এরই নাম ঢাকার শহর, গাড়ি আর গাড়ি
আজ রাত ৯ টায় আমার ছোট ছেলে অহিদুল ইসলাম ইকরামের অপারেশন, সকলের কাছে দোয়া চাই,
মেঘলা আকাশের মাঝে আমরা এখন লঞ্চে আছি,ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে
হাইমচরের আলগী বাজারে মার্সেল ফ্রিজ ও মার্সেল ইলেক্ট্রোনিক্স পন্যের শো রুমের উদ্ভোদনঃ
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলগী বাজারে উদ্বোধন হলো মার্সেল ফ্রিজ ও মার্সেল ইলেকট্রনিক্স পন্যের শো রুম। যার ফলে এখন থেকে হাইমচরের গ্রাহকরা হাতের কাছেই পাবেন আন্তর্জাতিক মানের মার্সেল ব্র্যান্ডের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল পন্য,
হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস। সাশ্রয়ী দামে কিনতে পারবেন আন্তর্জাতিক মানসম্পন্ন সর্বাধুনিক প্রযুক্তির ফ্রস্ট, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি ও স্মার্ট টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন,জেনারেটর, ফ্যানসহ নানান ধরনের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল,হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস।
৩ মে' শনিবার বিকেল ৫টায় মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে আলগী বাজার অগ্রনী ব্যাংক রোডে মার্সেল ফ্রিজ এবং মার্সেল ইলেকট্রনিক্স পন্যের শো-রুম উদ্বোধন কর
আমার আদরের এই বাবা অসুস্থ,,, সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন,আল্লাহ যেন সকলের দোয়াতে বাবাটাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন।
কিছু সময়ের জন্য ঘুরে এলাম পর্যটন কেন্দ্র, আলতাফ মাষ্টারের ঘাটে।
কত না বিচিত্রময় নদীর পার মাছের আরতে গিয়ে দেখি এই মাছটি, দেখুন তো এই মাছটির সাথে সবাই পরিচিত কিনা--
আমাদের চাঁদপুর হাইমচরে ঘূর্ণিঝড় মোখার শক্তি শালী আঘাত না হওয়ার ই বেশি।
আলহামদুলিল্লাহ,
মহা আতংকিত ঘূর্ণিঝড় মোখার কোন আলামত পাওয়া যায় নি, নিরাপদ আছে এখনো আমাদের হাইমচর উপজেলা।
ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা,
মহা বিপদ সংকেত দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।যদি সত্যিই হয়,তাহলে লন্ড ভন্ড হয়ে যাবে সব কিছু, মোখা শক্তি শালী একটি ঘূর্ণিঝড়,
ঘূর্ণিঝড় মোখা ধেঁয়ে আসছে উপকূলের দিকে, তাই সবাই নিরাপদ স্থানে অবস্থান করি। মুলত ঘূর্ণিঝড় মোখা একটি আতংকের নাম,আসুন আমরা আতংকিত না হয়ে ধৈর্য্য ধরার করি,সময় মত কাছাকাছি আশ্রয় কেন্দ্রে গরু,ছাগল হাঁস,মোরগ সহ গৃহপালিত পশু পাখি,এবং অর্থ সম্পদ নিয়ে অবস্থান করি, কেউ ধৈর্য্য হারা হবেন না,
মনে রাখতে হবে আল্লাহ আমাদের কিছু কিছু বিপদ দিয়ে পরীক্ষা করেন, এই মোখা ও হতে পারে আল্লাহর একটি পরীক্ষা,আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর উপর ভরসা রাখবো,নামাজ পড়বো,আল্লাহ কে বেশি বেশি ডাকবো,আল্লাহ আমাদের নিরাশ করবেন না,
আল্লাহ আমাদেরকে এই মোখা
সহ সকল বিপদ থেকে রক্ষা করবেন,
ইনশাআল্লাহ,
হে আল্লাহ তুমি আমাদের সকলকে মোখাসহ সকল বিপদ থেকে রক্