22/03/2023
বিজ্ঞপ্তি:
এবার শুরু হলো নতুন কেলেঙ্কারি। কেউ জেনেশুনে আপনার অ্যাকাউন্টে বা Google Pay-এ টাকা পাঠিয়ে আপনাকে কল করে বলবে যে টাকাটি ভুলবশত আপনার অ্যাকাউন্টে চলে গেছে এবং আপনি যেনো তাদের নম্বরে টাকা ফেরত পাঠান। টাকা ফেরত পাঠালে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। সুতরাং, যদি কেউ আপনার অ্যাকাউন্টে ভুলভাবে টাকা পাঠিয়ে থাকে, তাহলে তাকে আইডি প্রুফ সহ নিকটস্থ থানায় আসতে এবং নগদ টাকা নিতে বলুন। দয়া করে মনে রাখবেন যে এই কেলেঙ্কারীটি সবেমাত্র শুরু হয়েছে তাই সতর্ক থাকুন। ধন্যবাদ
*কলকাতা পুলিশ 👮♀️*