বড়শুল ইয়ং মেনস্ অ্যাসোসিয়েশন এর ৭৫ স্বাধীনতা বর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বড়শুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে বর্ধমান দু'নম্বর বিডিও অফিস সংলগ্ন ডক্টর বিধান চন্দ্র রায় আবক্ষ মূর্তি পর্যন্ত।
বড়শুল, পূর্ব বর্ধমান
পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য দাদার নির্দেশে রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারী রৌণক মন্ডল কে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ সাইবার সেল এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল
উপস্থিত ছিলেন রাজ্য কনভেনর আদিত্য কর্মকার ও পূর্ব বর্ধমান জেলা সাইবার সেল কনভেনর সৌরভ পাল , অ্যাডমিন সেক্রেটারি অস্মিতা সিনহা, রামিজ, ও তাজ মণ্ডল, সাইনা খাতুন,সেখ সুরাব প্রত্যেকটি সদস্য সদস্যাবৃন্দ।
পূর্ব বর্ধমান নিজস্ব সংবাদদাতা (সৌরভ সরকার) কাটোয়া।
পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য দাদার নির্দেশে রাজ্যের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ভাই রৌণক মন্ডল কে PURBA BARDHAMAN TMCP CYBER CELL এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল
তৃণমূল ছাত্র পরিষদ সাইবার সেল নিজেদের প্রচার মাধ্যমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইউটিউব সাইট লঞ্চ করেছে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ সাইবার সেল। সাইবার সেলের পূর্ব বর্ধমান জেলার কনভেনার সৌরভ পাল সকলকে তাদের পাশে থাকার জন্য অনুরোধ জানান ।।
নিজস্ব সংবাদদাতা (সৌরভ সরকার কাটোয়া)
০২/০৬/২০২২. পূর্ব বর্ধমান।
আজ শক্তিগড় যুব গোষ্ঠীর পরিচালনায়
শক্তিগড় উৎসব -2022 এ
আমাদের NGO ড: আব্দুল কালাম ট্রাস্ট ফর এডুকেশন এন্ড চ্যারিটি স্টলের শুভ উদ্বোধন করলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী নিশীথ কুমার মালিক মহাশয়, জামালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী অলোক কুমার মাঝি মহাশয়, জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ সম্মানীয় মেহেবুব মন্ডল, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সম্মানীয় সৌভিক পান, বিশিষ্ট সমাজসেবী মহম্মদ মহসীন সহ অন্যান্য অতিথি বৃন্দ।।
শক্তিগড় উৎসব ২০২২
শুভ উদ্বোধন
মিলন উৎসব ২০২২,
আটগড়,হাটগোবিন্দপুর, পূর্ব বর্ধমান
ড: আব্দুল কালাম ট্রাস্ট ফর এডুকেশন এন্ড চ্যারিটি (N.G.O) এর উদ্যোগে এবং শরণ্যা হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যেস্বাস্থ্যপরীক্ষা_শিবির
শক্তিগড়ের মসজিদপাড়া বাজার সংলগ্ন এলাকায়
কালীপুজোর রাতে দুঃসাহসিক ডাকাতি বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান দু'নম্বর ব্লকের হাট গোবিন্দপুর এলাকায় ।
আলমগঞ্জ বারোয়ারী এবছরের দূর্গাপূজা থিম "আঁধারে আলো"
মেমারী খারো সুলতান পুর মোড় এবছরের দূর্গাপূজা থিম "মানত"
শুভ শারদীয়া ও দীপাবলীর প্রীতি শুভেচ্ছা বার্তা (অর্ণব দত্ত সভাপতি, বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ)