27/04/2022
তাপপ্রবাহের থেকে বাঁচতে গাছ লাগান।
কলমে- তন্ময় কুমার মহারথী (পরিবেশবিদ)
পোস্টার- কাজল
তারিখ ২৫-এ এপ্রিল, ২০২২, দুপুর তখন ১.৩০, সবে অফিস যাবো বলে স্কুটি বের করেছি, তখনো ভাবিনি যে সামনে কি রয়েছে। বেশ তবে, বেরিয়ে পড়লাম, রাস্তায় খনিকের মধেই বুঝলাম হয়ত সেই Doraemon-এর Anywhere Door ছিল এবং ভুল বসতই এপার ত্থেকে কোনো না জানা মরুপ্রান্তে এসে পরেছি।
এইবার বলা যায় কি দরকার আগের কথা গুলর, রোসো বন্ধু রোসো, সব কিছুর কি সারমর্ম আছে, থাকতেই হবে! সারমর্ম এই যে বিগত কয়েকদিনে যেরকম গরম পরেছে তাতে যেকোনো মরুভুমির সাথে তুলনা করতেই পারি। তবে মদ্দা কথায় আসি।
তাপ-প্রবাহ, খুবি পরিচিত শব্দ,এবং আসা করাই যায় একদিনে এনার সঙ্গে ভাল পরিচয়টাও হয়ে গিয়েছে। সে নাহয় হল পরিচয় কিন্তু চলুন এই অত্যন্ত ভয়ানক প্রাকৃতিক দুর্যোগকে একটু গভীর ভাবে জেনেনি।
তাপ-প্রবাহ বা ইংরেজি তে যাকে বলে Heat wave,আসলে হল একরকমের প্রাকৃতিক পরিস্তিতি যেখানে একটি অঞ্চল বা অঞ্চল সমূহের সাধারন গড় তাপমাত্রা পরপর দুদিন সাধারন থেকে 40°C এর বেশি নথিভুক্ত হয়, তাহলে বুঝতেই পারছেন পরিস্তিতি কতটা সঙ্কটের। এর সঙ্গে যদি আদ্রতা হাত মেলায় তাহলেত যাকে বলে cherry on the top.সাধারনত মার্চ মাস থেকে জুন পর্যন্ত এই তাপপ্রবাহের চোখ রাঙ্গানি। শুধু বাংলা নয় বহু রাজ্য যেমন উত্তর প্রদেশ, ঝারখান্ড,উড়িষ্যা, মধ্য প্রদেশ ইত্যাদি রাজ্যেও এই চোখ রাঙ্গানি দৃশ্যমান। দেখুন এখন মোবাইলএর যুগ, টুক করে সার্চ করলেই অন্য তথ্য পেয়ে যাবেন, তাই খামোখা আপনার সময় নষ্ট করবোনা, তবে হ্যাঁ কয়েকটা সমাধান অবশ্যই দিতে পারি।
ভারত এবার মার্চ মাসে প্রায় ১২২ বছরের রেকর্ড ভেঙেছে, কোন খেলা কিংবা শিক্ষার রেকর্ড নয় কিন্তু, উষ্ণতমদিন গুলির নিরিখে, তবে বুঝতেই পারছেন কেন Doraemon -এর Anywhere Door কথা বলেছিলাম । তবে কি আমরা প্রগতিশীল হয়ে উঠছি? উত্তরটা বড্ড খটমটও সে নাহয় উত্তরটা তোলা থাকুক। ব্যাপারটা হল, যে গতিতে অপরিকল্পিত ভাবে কংক্রিট-করন তৈরি করে চলছে urban heat centres , তার সঙ্গে গাছপালাকে মনের আনন্দে কেটে দেওয়া হচ্ছে, আর পরিবেশ প্রতিকুল ভাবে ভূমির ব্যবহারকে গুরুত্ত দেওয়া হয় তাতে এরকম আধ কয়েকটা তাপ্প্রবাহে বড়ই সাধরন, এগুলি না সামালাতে পারলে, সময় যত গড়াবে গল্পের বইয়ে পড়া মরুপ্রান্তর হতে বেশি দেরি লাগবেনা।
দেখুন শুধু ভয় দেখানোটা উদ্দেশ্য নয়।
চলুন তবে একটা সহজ উপায়ে বলি, গাছ লাগান প্রান বাঁচান অমুখ পোস্টার আমরা সকলেই দেখেছি, হয়ত বিভিন্ন social mediaতে শেয়ারও করেছি বার কয়েকবার, তবে করেছি কজন? কেনও বলছি জানেন?,আচ্ছা মনে করে বলুনতো গরমের সময় কতজন গাছের তলায় দারিয়ে সূর্য্যি মামাকে গাল দিয়েছেন? মনে হয়নি, বাব্বাহ এই গরমে এই গাছটা যেন স্বয়ং সর্গের আশীর্বাদ। মনের ভিতরে বসে থাকা কল্পনাকে একটু নাড়াচাড়া দিতে পেরেছি মনে হয়।
আরেকটু নাড়াচাড়া করি বরং , ছোটবেলায়ে বিজ্ঞানে পড়েছেন মনে করুন, গাছ এর ছায়া বাইরের তাপমাত্রা থেকে প্রায় ৫-১০ c কম হয়, তাছাড়া গাছের দ্বারা transpiration(শ্বাসপ্রশ্বাস)এর সাহায্যে যে পরিমানে জলীয় বাষ্প তৈরি হয় সেটি আবার বৃষ্টিকে আহ্বান করতে সাহায্য করে। তাহলে ভাবুন আমাদের পরবর্তী প্রজন্মকে কোনটা দিয়ে যাওয়া ভাল? তাপ-প্রবাহ? নাকি গাছের নম্র ছায়া?
দেখুন তাপপ্রবাহ গ্রীষ্ম কালের একটি অবিছিন্ন অংশ, তবে তা ক্রমাগত হতে থাকলে, সেটা যেমন মানব দেহের জন্য ভয়ানক, তেমনি, কৃষি ব্যবস্থা, পানীয় জল,বাচ্চাদের, বৃদ্ধ মানুষ সকলের জন্যই মারাত্মক।
বাকি অংশটা আপনাদের কল্পনার জগতের উপর ছেরে দিলাম, দেখুন ভেবে কি করা যায় আপনারাই বিচার করুন।
নমস্কার, আসি তবে।
🌍 🌱