গাছেৱ প্ৰথম কুঁড়ির ফুলটি
গাছেৱ প্ৰথম কুঁড়ির ফুলটি
যাকে খুশি দাও ।
কুঁড়ি ফুটে ওঠাতেই আমাৱ আনন্দ ।
ঘুমের শেষে গানেৱ প্ৰথম কলিটি,
গুনগুন কৱছি যখন
যদি ভোৱেৱ পাখিৱ কথা ভাবো ,
তাতেই ভৱে উঠবে আমাৱ অন্তৱ ।
#reels2024
#reelsvideo
#motivationalvideos
স্বাধীনতা
অষ্টপাশে আবদ্ধ থেকে
আমৱা সতৃষ্ণ নয়নে চেয়ে থাকি
স্বাধীনতাৱ দিকে -
স্বাধীনতা তুমি 'চৱৈবেতি মন্ত্ৰ ' ,
ঘুম ভাঙানোর গান ,
স্বাধীনতা তুমি কাঙ্খিত তটভূমি ,
কৰ্মপিয়াসী প্ৰাণ ।
Dear Freedom ,
You have taught us much. Notwithstanding , we can't appreciate the qualities of those whom we dislike .
✍️ Sampurna Mukherjee
Swami Vivekananda in Almora
Bring light for us🪔
And remove the temporary darkness.
That blackens our soul.
Bring light for us
Nothing but light removes the dark.
Our soul is always luminous.
Ignorance casts a shadow over.
Give us wisdom and let us know
Your eternal favour.
🪔🪔🪔🪔 Happy Diwali🪔🪔🪔
এসো মা লক্ষ্মী
কণ্ঠে ও কলমে ✍️ সম্পূর্ণা মুখাৰ্জি
দেবীপূজাকে সাৰ্থক কৱতে হলে.........
দুৰ্গাপূজা মানে এক বিশেষ অনুভূতি । মান , অভিমান , বিষাদ ভুলে একসাথে আনন্দে মেতে ওঠা ।
যথাৰ্থ
শুধু চোখ দিয়ে দেখলে
সবটা বোঝা যায় না ।
শুধু কান দিয়ে শুনলে
জানা যায়না সবটা ।
চোখ কান বন্ধ রেখে,
বুদ্ধিৱ সোনাৱ কাঠি ছুঁইয়ে
ঘুম ভাঙাই আমার বিচার ধারার।
আলসেমি কাটতে যেটুকু সময় লাগে
সমান্য, অতি সামান্য সময় -
আসল সত্য সীমানার বাইরে থাকে ।
সে আৱ কতক্ষণ!
তারপর যেটা যথাৰ্থ ,
একেবারে আমার মনের অঙ্গনে।
তাই নির্ভয়ে থাকি।
✍️ কলমে ও কণ্ঠে Sampurna Mukherjee
Pen & Voice Sampurna Mukherjee
Swami Vivekananda
The 11th September is drawing near, on the very day in 1893 Swami Vivekananda delivered his hypnotizing speech in the Parliament of Religions at Chicago in the United States Of America.
What was the spirit, behind the speech that captivated the minds of the people assembled there?
First of all the speech came out of the heart of a self realised person, not from the lips of just a scholar.
Secondly Swami Vivekananda was then vivified with a great national spirit and selfless love for all.
Above all he was fully saturated with his Master’s unconditional love for all religions and for the whole mankind.
Sister Christine said , "Blessed is the country in which he was born, blessed are they who lived on the earth at the Some time, and blessed, thrice blessed are the few who sat at His feet".
Written & presented by Sampurna Mukherjee
আচার্য
সম্পূৰ্ণা মুখাৰ্জি
তৃণাঞ্জনার তখন ক্লাস থ্রী
গ্রামের প্রাইমারিতে
মাস্টারমশায়ের প্রশ্ন, শর্বোরী মানে কী? ক্লাসের কেউই পারলো না উত্তর দিতে তৃণা ছাড়া ।
তৃণার উত্তর রাত্রি ।
কদিন পরে বিকেলে তৃনা যাচ্ছে মাস্টারমশায়ের পাড়া দিয়ে, ডাকলেন,
টোঙায় অনেকগুলো পাকা জাম ।
জাম তৃণাৱ খুব পছন্দেৱ ।
ভালো লাগলো জাম দেখে ।
মাস্টাৱমশাই হেসে বললেন , “ তোমার পুরস্কার
স্কুলে নিয়ে যাইনি ।
সবাইকে দেওয়া যাবে না।
আমার কাছে সবাই সমান” ।
থেমে বললেন, ভাইকে দিয়ে খেয়ো ।
তৃণা বড় হয়ে ভেবেছে
মাস্টারমশায় কত বাক্যগঠন শিখিয়েছেন।
ওর থেকে সুন্দর বাক্য আর হয় না
সযত্নে বুকের ভেতর রেখে দিয়েছে কথাটা।
ভাইকে দিয়ে খেয়ো ।
ক্লাস ইলেভেন তৃণাঞ্জনার
বাংলা সাহিত্যের ইতিহাস পড়াচ্ছেন অতিশ স্যার।
কবি কঙ্কনের চন্ডীমঙ্গল। উদ্ধৃতি দিলেন,
দুঃখ করো অবধান দুঃখ করো অবধ
স্বাধীনতা
স্বাধীনতা ! তোমার দখিন হাওয়ায় উড়ছে আমার চুল । মুখমণ্ডল ভরে উঠেছে প্রসন্নতায়। নিঃশঙ্ক চিত্তে খুলে দিয়েছি পূর্ব পশ্চিম উত্তর দিক্ষণ সব জানালা। আড়ষ্টতা নেই, ত্রাস নেই, সুন্দর সুন্দর ইচ্ছেগুলোকে মনের খাঁচায় বন্দী করে রাখার যন্ত্রণা নেই। কল্পনার তুরঙ্গমকে লাগাম টেনে নিয়ন্ত্রিত করার প্রাণান্তকর প্রয়াস করতে হয় না।
তোমার বাগানে অজস্র কুঁড়ি ফুল হয়ে ফুটে উঠেছে। তাকাতে ইচ্ছে করে বারবার । দেখে দেখে সাধ মেটে না। বাক্ স্বাধীনতার শ্বেতশুভ্র চন্দ্রমল্লিকা । নির্বাচকের অধিকার যেন সুগন্ধী গোলাপ। সেই কবে ফুটেছে, যেদিন আঠারো ছুঁলাম, গোলাপের দিকে তাকাতেই মনে হলো সদ্য ফোটা । শিক্ষার অধিকার যেন প্রাণমন নন্দিত করা রজনীগন্ধা। আরো অজস্র অধিকার তোমার বৃক্ষতলা আলো করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভোরের শিউলির মত। চোখের তৃপ্তি, মনের আরাম ।
স্বাধীনতা
Ours
Sampurna Mukherjee
We are born in a free country.
It's great
In every respect.
Love is our soul,
Peace is our goal.
We are not blind
To our own fault.
We move fast with no halt.
We chant, "Onward onward"
We always look forward.
We want world's Peace
And to see every country in bliss.
Limited and Unlimited
Suppose a young boy and a girl love each other and get married . Very very handsome and pretty they are. Human limitation destroys the essence of their love .
Here 'Destroys' does not mean destruction or annihilation. It means absence of genuine love in most of the moments .
Instead ,anger, annoyance, misunderstanding and distrust prevail .To get rid of it self-realization is essential , at least self-enquiry .
Sampurna Mukherjee ✍️🎤🎧❤️❤️🌹🌹
কবিতা : ৱবীন্দ্ৰনাথ
✍️কলমে ও কণ্ঠে Sampurna Mukherjee
কবিতা : তুমি আমি
কলমে ✍️ ও কণ্ঠে : Sampurna Mukherjee
কবি কণ্ঠে 🙏🙏🙏শিবস্তোত্ৰ ❤️❤️❤️
কবিতা - মেঘেৱ জন্য
কলমে ও কণ্ঠে - Sampurna Mukherjee
I pay my adoration to Lord Krishna and genuine love for all the friends .🙏🙏🙏❤️❤️❤️
কলমে ও কণ্ঠে ❤️ Sampurna Mukherjee
প্ৰথম কবিতা : লাভ ক্ষতি
দ্বিতীয় কবিতা : বৰ্ষবৱণ
কলমে ও কণ্ঠে ❤️ Sampurna Mukherjee