কাব্যতরী- Kabyotori

কাব্যতরী- Kabyotori মনের মধ্যে বিভিন্ন চিন্তা গুলি আঁকিব?

তাপপ্রবাহের থেকে বাঁচতে গাছ লাগান।কলমে- তন্ময় কুমার মহারথী (পরিবেশবিদ)পোস্টার- কাজলতারিখ ২৫-এ এপ্রিল, ২০২২, দুপুর তখন ১...
27/04/2022

তাপপ্রবাহের থেকে বাঁচতে গাছ লাগান।
কলমে- তন্ময় কুমার মহারথী (পরিবেশবিদ)
পোস্টার- কাজল
তারিখ ২৫-এ এপ্রিল, ২০২২, দুপুর তখন ১.৩০, সবে অফিস যাবো বলে স্কুটি বের করেছি, তখনো ভাবিনি যে সামনে কি রয়েছে। বেশ তবে, বেরিয়ে পড়লাম, রাস্তায় খনিকের মধেই বুঝলাম হয়ত সেই Doraemon-এর Anywhere Door ছিল এবং ভুল বসতই এপার ত্থেকে কোনো না জানা মরুপ্রান্তে এসে পরেছি।
এইবার বলা যায় কি দরকার আগের কথা গুলর, রোসো বন্ধু রোসো, সব কিছুর কি সারমর্ম আছে, থাকতেই হবে! সারমর্ম এই যে বিগত কয়েকদিনে যেরকম গরম পরেছে তাতে যেকোনো মরুভুমির সাথে তুলনা করতেই পারি। তবে মদ্দা কথায় আসি।

তাপ-প্রবাহ, খুবি পরিচিত শব্দ,এবং আসা করাই যায় একদিনে এনার সঙ্গে ভাল পরিচয়টাও হয়ে গিয়েছে। সে নাহয় হল পরিচয় কিন্তু চলুন এই অত্যন্ত ভয়ানক প্রাকৃতিক দুর্যোগকে একটু গভীর ভাবে জেনেনি।
তাপ-প্রবাহ বা ইংরেজি তে যাকে বলে Heat wave,আসলে হল একরকমের প্রাকৃতিক পরিস্তিতি যেখানে একটি অঞ্চল বা অঞ্চল সমূহের সাধারন গড় তাপমাত্রা পরপর দুদিন সাধারন থেকে 40°C এর বেশি নথিভুক্ত হয়, তাহলে বুঝতেই পারছেন পরিস্তিতি কতটা সঙ্কটের। এর সঙ্গে যদি আদ্রতা হাত মেলায় তাহলেত যাকে বলে cherry on the top.সাধারনত মার্চ মাস থেকে জুন পর্যন্ত এই তাপপ্রবাহের চোখ রাঙ্গানি। শুধু বাংলা নয় বহু রাজ্য যেমন উত্তর প্রদেশ, ঝারখান্ড,উড়িষ্যা, মধ্য প্রদেশ ইত্যাদি রাজ্যেও এই চোখ রাঙ্গানি দৃশ্যমান। দেখুন এখন মোবাইলএর যুগ, টুক করে সার্চ করলেই অন্য তথ্য পেয়ে যাবেন, তাই খামোখা আপনার সময় নষ্ট করবোনা, তবে হ্যাঁ কয়েকটা সমাধান অবশ্যই দিতে পারি।
ভারত এবার মার্চ মাসে প্রায় ১২২ বছরের রেকর্ড ভেঙেছে, কোন খেলা কিংবা শিক্ষার রেকর্ড নয় কিন্তু, উষ্ণতমদিন গুলির নিরিখে, তবে বুঝতেই পারছেন কেন Doraemon -এর Anywhere Door কথা বলেছিলাম । তবে কি আমরা প্রগতিশীল হয়ে উঠছি? উত্তরটা বড্ড খটমটও সে নাহয় উত্তরটা তোলা থাকুক। ব্যাপারটা হল, যে গতিতে অপরিকল্পিত ভাবে কংক্রিট-করন তৈরি করে চলছে urban heat centres , তার সঙ্গে গাছপালাকে মনের আনন্দে কেটে দেওয়া হচ্ছে, আর পরিবেশ প্রতিকুল ভাবে ভূমির ব্যবহারকে গুরুত্ত দেওয়া হয় তাতে এরকম আধ কয়েকটা তাপ্প্রবাহে বড়ই সাধরন, এগুলি না সামালাতে পারলে, সময় যত গড়াবে গল্পের বইয়ে পড়া মরুপ্রান্তর হতে বেশি দেরি লাগবেনা।

দেখুন শুধু ভয় দেখানোটা উদ্দেশ্য নয়।
চলুন তবে একটা সহজ উপায়ে বলি, গাছ লাগান প্রান বাঁচান অমুখ পোস্টার আমরা সকলেই দেখেছি, হয়ত বিভিন্ন social mediaতে শেয়ারও করেছি বার কয়েকবার, তবে করেছি কজন? কেনও বলছি জানেন?,আচ্ছা মনে করে বলুনতো গরমের সময় কতজন গাছের তলায় দারিয়ে সূর্য্যি মামাকে গাল দিয়েছেন? মনে হয়নি, বাব্বাহ এই গরমে এই গাছটা যেন স্বয়ং সর্গের আশীর্বাদ। মনের ভিতরে বসে থাকা কল্পনাকে একটু নাড়াচাড়া দিতে পেরেছি মনে হয়।
আরেকটু নাড়াচাড়া করি বরং , ছোটবেলায়ে বিজ্ঞানে পড়েছেন মনে করুন, গাছ এর ছায়া বাইরের তাপমাত্রা থেকে প্রায় ৫-১০ c কম হয়, তাছাড়া গাছের দ্বারা transpiration(শ্বাসপ্রশ্বাস)এর সাহায্যে যে পরিমানে জলীয় বাষ্প তৈরি হয় সেটি আবার বৃষ্টিকে আহ্বান করতে সাহায্য করে। তাহলে ভাবুন আমাদের পরবর্তী প্রজন্মকে কোনটা দিয়ে যাওয়া ভাল? তাপ-প্রবাহ? নাকি গাছের নম্র ছায়া?
দেখুন তাপপ্রবাহ গ্রীষ্ম কালের একটি অবিছিন্ন অংশ, তবে তা ক্রমাগত হতে থাকলে, সেটা যেমন মানব দেহের জন্য ভয়ানক, তেমনি, কৃষি ব্যবস্থা, পানীয় জল,বাচ্চাদের, বৃদ্ধ মানুষ সকলের জন্যই মারাত্মক।
বাকি অংশটা আপনাদের কল্পনার জগতের উপর ছেরে দিলাম, দেখুন ভেবে কি করা যায় আপনারাই বিচার করুন।
নমস্কার, আসি তবে।
🌍 🌱

বাঙালিরাও পারে।প্রথম ভারতীয় অস্কারজয়ীকে। প্রয়াণ দিবসে প্রণাম ও শ্রদ্ধাঞ্জলী।  #কাব্যতরী
23/04/2022

বাঙালিরাও পারে।প্রথম ভারতীয় অস্কারজয়ীকে। প্রয়াণ দিবসে প্রণাম ও শ্রদ্ধাঞ্জলী।
#কাব্যতরী

 #ক্যামেরায়  #তনুশ্রী  #কাব্যতরী
21/04/2022

#ক্যামেরায় #তনুশ্রী
#কাব্যতরী

 #ক্যালিগ্রাফি-  #কাজল  #কাব্যতরী
20/04/2022

#ক্যালিগ্রাফি- #কাজল
#কাব্যতরী

প্রেমাস্পদের প্রেম নিবেদন #ক্যামেরায়-  #কস্তুরী #কাব্যতরী
19/04/2022

প্রেমাস্পদের প্রেম নিবেদন
#ক্যামেরায়- #কস্তুরী
#কাব্যতরী

 #কলমে  -  #কিরীটি   #ক্যালিগ্রাফি-  #কাজল   #কাব্যতরী
16/04/2022

#কলমে - #কিরীটি
#ক্যালিগ্রাফি- #কাজল
#কাব্যতরী

15/04/2022

*পহেলা বৈশাখ*


আমি এখন বাংলা থেকে অনেক দূরে আছি। তো প্রায় ১৮০০ কিমি তো বটেই! আমার ভাব আদান-প্রদান করার মাধ্যম এখানে হিন্দি কিংবা ইংরেজি। তবুও বাংলা বলা বা বাংলা শোনার জন্য মনটা কেমন যেন ছটফট করে! আমি কোনো ভাষা বা কোনো প্রদেশের সাথে যে বৈরিতার মনোভাব রাখি তা না, কিন্তু বাঙালি তো আমি! তাই এই দূর দেশে এসে বাংলার জন্য মন ছটফট করে। সব ভাষা, সব সংস্কৃতিকে আপনার করে নিতে বাঙালিদের জুড়ি মেলা ভার! তাছাড়া ভাষার জন্য লড়াই করা তো বাঙালিরাই দেখিয়েছে বিশ্বকে। মনে নেই, সেই বাহান্নর ভাষা আন্দোলন? মনে নেই; আবুল বরকত, সফিউর রহমান-দের? মনে নেই হায়নার দলের বিরুদ্ধে বাঙালির মুক্তির সংগ্রাম? ভাষা সংগ্রাম? হোস্টেলে একা একা থাকি‌। প্রয়োজনে ডিপার্টমেন্টে যেতে হয়। মাঝে মাঝে খুব একা লাগে। প্রতিদিনকার রুটিনটা যেন এক‌ই! খাবার খেতে যাবার সময় হলেই ফিজিক্সের পোস্ট ডক ফেলো অনুপম দা যখন ফোন করে বলে, "শঙ্খ খেতে যাবিনা?" কিংবা অবসন্ন বিকেলে যখন বলে ''চল আয়, চা খেয়ে আসি!"....খুব ভালো লাগে। হোস্টেলের ঘরে যখন একা থাকি আপন সুরে গেয়ে উঠি, "ভালোবেসে সখী'' কিংবা "আমারো পরাণ যাহা চায়"....। চোখ বুজলে দেখতে পাই ধানের জমি আর মেঠো পথে হেঁটে চলা উদাস বাউল। কানে বাজে মায়ের উলুধ্বনি আর বারোমাসিক ব্রতকথা। নাকের ডগায় ঠিক অনুভব করি ঠাকুর ঘরের ধুপ আর ধুনো। হাত উসখুস করে বাংলা লিখতে। মুখ নিসপিস করে বাংলা বলতে। বাঙালির ঘরে বারবার পহেলা বৈশাখ আসুক, সাথে আসুক প্রাচুর্য আর প্রচুর প্রচুর সৌহার্দ্য। শুভ পহেলা বৈশাখ।

কলমে - #শঙ্খ_নারায়ণ_চট্টোপাধ্যায়
#শুভ_নববর্ষের_প্রীতি_শুভেচ্ছা_ও_অভিনন্দন_সবাইকে।
#কাব্যতরী

আমরা আসছি আবার ফিরে কাল থেকেই। #ক্যালিগ্রাফি-  #কাজল  #কাব্যতরী
14/04/2022

আমরা আসছি আবার ফিরে কাল থেকেই।
#ক্যালিগ্রাফি- #কাজল
#কাব্যতরী

কোকিলকন্ঠী সুর-সম্রাজ্ঞী লতাজির প্রয়াণ উপলক্ষ্যে আমাদের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন।🙏 #কলমে  #কিরীটি  #ক্যাল...
06/02/2022

কোকিলকন্ঠী সুর-সম্রাজ্ঞী লতাজির প্রয়াণ উপলক্ষ্যে আমাদের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন।🙏
#কলমে #কিরীটি
#ক্যালিগ্রাফি #কাজল
#কাব্যতরী

"আমরা ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র হিসাবে গড়ে তুলতে  সত্যন...
26/01/2022

"আমরা ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র হিসাবে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ করছি এবং তার নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার, চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা, মর্যাদা ও সুযোগ সুবিধার সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্য যাতে সৌভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য আমাদের গণপরিষদে ১৯৪৯ সালের ২৬ নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।"
আমাদের পরিবারের পক্ষ থেকে সকল দেশবাসীকে জানাই ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের তেরঙ্গা শুভেচ্ছা!🧡🤍💚🇮🇳🇮🇳🙏
#চিত্রাঙ্কনে - #বিবেক
#প্রজাতন্ত্র_দিবস
#কাব্যতরী

মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন উপলক্ষ্যে আমাদের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন।🌼🌸🙏 #ক্যালিগ্রাফি -  #কাজল  #কাব্য...
25/01/2022

মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন উপলক্ষ্যে আমাদের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন।🌼🌸🙏
#ক্যালিগ্রাফি - #কাজল
#কাব্যতরী

গুরুদেব বলেছিলেন_"তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ করো!"মৃত্যু তো মানুষের হয়; ভগবানের নয়! তাই, হে নেতাজি! আমরা তোমার ...
23/01/2022

গুরুদেব বলেছিলেন_"তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ করো!"
মৃত্যু তো মানুষের হয়; ভগবানের নয়! তাই, হে নেতাজি! আমরা তোমার জন্মদিন পালন করি, মৃত্যুদিন নয়!
নেতাজির ১২৫তম জন্মদিনে আমাদের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।🌸🍂🏵️🌼
#কলমে - #ইন্দ্রনীল
#ক্যালিগ্রাফি - #কাজল
#কাব্যতরী

প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি।🙏🌸🌼 #অঙ্কনে -  #কাজল  #কাব্যতরী
19/01/2022

প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি।🙏🌸🌼
#অঙ্কনে - #কাজল
#কাব্যতরী

আমাদের বর্ণময় ছেলেবেলার প্রবাদপ্রতিম স্রষ্টা  #নারায়ণ_দেবনাথ আজ তারাদের দেশে যাত্রা করলেন।🙏✨ যেখানেই থাকুন, ভালো থাকুন...
18/01/2022

আমাদের বর্ণময় ছেলেবেলার প্রবাদপ্রতিম স্রষ্টা #নারায়ণ_দেবনাথ আজ তারাদের দেশে যাত্রা করলেন।🙏✨ যেখানেই থাকুন, ভালো থাকুন।🌼🍁
#কলমে - #কিরীটি
#ক্যালিগ্রাফি - #কাজল
#কাব্যতরী

"আমি বারবার ব‍্যর্থ হয়েছি, কি হয়েছে তাতে? আমি আবার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমি জয়ী হবোই হব!"  এই "বীরভোগ্য বসুন্ধরা স্বা...
12/01/2022

"আমি বারবার ব‍্যর্থ হয়েছি, কি হয়েছে তাতে? আমি আবার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমি জয়ী হবোই হব!"
এই "বীরভোগ্য বসুন্ধরা স্বামী বিবেকানন্দের বাণী যখন পড়ি; তখন আমার দেহের ভিতর দিয়ে কে যেন বৈদ্যুতিক শক্তি চালিয়ে দিচ্ছে!" তোমায় প্রণাম, হে 'নরেন্দ্র' নরশ্রেষ্ঠ! ভারতঅন্ত প্রাণ।
স্বামীজী ছিলেন তারুণ্যের প্রতীক, চিরতরুণ।
আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে যুব দিবসের শুভেচ্ছা জানাই।🌸 সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন।🌼🍁
চিত্রাঙ্কনে - #বিবেক

 #ক্যালিগ্রাফি-  #কাজল  #কাব্যতরী
01/01/2022

#ক্যালিগ্রাফি- #কাজল
#কাব্যতরী

01/01/2022

আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে নতুন বছর অর্থাৎ ২০২২ সালের শুভেচ্ছা আর ভালোবাসা জানাই।🌸🌼 সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন।

#২২-এর সূচনা
----------------------
'২২, তুমি ২১-কে সরিয়ে জায়গা নিচ্ছ ঠিকই,
কিন্তু তোমার সেই মর্যাদাদন্ড ধরে রেখো সত্যিই!
তোমার আশায় বিশ্ববাসীর ফুটছে মুখে হাসি;
কিন্তু সত্যিই ধরবে তো এই আস্থার রাশি?
মানুষ বড়ই সুখ-কাঙালী,
তাইতো সুখের অভাবে
তাদের হাতটা যেন সত্যিই খালি!
মানুষের একটা সুখের কাহিনী,
সেটাই হয়ে ওঠে একগুচ্ছ স্মৃতি কাহিনী!
পাশাপাশি দুটি বছর;
আমাদের জীবনে বাতাস নয়, শুধুই ঝড়!
যা হল '২০ আর '২১ বর্ষ,
তাতে শুধুই ছিল ভাইরাসের স্পর্শ।
তাই '২২ তুমি নিয়ে এসো
বিষের গহ্বর থেকে অমৃতের শ্বাসও!
নতুন বছর, নতুন সকাল
ধরবে সবাই আলোর ঢাল।
নতুন জীবনের উন্মোচন
'২২ বর্ষের আগমন!


#কলমে - #নম্রতা

31/12/2021

#ভিডিওগ্রাফি - #কাজল
#মনের_কথা
#কাব্যতরী

30/12/2021

বাংলা কবিতা-১০
#শঙ্খ নারায়ণ চট্টোপাধ্যায়

দেখা যাক, দেখা থাক!
অপেক্ষার অপেক্ষা,
কবে শেষ হয়!
বেদনার টব,
ভালোবাসা ফুল,
ঝরে গেলে যাক কুঁড়িতেই!
না হয় শেষ হোক!
এই ভীষণ রকম
ভুলে থাকার রেশ।
তোমার চোখের সম্মোহন,
আমি আবার হারতে রাজি,
মিশে যায়, চলো ঐ দূরের দিগন্তে!
এই শুন‍্যে ভরা শুন‍্যতায়,
মেঘেদের ছুঁয়ে ফেলি;
রোদ হবার অছিলায়।
আমি আবার, আবার
বারবার বাঁচতে চাই,
তোমার কাজল চোখের মায়ায়।
চলো হাত ধরি,
একসাথে হেঁটে যাই,
সময়ের সিঁড়ি বেয়ে।
তোমার শরীর
মায়া মন্দির,
প্রেমের বৃন্দাবন হয়ে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১

 #ক্যামেরায় -  #সুমন
29/12/2021

#ক্যামেরায় - #সুমন

26/12/2021

কন্ঠে- #তমালী
ভিডিও এডিটর- #কস্তুরী

সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা।🎅🎉🎄সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।🌼🌸 দিন শুভ হোক!🍁ক্যাপশন - কিরীটিক্যালিগ্রাফি - কাজল
25/12/2021

সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা।🎅🎉🎄সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।🌼🌸 দিন শুভ হোক!🍁

ক্যাপশন - কিরীটি
ক্যালিগ্রাফি - কাজল

19/12/2021

*বাংলা Psychedelic কবিতা-১০*
© শঙ্খ নারায়ণ চট্টোপাধ্যায়

দেখা যাক, দেখা থাক!
অপেক্ষার অপেক্ষা,
কবে শেষ হয়!
বেদনার টব,
ভালোবাসা ফুল,
ঝরে গেলে যাক কুঁড়িতেই!
না হয় শেষ হোক!
এই ভীষণ রকম
ভুলে থাকার রেশ।
তোমার চোখের সম্মোহন,
আমি আবার হারতে রাজি,
মিশে যায়, চলো ঐ দূরের দিগন্তে!
এই শুন‍্যে ভরা শুন‍্যতায়,
মেঘেদের ছুঁয়ে ফেলি;
রোদ হবার অছিলায়।
আমি আবার, আবার
বারবার বাঁচতে চাই,
তোমার কাজল চোখের মায়ায়।
চলো হাত ধরি,
একসাথে হেঁটে যাই,
সময়ের সিঁড়ি বেয়ে।
তোমার শরীর
মায়া মন্দির,
প্রেমের বৃন্দাবন হয়ে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১

 #ফোটোগ্রাফি- বিকাশ
16/12/2021

#ফোটোগ্রাফি- বিকাশ

14/12/2021

#চিন্তন ও #ভিডিও #এডিটর- #কাজল

হাসির রাজা  #শিবরাম চক্রবর্তীর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি।🌼🌸 #ক্যালিগ্রাফি- কাজল
13/12/2021

হাসির রাজা #শিবরাম চক্রবর্তীর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি।🌼🌸
#ক্যালিগ্রাফি- কাজল

এ ফুল শুধু তোমার।ক্যামেরায়- তনুশ্রী
11/12/2021

এ ফুল শুধু তোমার।
ক্যামেরায়- তনুশ্রী

কলমে- ইন্দ্রনীলক্যালিগ্রাফি- কাজল
10/12/2021

কলমে- ইন্দ্রনীল
ক্যালিগ্রাফি- কাজল

শুভ জন্মদিন  #কাজল
08/12/2021

শুভ জন্মদিন #কাজল

 #ক্যামেরায়- শ্রাবণী
04/12/2021

#ক্যামেরায়- শ্রাবণী

আমাদের এক উজ্জ্বল কবি 'শঙ্খ'-এর জন্য।কলমে - কিরীটিক্যালিগ্রাফি - কাজল
03/12/2021

আমাদের এক উজ্জ্বল কবি 'শঙ্খ'-এর জন্য।
কলমে - কিরীটি
ক্যালিগ্রাফি - কাজল

 #ক্যালিগ্রাফি- কাজল
01/12/2021

#ক্যালিগ্রাফি- কাজল

 #অঙ্কনে- #তনুশ্রী
27/11/2021

#অঙ্কনে- #তনুশ্রী

 #ছোটবেলা #কলমে- #মৌমিতা
25/11/2021

#ছোটবেলা
#কলমে- #মৌমিতা

22/11/2021

*জীবন (২)*


বন্দি হওয়ার আগে - সবাই যখন
খুব খুশি ছিলো, আমি তখন একা!
জানলা দিয়ে পৃথিবীটাকে দেখছিলাম।
সত্যি বলছি, অন্তরে একটুও সুখ ছিল না!
সবার সাথে মিশতে না পেরে
কেঁদে ফেলেছিলাম সেদিন;
দূর থেকে দেখেছিলাম দূরে সরে যেতে! তোমাদের বান্ধববৃত্তের পরিধির সেই নীল সীমানার বাইরে -
গাঢ় লাল গন্ডি ছিলো আমার জন্য;
সেই গন্ডির বাইরে সব ছিলো
সাদা-কালো, বেরঙ্গীন:
সব রং মিশেছিলো কেন্দ্রে, তবু আমি ছাড়া
বৃথা ছিল তোমার রঙিন সাজ!
বৃথা সব কলরব শান্ত হয়ে আসে; অজানা শহরটাকে বড্ড ভালোবাসে দলছুটের দল!
তবু একদিন ছুঁড়ে ফেলে দিয়ে
বিশ্রী হাসি হাসবে সবাই।
তাদের দেখে, জীবনের গান বাঁধে
সমাজচ্যুত ফকির;
গান গায় আধুনিক লালনের ভক্তবৃন্দ,
বাস্তবের লালনকে বুকে তুলে নেয় না কেউ!

কলমে - অমল

17/11/2021

*ইতি মনোহারী*

আমার সুখ, আমার দুঃখ
তুলি হয়ে ওঠে; রং-বেরঙের
টান তোলে সে হৃদয়ের ক্যানভাসে!
কাজল হরিণী সে আঁখিদ্বয়, মায়াবী মুখখানি!
ঢেউখেলানো ঘন কালো কেশরাশি -
যেন মনে হয় তুমিই আশেপাশে!
অন্তঃস্থ হয়েছে যে রূপ তোমার,
মোর মনের গহীনে;
জাগ্রত হয়ে ওঠে তা প্রেম রূপে
আমার সারা দেহে।
আজি ওগো বিষণ্ণ আসমান, দূষিত প্রবঞ্জন, মলিন সেথা সবুজ শ্যামল বনভূমি;
আমার হৃদয় সজীবতা খোঁজে
তোমার অনুরাগের মোহে।

কলমে - ইন্দ্রনীল

"আবু আ রাজ ইতে জানা, মহারানি রাজ টুন্ড জানা।" (ব্রিটিশ রাজ নিপাত যাক) - বিরসা মুন্ডার  হুমকিসূচক স্লোগান ব্রিটিশরাজকে!(ধ...
15/11/2021

"আবু আ রাজ ইতে জানা, মহারানি রাজ টুন্ড জানা।" (ব্রিটিশ রাজ নিপাত যাক) - বিরসা মুন্ডার হুমকিসূচক স্লোগান ব্রিটিশরাজকে!
(ধরতি আবা বা পৃথিবীর পিতার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি)
#উলগুলান

বিরসা মুন্ডা, একজন ভারতীয় উপজাতীয় স্বাধীনতা সংগ্রামী, ধর্মীয় নেতা এবং লোক নায়ক যিনি মুন্ডা উপজাতির অন্তর্গত ছিলেন। তিনি ১৮৭৫ সালের আজকের দিনে অর্থাৎ ১৫ নভেম্বর বেঙ্গল প্রেসিডেন্সির লোহারদাগা জেলার উলিহাতু গ্রামে (এখন, ঝাড়খণ্ডের খুন্তি জেলায়) জন্মগ্রহণ করেন। বিরসার ছোটবেলা তাঁর বাবা-মায়ের সাথে চালকদে কেটেছে। তাঁর জীবনযাত্রা সাধারণ মুন্ডা শিশুর থেকে খুব একটা আলাদা ছিল না। দারিদ্র্যতার কারণেই, তাঁর বাবা-মা ও ছোট ভাই, পাসনা মুন্ডার সাথে বীরবাঙ্কির কাছে কুরুম্বদাতে কাজের খোঁজে শ্রমিক বা ফসলের ভাগীদার হিসাবে চলে যান। সেখানে তাঁর ভাই, কমতা আর দুই বোন, দাসকীর আর চোমপা জন্মগ্রহণ করেন। আয়ুভাতুতে, তিনি একজন খ্রিস্টান মিশনারীর সংস্পর্শে এসেছিলেন, যিনি গ্রামের কয়েকটি পরিবার পরিদর্শন করেছিলেন যারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিল। যেহেতু তিনি পড়াশোনায় মেধাবী ছিলেন, জার্মান মিশন স্কুলে ভর্তি করিয়ে দেন এবং বিরসা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হন এবং তার নাম পরিবর্তন করে বিরসা ডেভিড রাখা হয়, যা পরে বিরসা দাউদ হয়। কয়েক বছর পড়াশোনা করার পর তিনি স্কুল ছেড়ে দেন। চাইবাসা,১৮৯০ সালে, বিরসা এবং তাঁর পরিবার তাঁদের খ্রিস্টান ধর্ম ত্যাগ করেন এবং তাঁর আদি ঐতিহ্যগত উপজাতীয় ধর্মীয় ব্যবস্থায় ফিরে যান। বিরসা মুন্ডা সকল আদিবাসীদের তাঁদের আদি ঐতিহ্যবাহী উপজাতীয় ধর্মীয় ব্যবস্থা অনুসরণ করার পরামর্শ দিতে শুরু করেন।
১৮৯৫ সালে বিরসা ভগবান দর্শন করেছেন বলে দাবি করেন এবং নিজেকে রোগ আরোগ্য করার জাদুকরি ক্ষমতাসম্পন্ন একজন অবতার হিসেবে ঘোষণা করেন। তিনি মহাপ্লাবনের ভবিষ্যদ্বাণী করেন। হাজার হাজার মানুষ বিরসার নতুন বাণী শোনার জন্য সমবেত হয়। এই নতুন অবতার আদিবাসীদের রীতিনীতি, ধর্মবিশ্বাসের বিরুদ্ধাচরণ করেন। কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করা, পশুবলি বন্ধ করা, মাদকবর্জন করা, পবিত্র উপবীত ধারণ করা এবং ‘সরণ’ বা পবিত্র নিকুঞ্জে উপাসনা করার প্রাচীন রীতিতে প্রত্যাবর্তন করার জন্য বিরসা মুন্ডাদের প্রতি আহবান জানান। বিরসার কর্মকান্ড ছিল মূলত একটি পুনরুজ্জীবনবাদী আন্দোলন; মুন্ডা সমাজকে বিজাতীয় উপাদানমুক্ত করে তাকে তার আদি রূপদান করাই ছিল এই আন্দোলনের লক্ষ্য।
আদিতে ধর্মীয় চরিত্রের এই আন্দোলনে পরবর্তীকালে রাজনৈতিক ও ভূমিবিষয়ক উপাদানের অনুপ্রবেশ ঘটে। ১৮৫৮ সাল থেকেই খ্রিস্টান উপজাতীয় রায়তরা ভিনদেশী ভূস্বামী ও 'বেথ বেগারি’-র বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়। এটি ছিল তাদের ‘মুল্কাই লড়াই’ বা জমির জন্য সংগ্রাম। এর আর এক নাম ‘সর্দারি লড়াই’। ‘সর্দার’ আন্দোলনের সংস্পর্শে এসে বিরসা মুন্ডার ধর্মীয় আন্দোলনের প্রকৃতি পালটে যায়। প্রথমদিকে বিরসার সঙ্গে সর্দারদের তেমন কোন সংযোগ ছিল না। কিন্তু বিরসার ক্রমস্ফীত জনপ্রিয়তার কারণে সর্দারেরা তাঁর শরণাপন্ন হয়। সর্দারদের দ্বারা প্রভাবিত হলেও বিরসা তাদের মুখপাত্র ছিলেন না। কৃষিভিত্তিক সমাজে উদ্ভূত হওয়া সত্ত্বেও দুটি আন্দোলনের মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল। প্রাথমিকভাবে সর্দারেরা ব্রিটিশদের, এমনকি ছোটনাগপুরের মহারাজার প্রতিও আনুগত্য প্রকাশ করত। তাদের অভীষ্ট লক্ষ্য ছিল শুধু মধ্যবর্তীদের নির্মূল করা। অন্যদিকে বিরসার অভীষ্ট উদ্দেশ্য ছিল ধর্মীয় ও রাজনৈতিক স্বাধীনতা। জমির প্রকৃত মালিক হিসেবে মুন্ডাদের অধিকার প্রতিষ্ঠা ছিল তাঁর মূল লক্ষ্য। বিরসার মতে ইউরোপীয়দের প্রভাবমুক্ত পৃথিবীতেই শুধু এ অধিকার প্রতিষ্ঠিত হতে পারে এবং তারই জন্য দরকার মুন্ডারাজ।

তাঁর নেতৃত্বে একাধিক বিদ্রোহ ও বিদ্রোহের মাধ্যমে প্রতিক্রিয়া জানান। তিনি রায়তদের কোনো কর না দেওয়ার নির্দেশ দেন। তাই মুণ্ডারা তাঁকে 'ধরতি আবা'(পৃথিবীর পিতা) বলে ডাকত। বিরসাকে ২৪ আগস্ট ১৮৯৫ সালে গ্রেপ্তার করা হয় এবং দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি জেল থেকে ছাড়া পায় ১৮৯৮ সালের ২৮ জানুয়ারি।
খ্রিস্টান মিশনারীরা বিরসা সহ তাঁর অনুসারীদের গ্রেপ্তার করতে চেয়েছিলেন, যাঁরা তাঁদের ধর্মান্তরিত করার ক্ষমতাকে হুমকি দিয়েছিলন। এইসময় বিরসা দুই বছরের জন্য অদৃশ্য হয়ে গিয়েছিলেন কিন্তু একাধিক গোপন বৈঠকে যোগ দিয়েছিলেন।এইসময় তিনি উলগুলানের ডাক দেন। বিরসাইতরা প্রকাশ্যে ঘোষণা করেছিল যে প্রকৃত শত্রু ব্রিটিশরা, খ্রিস্টান মুন্ডা নয় এবং ব্রিটিশদের বিরুদ্ধে একটি সিদ্ধান্তমূলক যুদ্ধের ডাক দেয়। দুই বছর ধরে, তারা ব্রিটিশদের অনুগত জায়গাগুলিতে আক্রমণ করেছিল। ১৯০০ সালের ৫ জানুয়ারী, বিরসার অনুগামীরা একেডিহে দুই পুলিশ কনস্টেবলকে হত্যা করে। ৭ জানুয়ারি, তারা খুন্তি থানায় হামলা করে, একজন কনস্টেবলকে হত্যা করে এবং স্থানীয় দোকানদারদের বাড়িঘর ভাঙচুর করে। যেই আন্দোলনে গোটা ব্রিটিশরাজ কেঁপে উঠেছিল। ব্রিটিশরাজ বিরসার জন্য ৫০০ টাকা পুরস্কারও নির্ধারণ করেছিল। ১৯০০ সালের ৩রা ফেব্রুয়ারি চক্রধরপুরের জামকোপাই জঙ্গলে তাকে গ্রেফতার করা হয়। ৪৬০ জন আদিবাসীদের মধ্যে কিছু জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চোদ্দ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছিল। বিচার চলাকালীন কারাগারে বিরসা মুন্ডা সহ ছয়জনের মৃত্যু হয়েছিল যা আজও রহস্যপুর্ণ। বিরসা মুন্ডা ১৯০০ সালের ৯ জুন জেলে মারা যান।
বিরসা মুন্ডা ১৮৯৯-১৯০০ সালে যে বিদ্রোহ পরিচালনা করেন তা উলগুলান নামে পরিচিত। ‘উলগুলান’-এর (অর্থ ‘প্রবল বিক্ষোভ’) লক্ষ্য ছিল মুন্ডা রাজ ও স্বাধীনতা প্রতিষ্ঠা করা।
বিরসা মুন্ডা - ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের একটি শক্তিশালী চরণ হিসাবে স্মরণ করা হয়।

কলমে- দুলদুলি

ক্যালিগ্রাফি - কাজল
14/11/2021

ক্যালিগ্রাফি - কাজল

ক্যামেরায় - সুমন
14/11/2021

ক্যামেরায় - সুমন

Address

Bolpur
731235

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাব্যতরী- Kabyotori posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like