United Tripura

United Tripura Sound Of People

31/01/2025

বিশালগড় নাম যজ্ঞানুষ্ঠান থেকে লীলা কীর্তনের একটি আনন্দঘন মুহূর্ত সরাসরি

31/01/2025

স্বর্ণা অলংকার পরিষ্কারের নামে চুরি, জনতার হাতে আটক ২ বহিরাজের যুবক। উচ্চমাধ্যম দিয়ে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেয়া হয় দুই যুবককে। ঘটনা গকুলনগর ভূঁইয়ার মাথা এলাকায়।

31/01/2025

দ্রুত ভিলেজ কমিটির নির্বাচনের দাবিতে টাকারজলায় তিপরা মথা দলের বাইক মিছিল
দ্রুত এডিসি ভিলেজ কমিটির নির্বাচন করার দাবিতে বিধায়কের নেতৃত্বে তিপরা মথা দলের বাইক মিছিল। শুক্রবার দুপুর থেকে ইস্ট রতনপুর, ওয়েস্ট রতনপুর, এ দুটি ভিলেজের তিপরা মথা কর্মী সমর্থকদের নিয়ে বাইক মিছিল করা হয় টাকারজলা বিধানসভায়। উক্ত বাইক মিছিলের পতাকা নেড়ে সূচনা করেন বিধায়ক বিশ্বজিৎ কলই, এমডিসি গনেশ দেববর্মা সহ তিপরা মথা অন্যান্য নেতৃত্বরা। বাইক মিছিল থেকে কর্মীরা দ্রুত এডিসি ভিলেজ কমিটির নির্বাচন করার দাবিতে আওয়াজ তুলেন।

30/01/2025

গাঁজা বিরোধী অভিযানে ৪০ হাজার গাঁজা গাছ ধ্বংস*
বিশেষ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কলমচৌড়া থানার ওসি নারু গোপাল দেবের নেতৃত্বে এক বৃহৎ গাঁজা বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন এসআই বিশ্বাসজিৎ দেববর্মা, এসআই সুপ্রীতম দে, ৪০ জন TSR কর্মী, ৪৯ বিএনের ২০ জন বিএসএফ কর্মী এবং ২ জন মহিলা কনস্টেবল।অভিযানের মূল লক্ষ্য ছিল কলমচৌড়া থানার অধীনস্থ দক্ষিণ কলমচৌড়া, হার্টাকিয়ামুরা, হাসের ডাং এবং বাইদার ডুঙ অঞ্চলে অবৈধ গাঁজা চাষ সম্পূর্ণরূপে নির্মূল করা। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে গাঁজা চাষের অভিযোগ ছিল, যা প্রশাসনের কড়া নজরদারিতে ছিল।অভিযানের আওতায় আসে প্রায় ৩০ একর বন টিলা জমি।ধ্বংস করা হয় প্রায় ৪০ হাজার গাঁজা গাছ।দক্ষিন কলমচৌড়া গভীর জঙ্গলের বিভিন্ন স্থানে তিনটি পৃথক প্লটে গোপনে এই গাঁজা গাছ গুলি রোপণ করা হয়েছিল, যাতে প্রশাসনের নজর এড়িয়ে চাষ করা যায়।এলাকার প্রবীর রায়ের পিগ ফার্মের নিকটবর্তী বনাঞ্চলও এই অভিযানের আওতায় ছিল।অভিযান চলাকালে কিছু এলাকাবাসী বাধা দেওয়ার চেষ্টা করলেও প্রশাসন দৃঢ় পদক্ষেপ নিয়ে সফলভাবে গাঁজা ক্ষেত ধ্বংস করতে সক্ষম হয়। অভিযানের সময় দেখা যায়, গাঁজা গাছগুলিতে ইতোমধ্যেই ফলন আসতে শুরু করেছিল এবং খুব শীঘ্রই এগুলো কাটা হতো।এই অভিযানের ফলে গাঁজা চাষিদের বিশাল ক্ষতি হয়েছে, যার কারণে অনেক মহিলা চাষি কান্নায় ভেঙে পড়েন এবং প্রশাসনের কাছে গাছ রক্ষার অনুরোধ করেন। তবে, রাজ্য সরকারের "নেশামুক্ত ত্রিপুরা" গড়ার লক্ষ্যে প্রশাসন কোনো ছাড় দেয়নি এবং সমস্ত গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।
অভিযান শেষে কলমচৌড়া থানার ওসি নারু গোপাল দেব বলেন,
> "এই ধরনের অবৈধ গাঁজা চাষ নির্মূল করতে আমাদের অভিযান চলবে। আমরা কঠোর হাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে যাব। স্থানীয়দের সহযোগিতায় এসব অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
এই সফল অভিযানের ফলে কলমচৌড়া অঞ্চলে অবৈধ গাঁজা চাষ নির্মূলের পথে আরও এক ধাপ এগিয়ে গেল প্রশাসন।

30/01/2025

মুখ্যমন্ত্রীর কাছে প্রাণে বাঁচার আর্তনাদ বিজেপি নেত্রী মহিলা ঠিকাদারের
বিজেপি নেত্রী মহিলা ঠিকাদারের উপর আক্রমণের চেষ্টা,গোলাঘাটি বুড়িমা নদী এলাকায় কাজের গোড়ায় ভেঙে চুরমার করে দেয় সমস্ত ভোল্ডার সহ শ্রমিকদের ঘর। মহিলা ঠিকাদার না হলে দা দিয়ে কেটে পিস পিস করে ফেলে দেওয়ার হুমকি। খবর পেয়ে ঘটনাস্থলে টাকারছলা থানা ওসি রথিন্দ্র দেববর্মা,TSR জোওয়ান সহ তিপরা মথা দলের বিধায়ক মানব দেববর্মা, প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, স্থানীয় বিজেপি নেতৃত্বরা। গোটা এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা‌ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার কাছে ঘটনার সুষ্ঠ তদন্তের দাবী জানিয়ে প্রাণে বাঁচার আর্তনাদ মহিলা ঠিকাদার সরস্বতী লোধের। জানাযায় গোলাঘাটি বুড়িমা নদীর পাড় ভোল্ডার দিয়ে বাধার কাজের ঠিকাদারি পায় মহিলা ঠিকাদার সরস্বতী লোধ। এলাকার কৃষকদের কাছ থেকে জমি নিয়ে কাজ শুরু করেন বিজেপি নেত্রী মহিলা ঠিকেদার। কিন্তু কাজ ভালোভাবে শুরু করার আগেই শরিক দল তিপরা মথা দলের একসঙ্গে ৭০ থেকে ৮০ জন কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে বুধবার দুপুরে মহিলা ঠিকাদার বিজেপির নেত্রীকে প্রাণী মারার চেষ্টা করেন। এদিকে এলাকার তিপা মথা বিধায়ক মানব দেববর্মা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা জানান রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছেন শরীক দলের কর্মীরা তাদের আইনগত সমস্ত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

29/01/2025

মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার জেরে মহাকুম্ভে যাওয়ার পথে বাঁচড়াবান আটকে দেওয়া হয়েছে পুন্যার্থীদের । ভিড় সামলাতে প্রশাসন তৎপর। পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে থাকা ভক্তদের আবারো মহাকুম্ভে যাওয়ার অনুমতি দেবে প্রশাসন । এমনই সূত্রের খবর.....

29/01/2025

মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে বিকল্প রোজগারের স্বপ্ন দেখছে ৮০ জন যুবক যুবতী
মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে (এম এম ডি ইউ পি স্কিম) প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যে রাজ্যের বহু বেকার যুবক যুবতী রোজগারের দিশা খুঁজে পেয়েছে। বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে বেকারদের হাতে রোজগার তুলে দিতে চাইছে সরকার। এতে সাড়া দিচ্ছে রাজ্যের বেকার যুবক-যুবতী ও মহিলারা। সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের সহায়তায় সেকেরকোটস্থিত রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা এনবি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজি পরিচালিত অর্কনীড়ে" বিকল্প রোজগারের স্বপ্নপূরণে প্রশিক্ষণ নিচ্ছে ৮০ জন বেকার যুবক-যুবতী- মহিলারা । এরমধ্যে ২৫ জন করে দু'টি ব্যাচে আর.পি.এল - লেমনগ্রাস উৎপাদনের প্রশিক্ষণ নিচ্ছে ৫০ জন। অপরদিকে সূর্য মিত্র প্রকল্পে - সোলার টেকনিশিয়ানের প্রশিক্ষণ নিচ্ছে ৩০ জন। গত ২৭শে জানুয়ারি প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন রাজ্যের চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান আইনজীবী সমীর রঞ্জন ঘোষ। এছাড়া ছিলেন এনবি .আই .আর. টি. এর ভাইস প্রেসিডেন্ট কপিলবরণ ভৌমিক, অ্যাডমিনিস্ট্রেটর পি.এল. ঘোষ। ডক্টর অরিন্দম চৌধুরী লেমনগ্রাস উৎপাদনের হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি জানান পৃথিবীতে এই গ্রাসের চাহিদা রয়েছে। সুগন্ধি এই গ্রাসের তেল সুগন্ধি তেল, সাবান, ডিটারজেন্ট, কসমেটিক, আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে কাজে লাগে। এছাড়া গত ২৫ শে জানুয়ারি থেকে সূর্যমিত্র প্রকল্পে সোলার টেকনিশিয়ান হিসেবে দুই মাসের প্রশিক্ষণ নিচ্ছে ৩০ জন যুবক-যুবতী। প্রশিক্ষণ দিচ্ছে ইঞ্জিনিয়ার কাম টি.ও.টি সার্টিফিকেট হোল্ডার পি.এল. ঘোষ, ইঞ্জিনিয়ার পিনাক রঞ্জন সরকার, অনিল চন্দ্র দাস প্রমুখ। ইঞ্জিনিয়ার পি.এল ঘোষ জানান, সৌর বিদ্যুৎ ব্যবহারের উপর জোর দিয়েছে সরকার। এ প্রক্রিয়া পরিবেশবান্ধব। কিন্তু রাজ্যের সোলার টেকনিশিয়ানের সংখ্যা খুবই কম। তাই সরকার চাইছে যুবক-যুবতীরা সোলার টেকনিশিয়ান হিসেবে বিকল্প রোজগারের দিশা খুঁজে পাক। তার জন্যই এই প্রশিক্ষণের আয়োজন। অর্কনীড়ের কো অর্ডিনেটর অনুপ দে জানান প্রশিক্ষনার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া দপ্তরের পক্ষ থেকে কেবলমাত্র সোলার টেকনিশিয়ান ট্রেডের সফলরত শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে স্টাইপেন্ড প্রদান করা হবে। অর্কনীড়ের পক্ষ থেকে দেওয়া হবে শংসাপত্র।

28/01/2025

সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শিক্ষকের দাবিতে স্কুলের তালা দিয়ে সড়ক অবরোধ করলো পড়ুয়ারা*
শিক্ষকের দাবিতে স্কুলের তালা দিয়ে সুতারমুড়া-লালসিংমুড়া সড়ক অবরোধ করলো সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ঘটনা মঙ্গলবার দুপুরে। ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সড়ক অবরোধে উভয় দিকে আটকে পড়লো প্রচুর যানবাহন ভোগান্তির শিকার যাত্রীরা। জানাযায় দীর্ঘদিন যাবৎ বিষয় শিক্ষকের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। কিন্তু রাজ্য শিক্ষা দপ্তরের সেই বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করেননি। তাছাড়া স্কুলের শিক্ষকরা প্রতিনিয়তই স্কুলে অনেকটাই দেরিতে আসেন। স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১০৮ জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক-শিক্ষিকা ৮জনের মধ্যে দিয়ে ৪ জনকে দিয়েই স্কুল চালাতে হচ্ছে। স্কুলে পলিটিক্যাল সাইন্স, ককবরক, ইংলিশ বিষে নেই কোন শিক্ষক। তাছাড়া বিদ্যালয় পানীয় জল সমস্যা, বিদ্যালয়ের নেই কোন বাউন্ডারি, সব মিলিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। বাধ্য হয়ে সুতারমুড়া- লালসিংমুড়া সড়ক অবরোধে বসে স্কুলের ছাত্র-ছাত্রীরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ, ছোটে আসেন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক এন্টনি দেববর্মা সহ চড়িলাম ইন্সপেক্টর অফ স্কুল উত্তম দেবনাথ। ছাত্র-ছাত্রীদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের বিষয় শিক্ষক নিয়োগ করা হচ্ছে সড়ক অবরোধ চলবেই।

27/01/2025

সিপাহীজলা পিকনিক স্পট এলাকায় চড়িলাম বিধানসভার শাসক দলের বর্তমান মন্ডল সভাপতি ও প্রাক্তন মন্ডল সভাপতি দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের অভিযোগ

26/01/2025

প্রজাতন্ত্র দিবসে বিশালগড় থেকে এভারগ্রীন ইনস্টিটিউট আয়োজিত রেলি সরাসরি......

25/01/2025

গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে ৩০শে জানুয়ারি আন্দোলনের নামছে চড়িলামে ত্রিপা মথা দল
আগামী দিন ৩০ জানুয়ারি গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবীতে আন্দোলনে নামছে চড়িলাম তিপ্রা মথা দল শনিবার দুপুরে বিশ্রামগঞ্জ বাজারে ত্রিপা মথা দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান চড়িলাম তিপ্রা মথা ব্লক সভাপতি বুদ্ধ দেববর্মা।

22/01/2025

ত্রিপুরায় বিশালগড়ে স্কুল পড়ুয়াদের নিয়ে জেলা পুলিশ প্রশাসনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম.....
ত্রিপুরা রাজ্যের বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় ত্রিপুরা পুলিশ সপ্তাহ কর্মসূচি অঙ্গ হিসেবে বুধবার সকালে হ্য় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ট্রাফিক অ্যাওয়ারনেস। দুর্ঘটনা নিয়ন্ত্রণ রোধ করা, সড়কে চলাচলে সচেতন করা, ট্রাফিক পুলিশের কর্তব্য পালন, বর্তমান যুগে যুবকদের প্রতিনিয়ত হেলমেট পরিধান করে বাইক চলাচল করা, ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর সচেতন করার লক্ষ্যে বিশালগড়ের বিভিন্ন এলাকায় অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়‌। প্রথমে বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন আগরতলা-উদয়পুর সড়কে, দ্বিতীয়টি বিশালগড় বাইপাসে। মোটর স্ট্যান্ড এলাকায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, অন্যদিকে বাইপাসে ছিলেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত। এদিনে স্কুল পড়ুয়াদের দুর্ঘটনার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করেন উপস্থিত আধিকারিকরা।

21/01/2025

ছয় মাসের আগেই কাজ সম্পূর্ণ হবে কথা দিলেন বিধায়ক সুশান্ত দেব। বিশালগড় স্থিত বাইপাস সংলগ্ন রবিদাস পাড়ার লোকজন রাস্তার দাবির আবদার ছিল তারই পরিপ্রেক্ষিতে রাস্তা পরিদর্শনে বিধায়ক।রবিদাস পাড়ার ২৭০ মিটার রাস্তা ৬ মাসে পাবে নতুন রূপ... সুশান্ত দেব।

20/01/2025

প্রথম বারের মতো বিশালগড়ে অনুষ্ঠিত হবে সৃজন উৎসব। স্থানীয় বিধায়ক সুশান্ত দেবের অনুপ্রেরণায় বিশালগড় পঞ্চায়েত সমিতির প্রচেষ্টায় বিশালগড় আর ডি ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। আগামী ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এই উৎসবের শুরু হবে। এদিন বিকাল চারটায় বিশালগড় ব্লক সংলগ্ন বাইপাস সড়কে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এ বিষয়ে সোমবার বিকালে বিশালগড় পঞ্চায়েত সমিতির সভা কক্ষে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অতসী দাস। ছিলেন বিডিও নান্টু দেব, শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান তপন দাস প্রমূখ।

19/01/2025

*রাম ছড়ায় ৩৬ লক্ষ ৩৬ হাজার টাকার গাঁজা উদ্ধার*
গোপন খবরের ভিত্তিতে রামছড়া এলাকায় প্রবীর ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার ৩০৩ কেজি শুকনো গাঁজা, বাড়ি থেকে পালিয়ে যায় নেশা কারবারি প্রবীর ভৌমিক। প্যাকেট করা সমস্ত গাঁজা উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসে পুলিশ। জানাযায় রবিবার দুপুরেবিশালগড় থানার ওসি সঞ্জিত সেনের নিকট গোপন খবর আসে রাম ছড়া এলাকায় প্রবীর ভৌমিকের বাড়িতে মাটির নিচ থেকে পাঁচটি ড্রাম ভর্তি শুকনো গাঁজা তুলে নেশা কারবারি প্রবীর ভৌমিক সমস্ত গাঁজা প্যাকেট করে বহিঃরাজ্য পাচার করতে সমস্ত কিছুর প্রস্তুতি নেয়। ঠিক সেই সময়ে ওসি সঞ্জিত সেনের নিকট খবর আসে।এদিনের অভিযানে ছিলেন DSP DIB-কেশব হরি জমাতিয়া, বিশালগড় থানা ইন্সপেক্টর বিদ্যা দেববর্মা, সাব ইন্সপেক্টর মৃদুল মজুমদার সহ মহিলা পুলিশ এবং টিএসআর জোওয়ান। অভিযুক্ত প্রবীর ভৌমিকের বিরুদ্ধে NDPS একটি মামলা গ্রহণ করেছে বিশালগড় থানা পুলিশ মামলার নাম্বার 07/2025 BLG। রবিবার বিকেলে অভিযান নিয়ে বিস্তারিত জানান বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত।

19/01/2025

প্রধানমন্ত্রী মনকি বাত অনুষ্ঠানে আক্রান্ত শাসক দলীয় নেতা কর্মীরা। ঘটনা রবিবার বেলা ১১ টায় বিশালগড় থানাধিন লালসিংমুড়া বংশী বাড়ি এলাকায়।
শাসক শরীকদল তথা বিজেপি ও ত্রিপরা মথা দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত চরিলাম বিধানসভা অন্তর্গত বংশীবাড়ী এলাকা। মথা কর্মীদের আক্রমণে আহত হন শাসক শরিকদল তথা বিজেপি জনজাতি মোর্চার জেলা সভাপতি কানুরাজ দেববর্মা সহ চার বিজেপি কর্মী। ভাঙচুর করা হয় চারটি বাইক। মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা। জানা গেছে,, প্রধানমন্ত্রী মনকি বাত অনুষ্ঠানে উপস্থিত হতে রোজ রোববার দুপুর 11 টা নাগাদ বংশীবাড়ি এলাকার বিজেপি কর্মী বিপিন দেববর্মা বাড়িতে উপস্থিত হন বিজেপির জনজাতি মোর্চার জেলা সভাপতি সহ বেশ কয়েকজন দলীয় কর্মী। অনুষ্ঠান চলাকালীন সময়ে স্থানীয় ত্রিপরা মথার কর্মীরা আচমকা বিজেপি কর্মীদের ওপর লাঠি দা নিয়ে হামলা চালায়। তাদেরকে প্রচন্ড মারধর করার অভিযোগ। ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় চারটি বাইক। ভাঙচুর করা হয় সাথে থাকা কয়েকটি মোবাইল ফোন। মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক সহ থানার বিশাল পুলিশ বাহিনী ,এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজমান। ইতিমধ্যে দুই দলের তরফে থানায় মামলা ও পাল্টা মামলা। পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তবে ঘটনা নিয়ে যেকোনো সময় বিরাট আকার ধারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

18/01/2025

ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড,ব্যবসায়ীর পরিবারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, মুখ্যমন্ত্রীর কাছে বাঁচার আর্তনাদ। ঘটনা মেলাঘর বড় পাথর এলাকায় । রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে পরিবার নিয়ে বেঁচে থাকার আর্তনাদ জানিয়েছেন শনিবার দুপুরে ব্যবসায়ী মালেক মিয়ার।

18/01/2025

মাত্র ২৮ সেকেন্ডের ভিডিও যেন মানবতার দুয়ারে নাড়া দিল,নিজের বাইক দাড় করিয়ে এম্বুলেন্সের জন্য রাস্তা করে দিল ১ ফুট ডেলিভারি বয়, এজন্য আবারও এক মানবতার দৃষ্টান্ত আগরতলা উড়ালপুলের উমাকান্ত স্কুল সংলগ্ন এলাকায় গভীর রাতের দৃশ্য এই মানবিক ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।।

Address

Agartala Sbroom Road
Bishalgarh

Alerts

Be the first to know and let us send you an email when United Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to United Tripura:

Videos

Share