27/06/2024
"নারীত্বের পূর্ণতা মাতৃত্ব"... নিশ্বব্দে অপলকে অনুভব করছে রীত। ছোট্ট একটা হৃদয়ের স্পন্দন... মৃদু মৃদু নিঃশ্বাস প্রশ্বাস এর শব্দ...এক অপার্থিব সুখের সূত্র। কতশত রাতের পর এই দিনটা এসেছে রীতের জীবনে। ছোট্টবেলায় পুতুল খেলার ঘরকন্না-রান্নাবাটির আড়ালে চলে বাস্তবের সংসারের মহড়া। সব মেয়েই স্বপ্ন দেখে পুতুল পুতুল দেখতে জ্যান্ত একটি নরশিশুর মাতৃত্বের স্বাদ নিতে। রীতের কাছে মাতৃত্ব বারবার ধরা দিয়েও পূর্ণতা পাচ্ছিল না!...মাস কয়েকের খুশির পৃথিবী লোহিত স্রোতের অকাল বানে বারবার ভেঙে গুঁড়িয়ে যেতো। কান্না আর শূন্য গর্ভ নিয়ে আরও একবার নতুন করে গড়ার লক্ষ্যে ডাক্তার রীতকে উজ্জীবিত করত। আজ রীতের সেই পরিপূর্ণতার দিন! সব যন্ত্রনা...অপূর্নতা... কটুক্তি... দীর্ঘশ্বাস আজ পিউপার আচ্ছাদন কেটে খুশির রঙিন প্রজাপতি হয়ে রীতের কোল আলো করে আছে। একদৃষ্টিতে নিজের গর্ভজাত সন্তানকে দেখে দেখে বিশ্বাস করতে পারে না রীত যে এটা সত্যি! ডাক্তার দত্তর উদ্বেলিত কন্ঠের ডাকে সম্বিত ফেরে রীতের।
-"তাহলে ?! কি নাম রাখবেন আপনার মেয়ের! মিসেস সিং?!"
একটুখানি আরও কোলের কাছে টেনে আনে রীত নীজের সদ্যজাত সত্তাকে। তারপর এক নিঃশ্বাসে বলে ওঠে...
আজ থেকে ওর নাম "মুমকিন"!
কলমে - #ইন্দ্রানী
ছবি - সংগৃহীত(Dm for credit)