the_inner_eyes

  • Home
  • the_inner_eyes

the_inner_eyes মনের চোখ���

16/03/2022
বহুদিন পর রঙ্গন আর লাবণ্য দুজনে মিলে দেখা করল। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে রয়েছে, যেন বহুযুগ পরে অনেক বাঁধা-বিপত্তি পে...
16/03/2022

বহুদিন পর রঙ্গন আর লাবণ্য দুজনে মিলে দেখা করল। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে রয়েছে, যেন বহুযুগ পরে অনেক বাঁধা-বিপত্তি পেরিয়ে এসে তাদের মিলন ঘটেছে। হঠাৎ লাবণ্য বলে উঠল -

লাবণ্য: আচ্ছা সব প্রেমিকদেরই তো প্রেমিকাকে ছুঁতে ইচ্ছে করে। তোমার কোনোদিন করেনি আমায় ছুঁতে ইচ্ছা?
রঙ্গন: হঁ‍্যা, ইচ্ছে করে তো। করবে না কেন!
লাবণ্য: কোথায়, কোনোদিন তো আমায় বলনি তুমি যে তোমায় ছুঁয়ে দেখতে ইচ্ছে করে একদিন।
রঙ্গন: কেন, তোমার শরীর না ছুঁয়ে কি তোমায় স্পর্শ করা যায় না!
লাবণ্য: ( মুচকি হেসে ) কীভাবে?
রঙ্গন: তোমার রূপের সৌন্দর্য্য প্রতি নিয়ত আমি আমার রং-তুলির মাধ্যমে তোমার ছবি এঁকে স্পর্শ করি তোমায়।
লাবণ্য: ( মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে রঙ্গনের দিকে ) এরকম উত্তর কেউ কোনোদিন বলেনি আমায়। সারাজীবন মনে থাকব তোমার কথাটা আমার।
রঙ্গন: যতদিন না তোমায় আমি সম্পূর্ণভাবে স্বীকৃতি দিতে পাচ্ছি, ততদিন না হয় রং-তুলির দ্বারাই তোমায় স্পর্শ করে যাবো।।
😌♥️🌼

কলমে: অর্পিতা 💞

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when the_inner_eyes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share