ছায়াতাল। পশ্চিম সিকিমের জনপ্রিয়তম বেড়ানোর ঠিকানা। পেলিং থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরে। অথচ পেলিং এর ভীড় আর হৈচৈ থেকে শত যোজন দূরে। যেখানে আছে কেবল সবুজ প্রকৃতি আর তার মাঝে ছোট্ট পোখারি, রঙিন মাছ। আর আছেন মস্ত এক মানুষ, মহাত্মা তেয়াংসী সিরিজুঙ্গার মস্তো বড়ো মূর্তি আর মস্তিতে ভরপুর কচিকাঁচার দল। বাকি কথা না লিখে লেন্সে ভরে এনেছি, ভালো লাগা ভাগ করে নেব বলে।
কালুক, সুন্দরী সিকিমের বুকে এক টুকরো পান্না সবুজ বসতি।
পাহাড়ের হাওয়ায় একটা হাতছানি আছে। ভালোবাসার হাতছানি। একটা মিষ্টি গন্ধ আছে। ভালো লাগার গন্ধ। অনেক দিন পাহাড়ে না গেলে ভোর রাতে সেই হাওয়া নেমে আসে আমার মফস্বলের উঠোনে। তারপর তার মিষ্টি গন্ধ নাকে সুড়সুড়ি দিয়ে ঘুমকাতুরে আমাকে টেনে তোলে। জানলায় মুখ রাখতেই সে বলে,” কতো দিন দেখা হয় নি বলো তো?” আমিও সঙ্গে সঙ্গে কথা দিই,” যাচ্ছি”। তারপর চটপট তল্পিতল্পা গুটিয়ে ফেলি। পাহাড়। আর পাহাড়ী হাওয়া? তার সাথে তো পথেই দেখা হয়ে যায়। উপচে পড়া খুশিতে সে ছুঁয়ে দেয় আমার বাড়িয়ে দেওয়া হাত।
Hot water at Manikaran, Himachal Pradesh PCA Diary
Shivalik Deluxe Express from Kalka to Shimla
খুব ইচ্ছে করছে টাইম মেশিনে চেপে এক বছর আগে ফিরে যেতে।
#pcadiary PCA Diary #reels #summer2024 #reelsviralfb #viral #river #riverside #doonvalley
রাত পোহালেই নববর্ষ। সংক্রান্তির এই রাতটা কেমন যেন স্মৃতিমেদুর করে তোলে। পিছন দিকে হাঁটতে ইচ্ছে করে খুব। হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় কতো দূর! কলেজবেলা। স্কুলবেলা। ছেলেবেলা। এক একটা স্টেশন যেন। ছবির মতো পেড়িয়ে যায়। মায়ের হাতের মার। আচার চুরি। ভাইয়ের সঙ্গে খুনসুটি। লুকিয়ে খাওয়া আইসক্রীম। স্কুলের গেট টপকে কেনা সোনপাপড়ি। নববর্ষের রাণী রঙের প্যান্ট। ঝকঝকে সব ছবি। কোথাও গাছ থেকে দোল খাচ্ছে ছোটকা, দাদু চেনাচ্ছেন অর্কিড। তো কোথাও ম্যাজিক দেখাচ্ছেন ছোট পিসেমশাই। এই ভাবে যেতে যেতে এসে যায় জন্ম মুহূর্ত। যেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মেয়েকে পৃথিবীর আলো দেখিয়ে অবসন্ন মায়ের ম্লান মুখ এক চিলতে হাসিতে ধরিয়ে দেয় পৃথিবীর প্রথম পাসপোর্ট। আর ওটির বাইরে দাঁড়িয়ে থাকা বাবার কানে পৌঁছে যায় আজীবনের আব্দার। তারপর? তারপর একরাশ অন্ধকার। সেই অন্
এক একজন মানুষ থাকে, যাদের জন্যই ঝোলা আর ভোলার গল্প। তাদের ঝোলায় থাকে না কোনো রং মিলান্তি গোছগাছ। একটা ফাটা জিন্স, একটা রঙচটা জ্যাকেট দুচারটে উল্টোপাল্টা টি শার্ট ব্যস। তাদের পকেটও হালকা রাখাই দস্তুর। শয়নং হট্ট মন্দিরে না হলেও ভোজনং যত্রতত্র তো করাই যায়। আর গন্তব্য যদি হয় শিব ঠাকুরের আপন দেশে তাহলে তো ধান ভানতে শিবের গীত হবেই। পার্বতী নদীর তীরে মণিকরণ।
Shimla Mall #shimla #shimlamallroad #viral
Chalal trek Trail/ Kasol Himachal Pradesh #reelitfeelit #reelsfb #reels #viral #kasolscenicvalley #kasol #pcadiary
Mairung Gaon, Beautiful place near Kalimpong, North Bengal offbeat destination