BDN বাংলা NEWS.

BDN বাংলা NEWS. Official

মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান।মুসলিম তার নয়ণ-মণি, হিন্দু তাহার প্রাণ। কবির লেখায় ধরা পড়া এই কথা যেন সর্বদাই...
29/05/2023

মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান।
মুসলিম তার নয়ণ-মণি, হিন্দু তাহার প্রাণ।
কবির লেখায় ধরা পড়া এই কথা যেন সর্বদাই বিরাজমান। আজ কাটোয়া ১ নম্বর ব্লক সুদপুর অঞ্চলের গোপখাঁজী গ্রামের বাসিন্দা জয়া হাজরা মাত্র বছর ১৭ এর মেয়েটির হঠাৎ রক্তের প্রয়োজন হয় ঠিক তখন রক্তের জন্য তার পাশে দাঁড়ায় কাটোয়া ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সদস্য মোমিন সেখ। কাটোয়া হাসপাতালে গিয়ে রক্তদান করেন এবং তিনি বলেন কাটোয়া এক নম্বর ব্লক ছাত্র- যুব মাননীয় কাটোয়া বিধানসভর বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়। এর আদর্শে অনুপ্রাণিত তারা সব সময় সবার সাথে সবার পাশে থাকে এবং তাই আমি আজ স্বইচ্ছায় রক্ত দান করেছি এবং আমি গর্ববোধ করি।
BDN বাংলা নিউজ। DATE-29/05/2023 খবর সংগ্রহ- নিজস্ব সংবাদদাতা।

29/11/2022

বড়শুল ১ নং গ্রাম পঞ্চায়েতের I/VIII সংসদের ষান্মাসিক গ্রাম সংসদ সভা অনুষ্ঠিত হয় মসজিদ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে।। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি মিলন রায় ও সদস্য সেখ মহম্মদ মহসীন সহ আশা কর্মী ও সুপার ভাইজার গন।

15/08/2022

বড়শুল ইয়ং মেনস্ অ্যাসোসিয়েশন এর ৭৫ স্বাধীনতা বর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বড়শুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে বর্ধমান দু'নম্বর বিডিও অফিস সংলগ্ন ডক্টর বিধান চন্দ্র রায় আবক্ষ মূর্তি পর্যন্ত।
বড়শুল, পূর্ব বর্ধমান

05/06/2022

পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য দাদার নির্দেশে রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারী রৌণক মন্ডল কে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ সাইবার সেল এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল
উপস্থিত ছিলেন রাজ্য কনভেনর আদিত্য কর্মকার ও পূর্ব বর্ধমান জেলা সাইবার সেল কনভেনর সৌরভ পাল , অ্যাডমিন সেক্রেটারি অস্মিতা সিনহা, রামিজ, ও তাজ মণ্ডল, সাইনা খাতুন,সেখ সুরাব প্রত্যেকটি সদস্য সদস্যাবৃন্দ।
পূর্ব বর্ধমান নিজস্ব সংবাদদাতা (সৌরভ সরকার) কাটোয়া।

03/06/2022

পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য দাদার নির্দেশে রাজ্যের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ভাই রৌণক মন্ডল কে PURBA BARDHAMAN TMCP CYBER CELL এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল

02/06/2022

তৃণমূল ছাত্র পরিষদ সাইবার সেল নিজেদের প্রচার মাধ্যমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইউটিউব সাইট লঞ্চ করেছে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ সাইবার সেল। সাইবার সেলের পূর্ব বর্ধমান জেলার কনভেনার সৌরভ পাল সকলকে তাদের পাশে থাকার জন্য অনুরোধ জানান ।।
নিজস্ব সংবাদদাতা (সৌরভ সরকার কাটোয়া)
০২/০৬/২০২২. পূর্ব বর্ধমান।

16/05/2022

দীঘায় আজ উত্তাল ঢেউ

পরীক্ষায় দ্রুত লেখা শেষ করার ৫টি টিপস! ✍️1️⃣ প্রথম ৫ মিনিট প্রশ্ন পড়া:পরীক্ষার প্রথম পাঁচ মিনিট- খুব গুরুত্বপূর্ণ একটি...
06/03/2022

পরীক্ষায় দ্রুত লেখা শেষ করার ৫টি টিপস! ✍️

1️⃣ প্রথম ৫ মিনিট প্রশ্ন পড়া:

পরীক্ষার প্রথম পাঁচ মিনিট- খুব গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়টি হাতে রাখতে হবে শুধু প্রশ্ন পড়ার জন্য। এরকম বহুবার ঘটেছে যে হয়তো প্রশ্নে ছোট করে লেখা আছে “পাঁচটি থেকে যেকোন তিনটি উত্তর করতে হবে” কিন্তু সেটি খেয়াল না করায় পাঁচটিই উত্তর করে অনেক সময় এবং শ্রম স্রেফ অপচয় হয়েছে! তাই প্রশ্ন পড়ার ক্ষেত্রে কোন অবহেলা নয়। এই সময়ে তোমাকে তিনটি কাজ করতে হবে-

* কয়টি প্রশ্নের মধ্যে কতোগুলোর উত্তর করতে হবে সেটি মনোযোগ দিয়ে দেখা।
* কোন প্রশ্নগুলোর উত্তর করা তোমার জন্য সহজ, কোনগুলো কঠিন সেটি মনে মনে যাচাই করে নেওয়া।
* প্রশ্নগুলো খুঁটিয়ে খুঁটিয়ে এমনভাবে পড়া, যেন একই প্রশ্ন দ্বিতীয়বার পড়া না লাগে।
(এখন বেশিরভাগ পরীক্ষাতেই প্রশ্নে দাগ দেওয়া নিষিদ্ধ। কিন্তু যদি এই বিধিনিষেধ না থাকে- প্রশ্নের মূল বিষয়গুলো পেনসিল দিয়ে দাগিয়ে নিলে অনেক উপকার হবে।)

2️⃣ সময় ভাগ করা:

প্রশ্ন পড়া শেষ, মানসিক একটা প্রস্তুতি নিয়ে ফেলেছ কীভাবে কী লিখবে সে ব্যাপারে। এবার সময় ভাগ করে নাও। মনে করো সাতটি সৃজনশীল প্রশ্নের জন্য বরাদ্দ আড়াই ঘণ্টা বা ১৫০ মিনিট। তাহলে প্রত্যেক প্রশ্নের জন্য ২০ মিনিট করে ১৪০ মিনিট। বাকি ১০ মিনিট থাকবে শুরুতে ৫ মিনিট প্রশ্ন পড়তে আর শেষ ৫ মিনিট রিভিশন দিতে।

তোমার সুবিধামতো অন্যভাবেও ভাগ করতে পারো সময়। যে প্রশ্নটিতে অনেক কিছু লেখার আছে সেটি পাঁচ মিনিট বেশি সময় নিয়ে লিখলে, যেটির উত্তরে তোমার তেমন কিছু জানা নেই তার পেছনে বেশি সময় খরচ করার মানে হয় না।

সময় শুধু ভাগ করলেই চলবে না, সেটিকে ঠিকভাবে মেনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর করতে হবে! সাধারণত কী হয়- আমরা প্রথম প্রশ্নের উত্তর অনেক যত্ন করে অনেক সময় নিয়ে লিখি এবং শেষে এসে সময় থাকে না তখন খাতার উপর রীতিমতো ঝড় চলতে থাকে! খাতার প্রথম পৃষ্ঠা আর শেষ পৃষ্ঠা পাশাপাশি দেখতে গেলে এটি যে একই মানুষের লেখা সেটি বুঝতে কষ্ট হয়!

3️⃣ জানা প্রশ্নগুলোর উত্তর আগে লেখা:

যে প্রশ্নটি আমরা ভাল পারি (সোজা কথায় বলতে গেলে ‘কমন’ পড়েছে যে প্রশ্নটি!) সেটির উত্তর করতে কম সময় লাগে। তাই সহজ প্রশ্নগুলোর উত্তর শুরুতেই করে ফেলো। এতে তোমার আত্মবিশ্বাস যেমন বেড়ে যাবে, যিনি তোমার খাতা দেখবেন তার মনেও তোমার সম্পর্কে একটি ভাল ধারণা তৈরি হবে। সহজ প্রশ্নগুলো দ্রুত শেষ করে ফেললে শেষে কিছু অতিরিক্ত সময় পাওয়া যাবে যা কঠিন প্রশ্নগুলো ভেবে চিন্তে লেখার কাজে ব্যবহার করা যাবে।

4️⃣ হাতের লেখা অনুশীলন:

পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় সবাই বই পড়ি প্রচুর, প্রস্তুতি নিতে পড়ার বিকল্প নেই। কিন্তু লিখে অনুশীলন করি কয়জন? না লেখার ফলে যে সমস্যাটি হয়- পরীক্ষার হলে লেখা গতি বেশ কম থাকে অভ্যাসের অভাবে, হাত ব্যথা হয়ে যায়। অনেকের লেখার লাইন আবার রেল লাইনের মতো বেঁকে যেতে থাকে। বিচ্ছিরি অবস্থা!

পরীক্ষায় সময় স্বল্পতার কারণে তাড়াহুড়ো করতে গিয়ে এগুলো মনের উপর আরও বেশি চাপ তৈরি করে। দেখা যায় উত্তর খুব ভালোভাবে জানা কিন্তু ঠিকমতো লেখা হয়ে উঠে না! তাই আমরা যখন পরীক্ষার প্রস্তুতি নিবো, তখন পড়ার পাশাপাশি একটু কষ্ট করে সময় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখেও অনুশীলন করবো। তাহলে হাতের লেখা যেমন ঝরঝরে, সুন্দর আর দ্রুত হবে, তেমনি পয়েন্টগুলোও আরো ভালোভাবে মনে গেঁথে যাবে।

5️⃣ উদ্বিগ্ন না হওয়া:

শেষকথা- এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা- পরীক্ষার হলে কোনভাবেই উদ্বিগ্ন হওয়া যাবে না। দুশ্চিন্তা করলে তো হেরে গেলে! দেখা যায় একটা প্রশ্নের উত্তর ঠিকমতো মেলাতে না পারলে মাথা গরম হয়ে যায়, তখন বাকি প্রশ্নগুলোর উত্তরও খারাপ হতে থাকে!
একটু যদি ঠাণ্ডা মাথায় চিন্তা করো- একটা প্রশ্নের উত্তর নিয়ে দুশ্চিন্তা করে তোমার যে সময়টা নষ্ট হচ্ছে সে সময়ে তুমি আরেকটা প্রশ্নের পাঁচটা লাইন বেশি লিখতে পারতে, পাঁচটা মার্কস বেশি পেতে! তাই, সবসময়- Keep Calm & Stay Cool!
অনেকে আবার একটি কাজ করো- পরীক্ষা দিয়ে এসে কয়টি নৈর্ব্যক্তিক মিলেছে, কয়টি প্রশ্ন সঠিক হয়েছে সেগুলো মেলাতে হুমড়ি খেয়ে পড়ো। অথচ এই সময়টিতে পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার কথা ছিলো, তুমি আগের পরীক্ষা নিয়ে ভেবে সময় নষ্ট করছো। এরচেয়েও দুশ্চিন্তার ব্যাপারটি হলো তোমার নৈর্ব্যক্তিক ইত্যাদি মেলাতে গিয়ে যদি দেখো অনেক ভুল হয়েছে- তখন তোমার মনটা খারাপ হয়ে যাবে, আত্মবিশ্বাস কমে যাবে। পরীক্ষার মৌসুমে আত্মবিশ্বাস হারিয়ে ফেলার চেয়ে ভয়াবহ আর কিছু হয় না!
তাই সবসময়- Focus on “WHAT’S NEXT?”

যা হয়ে গেছে তা যেতে দাও। সব দিন সমান যায় না। কিছু ভাল যাবে, কিছু খারাপ হবে এটাই স্বাভাবিক। নতুন দিন, নতুন পরীক্ষা, নতুন চ্যালেঞ্জ!

17/02/2022
শক্তিগড় উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরপরিচালনায় শক্তিগড় যুবগোষ্ঠীর শক্তিগড় উৎসব - ২০২২শক্তিগড় :: পূর্ব বর্ধম...
15/02/2022

শক্তিগড় উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির
পরিচালনায় শক্তিগড় যুবগোষ্ঠীর শক্তিগড় উৎসব - ২০২২
শক্তিগড় :: পূর্ব বর্ধমান

13/02/2022

আজ শক্তিগড় যুব গোষ্ঠীর পরিচালনায়
শক্তিগড় উৎসব -2022 এ
আমাদের NGO ড: আব্দুল কালাম ট্রাস্ট ফর এডুকেশন এন্ড চ্যারিটি স্টলের শুভ উদ্বোধন করলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী নিশীথ কুমার মালিক মহাশয়, জামালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী অলোক কুমার মাঝি মহাশয়, জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ সম্মানীয় মেহেবুব মন্ডল, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সম্মানীয় সৌভিক পান, বিশিষ্ট সমাজসেবী মহম্মদ মহসীন সহ অন্যান্য অতিথি বৃন্দ।।

13/02/2022

শক্তিগড় উৎসব ২০২২
শুভ উদ্বোধন

09/02/2022

মিলন উৎসব ২০২২,
আটগড়,হাটগোবিন্দপুর, পূর্ব বর্ধমান

04/02/2022
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তালিকা
04/02/2022

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তালিকা

শেষ লোকাল ট্রেনের সময়সূচি           👇👇👇👇
03/01/2022

শেষ লোকাল ট্রেনের সময়সূচি
👇👇👇👇

18/12/2021

ড: আব্দুল কালাম ট্রাস্ট ফর এডুকেশন এন্ড চ্যারিটি (N.G.O) এর উদ্যোগে এবং শরণ্যা হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যেস্বাস্থ্যপরীক্ষা_শিবির
শক্তিগড়ের মসজিদপাড়া বাজার সংলগ্ন এলাকায়

17/12/2021

১৮ই ডিসেম্বর, শনিবার
বেলা ১০ ঘটিকায়
#শক্তিগড়
#মসজিদপাড়া_বাজার, হাটতলা
সবারে করি আহ্বান

07/11/2021

শুভ বিজয়া ও দীপাবলি উপলক্ষে সঙ্গীত সন্ধ্যা।
বড়শুল হাটতলা, পূর্ব বর্ধমান

04/11/2021

কালীপুজোর রাতে দুঃসাহসিক ডাকাতি বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান দু'নম্বর ব্লকের হাট গোবিন্দপুর এলাকায় ।

14/10/2021

আলমগঞ্জ বারোয়ারী এবছরের দূর্গাপূজা থিম "আঁধারে আলো"

Address

Saktigarh GT Road
Burdwan
0342

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+918972799710

Alerts

Be the first to know and let us send you an email when BDN বাংলা NEWS. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share