Prasenjit

Prasenjit this page is political and entertainment page.

য়ারা বৃষ্টিতে ভিজেছে❤️✊✊
01/09/2023

য়ারা বৃষ্টিতে ভিজেছে❤️✊✊

13/08/2023
30/03/2023

👍

10/12/2022

29/07/2022

মনে পড়ে যাচ্ছে সেই দিনটার কথা, ২০১১ সালের ১৩ ই মে দুপুর ১:৩০ মিনিটে আমরা দেখলাম পশ্চিমবঙ্গের এক শ্বেত শুভ্র রাজনীতিবিদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন, রাজভবন থেকে বেড়িয়ে এলো তাঁর কনভয় যখন, তখন তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী! সেদিন তাঁর চোখের জলের ছবি কোনো মিডিয়া দেখাতে পারেনি, তবে তাঁর অভিমান আজও রাজ্যের মানুষ বুঝতে পারছেন!


হ্যা সত্যি বুদ্ধবাবুর অভিমান রয়েছে রাজ্যের মানুষের প্রতি ! বুদ্ধবাবু হয়তো ভাবেন যে তিনি তো নিজের জন্য কিছু করতে চাননি , চেয়েছিলেন রাজ্যের বেকারের মায়ের চোখের জল মোছাতে। তাঁর শিল্পায়নের পদ্ধতিগত কিছু ত্রুটি থাকতে পারে কিন্তু সেদিন শুধু বিরোধীরা নয় বামফ্রন্টের কয়েক শরিক যেভাবে বুদ্ধবাবুর কাজের পথে বাঁধা সৃষ্টি করেছিলেন, তাদের দ্বারাও বুদ্ধবাবুও মানসিক ভাবে আহত হয়েছিলেন!

বুদ্ধবাবু একজন প্রকৃত ভারতীয় কমিউনিস্ট যিনি মনে করেছিলেন যে, সমাজতন্ত্র যে মাটিতে এসেছে সবসময় সেই দেশের মতো করেই সমাজতন্ত্র আসবে এমনটা নয়। আমাদের দেশে সমাজতন্ত্র আসলে তা আসবে আমাদের দেশের মতো করে! তাই তো বুদ্ধবাবু তাঁর বই স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা তে লিখেছেন "যে বিষয়টি বাস্তবে প্রমাণিত সেটিই সত্য, শুধুমাত্র তত্ত্বে নয়- এই মার্কসীয় ধারণাকেই আমি আঁকড়ে থাকার চেষ্টা করেছি"।

সেদিন যারা বুদ্ধবাবুকে নোংরা ভাষায় আক্রমণ করেছিলেন, ওনার মেয়ের এনজিও নিয়ে অভিযোগ তুলেছিল আজ তিনিই দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়ে অসুস্থতার ভান করে হাসপাতালে শুয়ে আছেন। সেদিন যারা মজা করেছিলেন বুদ্ধবাবু হেরে গেছেন বলে আজ তারা বুঝতে পারছেন, বুদ্ধবাবু হারেনি, হেরেছে বেকারের সমস্ত আশা!

আমরা বাঙালীরা সারাজীবন আফসোস করলেও এই পাপের প্রায়শ্চিত্ত নেই! আমরা বুদ্ধদেব ভট্টাচার্য্যর মতো মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছি, আসলে ওনাকে হারাতে গিয়ে আমরা নিজেরাই হেরে গেছি!

©রূপক চ্যাটার্জী-এর থেকে সংগৃহীত এবং এডিটেড

29/07/2022

😜

04/04/2022

গর্বের, স্পর্ধার, ভালোবাসার❤️❤️✊
17/10/2021

গর্বের, স্পর্ধার, ভালোবাসার❤️❤️✊

16/07/2021

রেড ভলেন্টিয়ারস দের জানাই রক্তম অভিনন্দন ✊✊

03/07/2021

নতুন গান এসেছে।।
এবার সিনেমা চাই।। ✊✊

নবজাগরণ ✊✊
21/06/2021

নবজাগরণ ✊✊

আজ একুশে জুন। ১৯৭৭ সালের আজকের দিনটিতে পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি স্বর্ণযুগের সূচনা হয়। এই দিনে  কমরেড জ্যোতি বসুর নেতৃত্...
20/06/2021

আজ একুশে জুন।
১৯৭৭ সালের আজকের দিনটিতে পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি স্বর্ণযুগের সূচনা হয়। এই দিনে কমরেড জ্যোতি বসুর নেতৃত্বে প্রথম বামফ্রন্ট সরকার পথ চলা শুরু করে।
আজ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শহীদ, কমরেডস এবং বাংলার শ্রমজীবী মেহনতী মানুষকে যাঁরা বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার পথিকৃৎ।

"মানুষই ইতিহাস রচনা করেন"


#গর্বের৩৪

"একজন বিপ্লবীকে সবসময় দৃঢ়ভাবে বিশ্বের যেকোন প্রান্তে সংঘটিত যে কোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাড়াতে হবেবাস্তববাদী ...
14/06/2021

"একজন বিপ্লবীকে সবসময় দৃঢ়ভাবে বিশ্বের যেকোন প্রান্তে সংঘটিত যে কোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে

বাস্তববাদী হও, অসম্ভবকে দাবি করো

আমি কোনো মুক্তিযোদ্ধা নই। মুক্তিযোদ্ধা বাস্তবে কখনো হয় না যতক্ষণ মানুষ নিজে মুক্তিকামী না হয় হয়

বিপ্লবী হতে চাও? বিপ্লবের প্রথম শর্ত, শিক্ষিত হও"

✊✊✊

সস্ত্রীক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যআজ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।আমার আপনার সকলের ভালোবাসার মানুষটা,আমাদের অভিভাবক, ম...
10/06/2021

সস্ত্রীক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য
আজ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

আমার আপনার সকলের ভালোবাসার মানুষটা,
আমাদের অভিভাবক, মহীরূহের মত আগলে রেখেছেন যিনি,
তিনি সবসময় সুস্থ থাকুন।

♥️✊♥️

আপনাদের পাশে রেড ভলেন্টিয়ারস সর্বদাই, সবসময়।
12/05/2021

আপনাদের পাশে রেড ভলেন্টিয়ারস সর্বদাই, সবসময়।

22/04/2021

স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা

মুখ্যমন্ত্রী  #বুদ্ধদেব_ভট্টাচার্য সেদিন ঠিক ছিলেন । আজ সবটা যখন পরিষ্কার হচ্ছে , ততদিনে আমারা পশ্চিমবঙ্গের মানুষ অনেক ক...
29/03/2021

মুখ্যমন্ত্রী #বুদ্ধদেব_ভট্টাচার্য সেদিন ঠিক ছিলেন ।
আজ সবটা যখন পরিষ্কার হচ্ছে , ততদিনে আমারা পশ্চিমবঙ্গের মানুষ অনেক কিছু হারিয়ে ফেলেছি । আমরা জানতাম সত্য কথাগুলো একদিন আত্মপ্রকাশ করবে । নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে সেদিন যারা পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারদের ভবিষ্যৎ নিয়ে খেলেছিল , সিঙ্গুর - নন্দীগ্রাম - শালবনির কারখানা বন্ধ করে দিয়েছিল , আজ তারাই নিজেদের মুখোশ খুলে ফেলছে । আমরা বামপন্থীরা সেদিন যা বলেছিলাম আজও তাই একই কথা বলছি
" কৃষি আমাদের ভিত্তি , শিল্প আমাদের ভবিষ্যৎ " -- কমরেড বুদ্ধবাবুর এই কথার ওপর ভিত্তি করেই আমরা এগিয়ে যাবো ,
বাংলায় #জোট_সরকার তৈরি হলে কারখানা সিঙ্গুরেই
বানাবো । লাল সেলাম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য , আপনি ভালো থাকুন , সুস্থ থাকুন । ❤✊

"CPM নয়, সেই দিন নন্দীগ্রামে পুলিশ ঢুকিয়েছিল অধিকারী পরিবার। বাপ ব্যাটা না চাইলে সেদিন নন্দীগ্রামে পুলিশ ঢুকতে পারতো ন...
28/03/2021

"CPM নয়, সেই দিন নন্দীগ্রামে পুলিশ ঢুকিয়েছিল অধিকারী পরিবার। বাপ ব্যাটা না চাইলে সেদিন নন্দীগ্রামে পুলিশ ঢুকতে পারতো না। আমি সবটা জানতাম"

- মমতা বন্দ্যোপাধ্যায়

আমরা সেদিন থেকে বলেছিলাম...
চক্রান্তের আরেক নাম
নন্দীগ্রাম নন্দীগ্রাম।

কিন্তু সেদিন গোটা বাংলার মানুষ বিশ্বাস করেনি আপনাকে। ওরা বলেছিল, ওরা মিথ্যা অপবাদ দিয়েছিল বলেছিল আপনার সাদা ধুতিতে নাকি রক্তের দাগ।

কিন্তু শেষমেষ আপনি জিতে গেলেন, কমরেড!♥️✊🏽
আমরা জিতে গেলাম ✊🏽
এবার শুধু লড়াই শেষ করার পাল্লা
শেষ যুদ্ধ এবং জয় নিশ্চিত।
আপনি শুধু সুস্থ থাকুন ব্যাস....♥️

১নং  সুইজ টিপে দিন ।।
24/03/2021

১নং সুইজ টিপে দিন ।।

21/03/2021

বিজেমূল👎

গ্রাম থেকে গ্রামে চলেছে ✊❤
14/03/2021

গ্রাম থেকে গ্রামে চলেছে ✊❤

13/03/2021

হাল ফেরাও লাল ফেরাও ✊❤

কমরেড সুশান্ত ঘোষকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন ❤✊
10/03/2021

কমরেড সুশান্ত ঘোষকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন ❤✊

শালবনি বিধানসভার সি পি আই(এম) মনোনিত সংযুক্ত মোর্চা প্রার্থী কমরেড সুশান্ত ঘোষ কে বিপুল ভোটে জয়ী করুন ❤✊
06/03/2021

শালবনি বিধানসভার সি পি আই(এম) মনোনিত সংযুক্ত মোর্চা প্রার্থী কমরেড সুশান্ত ঘোষ কে বিপুল ভোটে জয়ী করুন ❤✊

Address

Chandrakona

Telephone

+918670182458

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prasenjit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prasenjit:

Videos

Share

Category


Other Media in Chandrakona

Show All

You may also like