয়
তোমার ওই ঠোঁট দুটি
উফ্ উফ্ উফ্ …
দেখেছো আবার হারিয়ে যাচ্ছি কোথায় ।

একলা ঘরে তোমায় পাই
বুকের মাঝে মাথাটা রাখি যখন
মহাকাশে হারিয়ে যাই তখন ,
কোনো গ্রহেই শান্তি পাবনা এতটা
ঐ একটা ঘর
ঐ একটা সময়
ঐ একটা মানুষ
আমায় দিতে পারে যতটা …

আর সেই গভীরের নোনতা স্বাদে
এই ভবঘুরে পাগলটা
যেন পাগলামির জন্য
আরো এক বিশ্ব আবিস্কার করে ফেলে ,
তুমি তখন মহাপ্রলয়ে গর্জে ওঠো
এক সমুদ্র জল আমায় বলে —
" আর গভীরে যাস না
তলিয়ে যেতে সময় লাগবে না । "

তবে আকাশিনী ,
আর নয় এই সময়
শুধুই ভুলে যাবো তোমায় ,
মনের চিলেকোঠার বন্ধ দ্বার
আজও তোমার জন্য হয় উতলা ,
আজও অল্প ফাঁকে জোৎস্না আসে ঘরে
সেই অন্ধকারে তোমায় মনে পড়ে ।

পূর্ণ অনুষ্ঠানে তোমার শহরে এলো আলো
আমার শহর পেল শুধুই কালো ,
অপূর্ণ ভালোবাসায় রইল আমার মন
কই আর তো এলো না তোমার টেলিফোন !

- সৌগত বড়াল

02/05/2023

Tribute to Maestro Ray
From Pekhom with love
Ft. Arijit Ghosh

ফিরে আসছে গুপী ও বাঘার দুই নাতি রূপ ও চাঁদ আর তার সাথে নতুন গল্প। জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য সত্যজিৎ রায় 🌸🙏❤️
02/05/2023

ফিরে আসছে গুপী ও বাঘার দুই নাতি রূপ ও চাঁদ আর তার সাথে নতুন গল্প। জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য সত্যজিৎ রায় 🌸🙏❤️

নতুন কবিতা:- পাষান, কন্ঠ:- দেবলীনা ঘোষ, ছবি ও ভিডিও:- সায়ন ব্যানার্জি, কলমে:- সুমন্ত মিশ্র। ❤️
30/04/2023

নতুন কবিতা:- পাষান, কন্ঠ:- দেবলীনা ঘোষ, ছবি ও ভিডিও:- সায়ন ব্যানার্জি, কলমে:- সুমন্ত মিশ্র। ❤️

সাহিত্যের আড্ডা শুধু সাহিত্যেই থেমে থাকছে না, সঙ্গে থাকছে নতুন কিছু, চোখ রাখুন।পেখম শুধু পত্রিকা নয়, পেখম একটা ভাব...

পেখমের সাহিত্য আড্ডায় থাকছে নতুন কবিতা পাষান, কণ্ঠে :- দেবলীনা ঘোষ, ছবি:- সায়ন ব্যানার্জী।
29/04/2023

পেখমের সাহিত্য আড্ডায় থাকছে নতুন কবিতা পাষান, কণ্ঠে :- দেবলীনা ঘোষ, ছবি:- সায়ন ব্যানার্জী।

জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো অরিজিৎ বিশ্বাস তোমার জন্য পেখমের পক্ষ থেকে। তুমি জীবনের পেখম মেলে আরো উচু আকাশে উড়ে যাও। ই...
26/04/2023

জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো অরিজিৎ বিশ্বাস তোমার জন্য পেখমের পক্ষ থেকে। তুমি জীবনের পেখম মেলে আরো উচু আকাশে উড়ে যাও।

ইনি সেই ব্যাক্তি যে দিন রাত এক করে আপনাদের সামনে কাজ নিয়ে আসেন। Drummer পাশাপাশি একজন সাউন্ড engineer ও বটে!

26/04/2023

*19084 UP*

হঠাৎ ট্রেনে একজনের সাথে চোখে চোখে ধাক্কা লাগলো ।
বেশ জোরালো ছিলো ,
অদ্ভুত ক্লান্তহীন চোখে,
বেশ ভরা মায়া ছিলো ।
দুলতে থাকা ট্রেন ,
লোয়ার বার্থের ঝগড়া ,
চপ সিঙারার গন্ধ ,
কোনো নিশ্পাপ বাচ্চার ঘুম পাড়ানোর কান্না ।
এই সব কিছু ছেড়ে কি ,
আজ তার দিকে চোখ কি আটকাবে না ?

তার মাথার ওপরে বাঁধা চুল ,
তার সাদা জামায় পরা হলুদের ভূল ,
তার কাতর স্বরে চাওয়া সেই ভুলের মাসুল ।
তার দিকে আরেক বার চাওয়ার ইচ্ছা জাগায় ।

আমি জানি যে সব সফরের শেষ মনের মতো হয় না ।
কিন্তু কেউ সফরের মধ্যেকার আনন্দের কথা বলে না।
কতো জমা কথা না বলে নেমে গেছিলো সে
এক গুমনামি স্টেশনে ।
আমি তখনও বলে উঠতে পারিনি ।
কারণ আমার গন্তব্য এখনো আসেনি ,
আমার পথ দূরগামী ।
যেতে হবে অনেকখানি ।

ইতি
শুভম Shubho Sarkar

26/04/2023

#অনন্ত #
--অন্বয় রায়

অবশেষে ভিসুভিয়াসের চুপটি করে বসে থাকা আগুনটা দপ করে জ্বলে উঠলো, বিস্ফোরণ ঘটলো। কি? খুব অবাক লাগছে না, কী সব লিখছি তাই ভেবে? তাহলে একটু খুলেই বলা যাক। নামে আমি অনন্ত, কাজেও তাই। লেখাটার অন্ত ঘটবে বলেই মনে হয়। তা যাকগে, বিষয়ে আসা যাক। ভিসুভিয়াস, শুধু পাহাড়ের মাথাতেই থাকে না, আমার মনের কোণেও এই ভিসুভিয়াস আছে— সুপ্ত থেকে যা আজ বিস্ফারিত হয়েছে। আর এই ভিসুভিয়াসের বিস্ফোরণ ঘটলে হীরক রাজার যন্তর মন্তরও কিছু করতে পারে না।

অন্বেষা আমার ছোটোবেলার বন্ধু। প্রাইমারী, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব একসাথে পড়া। অন্বেষার প্রতি অন্যরকম টান টা বুঝতে পারি ক্লাস টেনে। আমি বরাবরই ঠোঁট কাটা। দুদিনের মধ্যেই প্রপোজ করে দিলাম। কিছুটা ধাক্কা খেলেও কিছুক্ষণ পর অন্বেষা সহমত পোষণ করলো। জীবনের প্রথম প্রেম— পড়াশোনা লাটে উঠলো, মাধ্যমিকে মাত্র ৬০ শতাংশ পেলাম, অন্বেষা পেলো ৮৫ শতাংশ। স্বাভাবিক ভাবেই ভর্তি হলাম আর্টসে। নিশ্চিত ছিলাম অন্বেষা সায়েন্স নেবে। কিন্তু আমার পাশে থাকার জন্য সেও আর্টস নিলো। সেদিন আমি প্রকৃত ভালোবাসার অর্থ বুঝলাম। আর মনে মনে ঠিক করলাম অন্বেষাকে সবসময় আগলে রাখতে হবে। ইউনিভার্সিটি পাশ করে আমি একটা ব্যবসা শুরু করলাম। অন্বেষা চাকরিতে যোগ দিলো। কয়েকমাস পর বাড়ির অমতেই আমরা গাঁটছড়া বাঁধলাম। টাকা জমিয়ে একটা ফ্ল্যাট কিনলাম। সাজালাম আমাদের সুখের সংসার। ভালোবাসার রঙে রাঙিয়ে দিলাম ঘরের প্রতিটি কোণ। প্রতিদিনের মিষ্টি বার্তালাপে দিন চলতে লাগলো। ব্যবসার দৌলতে বহু মানুষের সাথে কথাবার্তা হতো। একদিন দোকানে এলো এক যুবতী, অপরুপা। কিছুক্ষণ থেকে কাজ মিটিয়ে চলে গেলো। আবার এলো দুদিন পর। এরপর প্রায়ই আসতো। মেয়েটির নাম অঙ্কিতা। বেশ ভালো সম্পর্ক তৈরি হলো ধীরে ধীরে। কিন্তু যেন অজান্তেই ভালোবেসে ফেললাম। অঙ্কিতাও আমার প্রতি যেন কিছুর আভাস দিতে থাকলো ক্ষণে ক্ষণে। বাড়িতে গিয়ে মনের মধ্যে শুধুই অঙ্কিতা ঘোরাফেরা করে। অন্বেষারও খুব অদ্ভুত লাগতে শুরু করলো আমার আচরণ সেটা তার চোখ মুখ দেখেই বুঝলাম। এরপর ব্যাবসার নামে বেরিয়ে পরে প্রায়ই ঘুরতে যেতাম অঙ্কিতার সাথে। অঙ্কিতার জীবনের কথা শুনলাম, বড়ই অদ্ভুত। তার প্রথম প্রেম ছিলো একজন আমার মতোই ব্যবসায়ী। কিন্তু সে তার দ্বারা প্রতারিত হয়। এরপর তিনটি প্রেম আসে তার। তিনজনই ব্যবসায়ী কিন্তু তারা অদ্ভুতভাবে খুন হয়। এই বলে কেঁদে ফেলে সে আমাকে হারানোর ভয়ে। আমি তাকে বুকের মাঝে টেনে নিয়ে আশ্বস্ত করলাম। বললাম সারাজীবন পাশে থাকবো। আমাদের মেলামেশার খবর পৌঁছালো অন্বেষার কাছে। এরপর প্রতিদিন অশান্তি, অন্বেষার কান্নাকাটি রুটিনে পরিণত হলো। ভাবলাম, নাহ্, এগুলো ঠিক করছি না। অন্বেষাকে আর কষ্ট দেবো না। রাতে অন্বেষা শুয়ে পরলে আমি ওর কাছে গেলাম। ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে ধরলাম। বললাম আর তোমাকে আমি কষ্ট দেবো না। আমি যা করেছি তার জন্য সরি ডিয়ার। আজ তোমাকে সেই কষ্ট থেকে মুক্তি দিলাম। এরপর কপালে একটা চুম্বন করে গলার নলিতে ব্লেডটা এপাশ থেকে ওপাশ টেনে দিলাম। কিছুক্ষণ কাঁপুনি দিয়েই স্থির হয়ে গেলো অন্বেষা। সব কষ্ট থেকে মুক্তি।

....পেছন থেকে জড়িয়ে ধরলো অঙ্কিতা। উষ্ণ ভালোবাসায় বেঁধে ফেললো আমাকে। আমিও তার হাতে একটা চুম্বন করলাম। তারপর.....
এখনও আমার পাশেই পরে আছে আমার মৃতদেহটা। পারলাম না অঙ্কিতার কথা রাখতে, পারলাম না তার পাশে থাকতে। তার চতুর্থ শিকার আমিই হলাম।
ব্লেডের ধারালো ভালোবাসায় গলা থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্তে লাল হয়ে আছে মেঝেটা— যে রক্ত আমার এই গল্পের মতোই 'অনন্ত'।।
Anway Roy

পেখম এবার সাহেব - ই - বার্তায়...
23/04/2023

পেখম এবার সাহেব - ই - বার্তায়...

'সাহেব - ই - বার্তা' -র দ্বিতীয় অধ্যায়ের সপ্তত্রিংশতি পর্বে আমাদের সাথে সরাসরি আড্ডায় থাকছেন সদ্য প্রকাশিত সমকালীন অনন্য এক স্বরচিত শ্রুতিগল্প (Audio Story) #তরঙ্গ-এর পরিচালক সুমন্ত মিশ্র।

থাকবে বেশ কিছু অজানা তথ্য, নিখাদ আড্ডা ও গল্প।

তোমাদের পাশে চাই অবশ্যই।
দেখা হচ্ছে, আজ ঠিক রাত্রি ৯'টায় (IST) The Saheb-E-Ana ফেসবুক পেজ থেকে সরাসরি।🤘🏻



🤘🏻

Saheb-E-Ana -- Green Zone

14/04/2023

আমাদের নতুন অডিওস্টোরি তরঙ্গ, শুনুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।

https://youtu.be/HYtd1jvpq5M

10/04/2023

শুভ মুক্তি ১৪ই এপ্রিল...

আসছে আমাদের নতুন কাজ, কল্প বিজ্ঞান ভিত্তিক গল্প, " তরঙ্গ "
06/04/2023

আসছে আমাদের নতুন কাজ, কল্প বিজ্ঞান ভিত্তিক গল্প, " তরঙ্গ "

Amader Kobita Nibedon 🖤
03/04/2023

Amader Kobita Nibedon 🖤

পেখমের পক্ষ থেকে ভিন্ন স্বাদের কাজ আরো অনেক আসবে, সাহিত্যের আড্ডায় গান, কবিতা, গল্প, উপন্যাস অনেক কাজ আসবে।বাংলা স.....

25/03/2023

গন্তব্য
হাল ছেড়েছে যারা, ঘর কানা সন্ধ্যে বেলায়,
তাদের শাস্তি হবে, বিপ্লবী দড়ি গলায়।
উচিৎ যত অনুচিত লেখার নীলকান্ত ধ্বনি,
হারিয়ে ফেলেছে গন্তব্য, তারাই ঘরে ফেরেনি।

রাস্তায় আঁকা যত অহংকারের সাদা লেখা,
মাটির দেশে মিলিয়ে যাবে নাম - সুবর্নরেখা।
দুই লাইন বাঁধা সামাজিক কাব্য সৎকার,
আধুনিকতার গন্ডি এভাবেই বেঁধে রাখা দরকার।

গন্তব্য খুঁজে প্রেমগন্থ লেখেন কালিদাস,
চাকার নীচে যৌবনদল কাটে হাজতবাস।
অসময়ের মুড়ি তেলে ভিজে যায়,
যাত্রা পালায় ছট-ফট করা মাদল।
আঙ্গুল ভাঙা সবুজ কবির শীরদাড়ায়,
বজ্র-ঔরসপাত, চৌদ্দ-ইমারতি বাদল।

সুমন্ত মিশ্র

25/03/2023

ধুর......
কিছু ভালো লাগছে না।
কিন্তু কারণ গুলো জানা থাকলেও,
সঠিক উত্তর পাইনা।
মাঝে মনে হয় দুম করে পালিয়ে গেলে ,
ভালো হতো।
মিরজাফরদের দরবারে কায়ের সাজলে হতাম মুক্ত।
ভালো কিছু হওয়ার থাকলে তো ,
শুনেছি এমনিই হয়।
তাহলে কেনো মানুষ খাটনির কথা রটায়।
নাঃ ,
সিদ্ধান্ত নিতেই হবে,
কিন্তু করা যাবে কী ??
তাসের শহরে সবাই কি বিবি ?
মনে অজস্র চিন্তা সাপ লুডো খেলছে ,
পুট পরছে আর চিন্তা ঘরের বাইরে।
এর থেকে হেডফোনের তারের মতো মায়ায় জড়ালে ভালো হতো।
ঝাঁকাতে ঝাঁকাতে একদিন ঠিক জট খুলতো।
কথার ছুড়ি খুব খারাপ,
জখম ভরতে সময় নেয়।
চিড়ে ভেজে কুমিরের চোখের জলে,
"পাশে আছি" শব্দ কৌতুক শোনায়।
একার নৌকা খুব ভালো,
তীরে এসে ডুবলে নিজের দায়।
কথার খরগোশ মুছকি হাসে,
কিন্তু মনের কচ্ছপ চলতে চায়।

ইতি
শুভম

কলমে- শুভম সরকার

22/03/2023

ঝোড়ো হাওয়ার চোদন

ঝড়ের অপেক্ষায় বসে থাকা
খুব একটা ভালো ব্যাপার নয়
প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন ইত্যাদি
এই শরীর থেকে নিষ্কাশন করার পরও
আজ অবধি এই ঝড়ের সাথে দু মিনিট বসে
দুটো কথা বলবার সুযোগ হয়নি
একদিন এই ঝড়ের মধ্যেই দেখা হয় আমার
এক বন্ধুর সাথে
সমগ্র শরীরে তখন তার বেড়ালের লোম ভর্তি
যখন দেখা হয়েছে তখন ওর গাড়ির গতিবেগ আর ঝড়ের গতিবেগ একই
প্রায় একশ কিলোমিটার পার ঘন্টা
দেখা হতেই প্রবল শব্দে
চিৎকার করে বললো
গনেশের সাথে দেখা করতে যাচ্ছি
তবে ঝড় সেই শব্দ গুলো আমার কাছে
অনেকটা মধ্যরাত্রে দূর থেকে ভেসে আসা
পুলিশের গাড়ির সাইরেনের মত করে
পৌঁছে দিয়েছিলো
তবে ঝড় কখনো নিজে থেকে
কথা বলতে আসেনি
ঝড়ে উড়ে আসা গোলাপি রঙের
একটা প্যান্টির মধ্যে লিখে দিয়ে ছিলো
স্যাটাভাঙা জোরে ধাক্কা লেগেছে আমার
তাই আমি
ওরফে ঝড়
আজও বুঝি না
কোন যৌনাঙ্গের রঙ
কোন মতাদর্শের প্রতিক
আমি আজও বুঝি না
জল? নাকি হাওয়া? নাকি কোনো
মাটি থেকে উপড়ে পড়া
আল্ট্রাসামাজিক চোদনা
আমাকে আজও এত ভালোবেসে ডাকে
তবে আমি আজও বুঝিনি
ঝড় কিসের অভাবে ঝড়ের মধ্যে বিলুপ্ত
প্রজাতির গন্ধ বয়ে আনে
ঝড় কিসের অভাবে বিদ্যুৎ প্রবাহের
যৌনাঙ্গ ডলে ডলে তাকে ঘুম পাড়িয়ে দেয়
ঝড় কিসের অপেক্ষায় এখনো পৃথিবীর
প্রতিটা পচে গলে বেড়িয়ে আসা
মাংসপিন্ড গুলো কে সজোরে ধাক্কা মেরে
পুঁজ রক্ত শুষে নেয় না
তবে একটা কথা আমি বুঝি
একটাই কথা প্রতিটা সমুদ্রবায়ু বোঝে
প্রতিটা নিম্নচাপ বোঝে
তা হল
এই পৃথিবীর প্রতিটা ঝড়ই
আমাদের শরীরের উপর
প্রবল ধুলোবালির আঁচড়ে
হাজার হাজার ট্রাফিক পুলিশের ছবি এঁকে
তাতে বড় বড় করে সম্পাদকীয় বাল্
লিখে দিয়ে কোনো এক হিমঘরের বাইরে
পাহারায় রত কোনো অশরীরীর মধ্যে
মিলিয়ে যায়


সায়ন ব্যানার্জি

22/03/2023

*কালবৈশাখী*

হঠাৎ করেই ,
আগাম না জানিয়ে আগমন তার।
বরাবরই সে এইরকম।
দেখে ভালো লাগে সে পাল্টায়নি ঠোঁটের মতো।
কিছু কথা কানে ভাসে,
কিছু দৃশ্য চোখে ভাসে,
প্রত্যেক ঝড় কেনো মন ভাঙার হয়??
শহর ভেজে,
হাল্কা শীত উঁকি দিয়ে যায়,
তবু মানিয়ে উঠতে সময় লাগে।
ভিজে পাতায় আবার প্রেম জন্মায়,
পকেটে নতুন ছবি,
কিন্তু জামা পুরোনো।
হয়তো এইসবটাই কালের নিয়ম।
মানিয়ে নিতে সময় লাগে,
অন্য কেউ কেনো ?
আমি কেনো নই ?
প্রাপ্যগুলো বড়ই বেমানান।
বানান ভুলের অভ্যাস আমার অনেক দিনের,
ঠিক করে না বলতে পেরে কতো কিছু হলোনা।
থাক সেসব বাড়তি কথা,
বাড়তি কথায় দাম ,সময় কোনোদিন ছিলোনা।
আর বোঝার লোক লুপ্ত।
তবুও ভাবি শহর ভিজলে প্রেম হবে পুনরায়,
কিন্তু প্রতিবার কারোর না কারোর মন ভাঙে,
ভাঙতে বাধ্য।
এইটাই হয়তো বসন্ত চলে যাবার দুঃখ।
*এটাই কালবৈশাখী*

ইতি
Shuভম

কলমে - শুভম সরকার।

কবিতা দিবসে সুমন্ত মিশ্রর লেখা ❤️
21/03/2023

কবিতা দিবসে সুমন্ত মিশ্রর লেখা ❤️

Dokobu 9845 is out now!!
20/02/2023

Dokobu 9845 is out now!!

Writer:- Sumanta Mishra & Rupam GhoshStory teller:- Krishnendu Som ( & Kako )Maa & Memsaheb in voice:- Shabnam SheikhRecording Studio, Sound Mixing & Masteri...

আমাদের নতুন চেষ্টা সাহিত্যের আড্ডা,পেখমের পক্ষ থেকে।সময় মতো শুনে আসুন। আমাদের জানান আপনাদের কেমন লাগলো... ❤️
19/02/2023

আমাদের নতুন চেষ্টা সাহিত্যের আড্ডা,
পেখমের পক্ষ থেকে।
সময় মতো শুনে আসুন। আমাদের জানান আপনাদের কেমন লাগলো... ❤️

আমাদের নতুন চেষ্টা সাহিত্যের আড্ডা।এখানে আমরা সাহিত্য জগতের কিছু রসদ শ্রোতাদের জন্য নিয়ে আসতে চলেছি যার মধ্যে থ....

17/02/2023

Comming soon!!
stay tuned...

17/02/2023

Notun Kaaj Asche!!

আমাদের নতুন অডিও স্টোরি, আসছে খুব শীঘ্রই, চোখ রাখুন আমাদের পেজে।
10/02/2023

আমাদের নতুন অডিও স্টোরি, আসছে খুব শীঘ্রই, চোখ রাখুন আমাদের পেজে।

Address

Chinsurah

Telephone

+916290505297

Website

Alerts

Be the first to know and let us send you an email when পেখম - Pekham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category